নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কি কখনও শিখিয়েছিল,-
একটা বাঁশিকে কিভাবে কাঁদতে হয়?
অভিমানী জলকণাদের যদিওবা ঝরে ঝরে,
নদী হয়ে খুঁজে নিতে হয় আপন সুনীলের পরিচয়,
তাই বলে কি কেউ দেখেছ এমন,
যৈবতী এক মেঘ ফিরিয়ে দিয়েছে অবলীলায়,-
বাউন্ডুলে কোন পর্বতের সফেদ আলিঙ্গন!
সূর্যের আলো মেখে জ্যোৎস্না ফেরী করে যে সুশীল চাঁদ,
তোমরা কি কেউ ভেবে দেখেছ কখনও,-
চাঁদটারও হয়ত খুব ক্লান্ত লাগে ঠিক তোমারি মত!
চাঁদটারও বুঝি খুব একলা লাগে ঠিক তোমারি মত!
বৃক্ষের সবুজ ছায়ামন্দিরের পুজারী প্রেমিক পাখিরা আমার ,
আমৃত্যু জ্বলে-পুড়ে খাক হওয়ার শাপগ্রস্ত সূর্যটার জন্যও,
সন্ধিপ্রকাশ প্রহরে লিখে যেও কোন নাগরিক শোকগাঁথা !
মৃত্তিকার মধুপিয়াসী দ্বো-পেয়ে ভবঘুরের দল জেনে রেখ,
এই নীল গ্রহটির মনেও ছিল কিছু আততায়ী বাসনার বাস,
যেমনটা সকরুণ রুদ্র বীণাতে নিমেষেই চাপা পড়ে গেছে,
অপলক কিছু শ্যামল বালিকার সলজ্জ শঙ্খচূড় সাধ!
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শাহজাহান মুনির! ব্লগে স্বাগতম!
পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন!
২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
মাক্স বলেছেন: সুন্দর!
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: কেমন আছেন মাক্স ভাই? কতদিন পরে দেখা হইলো!
শুভকামনা রইলো।
ভালো থাকুন নিরন্তর!
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
আশিক মাসুম বলেছেন: বাঁশীর কান্না পাগল করে দেয়।
রূপবতী কবিতা
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: রূপসী ধন্যবাদ রইলো আশিক মাসুম!
বাঁশী- সে আরেক অদ্ভুত কবি! অপরূপ জাদুকর! সুরের ভোজালী দিয়ে কেমন কেটেচিরে একাকার করে দেয়!!!
শুভকামনা!
ভালো থাকুন!
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার পেলাস মাইরা গেলাম. লেখা সৌন্দর্য হইছে
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন ব্রাদার! আপনার বাড়ী থেকেই আসলাম!
শুভকামনা!
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগলো কবি।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!
শুভকামনা রইলো!
৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ৫ম ভালোলাগা।
পাঠে মুগ্ধ বরাবরের মত।
কবিতা প্লাসিয়ত+++++++++++++++++++
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ৫ম অভিভাদন গ্রহন করুন হে স্নিগ্ধ কবি!
দিন কাটুক শোভন ও সুন্দর!
শুভকামনা!
৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: চাঁদটারও হয়ত খুব ক্লান্ত লাগে ঠিক তোমারি মত!
চাঁদটারও বুঝি খুব একলা লাগে ঠিক তোমারি মত!
সুন্দর ।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! পাঠে অশেষ কৃতজ্ঞতা!
ভালো থাকুন নিরন্তর!
৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
একজন আরমান বলেছেন:
চাঁদটারও হয়ত খুব ক্লান্ত লাগে ঠিক তোমারি মত!
চাঁদটারও বুঝি খুব একলা লাগে ঠিক তোমারি মত!
বৃক্ষের সবুজ ছায়ামন্দিরের পুজারী প্রেমিক পাখিরা আমার ,
আমৃত্যু জ্বলে-পুড়ে খাক হওয়ার শাপগ্রস্ত সূর্যটার জন্যও,
সন্ধিপ্রকাশ প্রহরে লিখে যেও কোন নাগরিক শোকগাঁথা !
মৃত্তিকার মধুপিয়াসী দ্বো-পেয়ে ভবঘুরের দল জেনে রেখ,
এই নীল গ্রহটির মনেও ছিল কিছু আততায়ী বাসনার বাস,
যেমনটা সকরুণ রুদ্র বীণাতে নিমেষেই চাপা পড়ে গেছে,
অপলক কিছু শ্যামল বালিকার সলজ্জ শঙ্খচূড় সাধ!
শেষ দিকটা দারুন লাগলো।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান! কবিতা ভালো লাগায় আনন্দ লাগছে! আপনার জীবন কবিকে নিয়ে লেখাটা বড় ভালো লেগেছে! এই রকম লেখা আরও চাই!
শুভকামনা!
৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
স্বপনবাজ বলেছেন: অসাধারণ লিখেছেন !
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ! কবিতায় সাথে আপনাকে পেয়ে কবি অভিভূত!
শুভকামনা!
ভালো থাকুন!
১০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
রেজোওয়ানা বলেছেন: শঙ্খচূড় নামটা শুনলেই কিং কোবরা সাপের চেহারাটা মনে পরে!!
কবিতা
সুন্দর
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার আগমনে কবি সম্মানিত রেজোওয়ানা! বিনম্র অভিভাদন গ্রহন করুন !!
কিং কোব্রা অবশ্য কবি ভাবে নাই, কবির মাথায় ছিল গোটানো, খোলস বদ্ধ বালিকার কিছু সাধ!!!
পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো।
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২
এরিস বলেছেন: চাঁদটারও বুঝি খুব একলা লাগে ঠিক তোমারি মত!
খুব সুন্দর উপলব্ধি। শেষের দুই লাইন কেমন জানি, ভাবার্থ নিয়ে কনফিউশনে ফেলে দিলো...!!!
(বিশেষ দ্রষ্টব্য ঃ আপনার নিকের দিকে তাকালে উচ্চারণের অক্ষমতায় কান্না পায়। ইচ্ছে করে একটা বাল্যশিক্ষা কিনে আনি )
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন:
তোমরা কি কেউ ভেবে দেখেছ কখনও,-
চাঁদটারও হয়ত খুব ক্লান্ত লাগে ঠিক তোমারি মত!
চাঁদটারও বুঝি খুব একলা লাগে ঠিক তোমারি মত!
একলা বোকা চাঁদটার জন্য শুভকামনা!
সব নিকের কিন্তু উচ্চারন হয়না!
শুভেচ্ছা এরিস!
ভালো থাকুন!
১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! কবিতা! মুগ্ধ পাঠ!
বেশি কিছু বলছি না, বেশি কিছুর প্রয়োজন নেই।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কাল্পনিক_ভালোবাসা ! আপনাকে পাঠক হিসেবে পেয়ে কবি অভিভূত! সাথে থাকার জন্য অনিঃশেষ কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
অনেক অনেক ভালো থাকুন!
১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০
বটবৃক্ষ~ বলেছেন: বৃক্ষের সবুজ ছায়ামন্দিরের পুজারী প্রেমিক পাখিরা আমার ,
আমৃত্যু জ্বলে-পুড়ে খাক হওয়ার শাপগ্রস্ত সূর্যটার জন্যও,
সন্ধিপ্রকাশ প্রহরে লিখে যেও কোন নাগরিক শোকগাঁথা !
মৃত্তিকার মধুপিয়াসী দ্বো-পেয়ে ভবঘুরের দল জেনে রেখ,
এই নীল গ্রহটির মনেও ছিল কিছু আততায়ী বাসনার বাস,
যেমনটা সকরুণ রুদ্র বীণাতে নিমেষেই চাপা পড়ে গেছে,
অপলক কিছু শ্যামল বালিকার সলজ্জ শঙ্খচূড় সাধ!
উফ! অমোন কঠিন পদ্য লিখেন কিভাবে!! মাথা নষ্ট করা!!
+++++
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ বটবৃক্ষ~ !!! কবি অভিভূত!
শুভকামনা রইলো!
ভালো থাকুন!
১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১
রাইসুল নয়ন বলেছেন: শুভ সকাল ।
অসাধারণ লিখেছেন ।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ মধ্যাহ্ন !!!
আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে!
পাঠে কৃতজ্ঞতা!
ভালো থাকুন!
১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আনলাকি ১৩
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ১৩ সঙ্খ্যাটা আমার কিন্তু খুব পছন্দের কান্ডারী ভাই!
১৩ তম অভিভাদন গ্রহন করুন !
শুভকামনা রইলো!
১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। তবে চাঁদের সাথে সুশীল বিশেষণটা পছন্দ হয়নাই। বেখাপ্পা লাগতাসে।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: একটা মজা ছিল হা-মা ভাই! পরে দেখেন সূর্যের জন্য শোঁকগাথাটাও কিন্তু 'নাগরিক'! এখনকার খুব ট্রেড মার্ক সুশীল না, সচরাচর সুশীল বেচারা কিন্তু একজনের আলো ধার করে আলো ছড়িয়ে টিকে থাকে, কিন্তু কয়জন ভাবি দিন শেষে নিজের কাছে বেচারা একদমই নিঃস্ব আর একলা!
খুব ভালো লাগছে হা- মা ভাই কেউ কোন একটা শব্দ নিয়ে ভাবছে, কবিতায় যাচ্ছে কি যাচ্ছে না জানাচ্ছে!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই! শুধু ভালো লাগা নয়, সমালোচনা চাই!
শুভকামনা!
১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
বোকামন বলেছেন:
সম্মানিত কবি,
১৪ তম ভালোলাগা জানালাম ....
আপনার প্রকৃতি প্রেম দারুন ....
সাধারন পাঠকের শুভকামনা জানবেন
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ হে বোকামন! কবিতা ভালোলাগায় কবি অভিভূত! সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
প্রকৃতি তো আমরা সবাই ভালবাসি!!!
শুভকামনা রইলো অনিঃশেষ!
ভালো থাকুন!
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, কবিতাতো সুন্দর হয়েছে।
বিশেষতঃ কিছু উপমার নান্দনিক ব্যবহার কবিতাকে বর্ণিল করেছে!!
শুভকামনা।।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সোনালী ডানার চিল! কবিতা আপনার অপেক্ষায় ছিল, কখন আপনি উড়তে আসবেন তার আকাশে!
শুভকামনা কবি!
ভালো থাকুন!
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৫
ভিয়েনাস বলেছেন: কেউ কি কখনও শিখিয়েছিল,-
একটা বাঁশিকে কিভাবে কাঁদতে হয়? ...... বংশীবাদকের কাছ থেকেই হয়তো বাঁশি কাঁদতে শিখেছিল.........
কবিতা ভালো লাগলো
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস!
শুভকামনা রইলো।
২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার !
শুভকামনা!
২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
গ্রহন করলাম।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
s r jony বলেছেন: প্রচন্ড আবেগি কবিতা।
+++++
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: তা আবেগী তো বটেই!
কবিতা ভালো লাগায় আনন্দ লাগছে!
শুভকামনা!
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫
নিয়েল হিমু বলেছেন:
ইয়ে শুশীল শব্দটা কেন এলো ? এই শব্দটাও......
আচ্ছা থাক বাদ দেন
ভাল লেগেছে । আরো লেখা পাওয়ার প্রত্যাশা এবং শুভকামনা রেখে গেলাম
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: হম, সুশীল শব্দটা তাহলে এক্সপাঞ্চ করতে হবে দেখছি!
মন্তব্যে অনেক ধন্যবাদ হিমু ভাই! সমালোচনা চাই!
শুভকামনা!
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
অদৃশ্য বলেছেন:
কেউ কি কখনও শিখিয়েছিল একটা বাঁশিকে
কিভাবে কাঁদতে হয়?
চমৎকার হয়েছে লিখাটি
শুভকামনা...
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম অদৃশ্য ! কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে!
শুভকামনা!
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
রুপ।ই বলেছেন: আমি কবিতা বুঝি না কিন্তু আপনার কবিতা টা দারুন লেগেছে ।
"তাই বলে কি কেউ দেখেছ এমন,
যৈবতী এক মেঘ ফিরিয়ে দিয়েছে অবলীলায়,-
বাউন্ডুলে কোন পর্বতের সফেদ আলিঙ্গন!"------------চমৎকার ।
ও আরেকটা কথা আপনার নিকটা কি যে ভালো লাগলো।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুপাই! এত সুন্দর একটা মন্তব্য করলেন,কবিতা ভালো লেগেছে আপনার? আনন্দম! আনন্দম!
আমার নিক ভালো লেগেছে?! আপনারও তো প্রবলেম আছে আমার মত, আমার নিকের তো উচ্চারনই হয়না!
শুভকামনা!
ভাল থাকুন!
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে বস।
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন !
কবিতায় সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
শাহজাহান মুনির বলেছেন: কেউ কি কখনও শিখিয়েছিল,-
একটা বাঁশিকে কিভাবে কাঁদতে হয়?
বাঁশির কান্না.।!!
দারূণ।