নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

যেই পৃথিবীর জলেরা

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

যেই পৃথিবীর জলেরা শুধু বৃষ্টির সঙ্গেই নয়,

বিষাদের সাথেও জুড়েছে গভীর প্রনয়,

যেখানে মৌসুমী মেঘেদের বুকে টেনে নিতে,

পর্বতেরা মেলে রাখে নির্লজ্জ শুভ্র টোপর,

যেখানে নদীদের সাথে বয়ে চলে বাসনার পলি,

কূলে কূলে আঁকে সভ্যতার আত্মঘাতী স্লোগান,

সেখানে জীবন তো কেবলি আকুল শ্রাবণ ধারা,

অকাতরে অপলক,- কেবলি ঝরে ঝরে যায়!



যে সময়ের স্বপ্নেরা কেবলি আরন্যিক অহং ঔদার্যে,

কেঁপে কেঁপে যায় নেশাতুর শঙ্খীল সাতখানি দুঃখে,

যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,

কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ,

যেই পৃথিবীর নিবিড় নিষিমায়ায় গান ভাঁজে প্রজাপতি,

যেই জনমে শুঁয়োপোকারা পায়নি না দেখা অতুল অমরাবতী,

সেই পৃথিবীর জনমে জনমে জাল বুনবে অতৃপ্তির মাকড়শা,

সকাতর প্রেম,-সে তো কেবলি বাসনা জল,অনিঃশেষ উদ্বায়ী!

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

স্বপনবাজ বলেছেন: ১ম ভাললাগা !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপনবাজ, সাথে থাকার জন্য।

শুভকামনা রইলো অনিঃশেষ!

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর শুভেচ্ছা

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ! ভালো থাকুন!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা রইলো শান্তা!

শুভকামনা!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! কবিতা ভালো লাগায় কবি আনন্দিত!

ভালো থাকুন।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দ্বিতীয় ভালো লাগা। চমৎকার লেগেছে আমার।
বিশেষ করে মেটাফরগুলো বেশ! :)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

ৎঁৎঁৎঁ বলেছেন:


যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,
কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ,

ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

শুভকামনা।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,
কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ ।

সত্য কথা বলেছেন ভাই।



বরাবরের মত ভালোলাগা।

+++++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন:


যেই পৃথিবীর নিবিড় নিষিমায়ায় গান ভাঁজে প্রজাপতি,
যেই জনমে শুঁয়োপোকারা পায়নি না দেখা অতুল অমরাবতী,
সেই পৃথিবীর জনমে জনমে জাল বুনবে অতৃপ্তির মাকড়শা,
সকাতর প্রেম,-সে তো কেবলি বাসনা জল,অনিঃশেষ উদ্বায়ী!

ধন্যবাদ স্নিগ্ধ শোভন, সাথে থাকার জন্য। শুভকামনা রইলো অনিঃশেষ!

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ++++++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত*পথিক ! ভালো আছেন নিশ্চয়?

শুভকামনা রইলো।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

ফালতু বালক বলেছেন: দারূণ............ কাব্যে ++++ হাজারো।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হাজারও ধন্যবাদ ফালতু বালক! আপনার ভালো লাগায় কবিও ভীষন আনন্দিত!

শুভকামনা !

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

শ্রাবণ জল বলেছেন: যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,
কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ!

সুন্দর! সুন্দর!!
কবিতা নিয়ে বলার কিছু নেই, সবসময়ই সুন্দর লিখেন।

কিন্তু- আপনি কবিতার শিরোনামের দিকে আরেকটু নজর দিন, ভাইয়া।
বেশ কয়েকটা কবিতার শিরোনাম ভাল লাগেনি।


ছোট মুখে বড় কথা বলিয়া ফেলিলাম না তো !! :)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: নাহে শ্রাবণ, ঠিকই বলেছেন, কবিতা যত সহজে আসে, নাম তত সহজে আসেনা। নাম নির্বাচন আমার কাছে কবিতার সবথেকে কঠিন অংশ, এইটা নিয়ে কেন জানি ভাবতেও ইচ্ছা করে না! :(

কি করা যায় কও দিনি? (দয়া করিয়া বিখ্যাত কবিদের নামকরনগুলো পড়িতে বলিয়েন না !)

শুভকামনা শ্রাবণ জল, ভালো থাকুন !!!

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক সুন্দর কবিতা।
আসলেই অতৃপ্তি, বিষাদ, আক্ষেপ না থাকলে কবিতা ঠিক জমে না!!!!!!

শুভকামনা কবি.........

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই অতৃপ্তি, বিষাদ, আক্ষেপ না থাকলে কবিতা ঠিক জমে না!!!!!!

অতৃপ্তি, বিষাদ, আক্ষেপ না থাকলে মানুষ কবিতা লিখবে কেন? একজনের কবিতা আরেকজন পড়তে যাবে কেন?

অতৃপ্তি, বিষাদ, আক্ষেপ না থাকলে কেউ কবিতা হবে কিভাবে???

শুভকামনা সোনালী ডানার কবি, তোমার চিলগুলোকে একদিন আমার আকাশেও উড়তে দিও?

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার এই লেখাটার অনেক কিছু মাথার উরপে দিয়া গেছে :(

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অন্ধকারের গান লিখিয়া আমাকে আশঙ্কার মধ্যে ফেলিয়া দিয়াছেন আপনি, এই সামান্য কবিতা আপনার মাথার উরপে দিয়ে গিয়েছে বললে মানবো?

কবিতা এমন একটা বস্তু যাহা মাথার উপ্রে, নিচে, আশে, পাশে, যে কোন দিক দিয়ে যাইতে পারে, সকল পথ কবিতার জন্য পবিত্র। কবিতা বুঝতে চাওয়ার আমি কোন মানে দেখিনা। শুধু যদি একটু খানি ভালো লাগে কিছু, আঁচড় কাটে কিছু- সেইটাই কবিতা!

ব্রাদার কথা অধিক বলিয়া ফেলিলে ক্ষমা করিবেন!

আলোর কথা অনেকে অনেক বলিয়াছে, আসুন আমরা এবার কিছু অন্ধকারের কথা বলি!

অন্ধকারের জয় হোক!

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ !

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো কবি!

শুভকামনা!

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

গুনে গুনে ৬ টি ভাল লাগা রইল । ++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ৬ খানি ভালো লাগার রহস্য কি?! ৫ বা ৭ নয় কেনু? ভালো লাগা কেনু গুনিতে হইতেসে?! - জাতি জানতে চায়!


শুভকামনা কান্ডারী ভাই, ভালো থাকুন!

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৬

তুহিন সরকার বলেছেন: কবির জন্য রইল ভালবাসা...........

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই, কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা!

ভালো থাকুন!

শুভকামনা অনিঃশেষ!

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :p . ব্রাদার আজ একখানা সহজ লিখিয়াছি. অন্ধকারের গানের লাষ্ট পার্ট লিখায়া ওই সিরিজ অফ করিয়া দিবো :p মাইনাচ ভয় পাই :p ha ha

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: দেখিয়াছি ব্রাদার, ভালো লাগা জানিয়ে এসেছি! আসলেই দারুন লিখছেন!

অন্ধকারের নিয়ে লিখালিখি বন্ধ হইলেই ভালো, দুইজনই হাটে সেই একই লাউ বেচলে চল্পে? :-B :-B

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

ভিয়েনাস বলেছেন: যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,
কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ,
... অতিব খাঁটি কথা।

ভালো লাগলো

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন:

যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,
কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ, ...

এইটা একটা দুঃখজনক খাঁটি কথা! :(

শুভকামনা ভিয়েনাস! আশা করি ভালো আছেন। :)

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভাল্লাগসে।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্যস্ততা ঝেড়ে ফেলুন মুবিন ভাই!

কবিতা পাঠে কৃতজ্ঞতা!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.