নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ কবিদের প্রতি একজন সচেতন পাঠক!

০৮ ই মে, ২০১৩ রাত ১২:৪৪

শহরে ইদানীং ব্যর্থ কবিদের আনাগোনা বেড়ে গেছে ভীষনভাবে,

ওদের ভিড়ে মাঝে মাঝেতো ফুটপাথ দিয়ে হাঁটাই যায়না ঠিকমতো,

আর এমন ভাব এক একটার, যেন দুই লাইন কবিতা লিখে ফেলে,-

বুঝে গেছে দিন দুনিয়ার সব হালচাল,বাজারের চলতি দাম-দর!

আর ঐ কবিতার কি সব ছিরি!

উত্তর আধুনিকতার আজগুবি এক চাদর বিছিয়ে,

ফুটপাতে ফুটপাতে মেলে ধরেছে সব ব্যর্থ কবিতার পসরা!

আরে, কবিতা আমরাও কিছু পড়েছি,

কখনও দুই লাইন লিখিনি বললে কিন্তু ভুল হবে!

তাই বলে এইসব ছিরিছাঁদহীন আবোলতাবোল,-

যাকে বলে একদম কিম্ভুত সব লেখাকে কবিতা মানতে হবে?

ছন্দের তো কোন বালাই নেই, পড়লে বোঝার আছে কিছু?

আরে বাইজির পায়ে যদি ঘুঙ্গুর না বাজে,

সিনেমার মধ্যে যদি একটু নাচগান না থাকে,

সেই রকম কবিতার মধ্যে ছন্দ না থাকলে চলবে?

সরে একটুখনি জায়গা দিয়ে দেখ,

উস্কুখুস্কু চুলে কাঁপা কাঁপা গলায় লেগে যাবে কবিতা পড়তে,

যেন আকাশ থেকে কাব্যলক্ষ্মীর বিশেষ দূত এসেছেন!

আর উজবুক কিছু পাবলিকের দল,-

একদম হাঁ করে শুনতে লেগে যাবে অমিয় অমৃত বানী!

কই, একটাকেও তো দেখলাম না মাইকেল,রবিঠাকুর বা নজরুল হতে!

যদি এসব কিছু না হতে পার তাহলে এইসব করে লাভ কি বাপু?

পকেটে আসবে দু পয়সা কিছু? ওদের থেকে তো দেখি,-

গুলিস্তানের মলম বেচনেওয়ালার কামাই বেশী!

আর একদম পরিস্কার করে একটা কথা বলেই ফেলি,

ওসব কবিতা টবিতা আমার ভালো লাগে না মোটেই!

সবাই খুব ভালো বললে দুই একটা পড়ি কদাচিৎ,

তার চেয়ে বরং সকালের পত্রিকা খুলে,-

শেয়ার বাজারটা দেখা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করি।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাই করে কইলেন ????

আমিও একজন ব্যর্থ কবি !!! :|

১০ ই মে, ২০১৩ সকাল ১১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনিও একজন ব্যর্থ কবি?!

বুকে আয় ভাই :)

২| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১১

মহাজাগতিক পাগল বলেছেন: কবিতা লিখে যদি কারো মনের কষ্ট কমে তবে তাই হোক - লিখতে দিন । ;)

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা :)

মনের কষ্ট না কমলে কবিতা লিখে লাভ কি?

৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ২য় প্লাস। ইদানিং আপনার কবিতা আমার বেশি ভাল লাগে।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! আপনাদের ভালো লাগায় লেখার প্রেরনা পাই বটে!
:)

শুভকামনা!

৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১:৩৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ব্যর্থ কবিদের প্রতি একজন সচেতন পাঠক :)

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্যর্থ কবিদের প্রতি একজন সচেতন পাঠক :)

:P :P :P

৫| ০৮ ই মে, ২০১৩ রাত ২:৪৫

একজন আরমান বলেছেন:
ব্যর্থ কবিদের প্রতি একজন সচেতন পাঠক!

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: :P :P :P

৬| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিত কবি না তাই ব্যর্থ হবার প্রশ্নই নেই।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আহারে, সমবেদনা রইলো কান্ডারী ভাই! :(

৭| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হা হা হা :)
কার উপর ক্ষেপলেন কবি?

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আর বইলেন না ভাই। কবিতা নিয়ে এইসব শুনে আসছি সেই কবে থেকে। বহুত জ্ঞানী জ্ঞানী লেকচার দিব, শেষে বলবে কবিতা আসলে তার ভালোই লাগেনা! আমাদের সামুতেও এইরাম পিস আসে কিছু!

৮| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কিছু জায়গা, আবার কিছু জায়গায় বক্তৃতা ভাব আইসা পড়ছে।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল পয়েন্ট বলসেন হা- মা ভাই! তবে সচেতন পাঠকের লেখা তো, সে যদি বক্তৃতা দিয়া একটু জ্ঞান না ফলাইবো তাইলে আর তার ভাব থাকলো কই! :P :P :P

৯| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২১

এরিস বলেছেন: ++ diye chole gelam.. onek kotha bolar achhe..

১০ ই মে, ২০১৩ সকাল ১১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

১০| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

এরিস বলেছেন: কই, একটাকেও তো দেখলাম না মাইকেল,রবিঠাকুর বা নজরুল হতে!
যদি এসব কিছু না হতে পার তাহলে এইসব করে লাভ কি বাপু?
পকেটে আসবে দু পয়সা কিছু? ওদের থেকে তো দেখি,-
গুলিস্তানের মলম বেচনেওয়ালার কামাই বেশী!
মাইকেল রবিঠাকুর কিংবা নজরুল আর কেউ হবেনা। হয়তো ইতিহাসে কবিদের নামের পাশে যুক্ত হবে ৎঁৎঁৎঁ এবং এমন আরো অনেক নাম। গুলিস্তানের মলম বিষয়ক বাক্যটিতে অবজেকশন রেখে গেলাম। :P এবং অত্যন্ত দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, একজন সচেতন পাঠক যদি এই কবিতা লিখতে পারে, তবে, কবিরা ছাইপাশ লিখার চেষ্টা করার মাঝেও সুখ। কেউ না কেউ এসব ছিরিছাঁদহীন আবোলতাবোল কবিতা পড়ে পড়ে সৃষ্টি করবে আরো অনেক অসাধারণ কবিতা।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল বলেছেন এরিস! মাইকেল, রবিঠাকুর বা নজরুল আর কেউ হবে না, হওয়ার দরকারও নেই। কিন্তু মানুষের মধ্যে এই ধারনা আমি অনেক দেখেছি যে শিল্পী বা কবি হতে চাইলে তাদের হিসেব মতে খুব বিরাট কিভহু হইতে হবে, না হলে কোন লাভ নাই, দাম নাই। সমাজে কেরানীর যতটুকু জায়গা আছে, একজন ব্যর্থ কবি বা ফুটপাথের বাঁশিওয়ালার সেইটা নেই।

গুলিস্তানের মলম বিষয়ক বাক্যটিতে অবজেকশন রেখে গেলাম। //-- একটু ব্যাখ্যা করবেন কি?

কবিতায় আপনাকে পেয়ে ভাল লাগছে এরিস! কেউ পড়ে দুকথা যোগ করলে ভাল তো লাগেই!

শুভকামনা!

১১| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:২০

সায়েম মুন বলেছেন: খুব ভাল লেগেছে কবি।
উচ্চ নাসিকা সম্পন্ন পাঠক বুঝি আমাকেই বললেন এসব। :P

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: হে হে ভাল লাগছে না হে কবি? আমারও লিখে ভাল লেগেছে! আমাদের মত ব্যর্থ কবিদের ঘুরায়ে ফিরায়ে এই কথা কতবারই না শুনতে হয়!

শুভকামনা !

১২| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হা হা হা
কার উপর ক্ষেপলেন কবি?

খুব সাবধান!! কবি সাহেব কিনতু ক্ষেপেছেন !! ;)
এবার আমরা আরো কোবতে পাবো!! :#) :#)

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আর কইয়েন না রে ভাই বটবৃক্ষ! আঁতেল পাবলিকের জ্বালায় মাঝে মাঝে অস্থির লাগে! একগাদা জ্ঞান দিয়া যখন শেষে কয় আমার আসলে কবিতা ভাল লাগে না, তখন মেজাজ টা খারাপ হয়, যে জিনিস তর ভাল লাগে না সেইটা নিয়া এত প্যাচাস ক্যান!

শুভকামনা রইলো বটবৃক্ষ!

১৩| ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: এই সেরেছে!!!! কবি তো তার কবিতায় ইশারায় সবাইকে ঝেড়ে ফেলেছেন দেখি......আল্লাহ বাচাইসে আমারে,আমি কবিতার পাঠক হয়েই খুশি :) :)
ভাইয়া কবিতায় ++++++++++++++

১০ ই মে, ২০১৩ রাত ৯:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি কিন্তু নিজে থেকে কিছু কয় নাই, কবিদের কে, মূলত ব্যর্থ কবিদেরকে যে কথাগুলো প্রায় শুনতে হয়, সেইটাই বলসি মাত্র! এর মধ্যে কাউকে আহত করার বিন্দুমাত্র প্রয়াস নাই! :)


শুভকামনা রহস্যময়ী কন্যা! কন্যারা জাতিগত ভাবেই অকূল রহস্য নিয়া জন্মলাভ করে, আপনি অতিরিক্ত রহস্য হাসিল করিলে তো তার তল পাওয়া কারও জন্য দুষ্কর হইয়া দাঁড়াইবে!

১৪| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৫২

প্রিন্স হেক্টর বলেছেন: B-)) B-)) B-)) B-))

ক্ষ্যাপছে রে এএএ্..........................

১০ ই মে, ২০১৩ রাত ৯:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: B-)) B-)) B-)) B-))

এইটা যদি ক্ষ্যাপা হয় তাইলে আপনার প্রো পিকের অ্যাকশনটারে কি কমু?

১৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০৩

রাইসুল নয়ন বলেছেন: কবিতা লেখার দুঃসাহস আমারও আছে, তবে আজ অবধি কোন সার্থক কবিতা লিখতে পারিনি !

কবিতা যদি শ্বশুর বাড়ির মোয়া হতো তাইলে আমার মতো বলদেরও বই বেরত !!!

আপনি অনেক ভালো লেখেন ভাই , যদিও আপনি খুব একটা আসেন না আমার ব্লগে তবে ভালোবাসি তাই অনুসরন করি ।

সুখে থাকুন কবি ।

১১ ই মে, ২০১৩ রাত ৮:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অভিযোগ মাথা পেতে নিচ্ছি কবি! আপনি আগে থেকেই অনুসারিত, কিন্তু আপনার আমার ব্যাটে বলে ঠিক মত সংযোগ ঘটেনি বটে! :)

আপনাদের ভাওবাসায় কবি আপ্লুত, ভাঙ্গা ঘরে চাঁদের আলো, এতো আলো কই রাখি!

দেখা হবে আপনার বাড়ীতে,(জানলা দিয়ে উঁকি দিয়ে সনেট সংক্রান্ত আলোচনা দেখে তখন ঢুকতে সাহস পাইনি! )
শুভকামনা রইলো!

১৬| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১৪

বোকামন বলেছেন:



ফুটপাথের মানুষ ভাই
ফুটপাথের মতই লিখি তাই .....

টবিতায় ভালোলাগা ...


১১ ই মে, ২০১৩ রাত ৮:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ফুটপাথের মানুষ ভাই
ফুটপাথের মতই লিখি তাই .....
মোরা ভাই ব্যর্থ কবি,
ব্যর্থ কবিতাই লিখে যায় ... :) :) :)

ভালোবাসা রইলো বোকামন!

১৭| ১২ ই মে, ২০১৩ রাত ২:১৫

রাইসুল নয়ন বলেছেন:





লেখক বলেছেন:জানলা দিয়ে উঁকি দিয়ে সনেট সংক্রান্ত আলোচনা দেখে তখন ঢুকতে সাহস পাইনি!

আলোচোনা শেষ করে দিছে আমাগো সোনাবীজ ভাই, এক কমেন্টেই
সব ঠাণ্ডা ।
সময় পেলে যাবেন , বাড়ির পথটা স্যাঁতস্যাঁতে আর ছন্দহীন তাই কেউ সচারাচর ও পথে হাঁটে না !!

ভালো থাকুন প্রতি মাইক্রো সেকেন্ড :)

১২ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সারা জীবন গনিতে পইড়া কবিতায় বিন্যাস সমাবেশের হাজিরা দেখলে ভাই ভয় পাইয়া যাই!

তবে সনেট নিয়ে আলোচনায় মজা লাগলো, ভাবতেসি আমিও একদিন চেষ্টা করে দেখব!

তবে অন্ত্যমিলের বিষয়টা কিছুই বুঝিনাই!

সময় করে আসতেসি আপনার সনেটের ব্যবচ্ছেদ করতে! :P

শুভকামনা নিরন্তর!

১৮| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার বাঁশ মেরে দিলেন :(
কষ্ট পেলুম

১২ ই মে, ২০১৩ রাত ৮:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কাহিনী কি? আপনি তো সচেতন পাঠকদের গোত্রে না হে ব্রাদার, আমার যতদুর মনে হয় আপনি আমার মত আরও অনেক ব্যর্থ কবিদের মধ্যে পড়েন!

বাঁশটা উপভোগ করুন ব্রাদার, দেখবেন আপনার চারপাশে বেশ কিছু সচেতন পাঠক ঘুরে বেড়াচ্ছে! :)

১৯| ১২ ই মে, ২০১৩ রাত ৮:২৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: লল :p

১২ ই মে, ২০১৩ রাত ৮:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন:
:P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.