নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

মুখ ও মুখোশ

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

মুখ



রাজার ফুল বাগানের মালি ছিলাম,

দিনগুলো বেশ ভালই কাটতো।

রঙ বেরঙের, দেশি বিদেশী ফুল,

কত রূপ! কত গন্ধ!

ফুল ফুটিয়ে দিনগুলো আমার,-

বেশ ভালোই যাচ্ছিলো।

আকাশের সাথে কখনও শত্রুতা পাতাইনি,

তবুও নিয়ম মেনে আমার কপালে সুখ সইলোনা।

বাগানের ফুলের দেশ বিদেশে বেশ সুনাম ভাসলো।

খাজাঞ্চী মশায় বুদ্ধি দিলেন,-

জাহাজ ভরে ফুল ছুটলো বানিজ্যে।

কোষাগার ভরা জোয়ারের টানে-

একেবারে ফুলে ফেঁপে উঠলো।



সেদিন থেকে নিজেকে কেমন,

কবরখানার প্রহরী মনে হয়!









মুখোশ



এতদিনে খুব জেনে গেছি

অনেকের মত আমিও ভন্ড...

অন্ধকার কোনগুলোতে মুরগী হৃদয়ে আমিও ভয়ে থরথর কাঁপি ।

ক্লেদে- জলে পিছল মাটিতে -

টলমল পায়ে আমি কোনোমতে দাঁড়িয়ে হাঁপাই ...

শক্তিমান যে কোন ভ্রু-কুটিতে,

মোমের মতে গলে যায় আমার অন্তরাত্মা।

পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের মত ছুটে-

অমোঘ অমঙ্গলের পায়ে প্রতিরাতে পেশ করে চলি গর্দান।

আমি লোভী নই, একটু উচ্চাকাঙ্ক্ষী,

তাই মুদ্রার বিনিময়ে আমাকে কেনা যায় !

তুমিও যদি নির্বোধ ভালমানুষ না হও,

তাহলে তো জানোই মুদ্রাই জগতের ঈশ্বর।

নিজেকে চরিত্রহীন ভাবতে কেন জানি ইচ্ছে হয়না,

তাই বহুগামিতাকে গাল দিয়ে,

নিরন্তর হস্তমৈথুনে তৃপ্ত করি জগতের তাবৎ নারী কুল।

তবে এতদিনে একটা শিক্ষা হয়েছে বটে,

বাড়ি থেকে বেরুবার আগে মুখোশগুলো নিতে ভুলিনা মোটেই,

মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ???

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাল লাগা কবি।সুন্দর হয়েছেঅ

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই। পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন।


শুভকামনা রইলো।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

নস্টালজিক বলেছেন: ভালো লাগছিলো! স্পেশ্যালী মুখোশ...

শুভেচ্ছা খনডৎত!

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: মুখোশ আমার নিজেরও পছন্দের একটা লেখা।

ভালো লেগেছে জেনে খুশী লাগছে। :)

শুভকামনা রইলো।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। :)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
মুখোশে বেশি ভাললাগা। :)


০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: মুখোশ যে আমাদের খুব প্রিয়, এই জন্য বোধহয় মুখোশ লেখাটাই ভালো হয়েছে!


শুভকামনা রইলো।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৬

একজন আরমান বলেছেন:
মুখোশ টা দারুন লেগেছে। :)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: মুখোশ তো ভালো লাগবেই,


মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ??



ভালো থাকুন। :)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব । :)


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

স্বপনবাজ বলেছেন: ++

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ।

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

আশিক মাসুম বলেছেন: মুখ যেমন তেমন মুখস সেইরাম :)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
তবে এতদিনে একটা শিক্ষা হয়েছে বটে,
বাড়ি থেকে বেরুবার আগে মুখোশগুলো নিতে ভুলিনা মোটেই,
মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ??


মুখোশটাই তো সবথেকে ভালো হবে আমাদের এত প্রিয় একটা জিনিষ!

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

শ্রাবণ জল বলেছেন: মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ???

আমার চলেনাহ।


ভাল লেগেছে দুটোই।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
তবে এতদিনে একটা শিক্ষা হয়েছে বটে,
বাড়ি থেকে বেরুবার আগে মুখোশগুলো নিতে ভুলিনা মোটেই,
মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ???



১১| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বোকামন বলেছেন: +++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন!

পাঠে অশেষ কৃতজ্ঞতা!

শুভকামনা!

১২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:২৬

আমিনুর রহমান বলেছেন:

দারুন +++

বাড়ি থেকে বেরুবার আগে মুখোশগুলো নিতে ভুলিনা মোটেই,
মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে.

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই! বিলম্বিত জবাবে ক্ষমা চাইছি।

মুখোশ ছাড়া কি আর আসলেই আমাদের একটা দিনও চলে? ? ?

ভালো থাকুন। অনেক অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.