নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট সময়ের ফুল

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

নষ্ট সময়ে ফুল ফোটাবে বলে,

তুমি বলেছিলে নীল পাহাড় চূড়োর মন্দিরে,

যেখানে কুয়াশা আর পবিত্র মেঘেরা তীর্থে যায়,-

ঐ মঙ্গলধামে একটা প্রদীপ জ্বালবে।

তথাস্তু, বলে যাত্রা শুরু করলেম-

পথে নামল দুটি পথ,

ধুলো মাখা চরন বুকে নিয়ে

পেরুলেম কত শত জনপদ-পাহাড়-বন-নদী...



সপ্তম উপত্যকার কোল ঘেঁষে,

সহস্রবর্ষী যে প্রাচীন বোধিবৃক্ষ,

তার কোটরে বিরাজ করেন সময় ঋষি।

বহু নিযুত যুগের সাধনা সময় ঋষির,

সেই সাধনায় বর পেয়ে হলেন নির্মোহ।

তখন থেকেই প্রেম অথবা অপ্রেম,

কোন কিছুতেই সময়ের কিছু যায় আসেনা ।

বুকের রক্ত, উৎকৃষ্ট ভালবাসা,

একদানা শস্য অথবা সম্রাটের কোষাগার,

কোন কিছুতেই কিছু নয়।

সেই নির্মোহ সাম্রাজ্যের অধিপতি জগতরাজ সময়,-

তাঁর পূন্য আশীর্বাদই সম্বল চূড়ার পথে।



সুকঠিন, বন্ধুর, কর্কশ এক মহাযাত্রা শেষে,

সময় ঋষির দ্বারে পৌঁছুলেম এক সময়।

নষ্ট সময়ে ফুল ফোটানোর বাসনা শুনে

তুমুল অট্টহেসে সময় বললেন,'সাধু!,সাধু!,

বৈষ্ণব যদি বোষ্টমীর নীড় খুঁজে পায়,

পাল যদি হাওয়া খুঁজে পায়,

শ্রাবন যদি তার সজল মেঘ,

আর বাঁশি যদি তার রাঁধা,

নষ্ট সময়েও ফুল ফুটবে, ফুটবে, ফুটবে...’

মঙ্গল ধামে তোরাই তো প্রদীপ জ্বালবি,

তরুন, সবুজ, আদিম মানব ও মানবী।

আশীর্বাদ সার্থক হবে রাখিস যদি মনে,

গন্তব্য চুড়ায় নয়, পথ- ই গন্তব্য...

নষ্ট সময়ের ফুল যদি চাস,তবে ভুলিস না,

সকাল- সন্ধ্যা বুকের রক্ত আর চোখের জল ছাড়া

ও ফুল বাঁচেনা, বাঁচেনা, বাঁচেনা...’

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার, কবি।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া মুবিন !

পাঠে কৃতজ্ঞতা, ভালো থাকুন।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

শ্রাবণ জল বলেছেন: দিন দিন আপনার লেখা সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে।
শুভকামনা নির্নিমেষ।

ভাল থাকুন।
আরও আরও সুন্দর লিখুন।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল ! :)

এইটা অবশ্য কিছুদিন আগে লেখা, সামান্য ঘষেমেজে আবারো পোস্ট দিলাম। - নষ্ট সময়ের ফুল আমাদের এখন বড় বেশী দরকার যে! সবকিছু তো আর নষ্টদের অধিকারে যেতে পারে না!


যে পৃথিবীর জলেরা শুধু মেঘেদের সঙ্গেই নয়,
বিষাদের সাথেও জুড়েছে গভীর প্রনয়,
সেখানে নদীদের সাথে বয়ে চলে বাসনার গান,
সেখানে জীবন তো শ্রাবনের বৃষ্টির মতই,
অকাতরে অপলক কেবলি ঝরে ঝরে যায়!

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
নষ্ট সময়েও ফুল ফুটবে, ফুটবে, ফুটবে...’
মঙ্গল ধামে তোরাই তো প্রদীপ জ্বালবি,
তরুন, সবুজ, আদিম মানব ও মানবী।


ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান!

পাঠে কৃতজ্ঞতা!

শুভকামনা রইলো।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

shfikul বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শফিক ভাই! আপনার লেখাগুলো পড়ছি, দারুন লাগছে!

শুভকামনা রইলো।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!!!

ভালো লাগলো।

+++++

এত ভালো ভালো কবিতার মাঝে নিজের কবিতা পোস্ট করতে ভয় লাগে ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন! পাঠে কৃতজ্ঞতা রইলো। আমাদের এখন নষ্ট সময়ের ফুল খুব দরকার হয়ে পড়ছে। :(


এত ভালো ভালো কবিতার মাঝে নিজের কবিতা পোস্ট করতে ভয় লাগে । //- বলেন কি? এইটাতো আমারও মনে হয়!

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: বৈষ্ণব যদি বোষ্টমীর নীড় খুঁজে পায়,
পাল যদি হাওয়া খুঁজে পায়,
শ্রাবন যদি তার সজল মেঘ,
আর বাঁশি যদি তার রাঁধা,
নষ্ট সময়েও ফুল ফুটবে, ফুটবে, ফুটবে...’


নষ্ট এই সময়ে ফুল ফুটুক । :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: নষ্ট এই সময়ে ফুল ফুটুক!


ধন্যবাদ মামুন ভাই! শুভকামনা রইলো।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

আশিক মাসুম বলেছেন: ভাল!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম! শুভকামনা রইলো।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

ফালতু বালক বলেছেন: khub valo....+++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
নষ্ট সময়ের ফুল যদি চাস,তবে ভুলিস না,
সকাল- সন্ধ্যা বুকের রক্ত আর চোখের জল ছাড়া
ও ফুল বাঁচেনা, বাঁচেনা, বাঁচেনা...’

পাঠে কৃতজ্ঞতা রইলো ফালতু বালক!

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ৪র্থ ভাললাগা।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!


শুভকামনা রইলো।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

দুজনের ভাবনা কেমনে এক হইলো। ;)

ব্লগে আমন্ত্রণ রইলো। আপনার পোস্ট থেকে সাহস নিয়ে একটা কবিতা পোস্ট করে দিলাম। :)

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, আরে ভাই আমাদের সাহসের আবার কমতি কই?! লেখিনা বলে তাই! যা খুশি বিন্দাস লিখে যান !!! :) :) :)

শুভকামনা রইলো অজস্র, আসছি আপনার বাড়িতে শীঘ্রই!

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার ++++

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ! ভালো আছেন নিশ্চয়।

শুভকামনা রইলো নিরবিচ্ছিন্ন!

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

নিয়েল হিমু বলেছেন:
গন্তব্য চুড়ায় নয় ,
পথ- ই গন্তব্য


অনেক দিন পরে আপনার কবিতা পড়ছি ইফতি । ভাল লাগল খুব :)

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন:
নষ্ট সময়ের ফুল যদি চাস,তবে ভুলিস না,
সকাল- সন্ধ্যা বুকের রক্ত আর চোখের জল ছাড়া
ও ফুল বাঁচেনা, বাঁচেনা, বাঁচেনা...’


কতদিন পরে দেখা হল নিয়েল হিমু! আশা করি ভালো আছেন। কবিতা পাঠে কৃতজ্ঞতা।

শুভকামনা রইলো।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

বটবৃক্ষ~ বলেছেন: বৈষ্ণব যদি বোষ্টমীর নীড় খুঁজে পায়,
পাল যদি হাওয়া খুঁজে পায়,
শ্রাবন যদি তার সজল মেঘ,
আর বাঁশি যদি তার রাঁধা,
নষ্ট সময়েও ফুল ফুটবে, ফুটবে, ফুটবে...’


হুম সত্যি!!++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ~ !

নষ্ট সময়ের ফুল চাই,
যেহেতু নেমেছে অন্ধকার!

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই!

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। :)

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: ++

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন@ !

শুভকামনা রইলো।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতায় সবচে' দ্রষ্টব্য হলো শব্দের
সুনিপুন ব্যবহার; তাই কবিতা এত মোহনীয়, এত আবেগী!!!

শুভকামনা।।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল !!!

আমার শব্দেরা যেদিন গান হবে,
সেদিন তোমায় দেখাব এক,- অরূপ আসর!
আমার শব্দেরা যেদিন পাখি হবে,
সেইদিন তোমায় শোনাব এক,- কবিতা অমর !!!

শুভকামনা রইলো। ভালো থাকুন। :)

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: কইষা লাইকাইলাম . লাইক++ :) নামটা খুব সুন্দর

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাঙ্গা কলমের আঁচড় ! ব্লগে স্বাগতম!

কবি, আপনার কলম ভাঙ্গা হলেও কবিতা কিন্তু নয়!

শুভকামনা রইলো, আঁচড় কেটে চলুন সময়ের ভাঁজে ভাঁজে!

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

স্বপনবাজ বলেছেন: চমৎকার ++++

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ !


ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.