নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আকাশ চুরি

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

চুপটি বসে একটা পাখি,

একলা একা করছে ধ্যান,

আজব বাউল একতারাতে,

তুলছে সুর গাইছে গান।

দীঘির জলে পড়ছে ছায়া,

বুনছে আলো মায়াবী চাঁদ,

আকাশ জোড়া তারার মেলায়,

বাঁধ ভেঙ্গেছে নেমেছে রাত।

স্বপ্ন দেখে, স্বপ্ন ভাঙ্গি,

গড়ছি- ভাঙছি-ডুবছি সাধ,

ডাকছি আমি, কাঁদছি আমি,

একটু তাকাও জীবন নাথ।

মেঘ ছুঁই ছুঁই বৃষ্টি জ্বালা,

দুপুর ছুঁয়ে বিষাদ ওড়াই,

একটুকু প্রানে একটু পরশ,

জীবন পিষে জীবন জুড়াই।

ডানাহীন কাঁধে জুড়বি ডানা,

শুভ্র শঙ্খ সকলি সঁপি,

আয় চলে আয় দেখিস এবার,

করবোই মোরা আকাশ চুরি।



মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভালোলাগা নিবেন কবি।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম অভিভাদন নিন স্নিগ্ধ শোভন ! কবি কৃতজ্ঞ!

শুভকামনা রইলো।

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মনিরুল হাসান বলেছেন: ছন্দমিল আরেকটু ভালো হলে ভালো হতো।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মনিরুল হাসান! আসলে আমি ছন্দ মিলিয়ে পড়তে পারছি, কিন্তু লেখায় হয়ত সেটা আনতে পারিনি! :(


শুভকামনা রইলো।

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বোকামন বলেছেন: ভালোলাগা রইলো কবি !

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


শুভকামনা!

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন:
কবি, কবিতা ভাল হইসে।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জাকারিয়া মুবিন। আপনাদের এই ভালাবাসাময় উপস্থিতি ভরসা জোগায়!


শুভকামনা রইলো।

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

shfikul বলেছেন: +++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শফিক ভাই। আপনার উপস্থিতিই আনন্দ! :)

ভালো থাকুন!

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: ছন্দমিল কম হলেও ছন্দ কাটে নাই ।



ভালো হইসে ;)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! ভরসা পাইলাম! :)


অজস্র শুভকামনা রইলো।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

স্বপনবাজ বলেছেন: ছন্দের খেলা মন্দ দেখান নি !
ভালো লাগলো !

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ! ছন্দ আসলে নিজে তেমন একটা বুঝিনা, আমি বুঝি তাল! ছন্দে টিকে গেছে বলাতে ভরসা পাইলাম! :)

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ছন্দময় কবিতাগুলো পড়তে ভীষণ ভাল লাগে।

আপনার কবিতাগুলোতে ভেরিয়েসন পাওয়া যায় দারুন লাগে।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব! ছন্দ আমার মজা লাগে, কিন্তু অনেক জায়গাতেই ছন্দ এমন একটা বন্ধন যেটা শব্দকে পুরোপুরি ডানা মেলতে দেয়না!

এই কবিতার ছন্দ ভালো লাগায় আনন্দ হচ্ছে! :)


৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অবশেষে কবিকে ছন্দের বেড়াজাল আঁকড়ে ধরলই!

ভাল।

+

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার কিছু লেখা আছে ছন্দে লেখা, কিন্তু ছন্দ ছাড়াই লিখতে মজা বেশী, শব্দ নিয়ে অনেক রকম খেলা করা যায়। ছন্দের মধ্যে থেকে কঠিন! সব সময় ভালও লাগেনা!

অনেক ধন্যবাদ প্রোফেসর। ছন্দ চাইলে নিচের কবিতাটি পড়ে দেখতে পারেন-

Click This Link

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

বটবৃক্ষ~ বলেছেন: আয় চলে আয় দেখিস এবার,
করবোই মোরা আকাশ চুরি। ......

সেই আকাশের সোনা রোদে
উড়াবোই মোরা রঙিন ঘুড়ি!
:):):)

সরি একটু লিখলাম....:)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: সেই আকাশের সোনা রোদে
উড়াবোই মোরা রঙিন ঘুড়ি!
কানে ঝুলাবি সোনালু ঝুরি,
আর আকাশ শাড়িতে নীলাম্বরী!


আরে সরি হন ক্যালা? দেখলেন আরও ৪ টা লাইন যোগ হয়ে গেল!

আরও অনেক বাড়ানো যায়, অনেকটা ননসেন্স রাইমের মত একটা মজা আছে!

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

একজন আরমান বলেছেন:
জীবন পিষে জীবন জুড়াই।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
জীবন পিষে জীবন জুড়াই,
ইচ্ছে মেপে স্বপ্ন সাজাই,
পা টিপে জ্যোৎস্না কুড়াই,
মনটা খুলে বৃষ্টি মাখাই!


১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শব্দ চয়ন গুলো ভালো লেগেছে
চমৎকার উপস্থাপনা প্রিয় ৎৎৎ।
ভালও থাকবেন। শুভ কামনা। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন নিরন্তর!

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

শ্রাবণ জল বলেছেন: ছন্দে জবাব দিতে গিয়েও দিলাম না।

ভাল লেগেছে ছন্দ।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: যাক, ছন্দ টিকে যাওয়ায় ভরসা পাইলাম! :)

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

শ্রাবণ জল বলেছেন: এমন ভাবে বলেন কেন সবসময়??
অনেক ভাল লিখেন, আর কতবার, কতজন বললে আপনার ভরসা দীর্ঘস্থায়ী, দৃঢ় হবে??

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: জি ম্যাডাম, গতকাল রাতেও আমার একজন কবি বন্ধু আমারে বুঝাইতেসিল আমার লেখাগুলো কেন এখনও ঠিক কবিতা হইতেসেনা, অল্পের জন্য কোথাও আটকে যাচ্ছে! আমার এখন বড় কবিদের বই আর ছন্দ- মাত্রা নিয়ে পড়াশোনা করা উচিত! :(

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতার আরো খারাপ দশা।আপনার কবিতা সুন্দর হয়েছে্ ।কবি যা লিখে তাই কিন্তি কবিতা।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ! আমরা ভাই মনের আনন্দে লিখি, যা খুশি লিখবো, তাইনা?


শুভকামনা রইলো।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর ছন্দ।

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই! :)


শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.