নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

শোক

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

শোক,- সে ভীষন ওজনদার বটে,

আমার দেখা ভারী বস্তুগুলোর মধ্যে অন্যতম !

সবথেকে শক্তিমান কাঁধটাও যেমন-

একদিন নুয়ে যায় তার বিবশ চাপে।

চলতে চলতে কোন এক বাঁকে,-

আলগোছে খসে পড়ে তার ব্যাথাতুর ভগ্নস্তূপ।

সময়ের মাংসাশী কীটগুলোর অচেতন দংশনে,-

বিষে জর্জর শোকের শরীরটাও এক সময় ছেড়ে দেয় হাল।

যত মায়ায় শপথে তুমি বাঁধোনা কেন,

জল ঝরিয়ে যাবেই সে ডুবে ভুলে যাওয়াদের অন্ধকূপে।

আর খুব যদি প্রেম মিশে থাকে সেই ঘামে,

তবে বুকের পাজর ধরে কিছু রাতজাগা ঝাকুনি,

আটপৌড়ে জাগরনে বিষাদের কিছু তীক্ষ্ণ আঁচড়,

মেঘ করে অন্ধকার নামলে বুকের ভেতর গুমগুম গর্জন,

আর সন্ধ্যা হলেই সেই পথের দিকে নির্নিমেষ চেয়ে থাকা!

এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বটবৃক্ষ~ বলেছেন: Mugdho path!!khub vlo laglo..kisu line khub besi mrmosporshi...++ pore bnglay cmnt dibo..

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখাটা কেমন এলোমেলো হইসে ! ভালো লাগায় ভালো লাগছে! :)

কেমন আছে বটবৃক্ষ~?
পত্রপল্লবে বিস্তার কেমন চলছে?

২| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৪১

বটবৃক্ষ~ বলেছেন: আর খুব যদি প্রেম মিশে থাকে সেই ঘামে,
তবে বুকের পাজর ধরে কিছু রাতজাগা ঝাকুনি,
আটপৌড়ে জাগরনে বিষাদের কিছু তীক্ষ্ণ আঁচড়,
মেঘ করে অন্ধকার নামলে বুকের ভেতর গুমগুম গর্জন,
আর সন্ধ্যা হলেই সেই পথের দিকে নির্নিমেষ চেয়ে থাকা!
এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!


জাস্ট অসাধারন !!

আমার এইতো চলছে! কিছুটা বিজি স্টুডেন্ট লাইফ ফিনিশিঙ্গের কাজকর্মে!! দোয়া করবেন!বড্ড খারাব ঈষটুডেন্ট!

০১ লা মে, ২০১৩ সকাল ৮:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: বড্ড খারাব ঈষটুডেন্ট! -- :) :)

মোরা সব একই গোত্রের দেখি! এইয়াত খুবই আশার ব্যাপার! আপনাকে দিয়েও তাইলে অনেক কিছু হবে! :)

আপনি ঠিক যেটুকু কোট করেছেন, ঠিক ওইটুকুই লেখা হইসে! বেশ জহুরী আপনি!

শুভকামনা বটবৃক্ষ!

এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!

৩| ০১ লা মে, ২০১৩ রাত ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় ভালোলাগা।

কিছুটা ছন্দহারা মনে হল কবি।

০১ লা মে, ২০১৩ সকাল ৮:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ কিছুটা ছন্দহারা, কিছুদিন ধরেই! আসলে গতকিছুদিনের অসহায় যন্ত্রনাটা আমার ধারনা আমাদের সবাইকেই কম বেশী ছন্দহারা করে দিয়েছে! :(

অনেক অনেক শুভকামনা স্নিগ্ধকবি,

যদিও সময়টা বন্ধ্যা!

৪| ০১ লা মে, ২০১৩ সকাল ৯:৩৬

সায়েম মুন বলেছেন: ভাললেগেছে কবি। বাটন কাজ করছে না বলে প্লাসটা পাওনা রইলো।

০১ লা মে, ২০১৩ সকাল ১০:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন:
আর খুব যদি প্রেম মিশে থাকে সেই ঘামে,
তবে বুকের পাজর ধরে কিছু রাতজাগা ঝাকুনি,
আটপৌড়ে জাগরনে বিষাদের কিছু তীক্ষ্ণ আঁচড়,
মেঘ করে অন্ধকার নামলে বুকের ভেতর গুমগুম গর্জন,
আর সন্ধ্যা হলেই সেই পথের দিকে নির্নিমেষ চেয়ে থাকা!
এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!



ধন্যবাদ :)
শুভকামনা রইলো কবি!

৫| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে। মজিলায় বাটন কই গেলো কাল থেকে!

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কাহিনী মনে নেট এর লাইনে, পেজ ডাউনলোড হচ্ছেনা পুরো।

আপনি নিজে যেখানে হাজির সেখানে প্লাস বাটনের কি কাজ? :)

শুভকামনা হে দূর্জয় কবি!

৬| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো! প্লাস দেয়া যাচ্ছেঁনা পাওনা রৈলো।

০১ লা মে, ২০১৩ বিকাল ৩:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগাতেই অনেক কিছু বুঝিয়া পাইলাম! :)

শুভকামনা!

৭| ০১ লা মে, ২০১৩ রাত ৯:০৯

এরিস বলেছেন: মেঘ করে অন্ধকার নামলে বুকের ভেতর গুমগুম গর্জন,
আর সন্ধ্যা হলেই সেই পথের দিকে নির্নিমেষ চেয়ে থাকা!
এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান
অনুভূতি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়েছে। অসাধারণ।

০২ রা মে, ২০১৩ রাত ১২:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান !

শুভকামনা এরিস!

৮| ০২ রা মে, ২০১৩ রাত ২:১৩

অরণ্য আরণ্যক বলেছেন: খুবই ভালো লেগেছে

০২ রা মে, ২০১৩ রাত ৩:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম অরণ্য আরণ্যক !

অরন্যময় নিক আপনার!

কবিতা ভালো লাগায় আনন্দম!

শুভকামনা!

৯| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৪১

একজন আরমান বলেছেন:
সবথেকে শক্তিমান কাঁধটাও যেমন-
একদিন নুয়ে যায় তার বিবশ চাপে।

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন:

যত মায়ায় শপথে তুমি বাঁধোনা কেন,
জল ঝরিয়ে যাবেই সে ডুবে ভুলে যাওয়াদের অন্ধকূপে ...

এই তো শোক!

১০| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:১৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার লেখাটা খুব পছন্দ হইসে. :p

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন ব্রাদার! :)

১১| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে লেখাটা।

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা হা- মা ভাই! আপনি আসলে ভালো লাগে! :)

শুভকামনা!

১২| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর লিখেছেন, কবি!!

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা সোনালী ডানার চিল!


এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!


শুভকামনা!

১৩| ০২ রা মে, ২০১৩ রাত ৯:০৮

স্বপনবাজ বলেছেন: এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান! ++++++

০২ রা মে, ২০১৩ রাত ১১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন:

আর খুব যদি প্রেম মিশে থাকে সেই ঘামে,
তবে বুকের পাজর ধরে কিছু রাতজাগা ঝাকুনি,
আটপৌড়ে জাগরনে বিষাদের কিছু তীক্ষ্ণ আঁচড়,
মেঘ করে অন্ধকার নামলে বুকের ভেতর গুমগুম গর্জন,
আর সন্ধ্যা হলেই সেই পথের দিকে নির্নিমেষ চেয়ে থাকা!
এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!

পাঠে কৃতজ্ঞতা স্বপনবাজ!

শুভকামনা!

১৪| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৪

রাইসুল নয়ন বলেছেন: আমি আপনার একজন ভক্ত ।
সবসময়ই আপনার লেখা ভাল লাগে আমার ।

ভাল থাকুন কবি ।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি অভিভূত! কবি উদ্বেলিত! আনন্দম ! আনন্দম!!!


কবি লেখে কারন এই পৃথিবীর কেউ কেউ লেখাটা পড়ে !

ভালোবাসা রইলো!

১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:০৪

ভিয়েনাস বলেছেন: তবে বুকের পাজর ধরে কিছু রাতজাগা ঝাকুনি,
আটপৌড়ে জাগরনে বিষাদের কিছু তীক্ষ্ণ আঁচড়, .......

ভালো লাগলো

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা ভিয়েনাস!


শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.