নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কাঁদছে বাংলাদেশ, ঊঠে দাঁড়াও,- যদি মানুষ হও!

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

কাঁদছে বাংলাদেশ,

ঊঠে দাঁড়াও,- যদি মানুষ হও!

ছুটে যাও,- যদি মানুষ হও!

রক্ত দাও,- যদি মানুষ হও!



কাঁদছে মানুষ,

অশ্রু ঝরাও,- যদি জনক হও!

হাত বাড়াও,- যদি প্রেমিক হও!

পাশে দাঁড়াও,- যদি সন্তান হও!



ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে,

পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে,

মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে!







** আর কিছু লিখতে পারছিনা, ভেতরে বোবা কিছু যন্ত্রনা কিলবিল করছে, আমি দূর একটা শহরে পরে আছি! সহব্লগার বন্ধুরা রক্ত দিতে চলে গেছে সাভার। হাজারও ছেলেমেয়ে ছুটাছুটি করছে রক্তের জন্য। আর কিছু না থাক, এই দুঃখিনী বাংলাদেশের তো মানুষের অভাব নেই। এই দেশে রক্তের জন্য একটা মানুষ মারা যাওয়াটা পাপ, বড় কলঙ্ক, বড় লজ্জা হবে। একমুঠো রক্ত নিয়ে যারা পারেন ছুটে যান, প্লীজ, প্লীজ …

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

যোগী বলেছেন: কাঁদছে মানুষ,
হাত বাড়াও,- যদি তুমি সত্যিকারের প্রেমিক হও!


খুবই সময়োপযোগী লেখা

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে,
পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে,
মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে!



মন ভালো নেই যোগী! :( বাংলাদেশের মন ভালো নেই!

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

সোহাগ সকাল বলেছেন: রানা প্লাজার একশত মানুষ মরেনি, আজকে বাংলাদেশের ১৬ কোটি মানুষ মরেছে।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ৎঁৎঁৎঁ বলেছেন:
কাঁদছে মানুষ,
অশ্রু ঝরাও,- যদি জনক হও!
হাত বাড়াও,- যদি প্রেমিক হও!
পাশে দাঁড়াও,- যদি সন্তান হও!

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :( :(

আর ভালো লাগছেনা কিছুই কবি।

ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে,
পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে,
মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে!



২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগছেনা কিছু, এখনও কত মানুষ চাপা পরে আছে, জীবিত! আমরা আর কয় জনকে উদ্ধার করতে পারব?

কাঁদছে মানুষ, কাঁদছি আমি, কাঁদছ তুমি ....

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

লাবনী আক্তার বলেছেন: :(( :(( :((


২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন:

কাঁদছে মানুষ,
অশ্রু ঝরাও,- যদি জনক হও!
হাত বাড়াও,- যদি প্রেমিক হও!
পাশে দাঁড়াও,- যদি সন্তান হও!

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

এসএমফারুক৮৮ বলেছেন: রক্ত দাও,- যদি মানুষ হও!

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন:

অশ্রু ঝরাও,- যদি জনক হও!
হাত বাড়াও,- যদি প্রেমিক হও!
পাশে দাঁড়াও,- যদি সন্তান হও


এত মানুষ আমাদের! তারপরেও কি রক্তের অভাবে মানুষ মারা যাবে?

পাশে দাঁড়াও, মানুষ কাঁদছে!

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

অদ্বিতীয়া আমি বলেছেন:


কি যে কষ্টকর ! ছবি আর নিউজ গুলো । সহ্য করার মত না ।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কি যে কষ্টকর ! ছবি আর নিউজ গুলো । সহ্য করার মত না । -

আমাদের দেশটা এত দুখি কেন?
আমাদের মানুষেরা এত দুর্ভাগা কেন?

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
আহা!! আমার দুঃখিনী বাংলা :(

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কাঁদছে মানুষ,
অশ্রু ঝরাও,- যদি জনক হও!
হাত বাড়াও,- যদি প্রেমিক হও!
পাশে দাঁড়াও,- যদি সন্তান হও!

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

এরিস বলেছেন: সোনালী ডানার চিল বলেছেন:
আহা!! আমার দুঃখিনী বাংলা :(
আমার বাংলা মোটেও দুখিনী নয়। আমার বাংলা মা হিসেবে ব্যর্থ ও নয়। বেঁচে থাকার আলো বাতাস, শান্তির ঘুমের জায়গা, সবই তো দিয়েছে। শুধু তার কিছু সন্তান মানুষ হয়নি। ভালো সন্তানের চাইতে নোংরা মানসিকতার সন্তানগুলোর জোর বেশি। তাই সব থেকেও আজ সবহারা বাংলা। উপরে বিধাতা আছেন। ন্যাচারাল জাস্টিসে আমি বিশ্বাস করি। শাস্তি ওদের অবধারিত।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার বাংলা মা হিসেবে ব্যর্থ ও নয়। বেঁচে থাকার আলো বাতাস, শান্তির ঘুমের জায়গা, সবই তো দিয়েছে। শুধু তার কিছু সন্তান মানুষ হয়নি। ভালো সন্তানের চাইতে নোংরা মানসিকতার সন্তানগুলোর জোর বেশি।- সহমত এরিস। কিন্তু আমি ন্যাচারাল জাস্টিস এর এই অর্থটা মানিনা যে পাপের প্রতিবিধান ঈশ্বর এসে করবেন, অন্যায় যেমন মানুষই করে, এর প্রতিবিধান মানুষ না চাইলে ঈশ্বর করবেন কি? আমাদেরকেই আগে চাইতে হবে, জাগতে হবে!

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

অনীনদিতা বলেছেন: আর কত!!!!!!!!!!!!!!!!!!
কত দেখবো আমরা!!!!!!!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কবে শেষ হবে জানিনা, কিন্তু ভয় হচ্ছে আরও দেখতে হবে, :(

কিছুদিন আগে তাজরীন, এখন সাভার, এর পরে ? ? ? ?

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: :(

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: :( :( :(

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

স্বপনবাজ বলেছেন: আল্লাহ ওদের সাহায্য করুক !

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আল্লাহ ওদের সাহায্য করুক !


ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে,
পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে,
মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে!

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

বটবৃক্ষ~ বলেছেন: ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে,
পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে,
মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে!


হৃদয় নিংড়ানো লিখা!! ধন্যবাদ বা + বলে কবিকে ছোট করবো না.....

সেই মানুষগুলোর জন্যে দোয়া করছি!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

ৎঁৎঁৎঁ বলেছেন:

কাঁদছে মানুষ,
অশ্রু ঝরাও,- যদি জনক হও!
হাত বাড়াও,- যদি প্রেমিক হও!
পাশে দাঁড়াও,- যদি সন্তান হও!


সবথেকে কষ্ট কি জানেন? এর পরেও আমাদের ঘুম ভাংবেনা, আমাদের বোধের উদয় হবেনা, এবার সাভার, পরে কোথায়? কার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়বে?

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার মন দিল মেজাজ খারাপ

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্রাদার, আমাদের তো দৌড় ওইটুকুই, মন মেজাজ খারাপ করা, আমাদের মাথায় তো আর কোন আকাশ ভেঙ্গে পড়েনি!

:(

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

এম হুসাইন বলেছেন: কি যে বলি, কাকে বলি...... ভাষা নেই......

পোস্টে ভাললাগা।
শুভকামনা।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কি যে বলি, কাকে বলি...... ভাষা নেই......

আসলেই :(

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আর কত? এর পরে কে? ?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.