নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সূর্য ডুবে গেলেই যদি না,
মিটিমিটি তারাগুলো চোরাগুপ্তা হামলা চালায়,-
তোমাদের ঐ দৃশ্যমান আকাশের সীমানায়,
তাই বলে তুমি ভেবোনা কিন্তু,
ঐ তারাদের আকাশে ওদের জাগবার জন্য,
আকুল হয়ে থাকতে হয় কোন সূর্যের প্রতীক্ষায় !
একমাত্র স্বপ্ন ফুরিয়ে গেলেই শুধুমাত্র,-
মানুষকে হাত পাততে হয় অন্ধকারের কাছে,
বেচে দিতে হয় আত্মা সরল কেনা দামে,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
সারাটি জীবন আমার ঠিক এমনই,
কেটে যাবে নিস্ফলা, পুড়ে পুড়ে রোদ্দুরে!
একমাত্র নিঃশ্বাস ফুরালে যদি এবং কেবল যদি,
ঝেরে ফেলে চিল শরীর থেকে সোনালু সন্ধ্যা সজল ,
মরুপ্রেমে নদীরাও ভোলে সমুদ্রের সুনীল নির্দেশ,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
মিলনেই সূত্রবদ্ধ ভালবাসার অনিকেত সুবাস,
সকাতর প্রেম কেবল খুঁজে ফেরে,কামালু বাসর উদ্দেশ!
একমাত্র জ্যোৎস্না হারালেই কেবল যদি,
ফিরে আসে সব হিমু তার রূপালি বিস্তারে,
মুছে ফেলে কবি অসমাপ্ত চন্দ্রগ্রস্ত কাব্য সকল,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো!
একমাত্র জ্যোৎস্না হারালেই কেবল যদি,
ফিরে আসে সব হিমু তার রূপালি বিস্তারে,
মুছে ফেলে কবি অসমাপ্ত চন্দ্রগ্রস্ত কাব্য সকল,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
তবু যে ভাবতে হয়, তবু যে ভেবে যাই!!!!!!!!
শুভকামনা রইলো।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
একমাত্র সূর্য ডুবে গেলেই যদি না,
মিটিমিটি তারাগুলো চোরাগুপ্তা হামলা চালায়,-
তোমাদের ঐ দৃশ্যমান আকাশের সীমানায়,
তাই বলে তুমি ভেবোনা কিন্তু,
ঐ তারাদের আকাশে ওদের জাগবার জন্য,
আকুল হয়ে থাকতে হয় কোন সূর্যের প্রতীক্ষায় !
++++++
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো
শুভকামনা রইলো। ভালো থাকুন নিরন্তর।
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
একমাত্র জ্যোৎস্না হারালেই কেবল যদি,
ফিরে আসে সব হিমু তার রূপালি বিস্তারে,
বেশ ভালো লাগলো, একটা স্বপ্নালু রেশ পুরো কবিতা জুড়ে অবিরত ছিল।
ভালোলাগাটা সেখানেই রাখলাম....................
১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
মুছে ফেলে কবি অসমাপ্ত চন্দ্রগ্রস্ত কাব্য সকল,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
ধন্যবাদ সোনালী ডানার চিল ! আপনার ভালো লাগায় আনন্দ লাগছে।
স্বপ্নালু রেশ! - বেশ ভালো লাগলো শুনতে!
ভালো থাকুন, শুভকামনা রইলো
৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
shfikul বলেছেন: অসাধারণ!
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শফিক ভাই! আপনার অসাধারন লাগা তো আমার কাছে বিরাট পুরস্কার!
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা রইলো।
৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
মামুন রশিদ বলেছেন: তাই বলে তুমি ভেবনা কিন্তু,
মিলনেই সূত্রবদ্ধ ভালবাসার অনিকেত সুবাস,
সকাতর প্রেম কেবল খুঁজে ফেরে,কামালু বাসর উদ্দেশ!
কামালু কি ??
(ইহা একটি অকাব্যিক প্রশ্ন )
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, সেরাম প্রশ্ন ছুড়িয়াছেন হে মামুন ভাই!
কামালু কি?
উঃ ইহা বিশেষ ধরনের কোন আলু নহে, ইহা কামাতুর শব্দটির প্রতিশব্দে ব্যবহারের চেষ্টা করা হইয়াছে, নিতান্তই কাব্যিক প্রয়াস! অভিধানে এই শব্দ খুঁজিতে যাওয়াটা নিতান্তই বোকামী হইবে!
৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
হাসান মাহবুব বলেছেন: আপনি তো বেশ লেখেন জনাব ইফতি। আগে পড়া হয়নাই তেমন। এখন থিকা পড়ুম আপনার কবিতা।
জনাব ইফতি নো ৎঁৎঁৎঁ
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম হে জনাব হাসান মাহবুব!!! আপনার আগমনে কবি অতিশয় আনন্দিত ও সম্মানিত! ভবিষ্যতে আপনি আমার কবিতা পড়বেন, এই সম্ভাবনা আমাকে অভিভূত করিল!
পাঠে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো!
৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
একজন আরমান বলেছেন:
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
মিলনেই সূত্রবদ্ধ ভালবাসার অনিকেত সুবাস,
সকাতর প্রেম কেবল খুঁজে ফেরে,কামালু বাসর উদ্দেশ!
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
একজন আরমানের খবর কি?
সে কেমন আছে? তার জন্য শুভকামনা রইলো।
৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
ফারজানা শিরিন বলেছেন: প্রথম ২টা প্যারা অনেক ভালো লাগছে । তাই প্লাস ।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: তাই বলে তুমি ভেবনা কিন্তু,
সারাটি জীবন আমার ঠিক এমনই,
কেটে যাবে নিস্ফলা, পুড়ে পুড়ে রোদ্দুরে!
প্লাসের জন্য ধন্যবাদ ফারজানা শিরিন ।
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
ফারজানা শিরিন বলেছেন:
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
বেশি আমায়িক মন্তব্যকে মাইনাস । ঃ@
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: মাইনাস সাদরে গৃহীত হইল! (এইটা হইতেসে অতি অমায়িক নমুনা),
কবিতায় অমায়িক সম্ভাষনের একটা মজা আছে! ,
ফিরতি মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা রইলো!
১০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
শ্রাবণ জল বলেছেন: শেষ দুই স্তবক অসাধারণ।
অনেক ভাল লেগেছে।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
একমাত্র জ্যোৎস্না হারালেই কেবল যদি,
ফিরে আসে সব হিমু তার রূপালি বিস্তারে,
মুছে ফেলে কবি অসমাপ্ত চন্দ্রগ্রস্ত কাব্য সকল,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
----- এই লাইন গুলো আমার খুব পছন্দের হয়েছে!
শুভকামনা রইলো শ্রাবনজল! ভালো থাকুন অনেক, লিখে যান নিরন্তর।
১১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
একজন আরমান বলেছেন:
একজন আরমানের আর কি খবর ! আছে কোন এক রকম !!
হৃদয় চুরি হলে মামলা করা যায় না , আর ভাঙাচোরা পুরোনো হৃদয় কখনো চুরি হয় না।
সে আছে অবশ্যই ভালো।
কে রাখে কার খবর?
ভেঙ্গে যাচ্ছে বুকের পাঁজর !
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
শিউরে উঠলো দাঁড়কাক,
একজন আরমান ভালো থাক!
১২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
একজন আরমান বলেছেন:
হা হা হা।
ধন্যবাদ ইফতি ভাই।
প্রিয় কবির সাথে দেখা হবার অপেক্ষায়। : )
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: অবশ্যই অবশ্যই! দেখা হওয়াটা নিশ্চয় খুব আনন্দময় হবে!
অপেক্ষায় রইলাম আমিও।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
সায়েম মুন বলেছেন: নাইস!
আপনার নামটা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙ্গে যেত। আজ থেকে পরিত্রাণ পেলাম ইফতি
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার দাঁতের কল্যান হোক সায়েম মুন! উভয়ের জন্য শুভকামনা রইলো!
১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
একমাত্র জ্যোৎস্না হারালেই কেবল যদি,
ফিরে আসে সব হিমু তার রূপালি বিস্তারে,
মুছে ফেলে কবি অসমাপ্ত চন্দ্রগ্রস্ত কাব্য সকল,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
সুন্দর!!!
১০ম ভালোলাগা।
++++++
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: তাই বলে তুমি ভেবনা কিন্তু,
সারাটি জীবন আমার ঠিক এমনই,
কেটে যাবে নিস্ফলা, পুড়ে পুড়ে রোদ্দুরে!
ধন্যবাদ স্নিগ্ধ শোভন !
শুভকামনা রইলো।
১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হামা ভাইয়ের মন্তব্যের মতোই বলতে চাই,
ভালো কবিতার টানে ফিরতে চাই বার বার।
এ কবিতাও ভালো লে
১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হামা ভাইয়ের মন্তব্যের মতোই বলতে চাই,
ভালো কবিতার টানে ফিরতে চাই বার বার।
এ কবিতাও ভালো লে
১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হামা ভাইয়ের মন্তব্যের মতোই বলতে চাই,
ভালো কবিতার টানে ফিরতে চাই বার বার।
এ কবিতাও ভালো লেগেছে খুব।
শুভকামনা।
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ! কবিতায় আপনাদের পাশে চাই! আর পাই বলেই লিখতে ইচ্ছে থেকে যায় পরবর্তী কবিতার!
শুভকামনা রইলো। ভালো থাকুন!
১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯
আশিক মাসুম বলেছেন: দারুন।
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম ! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন অনেক!
১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার, কবি।
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ! আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে।
ভালো থাকুন, শুভকামনা রইলো।
২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
বটবৃক্ষ~ বলেছেন: ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল....
কি আর কবো! একই কথা! :-< অসাধারণ....
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ~! আপনাকে কবিতায় পাওয়াটা দারুন আনন্দের একটা ব্যাপার।
অনেক শুভকামনা রইলো।
২১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
স্বপনবাজ বলেছেন: চমৎকার
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ !
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বোকামন বলেছেন: ভালো লাগলো কবি ! ...
তবুও যে ভাবতে হয় ....