নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক মেঘদল আমার !

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

নষ্ট অতীতের জ্বালা বয়ে আনা,

নস্টালজিক কালো কাজল মেঘদল আমার,

তোমাদেরকেই নৈবেদ্য দেব বলে,

সর্বনাশের ডানা মেলে প্রতীক্ষায় আছি বহুকাল!

খেয়ালী এক তিলক কামোদে পুষ্যি দেওয়া,

বেহিসেবী বিস্তার আর ছন্নছাড়া হাহাকার সব,-

বৈশাখের ঘনঘোর ঘনঘটায় মেঘ মেঘ রবে

নড়েচড়ে উঠে ঝালাই করে নিচ্ছে শেষদৃশ্যের ঝড়!

আধপোড়া এক দিয়াশলাই কাঠির কাছ থেকে,

চুপিসারে ধার করেছিলাম কিছু জ্যোতির্ময় সন্তাপ!

নষ্ট অতীতের সাথে মোকাবেলা হবে শুনে,

অন্ধ এক তীরন্দাজ ডেকে বলল, ‘মনে রেখ,

জলপরীদের কিন্তু কখনও ডানা ছিল না,

তাই প্রজাপতির গল্পে বিভ্রান্ত হয়োনা শেষবেলায়!’

আসন্ন প্রলয় সঙ্কেতে,শিউড়ে উঠল এক দলছুট দাঁড়কাক,

মুষ্ঠিতে অশ্রু পোড়া ছাই, এবার আমার ফিরবার তাড়া নেই!

পিছুটান? সে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় নিয়মে ,

চুরচুর চুরমার হয়ে গেছে বিশৃঙ্খল বিন্যাসে,

ভালোবাসা? সে তো এক রুদ্র কবি নীল খামে ভরে,

আকাশের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে সেই কবেই!

স্বপ্নেরা? জবর ফন্দি এঁটেছি বটে,একগুচ্ছ অন্ধকারে,-

একদম শীতনিদ্রায় পাঠিয়ে দিয়েছি চুপচাপ!

বাসনা? সে তো আমারও ছিল একরাশ! ধবধবে সাদা,

ঠিক শিউলি ফুলগুলোর মত, বোঁটাজুড়ে বাসন্তী পাড়!

ভয়? সে আমি খুব পাই বটে,-এই ছায়াশূন্য অশরীরী পচন,

আর তার গন্ধে পিছু নেওয়া অনুতাপের শ্বাপদ সন্ত্রাস!

এবার আর ভুল হবে না, - কপালে জ্যোতিশ্চক্র আঁকিনি!

এসো হে আমার নষ্ট অতীত, পূজারী প্রস্তুত, লগ্ন বয়ে যায়-

হে সুন্দর অমল ভ্রান্তিরা আমার, এসো মিলন অক্ষয় হোক!

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আরও একটি সুন্দর ও ভাল কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ

+++++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কান্ডারী অথর্ব! কবিতায় সাথে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো!

শুভকামনা অনিঃশেষ!

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

জলপরী১৮ বলেছেন: কবিতাটা মন দিয়ে পরতে গিয়ে নিজের নাম দেখে খুব খুশি খুশি লাগছে। :) অনেক ভাল লাগ্ল ভাইয়াটা.....++++++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন:

নষ্ট অতীতের সাথে মোকাবেলা হবে শুনে,
অন্ধ এক তীরন্দাজ ডেকে বলল, ‘মনে রেখ,
জলপরীদের কিন্তু কখনও ডানা ছিল না,
তাই প্রজাপতির গল্পে বিভ্রান্ত হয়োনা শেষবেলায়!’


স্বাগতম জলপরী! কবিতা ভাল লেগেছে জেনে আনন্দ! :)

শুভকামনা রইলো!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

স্বপনবাজ বলেছেন: অসাধারণ লাগলো !

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হে স্বপনবাজ! :)


শুভকামনা অনিঃশেষ!

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সু্ন্দর একটা কবিতা.. ++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম রহস্যময়ী কন্যা! কবিতা ভালো লাগায় আনন্দ!

শুভকামনা রইলো!

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোবাসা? সে তো এক রুদ্র কবি নীল খামে ভরে,
আকাশের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে সেই কবেই!
স্বপ্নেরা? জবর ফন্দি এঁটেছি বটে,একগুচ্ছ অন্ধকারে,-
একদম শীতনিদ্রায় পাঠিয়ে দিয়েছি চুপচাপ!
বাসনা? সে তো আমারও ছিল একরাশ! ধবধবে সাদা,
ঠিক শিউলি ফুলগুলোর মত, বোঁটাজুড়ে বাসন্তী পাড়!
ভয়? সে আমি খুব পাই বটে,-এই ছায়াশূন্য অশরীরী পচন,
আর তার পিছু নেওয়া অনুতাপের শ্বাপদ সন্ত্রাস!


সুন্দর বিশ্লেষণ!!!


এসো হে আমার নষ্ট অতীত, পূজারী প্রস্তুত, লগ্ন বয়ে যায়-
হে সুন্দর অমল ভ্রান্তিরা আমার, এসো মিলন অক্ষয় হোক!


ফিনিশিং বেশ ভালো লাগলো।



একরাশ ভালোলাগা নিয়ে গেলাম।


পাঠে মুগ্ধ হলাম কবি।

শুভ কামনা সবসময়।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লেগেছে কবিতা হে স্নিগ্ধ কবি? আনন্দম! আনন্দম! :)

শুভেচ্ছা নিরন্তর!

ভালো থাকুন অনেক!

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

এরিস বলেছেন: মনে রেখ,
জলপরীদের কিন্তু কখনও ডানা ছিল না,
তাই প্রজাপতির গল্পে বিভ্রান্ত হয়োনা শেষবেলায়

অনেক কঠিন কবিতা। বুঝতে সময় লেগেছে অনেক.। ++++

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক কঠিন কবিতা! ?--- :( , সে যাই হোক কবি খুশি আপনার অবেশেষে ভালোলাগায় !

কবিতার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা এরিস!


শুভেচ্ছা !

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, চমৎকার কবিতা লিখেছেন!!
খুব ভালোলাগা রাখলাম..................

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সোনালী ডানার চিল! কবিতা ভালো লেগেছে কবি? আনন্দম! আনন্দম!

শুভকামনা রইলো!

চিল, তোমার উড্ডয়ন নিরাপদ হোক!

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর কবিতা।
শুভাশিসের কবিতায় ভালো লাগা।।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই! আপনার আগমনে কবি বিশেষ আনন্দিত! :)

কবিতার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!

শুভকামনা রইলো!

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আর প্রাণবন্ত কবিতায় ভাল লাগা

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধ্যনবাদ সেলিম ভাই! পাঠে কৃতজ্ঞতা!

শুভকামনা রইলো!

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



এক রাশ মুগ্ধ ভালোলাগা ...


++++++++++++++


২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তোমার গল্পের মৃত রাজকন্যা !

এক রাশ শুভকামনা রইলো!

ভালো থাকুন!

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

একজন আরমান বলেছেন:
এসো হে আমার নষ্ট অতীত, পূজারী প্রস্তুত, লগ্ন বয়ে যায়-
হে সুন্দর অমল ভ্রান্তিরা আমার, এসো মিলন অক্ষয় হোক!


শেষটাতে কিছু বুঝলাম। কিন্তু পুরো বুঝলাম না।
গভীর রাতে আরেকবার পড়তে হবে।

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: নষ্ট একটা অতীত পেছনে রেখে যন্ত্রনায় দগ্ধ হতে হতে একটা মানুষ বেপরোয়া সিদ্ধান্ত নিল, সে এবার তার ঐ পালিয়ে আসা অতীতটার সামনে দাঁড়াবে! তার হারাবার কিছু নেই, তারপরেও এই সঙ্ঘাত মানুষটার মনের মধ্যে জাগাচ্ছে এক সুন্দর সর্বনাশের ঝড়!

কিছু কিছু অতীতের মুখোমুখি দাঁড়ানো আসলেই ভয়ংকর হতে পারে !

কবিতাটার মধ্যে আমি শুধু তার এই গল্পটা বলেছি!

শুভকামনা আরমান ! :)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

বোকামন বলেছেন:



সুপ্রিয় কবি,

অতীত এবং বর্তমানের জংশনে দাড়িয়ে ভালোলাগা জানিয়ে গেলাম।
সাথে আপনার জন্য একরাশ শুভকামনা...

ভালো থাকা হয় যেন..

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভবিষ্যতের ট্রেনটিতে ওঠার ঠিক আগ মুহুর্তে দাঁড়িয়ে আমি লুফে নিলাম আপনার একরাশ শুভকামনা! :) রেখে যাচ্ছি বিনম্র অভিভাদন!

শুভেচ্ছা রইলো হে সহকবি!

কবিরা কি জানে ভালো থাকা কেমন হয়?

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সুফিয়া বলেছেন: সুখপাঠ্য কবিতাটির জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল। আরও আরও কবিতা যেন পাই।

Click This Link

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুফিয়া! ব্লগে স্বাগতম!

আপনার লেখা পড়ে আসলাম! চমৎকার লেখেন আপনি!

শুভকামনা রইলো!

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা কবি!

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!

শুভকামনা! :)

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:



আধপোড়া এক দিয়াশলাই কাঠির কাছ থেকে,
চুপিসারে ধার করেছিলাম কিছু জ্যোতির্ময় সন্তাপ!


যেন দৃশ্যমান কোন চিত্রকল্প!
ভাল লাগল কবি...+++

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম সুপান্থ সুরাহী !!!

কবিতা ভালো লেগেছে আপনার? আনন্দম! :)

শুভেচ্ছা!

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪

ভিয়েনাস বলেছেন: স্বপ্নেরা? জবর ফন্দি এঁটেছি বটে,একগুচ্ছ অন্ধকারে,-
একদম শীতনিদ্রায় পাঠিয়ে দিয়েছি চুপচাপ! ...

ভালো লাগলো কবিতা :)

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি কিছু অন্ধকারের খোঁজে আছি, স্বপ্নগুলো ঘুম পাড়িয়ে রাখব!


শুভেচ্ছা রইলো ভিয়েনাস!

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অস্থির

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম নির্লিপ্ত স্বপ্নবাজ!

শুভেচ্ছা রইলো!

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: শার্ল বোদলেয়ারের আশ্চর্য মেঘদলের কথা মনে পড়ে গেলো,


"আমি ভালবাসি মেঘ... চলিষ্ণু মেঘ...
উঁচুতে... ঐ উঁচুতে...
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার কোন কবিতা পরে শার্ল বোদলেয়ারের কোন কবিতার কথা মনে পড়লে সেইটা তো কবির জন্য বিরাট বিষয় বটে!

এই ঘন ঘোর অশুভের মাঝেও রইলো শুভকামনা! ভালো থাকার চেষ্টা সফল হোক! :(

১৯| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:১১

শ্রাবণ জল বলেছেন: apnar eto gulo notun kobita- othocho ami nai!! kemne ki!! :(

২৬ শে মে, ২০১৩ দুপুর ১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আমিও তো সেটায় কই, কেমনে কি?! :(

ল্যাপটপ ঠিক হয় নাই?

গত কিছুদিন বেশ কিছু কবিতা আসলো!

শ্রাবণ সময় যে চলে এলো, জল হয়ে ঝরবেন কবে?

দ্রুত যন্ত্র সারিয়ে ফিরে আসুন!

শুভকামনা!

২০| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

শ্রাবণ জল বলেছেন: thik hoyeche. kintu samute bangla likhte parchina. :(

amio ekta notun post diechi to!! :P

jol hoye jhorchi hoyto karo choke, ogochore!!

২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কর্কশ রকম অসামাজিক হয়ে গেছি! কারও ব্লগেই যাওয়া হচ্ছেনা। ব্যস্ততা একটা অজুহাত হিসেবে অবশ্যই দেখান যেতে পারে। :(

আপনার পোস্টে দেখা হচ্ছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.