নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

নদীর জন্য ভালোবাসা

০২ রা মে, ২০১৩ রাত ১১:২৫

চাঁদের কানে মন্ত্র পড়ে দিচ্ছে এক কালো জাদুকর,

ফুসলিয়ে একদিকে ভাগিয়ে নেবে বলে বাজী ধরেছে।

বন্ধ ঘড়িটা আর চলবে না, কিন্তু সময় বইবে ঠিকই,-

এই শুনে হাতপাখারা সব পাখা মেলে একদম পগারপার!

বৈদ্যুতিক আবেগে শীতল হাওয়া দিচ্ছে ঠাণ্ডা বাক্স-কল,

সাথে লোডশেডিং এ আধুনিক বিরহ যন্ত্রনার ফ্রি ক্লাস!

ওদিকে আবার রাগে অভিমানে উষ্ণ হচ্ছেন ধরিত্রী,

আর সবাই পারলেও পর্বতারোহী শুভ্রতা পারেনি সইতে,

সবুজ ঠেলে এই অকারন কংক্রিটে আয়েশী আত্মসমর্পণ!

আত্মাহুতির ঢেউয়েরা তাই কিশোরী নদী হয়ে নেমে,

সঙ্গীন বিছিয়ে গাইছে দুকূল ভাসানিয়া সারি গান।



অতঃপর যখন বেলা পড়ে এলে, কাল্পনিক বিজয় উৎসব শেষে,

পানপাত্রগুলো ঘুমিয়ে গেলে ছবি আঁকে মানবিক সভ্যতা।

মেঘ ফুরালেই বাঁধে বাঁধে বিদ্ধ মায়াপ্রবাহ জলরাশি,

রুপালী নদীগুলোর চিকচিকে কঙ্কালগুলো তবু,

দায়মুক্তির দীর্ঘশ্বাসে প্রানহীন-ই থেকে যাবে।



নদীগুলো সব শুকিয়ে গেলে যে,

গানগুলো সব মিছে হয়ে যায়,

চিলগুলো সব সাঁঝে ডুবে যায়,

মেঘগুলো সব দ্রোহে পুড়ে যায়,

পালগুলো সব ঘুনে খেয়ে যায়!



নদীগুলো সব ঝরে গেলে যে ,-

পাখি হবার আর সাধ থাকেনা, মানলে তো?

হারিয়ে যাবার কোন পথ থকেনা, জানলে তো?

ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো?

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: নদীর জন্য ভালোবাসা । +++++

০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: নদীর জন্য ভালোবাসা! :)

শিরোনামে গ্রহন করলাম!

কৃতজ্ঞতা মামুন ভাই!

২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
ভাই কবিতার মর্মার্থ বুঝতে পারি নি পুরোপুরি। :(

০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: |-) |-) |-) |-) |-)

নদীর জন্য কিছু কথা আরমান ভাই, আর কিছু না!


শুভকামনা!

৩| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বরাবরের মত ভাল লেখা :p

০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন ব্রাদার! আঁচড় পেয়ে ভালো লাগে! :)

৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৮

সায়েম মুন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ইফতি।

০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!

পাঠে কৃতজ্ঞতা রইলো! :)

৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ২য় ভালোলাগা ইফতি ভাই।

০৩ রা মে, ২০১৩ রাত ১:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা হে স্নিগ্ধ কবি! আপনার আগমন সবসময় আনন্দময়!


শুভকামনা!

৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪২

বাংলাদেশী দালাল বলেছেন: নদীগুলো সব শুকিয়ে গেলে যে,
গানগুলো সব মিছে হয়ে যায়,
চিলগুলো সব সাঁঝে ডুবে যায়,
মেঘগুলো সব দ্রোহে পুড়ে যায়,
পালগুলো সব ঘুনে খেয়ে যায়!

নদীগুলো সব ঝরে গেলে যে ,-
পাখি হবার আর সাধ থাকেনা, মানলে তো?
হারিয়ে যাবার কোন পথ থকেনা, জানলে তো?
ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো


চমৎকার লিখেছেন ভাই।

০৩ রা মে, ২০১৩ রাত ১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই! :)



নদীগুলো সব ঝরে গেলে যে ,-
পাখি হবার আর সাধ থাকেনা, মানলে তো?
হারিয়ে যাবার কোন পথ থকেনা, জানলে তো?
ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো?


শুভকামনা!

৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৫২

প্রিন্স হেক্টর বলেছেন: ভালই.... খ্রাপ না

০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা প্রিন্স হেক্টর! :)

শুভকামনা রইলো নিরন্তর!

৮| ০৩ রা মে, ২০১৩ রাত ২:৫১

স্বপনবাজ বলেছেন: শুকনো নদীতেই হোক মানবতার সংগ্রাম ! তারপর একদিন বৃষ্টি নামবে ! নদীতে টইটুম্বর করবে স্বচ্ছ পানির দল ! সেই বৃষ্টি ধুয়ে নেবে সব যান্ত্রিক যাতনা ! পাখিরা নদী তীরে বাসা বাধবে ! জানি সে বৃষ্টি নামবেই ! কোন একদিন ! আপনার নদীর মত আমার ও একটা নদী আছে ! সে নদীতে পাখিরা বেড়াতে আসেনা , কেননা আমি আসতে দেইনা , নদীতীরে বসে আমি ভাবী ফিরে আসার কোন মানে আছে কি ?? না আসলেই তো ভালো ! ভেবে ভেবে জীবন পার করে দেয়া যেতো !
অনেক ভালো লাগলো ! ৫ বার পড়েছি !

০৩ রা মে, ২০১৩ ভোর ৪:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: শুকনো নদীতেই হোক মানবতার সংগ্রাম ! তারপর একদিন বৃষ্টি নামবে ! নদীতে টইটুম্বর করবে স্বচ্ছ পানির দল ! সেই বৃষ্টি ধুয়ে নেবে সব যান্ত্রিক যাতনা ! পাখিরা নদী তীরে বাসা বাধবে ! জানি সে বৃষ্টি নামবেই ! কোন একদিন !

নতজানু অভিভাদন স্বপনবাজ! দুইলাইন লিখে দুই হাত ভরে পাওয়া! :)

শুভকামনা!

৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
ভালো লাগলো পাঠে।।

০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা হে দুর্জয় কবি! আপনার আগমনে আনন্দ! :)

শুভকামনা!

১০| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:১৩

এরিস বলেছেন: খুব সুন্দর। আজকাল তাহলে চাঁদ আর ঘড়িগুলোও ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে। রুপালী নদীর চিকচিকে কংকালগুলো প্রাণ ফিরে পাক... মুছে যাক সব দায়মুক্তির দীর্ঘশ্বাস। নদীর জন্যে ভালোবাসা। ( প্লাস দেয়া গেলো না। আই হেট সামু'স স্লো সার্ভার। প্লাস অপশন দেখাচ্ছেনা X( )

০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: নদীর জন্য ভালোবাসা এরিস! আমাদের নদীগুলোর জন্য এখন অনেক অনেক ভালোবাসা চাই!

প্লাস অপশনের না থাকলে আর সমস্যা কি! বুঝিয়া পাইলাম ভালোলাগা!

শুভকামনা!

১১| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
সাবজেক্ট টাই আমার কাছে কেমন ঘোলাটে লেগেছে। কারণ সবাই একই ধরনের বা সমসাময়িক বিষয়ে লেখে। আপনার এইটা একটু আলাদা লেগেছে।

০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: শুরুটা আসলেই একটু ঘোরালো হয়েছে মনে হয়! আসলে লেখা শুরু করেছিলাম উদ্দেশ্যহীন, পরে নদী চলে আসলো!

এক একটা অংশের ছন্দ আলাদা, কেমন লাগছে এটাতো আপনারাই বলতে পারবেন!

শুভকামনা আরমান!

১২| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫২

ভিয়েনাস বলেছেন: নদীগুলো সব ঝরে গেলে যে ,-
পাখি হবার আর সাধ থাকেনা, মানলে তো?
হারিয়ে যাবার কোন পথ থকেনা, জানলে তো?
ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো........ লাইক ইট।

০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো?


কৃতজ্ঞতা ভিয়েনাস!


শুভকামনা রইলো!

১৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০০

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকবেন।
শুভেচ্ছা অফুরন্ত।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোকেয়া !


শুভকামনা রইলো!

১৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১০

বটবৃক্ষ~ বলেছেন: অতঃপর যখন বেলা পড়ে এলে, কাল্পনিক বিজয় উৎসব শেষে,
পানপাত্রগুলো ঘুমিয়ে গেলে ছবি আঁকে মানবিক সভ্যতা।
মেঘ ফুরালেই বাঁধে বাঁধে বিদ্ধ মায়াপ্রবাহ জলরাশি,
রুপালী নদীগুলোর চিকচিকে কঙ্কালগুলো তবু,
দায়মুক্তির দীর্ঘশ্বাসে প্রানহীন-ই থেকে যাবে।


লাইন গুলো পছন্দ হয়েছে...:)

নদীগুলো সব ঝরে গেলে যে ,-
পাখি হবার আর সাধ থাকেনা, মানলে তো?
হারিয়ে যাবার কোন পথ থকেনা, জানলে তো?
ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো?


সবই মানলাম, জানলাম, দেখলাম.... বাট একটা কথা সত্য কইরা বলি???
ইয়ে মানে আমিনা ৩বার পড়েও এই হাইথট অসাম কবিতা বুঝতে পারিনাই !! :(
তবে বাজ ভায়ার ব্যাখ্যাটা পড়ে বেশ ভালো লেগেছে...
পাখিরা নদী তীরে বাসা বাধবে ! জানি সে বৃষ্টি নামবেই ! কোন একদিন !

@ বাজ ভায়া> আপনার নদীর মত আমার ও একটা নদী আছে ! সে নদীতে পাখিরা বেড়াতে আসেনা , কেননা আমি আসতে দেইনা , নদীতীরে বসে আমি ভাবী ফিরে আসার কোন মানে আছে কি ?? না আসলেই তো ভালো ! ভেবে ভেবে জীবন পার করে দেয়া যেতো !
:(:( :(

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: বটবৃক্ষ, যেদিন তোমার সবুজ পাতা হবে,
সেইদিন তোমার ছায়ায় জিরোতে আসবে এক ক্লান্ত চারন,
ফুরিয়ে যাওয়া এক নদীর কথা বলবে সে তোমার কানে কানে,
তুমি তাকে আগামীর এক সজল নদীর স্বপ্ন দেখিও?


সবই মানলাম, জানলাম, দেখলাম.... বাট একটা কথা সত্য কইরা বলি???
ইয়ে মানে আমিনা ৩বার পড়েও এই হাইথট অসাম কবিতা বুঝতে পারিনাই !! :( ///----

:( :( :( কি যে কমু, সমীকরণ না বুঝলে বুঝানোর আছে, কবিতা না বুঝলে কি করতে হয় কে জানে! :( কারন আমার তো ধারনা কবিতার মধ্যে বুঝা আসলে কিছু নাই, ভাল লাগাটাই হইলো কথা!


আপনার নদীর মত আমার ও একটা নদী আছে ! সে নদীতে পাখিরা বেড়াতে আসেনা , কেননা আমি আসতে দেইনা , নদীতীরে বসে আমি ভাবী ফিরে আসার কোন মানে আছে কি ?? না আসলেই তো ভালো ! ভেবে ভেবে জীবন পার করে দেয়া যেতো !

তোমার মনের নদীতে যেন কেও বাঁধ না দিতে পারে, খিয়াল কইরা!



১৫| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:৪৭

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিটায় ++++++++++++
ভালো থাকুন
ভালো লিখুন
সবসময় :)

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্যা! পাঠে কৃতজ্ঞতা রইলো ।


অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.