নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

এক পায়ে নুপুর তোমার,তোমার অন্য পা?

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৪





এক পায়ে নুপুর তোমার,তোমার অন্য পা? - পুড়ে গেছে মানুষের পাপে ।

(এই পায়ে তোমাদেরই মত এক্কা দোক্কার সখ্য ছিল খুব ,

পরে অবশ্য তোমাদের সভ্যতা পা দুটো কিনে নেয় কলে !)



এক পায়ে নুপুর তোমার, তোমার শরীর?- ছিরে গেছে মানুষের লোভে।

(এই শরীরে তোমাদেরই মত আনন্দ বেদনার ঋতু ছিল সব,

পরে অবশ্য তোমাদের রাষ্ট্র শরীরটা ইজারা নেয় দাসখতে! )



এক পায়ে নুপুর তোমার, তোমার মুখ?- পিষে গেছে মানুষের ক্লেদে।

(এই মুখে তোমাদেরই মত আনন্দ- বেদনা ছবি আঁকত খুব,

পরে অবশ্য তোমাদের কোষাগার লুটে নেয় মুখটা হিসাব কষে! )



এক পায়ে নুপুর তোমার, তোমার হাত?- পচে গেছে মানুষের বিষে।

(এই হাতে তোমাদেরই মত গড়তো জীবন ক্লান্তি গিলে ফেলে,

পরে অবশ্য তোমাদের সমৃদ্ধি লিখে নেয় সেই হাত মোহরের প্রেমে!)





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

এরিস বলেছেন: বেশি কিছু তো না। একটা নূপুর-ই তো ছিল পায়ে, এক্কা দোক্কা খেলার জন্যে কতটুকু জায়গাই-বা লাগতো? তোমাদের মাল্টিন্যাশনাল বিল্ডিং বানানোর জায়গার সংকট পড়ে যেত না তাতে নিশ্চয়ই। তবুও বাঁচতে দিলে না। আর কতো প্রাণ নিলে 'ধনী' নামের ব্যাচটা বুকের সাথে জুড়ে দিতে পারবে তোমরা?? যত প্রাণ লাগে নিয়ে নাও, তবে একসাথে নাও, ভেঙ্গে ভেঙ্গে নিওনা। একদিন চিৎকার করে কেঁদে সব কষ্ট ভুলে যাবো, প্রতিদিন চুপিচুপি কেঁদে বালিশ ভেজাতে ভেজাতে ক্লান্তি ধরে গেছে আমাদের...

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশি কিছু তো না। একটা নূপুর-ই তো ছিল পায়ে, এক্কা দোক্কা খেলার জন্যে কতটুকু জায়গাই-বা লাগতো?


প্রতিদিন চুপিচুপি কেঁদে বালিশ ভেজাতে ভেজাতে ক্লান্তি ধরে গেছে আমাদের...

এভাবে আর কতদিন?



২| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কাণ্ডারী ভাই, প্রানে আর সয় না :(

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: এভাবে আর কতদিন?


আজ বেঁচে থাকতে বড় লজ্জা হচ্ছে। :( :(

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আজ বেঁচে থাকতে বড় লজ্জা হচ্ছে। :( :( -- সহমত ভাই! এক লাইনে মনের কথাটা বলে ফেলসেন :(

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

বটবৃক্ষ~ বলেছেন: :( :(
এই মুখে তোমাদেরই মত আনন্দ- বেদনা ছবি আঁকত খুব,
পরে অবশ্য তোমাদের কোষাগার লুটে নেয় মুখটা হিসাব কষে!

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন:


এক পায়ে নুপুর তোমার, তোমার হাত?- পচে গেছে মানুষের বিষে।
(এই হাতে তোমাদেরই মত গড়তো জীবন ক্লান্তি গিলে ফেলে,
পরে অবশ্য তোমাদের সমৃদ্ধি লিখে নেয় সেই হাত মোহরের প্রেমে!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.