নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

তবু আয় মেয়ে, গড়ে তুলি দূর্জয় প্রতিরোধ!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

পাখির নীড়ের মত কোন চোখের কথা,

যদি বলে যায় কোন জীবন কবি,

তবে আয় মেয়ে,- বাসনার মালা গাঁথি!



চাহনিতে যদি এত ঝরাবিই মায়া,

কাজল চুলে আঁকিস এমন মেঘডুম্বুর সাঁঝ,

তবে আয় মেয়ে,- কিছু কামনার ফুল ছিঁড়ি!



পরশে পরশে যদি নাচাবি চেতন,

চোখের চুমুতে ছুঁড়ে দিবি পাহাড়ি নদী,

তবে আয় মেয়ে,- স্নান হোক পবিত্র সর্বনাশে!



পাজর খুলে যদি তোরই গঠন,

আদিম অরন্যের ভাঁজে ভাঁজে আদম ও ইভের উপাখ্যান,

তবে আয় মেয়ে,- চল খুঁজি সেই নিষিদ্ধ ফলের সুবাস!



তোর অরূপ লাবণ্যটুকুও যদি নীলিমারই মত,

অমন গৎবাঁধা কোন গোধূলিতে মিলিয়ে যেতেই হয়,

তবে আয় মেয়ে,- অমরত্বের বীজ বুনি ।



সময়ের মত সর্বগ্রাসী চামার ঘুণপোকা যদি,

কুরে কুরে খেয়েই চলে বরাদ্দ সীমিত প্রহর,

তবে আয় মেয়ে,- শিখে নেই আজ আত্মাহুতির পাঠ ।



অদ্ভুত আঁধারে যদি আজ ঢেকেছে স্বদেশ,

বাতিঘরগুলো যদিও সব পচে গলে বিক্রি হবার পথে,

তবু আয় মেয়ে, গড়ে তুলি দূর্জয় প্রতিরোধ!

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

মঈনউদ্দিন বলেছেন: দারুন ++++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মঈনউদ্দিন । পাঠে কৃতজ্ঞতা রইলো।


অদ্ভুত আঁধারে যদি আজ ঢেকেছে স্বদেশ,

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ লেখা!! :D :D :D খুবই ভাল লেগেছে গোছান লেখা, এবং এটি বেশ বুঝতে পেরেছি!!

অঃটঃ

এতো দিন পরে কেন!! আপনাকে তো বিচরাই পাইনা!! X( X( X( X(

এইভাবে ভুইলা গেলে চইলব?? মাত্র দিছি, সুযোগ পাইলে একবার ক্লিকায়েন। :)

আর প্লাস দিতে মিস করি না!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দিকভ্রান্ত*পথিক !!! কেমন আছেন? খুব ভালো লাগছে আপনাকে পেয়ে!


নানা কিছু নিয়ে থাকি! কিছুদিন কলমে একদম লেখা ছিল না, ডুব মেরে ছিলাম, এই যে আবার ভেসে উঠেছি!

আসছি আপনার কবিতায় :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

মামুন রশিদ বলেছেন: অদ্ভুত আঁধারে যদি আজ ঢেকেছে স্বদেশ,
বাতিঘরগুলো যদিও সব পচে গলে বিক্রি হবার পথে,
তবু আয় মেয়ে, গড়ে তুলি দূর্জয় প্রতিরোধ!


সুন্দর । দারুন প্রত্যাবর্তন ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মামুন ভাই, কেমন আছেন? মনে হচ্ছে যেন কতদিন পর দেখা হল! খুব ভালো লাগছে আপনাকে পেয়ে! :)

অদ্ভুত আঁধারে যদি আজ ঢেকেছে স্বদেশ!!!

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দ্বিতীয় ভালো লাগা প্রেমের কবিতায়......বিশুদ্ধ প্রেম চাই বিশুদ্ধে সরোবরে প্রিয়া হাসেদের মতন ভেসে চলি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বিশুদ্ধ প্রেম চাই বিশুদ্ধে সরোবরে প্রিয়া হাসেদের মতন ভেসে চলি !!!


সেলিম আনোয়ার ভাই! এই ব্লগে আপনাদের সাথে পরিচয়, এখন এমন এক সময় আসছে যখন এই ব্লগ থাকবে কিনা এটা নিয়েই সংশয় দেখা দিয়েছে আজ।

অদ্ভুত আঁধারে যদি আজ ঢেকেছে স্বদেশ!!!

ব্লগ লেখার শুরুতে যাদের কাছ থেকে উৎসাহ পেয়েছি আপনি তাদের একজন।

ভালো থাকুন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

বোকামন বলেছেন:






তৃতীয় ভালোলাগা .....

সুন্দর সুন্দর সুন্দর

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ !!!


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

কালোপরী বলেছেন: :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

স্বপনবাজ বলেছেন: খুব ভালো লাগলো

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ!


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। :)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৮

বৃতি বলেছেন: চমৎকার লিখেছেন!

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি !


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


সসুন্দর!!!

৫ম ভাললাগা নিবেন কবি।
++++

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন !

আপনার ভালো লাগায় কবি অভিভূত!


ভালো থাকুন।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

সায়েম মুন বলেছেন: চমৎকার।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন! কেমন আছেন?

আবার কবিতায় আপনার সাথে দেখা হল!

ভালো থাকুন অবিরল।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন !

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইল।


ভালো থাকুন।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
পাজর খুলে যদি তোরই গঠন,
আদিম অরন্যের ভাঁজে ভাঁজে আদম ও ইভের উপাখ্যান,
তবে আয় মেয়ে,- চল খুঁজি সেই নিষিদ্ধ ফলের সুবাস!


চমকপ্রদ এসব লাইন কবিতাকে শোভিত করেছে।
খুব ভালোলাগা রেখে গেলাম........

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল ! আপনার ভালো লাগায় লেখার আনন্দটাও বাড়ল বটে।


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৭ম ভালোলাগা।।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ৭ম অভিভাদন গ্রহন করুন কবি!

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ! :)


পাঠে কৃতজ্ঞতা।


শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.