নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বান ছিলে তুমি একমুঠো ভালোবাসা,
যাতনা ছিলে তুমি রাত্রির স্বপ্নে,
নির্ঘুম ছিলে তুমি তারায় তারায়,
চেয়েছিলে জীবন প্রজাপতির,-
ঝলমল রংদারু মায়ায় মায়ায়।
আমি ছিলাম কর্কশ; বেমানান অট্টহাসি অরণ্যের,
আমি ছিলাম বন্ধুর; নীল নীল প্রান্তরের,
আমি ছিলাম অস্থির; উদ্ভ্রান্ত দীর্ঘশ্বাস রোদ্দুরের,
চেয়েছিলাম নাবিক হবো,
ঘুম ঘুম সমুদ্র,-
আর মহুয়ায় চুর চুর বন্দরের।
সাতছড়ি অরণ্যের সাতখানি দুঃখ বেটে,
পাহাড় সাজাবে অশ্রু আলোছায়া সঙ্গমের,
পাথরের হিম বুকে অযথায় ঝরে কামনার রেণু।
চলে যা, উড়ে যা পাখি,-
ডানা মেলে, পাখা মেলে,
বয়ে যা, নিয়ে যা নদী,-
ঝিরিঝিরি গান হয়ে,
ঝরে যা, গলে যা জল,-
ফোঁটা ফোঁটা আলো হয়ে,
গেয়ে যা, কেঁদে যা বাঁশি,-
মেঘ মেঘ সুর ছুঁয়ে।
২১ শে মে, ২০১৩ রাত ১১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ! আমার এক বন্ধু আছে, যার নাম অভি আর সেও একই সাথে দুর্দান্ত স্বপ্নবাজ!
শুভকামনা রইলো!
২| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০২
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
২১ শে মে, ২০১৩ রাত ১১:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে অশেষ কৃতজ্ঞতা হে কবি!
নিরন্তর শুভকামনা রইলো।
৩| ২২ শে মে, ২০১৩ রাত ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
চলে যা, উড়ে যা পাখি,-
ডানা মেলে, পাখা মেলে,
বয়ে যা, নিয়ে যা নদী,-
ঝিরিঝিরি গান হয়ে,
ঝরে যা, গলে যা জল,-
ফোঁটা ফোঁটা আলো হয়ে,
গেয়ে যা, কেঁদে যা বাঁশি,-
মেঘ মেঘ সুর ছুঁয়ে।
সুন্দর লাগলো।
পাঠে মুগ্ধ হলাম।
২য় ভাললাগা।
কেমন আছেন কবি???
২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! কবি কর্কশ সময় কাটাচ্ছে! কিছু দিন আগে সাতছড়ি জঙ্গল থেকে ঘুরে আসলাম! ঐ সময়টা ছিল দারুন!
সারাদিন মানুষের টেকাটুকা গুনতে গুনতে জীবন কয়লা হৈ যাচ্ছে, ভাই !
শুভকামনা, ভাল থাকুন!
৪| ২২ শে মে, ২০১৩ রাত ১:৫১
রাইসুল নয়ন বলেছেন: কবি !!
অতীত আর বর্তমান মিলে দুঃখগুলো বিবর্ণ করে ফেলেছে!!
আমার কাছে ভালো লাগলো এ মিশ্রণ ।
ভালো থাকুন কবি ।
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা হে রাইসুল নয়ন!
কবিতায় আপনাকে পেয়ে আনন্দ হয়!
শুভকামনা !
৫| ২২ শে মে, ২০১৩ রাত ১:৫৭
প্রিন্স হেক্টর বলেছেন: মধু!! মধু!!!
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা হে প্রিন্স হেক্টর!
শুভকামনা রইলো।
ভাল থাকুন, মধুময় থাকুন!
৬| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আজ সকালের প্রথম পাঠ!
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সকাল সুন্দর হয়ে আশা করি শুভ দুপুর !
ভাল থাকুন কাল্পনিক_ভালোবাসা!
শুভকামনা।
৭| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:২১
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ +++
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই!
পাঠে কৃতজ্ঞতা!
ভাল থাকুন!
৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: কেমন আছেন হা-মা ভাই?
আপনাকে পেয়ে ভাল লাগছে!
শুভকামনা!
৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: রংদারু কি ?
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, একদম জায়গা মত হাত দিসেন অপর্না!
রংদারু বস্তুটা অভিধানে পাওয়া যাবে বলে আমি মনে করিনা!
এইটা দেবদারু গোত্রের কোন বৃক্ষ নয় এটাও পরিস্কার।
রংদারু মানে কবি জানে রঙ্গিন, রঙ মাখা!
শুভকামনা রইলো।
** শব্দ নিয়ে খেলতে ভাল লাগে!
১০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২২
এরিস বলেছেন: রংদারু কি ? প্রশ্ন ছিল। উত্তর পেয়ে গেছি। অনেক দেরি হয়ে গেল আপনার কবিতা পড়তে। মিস করে যাচ্ছি অনেক কিছু। স্থির হতে পারছিনা। মগজের অধীর ভাবনারা কাজে ধীরতা চেপে দিয়ে যাচ্ছে। বেরুতে হবে, শীঘ্রই বেরুতে হবে। চমৎকার কবিতা পড়লাম। অনেকদিন পর পড়তে এসে দেখালাম সব দূরত্ব নির্ণয়ের প্রয়াস চলছে। কবিতায় ভালো লাগা।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: রংদারু- উত্তর পেয়ে যাওয়ায় ভাল লাগছে। মাঝে মাঝে আমি ইচ্ছেমত শব্দ বানিয়ে ফেলি! আর মনোযোগী পাঠকের হাতে ধরা খাই! রংদারু আগেও ব্যবহার করসিলাম, তখন শব্দটা পার পেয়ে গেসিল, এইবার ধরা খাইল বেচারা!
স্থির হতে পারছিনা। মগজের অধীর ভাবনারা কাজে ধীরতা চেপে দিয়ে যাচ্ছে।--- আমার অবস্থাও করুন, দিন দিন সময়ের চাপে পিষে হারিয়ে যাচ্ছি! এত ব্যস্ততা আর অস্থিরতা বাড়ছে, তাল মিলাতে পারছিনা মোটেই।
আমি অনেক অনেক দিন পরে কোথাও বের হলাম, দুইদিনের জন্য বেঁচে থাকার স্বাদ পেলাম! বের হয়ে পড়েন। পাহাড় আর অরণ্যের অনেক রহস্যময় ইন্দ্রজালিক অধিকার আছে মানুষের উপর।
শুভকামনা এরিস!
১১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগলো ।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: বহুদিন পরে দেখা হল অদ্বিতীয়া! কেমন আছেন?
কবিতা ভাল লাগায় আনন্দ হল!
শুভকামনা রইলো।
১২| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৫
একজন আরমান বলেছেন:
ঝরে যা, গলে যা জল,-
ফোঁটা ফোঁটা আলো হয়ে,
গেয়ে যা, কেঁদে যা বাঁশি,-
মেঘ মেঘ সুর ছুঁয়ে।
দারুন।
২৪ শে মে, ২০১৩ রাত ১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান! জঙ্গলে বেড়াতে গেসিলাম! ওইখানে ডালে ডালে কবিতা ঝোলে, কয়েকদিন থাকতে পারলে তো ...
শুভকামনা রইলো!
১৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা অসীম ++++++++++++++++++++
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কান্ডারী!
শুভকামনা রইলো অসীম!
ভালো থাকুন!
১৪| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল আছি ইফতি ভাই। লগ ইন করতে পারিনি , তাই কম আসা হয়েছে ব্লগে ।
আপনি কেমন আছেন? শুভকামনা আপনার জন্যও ।
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আমিও এখন তেমন সময় পাচ্ছিনা, এত ব্যস্ততা এসে ঘিরে ধরছে!
আমি আছি অনেক কিছু মিলিয়ে,- কেমন আছি তা হত ঠিক ঠাক শুধু কবিতায় বলা হয়!
ভালো থাকুন অদ্বিতীয়া!
১৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
বটবৃক্ষ~ বলেছেন: চলে যা, উড়ে যা পাখি,-
ডানা মেলে, পাখা মেলে,
বয়ে যা, নিয়ে যা নদী,-
ঝিরিঝিরি গান হয়ে,
ঝরে যা, গলে যা জল,-
ফোঁটা ফোঁটা আলো হয়ে,
গেয়ে যা, কেঁদে যা বাঁশি,-
মেঘ মেঘ সুর ছুঁয়ে।
খুব চমৎকার লাগলো রিদমটা!
সরি ফর লেইট কামিং....
কবিতা গুলো আগের মতোই আছে.....বেশি সুন্দর!
মাঝে সাঝে কম সুন্দর লিখার টেরাই কইরেন.....
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি রিদমটা ধরতে পারসেন দেখে খুব ভাল লাগছে, ওইটুকু আসলেই গানের মত করে সুর মাথায় নিয়ে লেখা!
কবিতায় আপনার ভাল লাগা খুব আনন্দের, আসলেই!
ভাল থাকুন, অনেক অনেক শুভকামনা রইলো!
১৬| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪৩
শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
চলে যা, উড়ে যা পাখি,-
ডানা মেলে, পাখা মেলে,
বয়ে যা, নিয়ে যা নদী,-
ঝিরিঝিরি গান হয়ে,
ঝরে যা, গলে যা জল,-
ফোঁটা ফোঁটা আলো হয়ে,
গেয়ে যা, কেঁদে যা বাঁশি,-
মেঘ মেঘ সুর ছুঁয়ে।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ কবিতায় প্রথম ভালো লাগা !