নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ঝরা পালকের গান

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

নিশুতি নিঃসঙ্গ কোন এক আরন্যিক শূন্যতার স্বরলিপি

ঠোঁটে তুলে নিয়ে দোল খায় নিশাচর শব্দভেদী বাদুড়ের দল।

মন্ত্র পড়া ভোরে অবাক বিস্ময়ে আড়মোড়া ভাঙ্গে ঘাসফুল,

জেনে রেখ নির্ঘুম রাতের সাক্ষ্য, ঝিঁঝিঁপোকারাও দেবে একদিন।



আলো ফোটানোর বেদনা কি একা জোনাকীর জানলে চলে?

শুভ্রতার বুকে কবির কলম তাই এঁকে চলে কালিমার শ্লোক।

একজন নারী এক সম্রাটকে জয় করে সম্রাজ্ঞী বনে গেলেও,

একজন পুরুষকে সম্রাট হতে একটা পৃথিবীকে জিততে হত।

ঝরা পালকের ব্যথা বুকে নিয়ে পরিযায়ী পাখা মেলে শীতকালীন নির্বাসন,

প্রহর ফুরালে তবু নির্বানের রঙ মাখে লম্পট সূর্য,সমর্পিত সন্ধ্যা প্রদীপে।



গান হোক পাখি, ভালোবাসা প্রসারিত ডানা,

অচল স্বপ্নেরা তখন নির্দেশক উদাসীন অমরত্বের ।

সব কোকিল বসন্ত ফুরোতেই গুটিয়ে ফেলেনা ডানা,

কোন কোন ভালোবাসা তাই,-

নিতান্ত ভালবেসেই ঘৃণা করে যায় চিরকাল।

মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

স্বপনবাজ বলেছেন: গান হোক পাখি, ভালোবাসা প্রসারিত ডানা,
অচল স্বপ্নেরা তখন নির্দেশক উদাসীন অমরত্বের ।

+++

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

স্বপনবাজ বলেছেন: গান হোক পাখি, ভালোবাসা প্রসারিত ডানা,
অচল স্বপ্নেরা তখন নির্দেশক উদাসীন অমরত্বের ।

+++

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কি বলে সমাদর করব স্বপনবাজ ? আপনার আগমন এক দারুন আনন্দের আর উৎসাহের কবির জন্য!


পাঠে অশেষ কৃতজ্ঞতা, শুভকামনা রইলো।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
আলো ফোটানোর বেদনা কি একা জোনাকীর জানলে চলে?
শুভ্রতার বুকে কবির কলম তাই এঁকে চলে কালিমার শ্লোক।
একজন নারী এক সম্রাটকে জয় করে সম্রাজ্ঞী বনে গেলেও,
একজন পুরুষকে সম্রাট হতে একটা পৃথিবীকে জিততে হত।



শুধু কাব্যরস নয় এখানে লুকিয়ে আছে অসাধারণ কাব্যদর্শন!!

well appreciated কবি...................

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কি অদ্ভুত তারিফ করলেন সোনালী ডানার চিল! কবি যে অতিশয় উচ্ছ্বসিত হইলো! :)

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

shfikul বলেছেন: +++

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ shfikul !

কবি লেখে, শুধুমাত্র আপনার পড়েন তাই।


অশেষ কৃতজ্ঞতা।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ পাঠ।
প্রতিটা লাইন ই আলাদা কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়!

অনেক দারুন মন্তব্য, কবি ব্যাপক ভালো লাগা পাইল! :)

অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার বললেও কম হয়ে যাবে।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ! আপনারা কয়েকজন কষ্ট করে লেখা পড়েন, এইটাই তো অনেক!

অশেষ কৃতজ্ঞতা।


ভালো থাকুন নিরন্তর।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

গান হোক পাখি, ভালোবাসা প্রসারিত ডানা,
অচল স্বপ্নেরা তখন নির্দেশক উদাসীন অমরত্বের ।
সব কোকিল বসন্ত ফুরোতেই গুটিয়ে ফেলেনা ডানা,
কোন কোন ভালোবাসা তাই,-
নিতান্ত ভালবেসেই ঘৃণা করে যায় চিরকাল।


সুন্দর!!!!

ভাললাগা রেখে গেলাম।

+++++
শুভ কামনা রইলো।





ব্লগে আমন্ত্রণ!!!

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন!! লেখায় আপনার ছায়া বড় আনন্দের আর ভরসার।
পাঠে অশেষ কৃতজ্ঞতা।

খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার ব্লগ বাড়িতে!

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব । পাঠে অশেষ কৃতজ্ঞতা।


ভালো আছেন আশা করি।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬

মামুন রশিদ বলেছেন: কোন কোন ভালোবাসা তাই,-
নিতান্ত ভালবেসেই ঘৃণা করে যায় চিরকাল।


বিষাদের গান ভালো লাগলো ।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: বিষাদের গান! বিষাদের গান!!

এইটাই এই কবিতার শিরোনাম! আমি এই লেখাটার কোন নাম ঠিক করতে পারছিলাম না। অনেক হাতড়ে 'ঝরা পালকের গান' দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু যেটা হবে সেটা হল 'বিষাদের গান'।

ধন্যবাদ মামুন৬৫৩ ! অনেক অনেক ।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

ইখতামিন বলেছেন:
কবিতাটা খুব ভালো লেগেছে.
তবে মনে হয় বাদুরের দলটা বাদুড়ের হবে :P

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: যুগল ধন্যবাদ হে ইখতামিন, কবিতা পাঠে তো অবশ্যই, বানানে তো বটেই। কবিতায় বানান ভুল খুব চোখে লাগে, ার আমার ভুল থাকেও অনেক।


বানান ঠিক করে নিলাম! :)

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




অফ লাইনে পড়ছিলাম , ভালোলাগা জানাতে এলাম !



+++++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ তোমার গল্পের মৃত রাজকন্যা !!! পাঠে কৃতজ্ঞতা রইলো।

কারও এক গল্পের কোন এক মৃত রাজকন্যা জেনে রেখ,
অরফিয়াসের বাঁশী আর বেহুলার নৃত্য যদি সত্যি হয়,
তবে কোন এক কবিতায় তুমি আবার জেগে উঠবে সুনিশ্চিত!!!


১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

আশিক মাসুম বলেছেন: দারুন।

++++

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম। আশা করি ভালো আছেন।


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর, সুন্দর।
পুরোটাই ভালো লাগলো।

শুভকামনা ৎঁৎঁৎঁ।
কিম্ভুতকিমাকার নিক আপনার :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড! পাঠে অশেষ কৃতজ্ঞতা।

কি করা যাবে! :( নিকের পেছনের মানুষটাও কিম্ভুতকিমাকার !


শুভকামনা রইলো।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ফালতু বালক বলেছেন: +++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফালতু বালক। বেশ মজার নিক আপনার! :)


ভালো থাকুন।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

শ্রাবণ জল বলেছেন: এত চিন্তা, এত শব্দ- কই পান??

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি তো জানিনা, কবি জানে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.