নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিক...টিক... টিক... টিক...
ষাট ঘন্টা পেড়িয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
সেখানে বুকে পাহাড় চাপা পড়ে আছে সবাই,
সেখানে বাতাস নেই, আলো নেই, জীবন নেই,
সেই নরকের বর্ননা কোন কিতাবেও কেউ আঁকেনি !
মাটি দুলিয়ে আকাশ ভেঙ্গে লুটিয়ে পড়া ভবনটা,
তার ঠিক প্রবেশদ্বারে সারি সারি উর্দি, প্রটোকল, ক্যামেরা,
খবর এসেছে তাকে উদ্ধার করা হচ্ছে,
হাতুরি ছেনি দিয়েই সুরঙ্গ খুঁড়ে,
মৃত্যুর জঠর থেকে তুলে আনা হচ্ছে তার দেহ,
জীবিত, নাকি মৃত, সেই খবর অবশ্য এখনও পাওয়া যায়নি,
স্তুপপ্রমান কর্পূর এবং সারি সারি এম্বুলেন্স দাঁড় করানো আছে,
সরাসরি সম্প্রচারে রুদ্ধশ্বাস আবেগে থর থর কাঁপছে জাতি ...
টিক... টিক... টিক... টিক...
বাষট্টি ঘন্টা পেরিয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
সুড়ঙ্গ মুখে তোড়জোড়, সারি সারি উর্দি, প্রটোকল, ক্যামেরা,
সরাসরি সম্প্রচারে রুদ্ধশ্বাস আবেগে থর থর কাঁপছে জাতি,
টিক... টিক... টিক... টিক...
৭২ ঘন্টা পেরিয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
তাই বলে কাউকে অবশ্য লজ্জা পেতে দেখা যায়নি,
কারন লজ্জা সেলাইয়ের কাজই তো ওরা করে যেত দিনভর।
যত গালিই দাওনা কেন, ওদের জন্য এটাই কি অনেক পাওয়া নয়?
ওরা মাসে তিনহাজারে কেনা কৃতদাস ছিল তোমাদের,
সবথেকে সস্তা! আসলে গেলেও কোন ক্ষতিবৃদ্ধি নেই,
ওরা তো আছেই ঝাঁকে ঝাঁকে,পরগাছার মত
আনাচে কিনাচে আগাড়ে বাগাড়ে কোথায় নেই?
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
এরিস বলেছেন: সেখানে বাতাস নেই, আলো নেই, জীবন নেই,
সেই নরকের বর্ননা কোন কিতাবেও কেউ আঁকেনি ! ওরা মাসে তিনহাজারে কেনা কৃতদাস ছিল তোমাদের,
সবথেকে সস্তা! আসলে গেলেও কোন ক্ষতিবৃদ্ধি নেই,
ওরা তো আছেই ঝাঁকে ঝাঁকে,পরগাছার মত
আনাচে কিনাচে আগাড়ে বাগাড়ে কোথায় নেই?
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে? আমাদের সভ্যতা। সভ্যতা নিজেই অসভ্য সময় থেকে শুরু করেছিল, আজো সভ্য হতে পারেনি।
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা সবাই মিলে যে সভ্যতার বড়াই করি, সেইটা আসলে সবার জন্য না
সবাই এখানে গুরুত্বপূর্ন না, কেউ কেউ, তাদের জন্যই যাবতীয় প্রস্তুতি আর সমৃদ্ধি!
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম. কেমন আছেন ব্রাদার
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: বিভ্রান্ত ব্রাদার! ভীষন রকম!
ভাঙ্গা কলমের আঁচর কাটা কেমন চলছে?
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: ওরা মাসে তিনহাজারে কেনা কৃতদাস ছিল তোমাদের,
সবথেকে সস্তা! আসলে গেলেও কোন ক্ষতিবৃদ্ধি নেই,
ওরা তো আছেই ঝাঁকে ঝাঁকে,পরগাছার মত
আনাচে কিনাচে আগাড়ে বাগাড়ে কোথায় নেই?
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
আমরা সভ্য মানুষ নই...
হতে পারিনি ....
বুকে হাত রেখে বলার হিম্মত নেই কারোই!!
আমরা লজ্জিত....
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
আমরা সভ্য মানুষ নই...
হতে পারিনি ....
বুকে হাত রেখে বলার হিম্মত নেই কারোই!!
আমরা লজ্জিত....
আমরা ঠিকঠাক লজ্জিতও হতে পারছিনা, আমাদের লজ্জাগুলো সব ওরাই সেলাই করে দিয়েছে কিনা, এটাই যে ওদের কাজ ছিল দিন- রাত্রি ধরে!
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ওরা মাসে তিনহাজারে কেনা কৃতদাস ছিল তোমাদের,
সবথেকে সস্তা! আসলে গেলেও কোন ক্ষতিবৃদ্ধি নেই,
ওরা তো আছেই ঝাঁকে ঝাঁকে,পরগাছার মত
আনাচে কিনাচে আগাড়ে বাগাড়ে কোথায় নেই?
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
কবিতায় +++
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন:
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
শুভকামনা স্নিগ্ধ শোভন!
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
মানুষের জীবনের নিরাপত্তা চাই ।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
মানুষের জীবনের নিরাপত্তা চাই
আর যদি জীবনের নিরাপত্তা নাই থাকে, অন্তত স্বাভাবিক মৃত্যু হোক!
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সময় গুরুত্বপূর্ণ......অকরুন ভাললাগা
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: টিক টিক টিক করে বয়ে যাওয়া সময়ের মূল্য কি আমরা দিতে পারলাম?
একটা অসহায় কষ্ট রে ভাই!
তবুও শুভকামনা!
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো না. লেখা বের হয় না
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: এই সময়গুলোতে লেখা হয়না, অন্তত আমার হয়না! একই সমস্যা মনে হচ্ছে আপনারও দেখা যাচ্ছে!
ঠিক হয়ে যাবে সময়ের সাথে, দেখবেন হুট করে কবিতা চল আসছে অনেক গুলো।
শুভকামনা।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শের শায়রী বলেছেন: আপনার কবিতা নিয়ে কোন কথা নেই, শুধু আল্লাহ কে বলি এই ধরনের বিষয় নিয়ে আর যেন আপনাকে লিখতে নাহয়।
ভালো থাকুন ভাই
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: শুধু আল্লাহ কে বলি এই ধরনের বিষয় নিয়ে আর যেন আপনাকে লিখতে নাহয়। -- আমিন! খুব দারুন একটা চাওয়া বললেন ভাই!
এ আর আমাদের প্রানে সয়না!
ভাই, সামনে দুর্যোগ ব্যবস্থাপনার উপরে লেখা চাই! প্রস্তুতি ছাড়া আমি তো কোন পথ দেখিনা!
শুভকামনা!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবিত লাশ
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন:
১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: টিক ... টিক ... টিক...
অপেক্ষার ঘড়িটা থেমে গেছে ...
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
আসলেই তো!