নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক ব্যর্থ কবির কলমের মাথায়,
হুলুস্থুল খুন চেপে গেল!
মাতাল অশ্বে চাবুক লাগিয়ে ছুট লাগাল দিকবিদিক...
বিশ্বজগত তন্ন তন্ন করে যেভাবেই হোক,
ছিনিয়ে নিয়ে আসবে একটি দিগ্বিজয়ী কবিতা!
যে কবিতার প্রতিটি শব্দে,
কোন এক নিভে যাওয়া নক্ষত্রের স্বপ্ন মিশে থাকবে,
যে কবিতার পরতে পরতে ,-
মাখানো থাকবে মায়েদের লোকমার স্বাদ।
যে প্রহরে সেই কবিতাটি লেখা হবে,
পরাজাগতিক সুরে গান গাইবে সদ্যকিশোরী এক নীলতিমি।
যে কবিতার প্রজ্বলিত আবেগে থরথর কাঁপবে,
অমরত্বের অমর বাসনার প্রতিশ্রুতি।
যে কবিতার প্রতীক্ষা হবে ঠিক এমন যেন,
যুদ্ধ ফেরত কোন তরুন যোদ্ধা খুইয়ে আসছে তার যাবতীয় সবুজ।
কবিতাটিকে তো অবশ্যই ভালবাসার কথা বলতেই হবে,
বলতে হবে সোনালু স্বপ্নের কথা, জেগে ওঠা প্রথম আগুনের কথা।
কবিতাটিকে অবশ্যই প্রথম বৃষ্টির জলে শুদ্ধ হতে হবে,
কবিতাটিকে হতে হবে প্রথমবার বিক্রি হওয়ার-
অচেনা দহনে ঝরে পড়া প্রথম কান্নাফোঁটার মত পবিত্র।
কবিতাটিতে ওই রকম শীতল মায়ার এক পরশ থাকবে,
ঠিক যে হাত তুমি রাখতে প্রেমিকের জ্বর আকুল কপালে।
সেই কবিতাতে যদি রাজপথে স্বপ্ন লুট হয়ে যাওয়ার হাহাকার থাকে,
তবে সেখানে থাকতেই হবে দাঁতে দাঁত চাপা প্রতিরোধের তেজ।
সেই কবিতায় যদি সব কিছু ভেঙ্গে পড়ার কানে তালা লাগানো হুঙ্কার থাকে,
তাতে থাকবেই থাকবে তুষারযুগ ঠেলে আসা উষ্ণ সকালের সুরেলা সৌরভ।
আর ঠিক যখনই শেষ হবে লেখা সেই সে সকাতর অভিমানী কবিতাটি,
ছুটির ঘন্টা বাজবে দশ দিকে, পাখা মেলবে আততায়ী ঘুম,
তেপান্তরের মাঠ পেরিয়ে উড়ে আসবে সুদর্শন অন্ধকার,
ডানা ঝাপটিয়ে বলবে আলগোছে, ‘কবি- এবার ঘুমাও তুমি’!
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম। ভালো লেগেছে জেনে আনন্দ লাগছে, আমরা সবাই হয়ত ঠিক এইরকম কোন কবিতার অপেক্ষায় থাকি !
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ +++++++
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ! কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
আপনারা পড়েন বলেই কবি লিখে যায়।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
গল্প কবিতাই ভাললাগা।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন !
পাঠে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
স্বপনবাজ বলেছেন: চমতকার !
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ।
আপনাদের কয়েকজনকে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নাই। পড়েন বলেই সারা দিন মানুষের টাকা গুনে এসে কিছু একটা লিখতে বসি!
অনেক শুভকামনা রইলো।
ভালো থাকুন নিরন্তর।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পর পর কয়েকটি দূর্দান্ত কবিতা যাচ্ছে আপনার।
ভালো লাগা জানালাম।।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ! ভালো লেগেছে আপনার? জেনে আনন্দ হচ্ছে! কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত হয়েছে বরাবরের মতোই কবি।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান। আশা করি ভালো আছেন।
কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন ।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!
প্লাস! ++++++++++++++++++++++
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না ! কবিতা পড়লেন, এতেই অনেক আনন্দ, সেই কবিতা ভালো লাগলে কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নাই!
শুভকামনা রইলো।
অঃ টঃ আপনার নিকটা সুন্দর!
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০
জাকারিয়া মুবিন বলেছেন:
কবি, এবার ঘুমাও তুমি।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ছুটির ঘন্টা বাজবে দশ দিকে, পাখা মেলবে আততায়ী ঘুম,
তেপান্তরের মাঠ পেরিয়ে উড়ে আসবে সুদর্শন অন্ধকার,
ডানা ঝাপটিয়ে বলবে আলগোছে, ‘কবি- এবার ঘুমাও তুমি’!
ধন্যবাদ জাকারিয়া মুবিন । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
রুদ্র মানব বলেছেন: চ্রম +++++
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রুদ্র মানব ! কবিতা পাঠে রইলো অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন, শুভকামনা রইলো।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: দারুন । একজন কবির সত্যিকারের চাওয়াটা চমৎকার রুপকল্পে সাজিয়েছেন ।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন৬৫৩ ! ব্যর্থ কবির আর কি চাওয়া থাকতে পারে?
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার কথাগুলো যেন লিখে ফেললেন! ভালো লাগলো।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার । আপনিও কি একজন ব্যর্থ কবি?
তাহলে হয়ত মিল যাবেই কিছু কথা।
আমি আপনার লেখার কিন্তু একজন মুগ্ধ পাঠক!
ভালো থাকবেন। শুভকামনা রইলো অনেক।
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কবিতা! আগে আপনার লেখা পড়িনি কেন?
+
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে প্রোফেসর শঙ্কু যে ! আপনি আমার এত প্রিয় একটা চরিত্র, আপনার সাথেও আমার আগে দেখা হয়নি কেনু?
আসলে আমি অনির্বাচিত ব্যর্থ কবি, হুট হাট দুই একটা লেখা কোন অজানা কারনে নির্বাচিত হলে আপনার চোখে পড়ল!
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো প্রোফেসর !
আশা করি গবেষণা ভালো চলছে!
১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
বটবৃক্ষ~ বলেছেন: যে প্রহরে সেই কবিতাটি লেখা হবে,
পরাজাগতিক সুরে গান গাইবে সদ্যকিশোরী এক নীলতিমি।.....
যে কবিতার প্রতীক্ষা হবে ঠিক এমন যেন,
যুদ্ধ ফেরত কোন তরুন যোদ্ধা খুইয়ে আসছে তার যাবতীয় সবুজ।
আশ্চর্য ! অদ্ভুত এমেইজিং কবিতার প্রতিটা লইনের জন্য প্লাস!! প্রতিটা লাইন পড়ে মুগ্ধতা্য় আচ্ছন্ন হচ্ছিলাম..........
সরাসরি প্রিয়তে ...
আর ঠিক যখনই শেষ হবে লেখা সেই সে সকাতর অভিমানী কবিতাটি,
ছুটির ঘন্টা বাজবে দশ দিকে, পাখা মেলবে আততায়ী ঘুম,
তেপান্তরের মাঠ পেরিয়ে উড়ে আসবে সুদর্শন অন্ধকার,
ডানা ঝাপটিয়ে বলবে আলগোছে, ‘কবি- এবার ঘুমাও তুমি’!
আপনার বাকি কবিতা গুলো পড়বো....
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ বটবৃক্ষ~!!! আসলেই এত ভালো লেগেছে কবিতা!?
কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নাই।
অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন।
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
পুরো কবিতাটাই সুন্দর, কিন্তু
পরাজাগতিক সুরে গান গাইবে সদ্যকিশোরী এক নীলতিমি।
লাইনটাকে ভালোবেসে ফেললাম
শুভকামনা কবি!!
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
যে প্রহরে সেই কবিতাটি লেখা হবে,
পরাজাগতিক সুরে গান গাইবে সদ্যকিশোরী এক নীলতিমি।
লাইনটা আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে!!!
ভালো থাকুন সোনালী ডানার চিল !
শুভকামনা রইলো।
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
শ্রাবণ জল বলেছেন: তেপান্তরের মাঠ পেরিয়ে উড়ে আসবে সুদর্শন অন্ধকার,
ডানা ঝাপটিয়ে বলবে আলগোছে, ‘কবি- এবার ঘুমাও তুমি’!
কবিতায় ভাল লাগা।
শেষ লাইন দুটির জন্য বেশি ভাল লেগেছে।
ভাল থাকুন।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল! কেমন আছেন?
কবিতার শেষটা কেমন হবে সেইটা নিয়ে লেখার সময় চিন্তায় ছিলাম! বোঝা গেল শেষটা তবে ঠিকই আছে।
শুভকামনা রইলো অনেক। ভালো থাকুন নিরন্তর।
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
অনীনদিতা বলেছেন: মনের কথা কবিতায় পেলাম খুজে।
দারুন।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা ! মেলাদিন পড়ে পোস্টে দেখা হল! আশা করি ভালো আছেন?
যদি মনের কথা খুঁজে পান তাহলে মনে হচ্ছে আপনার মধ্যেও একজন ব্যর্থ কবি বাস করে!
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার কবিতা , তবে শিরোনাম টা ভাল্লাগে নাই ভাই
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই শিরোনামটা একদমি হয়নাই,
আসলে লেখা শেষ করে আর শিরোনাম নিয়ে যুত করে ভাবা হচ্ছে না, পাচ্ছিও না তেমন ভালো কিছু!(কবিতা লেখাটা যা হোক, শিরোনাম নির্বাচন সবসময় একটা ঝামেলার বিষয় মনে হয়য় আমার কাছে )
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন মাননীয় মন্ত্রী মহোদয় ।
১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
ইখতামিন বলেছেন: অনেক ভালো লাগলো
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন! কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো!
ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
আশিক মাসুম বলেছেন: ছুটির ঘন্টা বাজবে দশ দিকে, পাখা মেলবে আততায়ী ঘুম,
তেপান্তরের মাঠ পেরিয়ে উড়ে আসবে সুদর্শন অন্ধকার,
ডানা ঝাপটিয়ে বলবে আলগোছে, ‘কবি- এবার ঘুমাও তুমি’!
খুব ভাল লাগলো গ্লপ/কবিতা