নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কেমন করে এমন আলো জ্বালো, বাতিওয়ালা?
প্রতি সন্ধ্যায় দেখি তুমি এক সমুদ্র আলো মুঠিতে
নিয়ে,জনপদের বাঁক থেকে পথে, গ্রামে, বন্দরে হেঁটে
যাও,বিন্দু বিন্দু তারা মেলে ধর বাতিঘর থেকে বাতিঘরে,
ফুরিয়ে যাওয়া কোন এক নক্ষত্রের চিহ্ন মেখে প্রগাঢ়
শরীরময়, অন্ধ শালিকেরাও সূর্যাস্ত হলে যেমনটা ফেরে
ঘরে... সাঁঝের জানালায় প্রদীপ হাতে ষোড়শী বধূ,জলের
ধারে নুড়ি বিছানো পুকুরঘাট,ফেলে আসার চিরল দুঃখে
কাতর এক পথ ধরে, তুমি এমন সুরে কেমনে বাজাও
বাঁশিওয়ালা? বুকের কাটাছেরা সেলাইয়ের ফাঁক চুইয়ে,
তির তির কেঁপে যাওয়া-চিরে যাওয়া-কেটে যাওয়া সুনীল
সুরের ভোজালী, যেমনটা সালাদিনের সুতীক্ষ্ণ তলোয়ার?
তুমি এমন সুরে কেমন করে গাও,গানওয়ালা? কখনও
লাউয়ের খোলে একতারাতে বাউল শেখাও সূত্র সহজিয়া,-
মানুষ ভজনের,যেমনটা জানিয়েছেন মানব গুরু লালন সাঁই!
আবার কখনও কন্ঠে তুলে নাও মেঘেদের বাজ,সুর সম্মোহিত দরবার,
অলৌকিক তানে বৃষ্টি নামাও,যেমনটা মিয়াঁ তানসেনের মেঘ মাল্লার!
তুমি এমন ঘূর্নি কিভাবে জাগাও হে নটরাজ,মুদ্রা যোগে বন্দী কর ঝড়,
মেতে ওঠ অনিন্দ্য বিস্তারে,যেমনটা দেখিয়েছেন পন্ডিত বিরজু মহারাজ!
তুমি এমন রঙে কিভাবে রাঙাও,ছবিওয়ালা? মৃত্তিকার অবয়বেরা স্বপ্নবান,
ধারন কর পৃথিবীর প্রাগৈতিহাসিক নির্যাস,যেমনটা আঁকেন শিল্পী সুলতান!
তুমি কেমন করে এমন কবিতা লেখ, কবিওয়ালা? স্বদেশী ব্রাত্য শব্দেরাও,
স্বগর্বে অভিষিক্ত মহাকাব্যিক কারুকাজে,শব্দের অভিমানী বরপুত্র মধুসূদন!
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম অভিভাদন গ্রহন করুন মুবিন ভাই!
ভালো থাকবেন।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
শ্রাবণ জল বলেছেন: তুমি কেমন করে এমন কবিতা লেখ, কবিওয়ালা? স্বদেশী ব্রাত্য শব্দেরাও,
স্বগর্বে অভিষিক্ত মহাকাব্যিক কারুকাজে,শব্দের অভিমানী বরপুত্র মধুসূদন!
আপ্নাকেই করলাম প্রশ্ন! উত্তর দিন!
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
শ্রাবনের উত্তর গচ্ছিত আছে মধু কবি,
রবি কবি অথবা জীবন কবির কোটরে,
সুনীল কবিও জেনে থাকবেন নিশ্চয় !
ব্যর্থ কবির সে খবর নেই তো জানা !!
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
আশিক মাসুম বলেছেন: সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম!
শুভকামনা রইলো।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
৩য় ভালোলাগা নিবেন কবি।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: অভিভাদন স্নিগ্ধ শোভন !
ভালো থাকুন।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার সম্বোধন এর মাধ্যমে ভাবের প্রকাশ আমার খুবই ভাল লাগে, আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্য চোখে পরে এবং বেশ লাগে।
চতুর্থ প্লাস নিবেন কবি।
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত*পথিক ! আপনার ভালো লাগায় কবি অশেষ আনন্দিত!
শুভকামনা রইলো।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
বোকামন বলেছেন:
বাতিওয়ালা
বাঁশিওয়ালা
গানওয়ালা
ছবিওয়ালা
কবিওয়ালা
কবি,
সহজ করে নিবেন আমার ভালোলাগা !
ধন্যবাদ
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: বাঁশিওয়ালা
গানওয়ালা
ছবিওয়ালা
কবিওয়ালা
এরা সবাই আসলে বাতিওয়ালা, সবাই কেমন অদ্ভুত আলো জ্বেলে ধরেন চৈতন্যের মর্মমূলে! কেউ বাঁশি বাজান, কেউ গান, কেউ ছবি আঁকেন, কেউবা কবিতা। সবার কাজটা শেষমেশ একই, অবাক আলো মেলে ধরা।
শুভকামনা রইলো বোকামন।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
স্পাইসিস্পাই001 বলেছেন: চমৎকার ....... +++++
অনেকে ভাল লেগেছে ভ্রাতা......
ধন্যবাদ .... ভাল থাকবেন....
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই001!
অনেক অনেক শুভকামনা রইলো।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১
হাসান মাহবুব বলেছেন: জনাব ইফতি, আপনার এই কোমল এবং ব্যাকূল শব্দান্বেষণ বুকের খুব ভেতরের কোন জায়গায় নাড়া দিলো। অসাধারণ।
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই!
এত ভালো লেগেছে আপনার? খুশী লাগছে!
শুভকামনা রইলো।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: দারুন
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!
শুভকামনা রইলো। ভালো থাকুন!
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
লাউয়ের খোলে একতারাতে বাউল শেখাও সূত্র সহজিয়া,-
মানুষ ভজনের,যেমনটা জানিয়েছেন মানব গুরু লালন সাঁই!
আবার কখনও কন্ঠে তুলে নাও মেঘেদের বাজ,সুর সম্মোহিত দরবার,
অলৌকিক তানে বৃষ্টি নামাও,যেমনটা মিয়াঁ তানসেনের মেঘ মাল্লার!
তুমি এমন ঘূর্নি কিভাবে জাগাও হে নটরাজ,মুদ্রা যোগে বন্দী কর ঝড়,
মেতে ওঠ অনিন্দ্য বিস্তারে,যেমনটা দেখিয়েছেন পন্ডিত বিরজু মহারাজ!
তুমি এমন রঙে কিভাবে রাঙাও,ছবিওয়ালা? মৃত্তিকার অবয়বেরা স্বপ্নবান,
ধারন কর পৃথিবীর প্রাগৈতিহাসিক নির্যাস,যেমনটা আঁকেন শিল্পী সুলতান!
তুমি কেমন করে এমন কবিতা লেখ, কবিওয়ালা? স্বদেশী ব্রাত্য শব্দেরাও,
স্বগর্বে অভিষিক্ত মহাকাব্যিক কারুকাজে,শব্দের অভিমানী বরপুত্র মধুসূদন!
চমৎকার চমৎকার চমৎকার
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমি কেমন করে এমন আলো জ্বালো, বাতিওয়ালা?
প্রতি সন্ধ্যায় দেখি তুমি এক সমুদ্র আলো মুঠিতে
নিয়ে,জনপদের বাঁক থেকে পথে, গ্রামে, বন্দরে হেঁটে
যাও,বিন্দু বিন্দু তারা মেলে ধর বাতিঘর থেকে বাতিঘরে,
ফুরিয়ে যাওয়া কোন এক নক্ষত্রের চিহ্ন মেখে প্রগাঢ়
শরীরময়, অন্ধ শালিকেরাও সূর্যাস্ত হলে যেমনটা ফেরে
ঘরে...
ধন্যবাদ কান্ডারী অথর্ব!
শুভ নববর্ষ !!!
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
বটবৃক্ষ~ বলেছেন: তুমি কেমন করে এমন কবিতা লেখ, কবিওয়ালা?
যেমন বলেছেন রবিঠাকুর,
তুমি কেমন করে গান করো হে গুনি??
আমি অবাক হয়ে শুনি কেবল কেবল শুনি....
++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক ঠিক! রবি কবির - তুমি কেমন করে গান করো হে গুনি??- এই লাইনটা মাথায় ঘুরেছে লেখার সময়। উনি তো আসলে সব নিয়েই লেইখা ফেলসেন! উত্তর প্রজন্মের জন্য নতুন কিছু আর তেমন একটা রাখেন নাই!
শুভ নববর্ষ বন্ধু বটবৃক্ষ~ !
১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ নববর্ষ সায়েম মুন !
ভালো থাকুন কবি!
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ ।১০ম ভাল লাগা। শুভনববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ নববর্ষ সেলিম আনোয়ার ভাই!
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
শের শায়রী বলেছেন: কবি কিছুদিন অনুপস্থিত ছিলাম। ফিরে এসে আপনার লেখনির ভাললাগায় আপ্লূত হলাম।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ নববর্ষ শের শায়রী! অনেকদিন পরে আপনার সাথে দেখা হল! কেমন আছেন? আবার ফিরে এসেছেন দেখে ভালো লাগছে, মাঝে আমিও কিছুদিন ছিলাম না।
কবিতা পাঠে কৃতজ্ঞতা। শুভকামনা রইলো । অনেক লেখা চাই আপনার কাছ থেকে।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
মনিরা সুলতানা বলেছেন: ভাললাগা রেখে গেলাম ...
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা !
শুভকামনা রইলো।
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা রইল
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার !
পাঠে কৃতজ্ঞতা !
১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ২:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভাল লাগা কবিতায়।
২৬ শে মে, ২০১৩ দুপুর ১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া!
অনেক অনেক শুভকামনা রইলো!
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
জাকারিয়া মুবিন বলেছেন:
প্রথম ভাললাগা দিয়ে গেলাম কবি।