নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ওম অলঙ্ঘনীয় দর্শন

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

বেলা-অবেলায় আসে যায় দিন, আলো-আঁধারি গোলকধাঁধায়,

ধূসর হচ্ছে সকাল, বাড়ছে রোদের তেজ, তবু কিছু সবুজ,-

এখনও মুঠো করে ছুটছি নির্নিমেষ। দিন শেষে ঘরে ফিরে,

কোন কোনদিন বুকপকেট হাতড়ে পেয়ে যাই, অস্ফুট ঘামে ভেজা

অর্ধসমাপ্ত কোন কবিতা, কৈশোরে তোমার চিঠি যেমন না পড়েই,

পকেটে নিয়ে হাঁটতাম আর হাঁটতাম! তোমাকে তো বলাই হয়নি-

দিন রাত খেটে অবশেষে জমাতে পেরেছি, কিছু নিকষ নিরালা

অন্ধকার, স্বপ্নগুলো বেশ ঘুম পাড়িয়ে রাখছি সংগোপন আঁধারে!

সংশয়গুলোকেও প্রায় কব্জা করে এনেছি,বিশ্বাসে মিলায় এমনকি

ইউনিকর্ন, ইয়েতি, অমরত্ব এবং টিকে থাকার তেলাপোকা জংশন,

আমিও তাই শেষমেষ বিশ্বাস এনেছি বিশ্বাসে,ওম অলঙ্ঘনীয় দর্শন!

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমাকে তো বলাই হয়নি-
দিন রাত খেটে অবশেষে জমাতে পেরেছি, কিছু নিকষ নিরালা
অন্ধকার, স্বপ্নগুলো বেশ ঘুম পাড়িয়ে রাখছি সংগোপন আঁধারে!
সংশয়গুলোকেও প্রায় কব্জা করে এনেছি,বিশ্বাসে মিলায় এমনকি
ইউনিকর্ন, ইয়েতি, অমরত্ব এবং টিকে থাকার তেলাপোকা জংশন,
আমিও তাই শেষমেষ বিশ্বাস এনেছি বিশ্বাসে,ওম অলঙ্ঘনীয় দর্শন!

সুন্দর লিখেছেন।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু!


শুভকামনা রইলো।

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওম!

এত গভীর, গম্ভীর নিনাদ....

বিস্য়কর গভীরতা বিরাজে পরতে পরতে.....

ধর্মের মৌলিক ঐক্যের যে দুর্লভ কিছু স্থান আছে- এ তেমনি।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন:


ওম!

এত গভীর, গম্ভীর নিনাদ....

বিস্য়কর গভীরতা বিরাজে পরতে পরতে.....
--- 'সিদ্ধার্থ' পড়েছেন? হেরমান হেসের লেখা? আমার খুব প্রিয় একটা বই, ওইখানেও 'ওম' নিয়ে দারুন করে লেখা আছে!

ফিরতি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ হে বিদ্রোহী ভৃগু ! শুভকামনা !

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সংশয়গুলোকেও প্রায় কব্জা করে এনেছি,বিশ্বাসে মিলায় এমনকি
ইউনিকর্ন, ইয়েতি, অমরত্ব এবং টিকে থাকার তেলাপোকা জংশন,
আমিও তাই শেষমেষ বিশ্বাস এনেছি বিশ্বাসে,ওম অলঙ্ঘনীয় দর্শন!


একরাশ ভালোলাগা।

প্লাসিয়ত +++++++++++++++++++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি!


ভালো থাকুন, লিখে যান ইচ্ছেখুশি!!!

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি। ১+

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ !

পাঠে কৃতজ্ঞতা কবি!

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

২ য় ভাল লাগা হে কবি ++

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কান্ডারী ! শুভকামনা রইলো অনিঃশেষ!

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
স্বপ্নগুলো বেশ ঘুম পাড়িয়ে রাখছি সংগোপন আঁধারে!

এশুধু কবি'রাই পারে; কবিতায়...............
+++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: শুধু কবি'রাই পারে; কবিতায়...............

আসলেই, কবিতা একটা খুব মজার জায়গা, এখানে কবিরা ঈশ্বরের মতই ক্ষমতাবান! কল্পনার লাগাম ছেড়ে দেওয়া যায় মাতাল স্বাধীনতায়!

সাথে থাকার জন্য ধন্যবাদ সোনালী ডানার চিল!

আপনার নিকটা মাথা নষ্ট রকমের কাব্যিক! :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

শ্রাবণ জল বলেছেন: আহা!
আপনাদের লেখা দেখলে মনে হয় কবিতা লেখা শিখব!!

ভাল লাগা অবশ্যই।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা কিন্তু বেশী হয়ে শ্রাবণ!! আপনি নিজে চমৎকার লেখেন!

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: স্বপ্নগুলো বেশ ঘুম পাড়িয়ে রাখছি সংগোপন আঁধারে!



অসাধারন। +++++++++++++নিন

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফজলে আজিজ রিয়াদ ! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন!

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: উইকিতে 'সিদ্ধার্থ' এর সারাংশ পড়ে আগ্রহী হলাম ঢের। আপনার জানা ডাউনলোডের লিংক আছে কি?

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: নাই। :(

সবথেকে সুলভ উপায় হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটা অনুবাদ আছে, ঝরঝরে চমৎকার। যদি ঢাকায় থাকেন এইটা সংগ্রহ করতে পারেন।

কিছু কিছু বই আছে যেগুলো কিতাবে পরিনত হয়, যেগুলো নাকি প্রত্যহ পাঠ্য। সিদ্ধার্থ ওই রকম একটা কিতাব।

সিদ্ধার্থ পাঠে আগাম শুভকামনা রইলো! :)

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

আশিক মাসুম বলেছেন: ভালো লাগলো।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম ! শুভকামনা রইলো।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!! ভালো লাগা জানিয়ে গেলাম।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ !

শুভকামনা রইলো।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

স্বপনবাজ বলেছেন: চমৎকার ! +++

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ! সাথে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন!

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

একজন আরমান বলেছেন:
গদ্য কাব্য !

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ একজন আরমান! :)

শুভকামনা রইলো!

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই!

শুভকামনা রইলো।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

প‌্যাপিলন বলেছেন: আমারও..কিছু নিকষ নিরালা অন্ধকার জমানোর প্রচেষ্টা নিরন্তর যেখানে স্বপ্নগুলো বেশ ঘুম পাড়িয়ে রাখা যাবে সংগোপন আঁধারে!

কবিতায় অনন্য ভাললাগা

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বগতম প্যাপিলন ! 'প্যাপিলন' আমার খুব প্রিয় একটা চরিত্র, জেল পালানো প্যাপিলন,দ্বীপে নির্বাসিত প্যাপিলন,- বিচিত্র দুর্দান্ত সব ঘটনা!

শুভকামনা রইলো প্যাপিলন, ভালো থাকুন।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ভালোলাগা!

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম জয়তি বন্দ্যোপাধ্যায় ! পাঠে কৃতজ্ঞতা।

ভালো থাকুন।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: কোন কোনদিন বুকপকেট হাতড়ে পেয়ে যাই, অস্ফুট ঘামে ভেজা
অর্ধসমাপ্ত কোন কবিতা, কৈশোরে তোমার চিঠি যেমন না পড়েই,
পকেটে নিয়ে হাঁটতাম আর হাঁটতাম!


চমৎকার । আপনার লেখা পড়লে কোথায় যেন হারিয়ে যাই ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার লেখা পড়লে কোথায় যেন হারিয়ে যাই ।

-- কি অদ্ভুত এক কথা বললেন এই কবির জন্য! মামুন ভাই, সামনে থাকলে সালাম করে ফেলতাম বোধহয়!

সামান্য এই এক লাইনেই অনেক দিলেন! কি বলে ধন্যবাদ জানাবো!

ভালো থাকুন। শুভকামনা রইলো নির্নিমেষ!

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার লাগলো কবি।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই কবিতায় সাথে থাকার জন্য!

শুভকামনা! ভালো থাকুন!!

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অসাধারণ ম্যান... নস্টালজিক মনোলোগ...

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড! আপনার ভালো লাগায় কবির আনন্দ!

শুভকামনা রইলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.