নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ফেরা

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

ফিরবার পথে এক আজলা দুঃখ নিয়ে এস,

না হলে আমরা কার কাঁধে ভর দিয়ে স্বপ্ন দেখব?

যদি দেখ সামনে বদ্ধ দুয়ার, এগুবার পথ নেই,

তবে আঁচলে মুড়ে কিছু বিষাদ আনতে ভুলোনা কিন্তু,

না হলে আমরা কোন আলোতে কবিতা লিখবো আগামীর?

আর যদি ফিরতেই হয় নিছক অভ্যাসের সরল শৃঙ্খলে,

তবু তোমার কাজলটুকু মুছতে দিওনা কোন অপল ঝর্নায় ।

যদি তোমার ঐ কালিমাটুকু কখনও লুকিয়ে ফেল আলগোছে ,

আমি তখন আমার অন্ধকারটুকু জমা রাখব কোন নিরালায়?

আর যদি দেখ ফিরতেই হচ্ছে কারন সব পাখি ফেরে নীড়ে,

তবে এনো পাখি তোমার চিবুকের অপলক স্তব্ধতার গান,

আমারও তো একটু অবসর চাই তোমাকে ভালবাসবার !

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ।


শুভকামনা রইলো।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:

সসুন্দর!!!

ভালোলাগা নিবেন কবি।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধ শোভন !

পাঠে অশেষ কৃতজ্ঞতা।

ভালো থাকুন নিরন্তর!

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

লেখোয়াড় বলেছেন:
আশ্চর্য!! এত কবিতা লেখেন আপনি, আর আমি এতদিন আসিনি, কথা বলিনি এখানে!!
আমি নিজেকেই নিজে তিরস্কার করলাম।

পড়তে হবে আপনার অনেক কবিতা।
আবার এখানে ফিরতে হবে, ঠিক এই কবিতাটির মতো।
তবে দুঃখ নিয়ে নয়।

আপনার নিকটি এমন কেন??
শুভকামনা।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ইস, আপনাকে আগে না পাওয়াটা আমার জন্যও বিরাট ক্ষতি! কবিতা লিখে লিখে মাঝে মাঝে মনে হত আমার লেখা কিছু হয়ও না, কেউ আসেও না পড়তে !
আস্তে আস্তে আপনাদের কে পাচ্ছি!

অনেক ধন্যবাদ লেখোয়াড়! আশা করি সামনের দিনগুলোতে আপনাকে পাশে পাব কবিতায়।

নিক খোলার সময় পছন্দের কয়েকটা শব্দ পাইনি, আগেই বুক। পরে এই সাংকেতিক নিকের আশ্রয় নিতে হল!

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
আমি তখন আমার অন্ধকারটুকু জমা রাখব কোন নিরালায়?

সুন্দর প্রকাশ!!
কেমন আছেন কবি?

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো আছি সোনালী ডানার চিল ! কবিতা লেখা হলে ভালো থাকি

কবিতায় আপনাদের পেয়ে ভালো লাগছে! :)

শুভকামনা রইলো।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: যদি তোমার ঐ কালিমাটুকু কখনও লুকিয়ে ফেল আলগোছে ,
আমি তখন আমার অন্ধকারটুকু জমা রাখব কোন নিরালায়?
আমারও তো একটু অবসর চাই তোমাকে ভালবাসবার !

লাইন গুলোর প্রেমে পড়ে গেলামযে!!৩বার করে পড়লাম.....
++
আপনি তো ঝামেলায় ফেলে দিচ্ছেন! :-* :-*
সব কবিতা তো প্রিয়তে নেয়া সম্ভব না!!

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ বটবৃক্ষ~! এত ভালো লাগা রেখে গেলেন! কবি অভিভূত!


শুভকামনা রইলো। ভালো থাকুন নিরন্তর!

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

স্বপনবাজ বলেছেন: খুব ভালো লাগলো !

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ !

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

কেমন আছে স্বপনবাজ ? স্বপন বাজী চলছে কেমন?

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার।

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব !

শুভকামনা রইলো। :)

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

আশিক মাসুম বলেছেন: প্রেমের জলচ্ছাসে ভেসে যায় সময়ের হিসেব করা কবিতা
কবি মনে বেমালুম উৎপাত থেকে যায় অক্ষত মনের প্রাচীরে
হেসে বলি আমি তুমি ভালো থেকো অনেক ভালো
অন্তরালে আগুনের কুণ্ডলীটা আরো বেগ পায় ঘুমট ধমকা হাওয়ায়।


কবিতা ভাল লেগেছে।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম।

প্রেমের জলচ্ছাসে ভেসে যায় সময়ের হিসেব করা কবিতা
কবি মনে বেমালুম উৎপাত থেকে যায় অক্ষত মনের প্রাচীরে
হেসে বলি আমি তুমি ভালো থেকো অনেক ভালো
অন্তরালে আগুনের কুণ্ডলীটা আরো বেগ পায় ঘুমট ধমকা হাওয়ায়।


সুন্দর লিখেছেন!

শুভকামনা রইলো।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০২

প্লাবণ ইমদাদ বলেছেন: এমন কবে লিখতে পারব???
অদ্ভুত আচ্ছন্নতা..........!!!

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্লাবণ ইমদাদ ! আপনার কবিতা আমি পড়েছি! চমৎকার লেখেন আপনি।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

একজন আরমান বলেছেন:
তবু তোমার কাজলটুকু মুছতে দিওনা কোন অপল ঝর্নায় ।
চোখ আটকে গেলো।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান!


তবু তোমার কাজলটুকু মুছতে দিওনা কোন অপল ঝর্নায় ।
যদি তোমার ঐ কালিমাটুকু কখনও লুকিয়ে ফেল আলগোছে ,
আমি তখন আমার অন্ধকারটুকু জমা রাখব কোন নিরালায়?


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো হে ।

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

শ্রাবণ জল বলেছেন: যদি তোমার ঐ কালিমাটুকু কখনও লুকিয়ে ফেল আলগোছে ,
আমি তখন আমার অন্ধকারটুকু জমা রাখব কোন নিরালায়?


সুন্দর।
বেশ সুন্দর।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় অপেক্ষা থাকে,
একজন আসবে!!!

শ্রাবন জল, আপনার আগমন খুবই আনন্দের !

সুন্দর লেগেছে আপনার? খুশী লাগছে! :)


শুভকামনা রইলো।



১২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম টুম্পামনি! কতদিন পরে দেখা হল কবিতায়। কেমন আছেন?

কেমন চলছে দিন?

১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

টুম্পা মনি বলেছেন: ভাল আছি। দিন চলছে কোন রকম। আপনি কেমন আছেন এই অবেলায়? :) :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি চেষ্টা করছি কবিতা নিয়ে




বেলা অবেলায় কেটে যাচ্ছে দিন আলো আঁধার ছুঁয়ে ছুঁয়ে ....
ধূসর হচ্ছে সকাল, রোদের বাড়ছে তেজ, তবু কিছু সবুজ,
এখনও মুঠো করে ছুটছি অনির্দেশ। দিনশেষে বাড়ি ফিরে,
কোন কোনদিন বুকপকেট হাতড়ে পাই ঘামে ভেজা অর্ধ সমাপ্ত
কোন কবিতা, কৈশোরে তোমার চিঠি যেমন না পড়ে পকেটে
নিয়ে হাঁটতাম আর হাঁটতাম!






১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

টুম্পা মনি বলেছেন: চমৎকার বলেছেন!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.