নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন যার ছেঁড়া সকাল; তুমি কি সেই?
একদিন যার ভরা ছিল ভোর; তুমি কি সেই?
এখন আঁকে যে বিষন্ন গোধূলী; তুমি কি সেই?
যার সাঁঝে ছিল মেয়েটির মায়া; তুমি কি সেই?
বহুদিন পড়ে মন হল পাখি; তুমি কি সেই?
একদিন যার পথ ছিল নদী; তুমি কি সেই?
মেঘ জুড়ে ছিল ভালবাসা মাখি; তুমি কি সেই?
তোমারও তো ছিল একটা তুমি; তুমি কি সেই?
হারিয়ে গেছে যার হারানোর গান; তুমি কি সেই?
মিলবেনা হাতে,হাত খানি কভু; তুমি কি সেই?
বৃষ্টি ঝরে গেলে কান্না লুকায়; তুমি কি সেই?
একদিন ছিল ঝড় মানে তুমি; তুমি কি সেই?
স্বপ্ন ছিলো যার যৌথ খামার; তুমি কি সেই?
দিন বদলের স্বপ্ন বেচে যে ;তুমি কি সেই?
মাঠ পেরুলেই হাঁপ ধরে যায়; তুমি কি সেই?
বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দিন পরে ব্লগে এলো যে, তুমি কি সেই?
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
স্বপনবাজ বলেছেন: মাঠ পেরুলেই হাঁপ ধরে যায়; তুমি কি সেই?
বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই? ++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: বাঁচবে বলে পথ খুঁজেছিলে, তুমি কি সেই?
বাঁচাবে বলে স্বপ্ন দেখেছিলে, তুমি কি সেই স্বপনবাজ ???
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জানায়েন তো, উনি কি সেই কিনা!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: আহারে, যদি জানতেম!!!
তুমি কি সেই তুমি?
আমি কি সেই আমি?
আমরা যে আকাশের মতই প্রতি পলে বদলে যাই,
আমরা যে জোয়ারে জোয়ারে এমনি এসে ভেসে যাই!
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাঁ আমি সেই +++++++++++++++++++++++++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: এই আঁধারে বাতিওয়ালা হবে, তুমি কি সেই?
তিমির প্রহরে কান্ডারী হবে, তুমি কি সেই?
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
শ্রাবণ জল বলেছেন: মাঠ পেরুলেই হাঁপ ধরে যায়; তুমি কি সেই?
বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই?
ফিরে এসেই সুন্দর একটা কবিতা পোস্ট। ভাল লাগা জানবেন, ইফতি ভাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধূধূ খরাতে জল হয়ে ছোঁবে, তুমি কি সেই?
হারিয়ে যাবে যে শ্রাবন বেলায়, তুমি কি সেই?
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
দিন বদলের স্বপ্ন বেচে যে ;তুমি কি সেই?
মাঠ পেরুলেই হাঁপ ধরে যায়; তুমি কি সেই?
বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই?
সুন্দর!!!
ভাললাগা রেখে গেলাম।
++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: স্নিগ্ধ মায়ায় ঘুম ভাঙ্গাবে, তুমি কি সেই?
বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই?
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেকদিন পর এলে,
তুমি কি সেই???
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দিন পড়ে এলে, তুমি কি সেই?
প্রানে মিলুক প্রান সখা, তুমি কি সেই?
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
কালোপরী বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: তুমি কি সেই কালোপরী?
৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
বটবৃক্ষ~ বলেছেন: বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই?
+++++
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: বাঁচবে বলে পথ খুঁজেছিলে, তুমি কি সেই?
তুমি কি সেই?
তুমি কি সেই?
ভালো থাকুন বটবৃক্ষ~ !
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
আমিনুর রহমান বলেছেন: তুমি কি সেই? +++
অনেকদিন পর ব্লগে ???