নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কিছু স্বপ্ন এখনও ঘাসফুল

১১ ই মে, ২০১৩ ভোর ৫:২৭

যতটুকু আলো তুমি আঁচলে মেখেছ সগর্বে,

ঠিক ততটুকু অন্ধকার তোমার পেছনে ফেরে ছায়া হয়ে।

যতটুকু ভালবাসায় তুমি মর্মমূলে উদ্ভাসিত হও,

ঠিক ততটুকু ঘৃণা তোমার করোটিতে শীতঘুমে কাতর!

প্রত্যেকটা মঙ্গল প্রদীপের পবিত্র আয়োজনে,

দুই পা ছড়িয়ে মালা গাঁথে ঘন ঘোর অমঙ্গল!

যতবার আমি খাদের কিনার হতে পা হড়কে আচমকা,

তোমার হাত ধরে বেঁচে উঠতে চাই আকুল অসহায়,-

ঠিক ততবারই অন্ধকূপের গভীর থেকে অচেনা প্রেমে ,

লকলকে সম্মোহনী ফনা তোলে এক বিচ্ছিন্নতাবাদী নাগিনী!

দুঃসহ চোরাবালিতে ডুবে যাওয়ার পৌনঃপুনিক সমাপ্তি চক্রে,

হাহাকার জাগিয়ে উড়ে যায় বিষন্ন বিকেলের টোলপড়া স্মৃতি ।

সব নদীদের জন্যই কোন না কোন সমুদ্র অপেক্ষায় আছে জেনেও,

স্বপ্নগুলো সব ডানাভেঙ্গে ঝরে পড়ে আকাশের কিনার গড়িয়ে।

জিততে চাইলে একদিন তবে ঠিকই হেরে যেতে হয় বলেই বোধহয়,

পরাজিত হৃদয়ের অলিতে গলিতে ফুটে থাকে টকটকে রক্তজবা ফুল।

আত্মঘাতী বাসনারা কভু পিছুটানে বিভ্রান্ত হবেনা বলেই শুধু,

খসে যাওয়া তারাদের আছে ইচ্ছেপূরনের ইন্দ্রজাল অধিকার!

বৃষ্টির কাছে লুট হবার অলঙ্ঘনীয় নিয়তি জেনেও পথে নামে মেঘ,

কোন কোন ভোরের আলোয় হতে ইচ্ছে করে জলের মত অকপট সরল,

ভালবাসা হতে চেয়েছিলাম আমিও, যা কিনা নিস্তব্ধতার মতই হিরণ্ময়,

বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,

ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!

মন্তব্য ৪৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খসে যাওয়া তারাদের আছে ইচ্ছেপূরনের ইন্দ্রজাল অধিকার! +

১১ ই মে, ২০১৩ দুপুর ১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি! আপনার আগমনে আনন্দ!

শুভকামনা!

২| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে।
আমরা কি সবাই না ঘুমানোর দল!!!!

শুভকামনা রইল.....

১১ ই মে, ২০১৩ দুপুর ১:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা , সেটাই তো দেখা গেল, আমরা সবাই না ঘুমানোর দল! অবশ্য কবিতা শেষ করে আর জেগে থাকা হয়নি!

শুভকামনা সোনালী কবি!

৩| ১১ ই মে, ২০১৩ সকাল ৭:২৭

ঘাসফুল বলেছেন: ভালো...

১১ ই মে, ২০১৩ দুপুর ১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ঘাসফুল, তুমিও কি অপেক্ষায় আছো কারও যে একদিন তোমায় মাড়িয়ে দিয়ে যাক!

শুভকামনা!

৪| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:২৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

১১ ই মে, ২০১৩ দুপুর ১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী!

শুভকামনা রইলো।

৫| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:৫৬

বৃতি বলেছেন: সুন্দর!

১১ ই মে, ২০১৩ দুপুর ১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা বৃতি!

শুভেচ্ছা নিরন্তর!

৬| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:১৩

এরিস বলেছেন: দুঃসহ চোরাবালিতে ডুবে যাওয়ার পৌনঃপুনিক সমাপ্তি চক্রে,
হাহাকার জাগিয়ে উড়ে যায় বিষন্ন বিকেলের টোলপড়া স্মৃতি ।*** দুঃসহ স্মৃতি সব কান্নার মিছিলে শামিল হয়, তবু আশাকে উসকে দিয়ে যায়। +++++

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: *** দুঃসহ স্মৃতি সব কান্নার মিছিলে শামিল হয়, তবু আশাকে উসকে দিয়ে যায়...

দুঃসহ সব স্মৃতিরা বিস্মরনের মুচলেকা ছুড়ে ফেলে,
দলে দলে যোগ দেয় কান্নার সমবেত মিছিলে,
হৃদয়ের সুনীল জলে ছায়া ফেলে নিভু নিভু মশাল
তখনও ফুটপাথে বিভ্রান্ত দাঁড়িয়েই কিছু ঘরপোড়া স্বপ্ন!

শুভকামনা এরিস!

৭| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: যতটুকু আলো তুমি আঁচলে মেখেছ সগর্বে,
ঠিক ততটুকু অন্ধকার তোমার পেছনে ফেরে ছায়া হয়ে।


ভাল লাগলো ৬ষ্ঠ +

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
সব নদীদের জন্যই কোন না কোন সমুদ্র অপেক্ষায় আছে জেনেও,
স্বপ্নগুলো সব ডানাভেঙ্গে ঝরে পড়ে আকাশের কিনার গড়িয়ে।

ধন্যবাদ সেলিম ভাই!

পাঠে কৃতজ্ঞতা রইলো।

শুভকামনা!

৮| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:৩৪

প্রিন্স হেক্টর বলেছেন: নীরবে +

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা প্রিন্স হেক্টর!

কবিতায় আপনাকে পেয়ে কবি যারপরনাই আনন্দিত! :)

শুভকামনা রইলো।

৯| ১১ ই মে, ২০১৩ দুপুর ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে সুন্দর কবিতা পড়লে, আমার যে শব্দটি প্রথমে মুখ বের হয়, তা হলো, আহ!

আপনার কবিতা পড়েও আমি একই কথা বলি, আহ! চমৎকার।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: কিছু কিছু মন্তব্যে ভালোবাসার ছোঁয়ায় কবি প্রথমেই হয়ে পড়ে আকুল অভিভূত!

কবি অভিভূত!

কৃতজ্ঞতা কাল্পনিক_ভালোবাসা !

কিছু কিছু ভালোবাসা কাল্পনিকতায় অম্লান ভাস্বর,
বাস্তবতার মলিন ছোঁয়া কভু পারেনা ছুঁতে তোমায়।!

১০| ১১ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ।
সোনালী ডানার চিল ভাই'র দারুন কবিতাগুলোর পর আপনার পোস্ট।
দারুন সব কবিতায় মুগ্ধ হচ্ছি।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি, এবার তবে আপনার আগমনের অপেক্ষায় রইলাম!

শুভকামনা!

দূর্জয় সব কবিতা চাই!

১১| ১১ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: কোমল, সুন্দর।

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা- মা ভাই!

শুভকামনা রইলো নিরন্তর!

১২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৪১

সায়েম মুন বলেছেন: বিষন্ন বিকেলের টোলপড়া স্মৃতি ।
---খুব সুন্দর উপমাময় কবিতা। ভাল লাগলো অনেক।

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১২

ৎঁৎঁৎঁ বলেছেন:
দুঃসহ চোরাবালিতে ডুবে যাওয়ার পৌনঃপুনিক সমাপ্তি চক্রে,
হাহাকার জাগিয়ে উড়ে যায় বিষন্ন বিকেলের টোলপড়া স্মৃতি ।

ধন্যবাদ কবি সায়েম মুন!

শুভকামনা !

১৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

বোকামন বলেছেন:




কবিতার অলিতে গলিতে মুগ্ধতার ভালোলাগা ছড়িয়ে দিলাম !
শুভকামনা নিরন্তর...

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কুড়িয়ে নিলাম মুগ্ধতা ভাললাগা সকলি, নতজানু কৃতজ্ঞতায়!

শুভকামনা বোকামন! ভাল থাকুন নিরন্তর।

১৪| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!




অসাধারণ একটি কবিতা।

একরাশ ভাললাগা রেখেগেলাম কবি ।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! আপনার আগমনে কবি অতিশয় আনন্দিত! :)

শুভকামনা রইলো !

১৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৪২

এরিস বলেছেন: মন্তব্য আজকাল কবিতা...!! সচেতন পাঠক ভাইজান, কবিতা লিখেছেন, ভালো, বহত খুব। কিন্তু, স্বপনবাজ ভাই সাহেবের আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতায় কি কমেন্ট লিখেছেন? মনে করেন আমরা কিছু বুঝিনা??? নিজে তো সুন্দর সুন্দর কবিতাও লিখবে, আবার মানুষ আবোলতাবোল বললেও খোঁচা খাবে। আমার কবিতা(!!) হচ্ছে হাঁটুভাঙ্গা কবিতা। আমার কাছ থেকে আড়ালে লুকিয়ে একদিন কবিতাগুলোকে বলবেন, 'আয়, 'নস্টালজিক মেঘদলের পাশে দাঁড়াতো দেখি। আমি নিশ্চিত, আমার কবিতাগুলো চিৎকার করে বলবে, 'আজকের মতো মাফ চাই ভাই, হাঁটুতে ভীষণ ব্যাথা। '' :P

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহে এরিস, আপনার মন্তব্যখানা পড়িয়া কিছুকাল প্রসেসর হ্যাং হইয়া ভূপাতিত হইলো ! অতঃপর জ্ঞান ফিরিলে যতটুকু পাঠদ্ধার হইলো তাহা এইরূপ-

প্রথমত আমাকে সচেতন পাঠক বলিলে মাইনাচ, আমি নিজেকে নিতান্তই ব্যর্থ কবি হিসেবে মনে করি! একমাসও হয়নি আমার এক কবি বন্ধু আমাকে অনেকক্ষন বোঝানর চেষ্টা করল কেন ঠিক আমার লেখাগুলো কবিতা হয়ে উঠছেনা! আমার অনেক অনেক মাত্রা ছন্দের বই ও বড় বড় কবিদের কবিতা পড়া দরকার!প্রথমে যখন কবিতা পোস্ট দিতাম তার সবগুলোর শিরোনাম ছিল 'প্রয়াস কবিতা',- মানে একজন কবিতা লেখার চেষ্টা করেছে আর কি! :)

আমি মনে করি কবিতার কোন নিয়ম নেই, থাকতে পারে না,যেটা আমার ভাল লাগবে সেইটা আমার কাছে কবিতা!

আপনি এবং স্বপনবাজ দুইজনই অসাধারন লিখে সেইটারে কবিতা আবোলতাবোল দাবী করেছেন! এখন আমার কথা হল সার্থক কবিতার সার্টিফিকেট পাওয়া কোন কবিতা আমার ভালো না লাগলে আমি তাকে ছুঁড়ে ফেলে দেব, আর যদি ভাল লেগে যায় আবোলতাবোল দাবী করা যে কোন কিছু- আমি চাইবো যেন ঐ আবোলতাবোল গুলোই লেখা হোক বারবার।

আমার কাছ থেকে আড়ালে লুকিয়ে একদিন কবিতাগুলোকে বলবেন, 'আয়, 'নস্টালজিক মেঘদলের পাশে দাঁড়াতো দেখি। আমি নিশ্চিত, আমার কবিতাগুলো চিৎকার করে বলবে, 'আজকের মতো মাফ চাই ভাই, হাঁটুতে ভীষণ ব্যাথা। ''

-- এই বাক্যাবলির মর্মোদ্ধার এখনও আমার প্রসেসর করতে পারে নাই! :(

শিঊলী ফুল আর বকুল ফুলের মধ্য কখনও কোন তুলনা হয়েছে নাকি? :P

১৬| ১১ ই মে, ২০১৩ রাত ৮:১৯

স্বপনবাজ বলেছেন: বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ ++++

১১ ই মে, ২০১৩ রাত ৮:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্বপন কবি! আপনার অসাধারন একখানি লেখা পড়িয়া বড়ই বিমোহিত হইয়াছি!

শুভকামনা রইলো!

১৭| ১১ ই মে, ২০১৩ রাত ১০:০৬

একজন আরমান বলেছেন:
কিছু স্বপ্ন এখনও ঘাসফুল

১১ ই মে, ২০১৩ রাত ১০:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালবাসা হতে চেয়েছিলাম আমিও, যা কিনা নিস্তব্ধতার মতই হিরণ্ময়,
বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!

শুভকামনা রইলো আরমান!

১৮| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
এমন কবিতা পাই বোলেই সামুতে আছি

১২ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে ওরে কান্ডারী ভাই! বড় ভরসা দিলেন, আনন্দম! :)

ভালবাসা হতে চেয়েছিলাম আমিও, যা কিনা নিস্তব্ধতার মতই হিরণ্ময়,
বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!


শুভকামনা রইলো।

১৯| ১৩ ই মে, ২০১৩ রাত ১:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: Um late!! :) daruuun kobita...last para ta...awesome!

১৩ ই মে, ২০১৩ রাত ১০:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালবাসা হতে চেয়েছিলাম আমিও, যা কিনা নিস্তব্ধতার মতই হিরণ্ময়,
বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!

২০| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বটবৃক্ষ~ বলেছেন: যতটুকু আলো তুমি আঁচলে মেখেছ সগর্বে,
ঠিক ততটুকু অন্ধকার তোমার পেছনে ফেরে ছায়া হয়ে।
যতটুকু ভালবাসায় তুমি মর্মমূলে উদ্ভাসিত হও,
ঠিক ততটুকু ঘৃণা তোমার করোটিতে শীতঘুমে কাতর
...............................
ভালবাসা হতে চেয়েছিলাম আমিও, যা কিনা নিস্তব্ধতার মতই হিরণ্ময়,
বিশ্বাস হতে চেয়েছিলাম আমিও, যা কিনা অরণ্যের মতই সহজাত,
ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!


উফফ....লাইফে এমন একটা কবিতা লিখ তে চাই!!পারিন কেন যে X( /:) /:)

যান কথা নাই ..... :(:(

১৩ ই মে, ২০১৩ রাত ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: আনন্দম! আনন্দম! আপনার মন্তব্য পইড়া তো মাথাই নষ্ট হওয়ার মত আনন্দ পাইলাম! :)

আর নিজের লেখায় নিজে খুব সন্তুষ্ট হওয়াটা তো কঠিন, লিখতে লিখতে আপনিও এমন অনেক কিছু লিখে ফেলবেন যেইটা পড়ে অন্য কারও মনে হবে এমন যদি লিখতে পারতাম(আমার যে কত জনের লেখা পড়ে মনে হয়! )

শুভকামনা বটবৃক্ষ!

কবি ধন্য! :)

২১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১০

ভিয়েনাস বলেছেন: কিছু স্বপ্ন এখনও ঘাসফুল.....
কিছু জীবন এখনও ঘাসফড়িং......

নির্মল কবিতায় অনেক ভালো লাগা থাকলো।

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ!


ধন্যবাদ ভিয়েনাস!

অনেক শুভকামনা রইলো!

২২| ২৯ শে মে, ২০১৩ রাত ২:১৬

শ্রাবণ জল বলেছেন: পর পর দুটো পোস্ট পড়লাম, তাই হয়তো নদী-সাগর আর রক্তজবা ফুলের লাইন গুলো পড়ে মনে হল লাইনগুলো আরেকটু অন্যরকম হতে পারতো।

কবিতা অনেক সুন্দর। বেশ ভাল লেগেছে।

তবুও- সমালোচনা লেখাকে আরও ধারালো করবে হয়ত , এজন্য বললাম প্রথম কথাটা! :P

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি কতটুকু সমালোচনা পছন্দ করে বলতে পারবোনা, আমি কিন্তু খুব চাই! ( কবি ব্যাটা বিরাট গোঁয়ার)

আগের পোস্ট অনেক যত্ন নিয়ে লেখা, এইটা অতটা না, এটা কারন হতে পারে!

শুভকামনা!

২৩| ২৯ শে মে, ২০১৩ রাত ২:১৬

শ্রাবণ জল বলেছেন: ওহ, শিরোনাম বেশি সুন্দর হয়েছে!!

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শিরোনাম সুন্দর হইসে! কি ভাল লাগলো! কবিতা লেখার পরে কবি উড়ে যায়, আমি তখন আর কোন শিরোনাম পাইনা খুঁজে! শিরোনাম সুন্দর হওয়াটা বিরাট ব্যাপার!

২৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০

শুকনোপাতা০০৭ বলেছেন: ঘাস ফুল হতে চাই এখনও, শুধু যদি তুমি মাড়িয়ে যাও সেই পথ...
খুব সুন্দর :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা !!!

কিছু স্বপ্ন এখনও ঘাসফুল!


শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.