নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তো আর জানতে না মেয়ে,
হৃদয়ের যে কানখানি মুচড়ে ধরে,
তোমরা ঝাঁকিয়ে তোল পুরুষের অন্তরাত্মা,
সেই সুদর্শন কান তো আমার কবেই নিয়েছে চিলে!
তুমি তো আর জানতে না মেয়ে,
কামনার যে সেতারে টোকা দিয়ে,
তোমরা ঝরাও মেঘাতুর বাদল বিন্যাস,
সেই তিরতির তন্ত্রী ওরা কবেই নিয়েছে কিনে!
তুমি তো আর জানতে না মেয়ে,
অনুভবের যে প্রান্তরে বশীকরণ বসতি গড়ে,
তোমরা জাগাও তুমুল উৎসব রংদারু,
সেই রোদেলা প্রান্তর তো সে কবেই নিয়েছে লুটে!
তুমি তো আর জানতে না মেয়ে,
বাসনার যে সুনীল উদ্যানে বীজ বুনে,
তোমরা সাজাও অতল স্বপ্ন অনন্তের,
সেই সুরেলা বাঁশী তো কবেই গিয়েছে চিরে!
তোমার বুঝি বিশ্বাস হয়না মেয়ে!
মরীচিকায় মজেছে মন,মরুদ্যান মায়ালী বনে,
ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে!
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ক্ষেপবে কেনু?
কত কত সুন্দর কথা কত সুন্দর করে বলিয়াছি, আমি তো ভেবেছিনু তেনারা খুশী হপেন!
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: সুন্দর!!!
+++
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শায়মা! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন!
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে!
আসলেই কবি শুধু কালের প্রবক্তা নয় অতীত অনুভূতির বিদগ্ধ উপলক্ষ্যও কখনও কখনও!!
সুন্দর.............
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
আসলেই কবি শুধু কালের প্রবক্তা নয় অতীত অনুভূতির বিদগ্ধ উপলক্ষ্যও কখনও কখনও!!
কবিতায় কালের সংগোপন অতীত তো থাকবেই!
অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল, সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
না যদি কাহারো মাথার উপরে দিয়া যায়
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার বুঝি বিশ্বাস হয়না মেয়ে!
মরীচিকায় মজেছে মন,মরুদ্যান মায়ালী বনে,
ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে!
ভাই কান্ডারী, এমনিই আমি লেখায় একটু প্রেমজ রোমান্টিসিজম এর অভাবে থাকে, আমার এই দুর্লভ রোমান্টিসিজম এ অশান্তির আগুন জ্বালিয়েন না,প্লীচ !!!!
মেয়েটারও কিন্তু বলার আছে অনেক কিছু!
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
শ্রাবণ জল বলেছেন: ইফতি ভাই, একটা বোকা বোকা মজার কথা শুনেন! আমি শিরোনাম দেখে ভাবছিলাম আপনি সাহারা খাতুন রে নিয়ে কি কবিতা লিখলেন!! সে সবুজ ছিল নাকি অবুঝ ছিল তা নিয়ে চিন্তা কেন করলেন! পুরোটা পড়ে তারপর মরূদ্যান আসল মানসপটে! হা হা! ভাবতেসেন আমি কতো গাধা!!
তোমার বুঝি বিশ্বাস হয়না মেয়ে!
মরীচিকায় মজেছে মন,মরুদ্যান মায়ালী বনে,
ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে!
অনেক সুন্দর লিখেছেন।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় সাহারা! হায় শ্রাবণ!!
তোমরা মেয়েরা এমন কেনু? যাহা বলি তাহা বুঝোনা আর যাহা বলিনা তাহা বুঝিয়া যাও?
এটা যে সাহারা খালা কে নিয়ে কোন আক্ষেপগাঁথা নয় এটা বুঝতে পুরো কবিতাটা পড়তে হল?
এই কবিতাটার যে কেন এই দূর্গতি কে জানে!
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০
বোকামন বলেছেন: চমৎকার !! ...
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন! কবিতা পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
স্বপনবাজ বলেছেন: ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে! +++
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে আপনি এইখানে, আর আমি তো গিয়েছি আপনার বাড়িতে! দারুন লেখায় বিনম্র ভালো লাগা রেখে আসলাম!
শুভকামনা স্বপনবাজ!
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
শ্রাবণ জল বলেছেন: দুর্গতি কবিতার নহে। আমার!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা আর তার পাঠকের দুর্গতির মধ্যে তো আমি তেমন পার্থক্য দেখিনা!
কবিতা কি তার পাঠকের দুর্গতির দায় অস্বীকার করতে পারে?
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
মামুন রশিদ বলেছেন: তুমি তো আর জানতে না মেয়ে,
কামনার যে সেতারে টোকা দিয়ে,
তোমরা ঝরাও মেঘাতুর বাদল বিন্যাস,
সেই তিরতির তন্ত্রী ওরা কবেই নিয়েছে কিনে!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমি তো আর জানতে না মেয়ে,
অনুভবের যে প্রান্তরে বশীকরণ বসতি গড়ে,
তোমরা জাগাও তুমুল উৎসব রংদারু,
সেই রোদেলা প্রান্তর তো সে কবেই নিয়েছে লুটে!
শুভকামনা রইলো মামুন ভাই!
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ৮ নং ভালো লাগা। দারুন এবং দূর্দান্ত।
ভালো লেখা পড়লে আমার আনন্দ হয়। আমি আননিদত।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা!
আপনার ভালো লাগায় কবি আনন্দিত!
আপনার আনন্দে কবি সম্মানিত!
শুভেচ্ছা অনিঃশেষ! ভালো থাকুন!
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
নিয়েল হিমু বলেছেন:
তুমি তো আর জানতে না মেয়ে
ভাল তো লাগল কিন্তু শিরোনামটা চেন্জ করা যায় কিনা একটু দেখবেন কবি সাহেব
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন:
শিরোনাম নিয়ে আমি বড়ই যন্ত্রনায় আছি! যুদ্ধ করে কোনরকম একটা কবিতা লিখতে পারলেও শিরোনাম খুঁজে পাইনা কোনটার!
এই কবিতাটার নাম নিয়ে কোন পরামর্শ থাকলে দিয়া যান হে নিয়েল হিমু, হিমুদের ঝোলাতে ঘুমিয়ে থাকে অনেক খেয়ালী সত্য!
শুভকামনা রইলো!
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমার বুঝি বিশ্বাস হয়না মেয়ে!
মরীচিকায় মজেছে মন,মরুদ্যান মায়ালী বনে,
ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে!
সুন্দর!!!!
++++++
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ কবি !
পাঠে কৃতজ্ঞতা!
ভালো থাকুন!
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
নিয়েল হিমু বলেছেন: থলের বিড়াল দিয়ে দেন তবুও শাহারা খাতুন যাইতেছে না কবিতার সাথে
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: এইবার বুজছি হিমু ভাই, আসলে আমাদের এমন অবস্থা দাঁড়ায়সে যে সাহারা শব্দটা দূর মরুভূমির দিকে রওনা দেওয়ার আগেই সাহারা খালা রিমান্ডে নিয়ে নিচ্ছে!
চেঞ্জ করলাম একরকম!
শুভকামনা রইলো!
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
বাংলাদেশী দালাল বলেছেন:
মেয়ে তো ভাববে আপনার
মায়ালী বন উজার হয়ে প্রাণ হীন মরু প্রান্তর হয়ে গেছে।
তবে কবিতায় মুগ্ধ হয়ে।
বীজ বপন করতেও কেও আসতেও পারে।
শুভ কামনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম বাংলাদেশী দালাল!
বন উজাড় হওয়ার কাহিনী তো বলেছি! সেটা বুঝলেই সঙ্গত হবে!
এত স্বীকারোক্তির পরেও বীজ বপন করতে আসতে চাইবে না কেউ ভুলেও!
শুভকামনা!
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন!
শুভকামনা রইলো !
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মেয়েটা কতটুকু জানতো, জানতে মুঞ্চায়।
ভালো লাগলো অনেক, সুখপাঠ।
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: মেয়েটা কতটুকু জানতো, জানতে মুঞ্চায়-- হা হা !
পাঠ কৃতজ্ঞতা রইলো ফ্রাস্ট্রেটেড ।
ভালো থাকুন সবসময়।
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
ভিয়েনাস বলেছেন: মেয়ে খুব অবুঝ নয়,বুঝে ফেলবে ঠিকি......
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: যেখানে এত বিস্তারিত বুঝায় দেওয়া হচ্ছে, বুঝার তো কথা!
শুভকামনা রইলো ভিয়েনাস! ভালো থাকুন!
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
নিয়েল হিমু বলেছেন: হাহাহা ।
শুভ কামনা জানবেন সব সময়
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হিমু ভাই!
ভালো থাকুন !
শুভকামনা!
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।
ভাল্লাগসে কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে কয়েকদিন পাচ্ছিলাম না! ব্যস্ততার মাঝেও কবিতায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ!
দ্রুত ব্যস্ততা ঝেড়ে ফেলুন!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি তো আর জানতে না মেয়ে,
বাসনার যে সুনীল উদ্যানে বীজ বুনে,
তোমরা সাজাও অতল স্বপ্ন অনন্তের,
সেই সুরেলা বাঁশী তো কবেই গিয়েছে চিরে!
মেয়েরা আবার ক্ষেপে না যায়