![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত সাধ গেল এমনি জলে ভেসে ভেসে,
কত নিঃশ্বাস মিলিয়ে গেল নিশ্চুপ নীলিমায়,
কত বিষাদ হল ঘুঙ্গুর বাজিয়ে নীল প্রজাপতি,
কত যাতনা মেলায় গিয়ে হেরে বসলো পারানির কড়ি,
কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
জগতের সমস্ত বিষন্ন বকুলের সুবাসিত পতনে,
পথগুলো সেজে রয় অসীমের অচিন সম্মোহনে,
যাব না, যাব না পন করেও কিছু দুঃসাহসী মেঘ,
চিরকাল অতর্কিতে ঝরে পরে চন্দনের বনে।
হেমন্তের সাথেই কাশফুলের একান্ত প্রনয় জেনেও,
সন্ধ্যার সবুজ সবুজ টিয়া স্বপ্নে বুঁদ হয় পাহাড়ী বুনোফুল,
কামনায় কাতর বলাকারা উড়ে যায় উড়ে যায় আকাশ বেয়ে,
কিছু কিছু রাতে মরে যেতে ইচ্ছে হয়, শেষবারের মত করে ।
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি !
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
শুভকামনা রইলো!
২| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
++++ !
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: বিলম্বিত জবাবের জন্য দুঃখিত!
এখন সময় এত দূর্লভ হয়ে যাচ্ছে!
৩| ২৪ শে মে, ২০১৩ ভোর ৬:০৬
বাংলার হাসান বলেছেন: পথগুলো সেজে রয় অসীমের অচিন সম্মোহনে,
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন:
জগতের সমস্ত বিষন্ন বকুলের সুবাসিত পতনে,
পথগুলো সেজে রয় অসীমের অচিন সম্মোহনে।
ধন্যবাদ banglar_hasan !
শুভকামনা!
৪| ২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৫৫
মায়াবী ছায়া বলেছেন: ভালোই...++++
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া!
পাঠে কৃতজ্ঞতা রইলো!
শুভকামনা!
৫| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪১
মামুন রশিদ বলেছেন: কামনায় কাতর বলাকারা উড়ে যায় উড়ে যায় আকাশ বেয়ে,
কিছু কিছু রাতে মরে যেতে ইচ্ছে হয়, শেষবারের মত করে ।
একদম ঠিক । হাহাহা
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
কিছু কিছু রাতে মরে যেতে ইচ্ছে হয়, শেষবারের মত করে !
সহমত জ্ঞাপনে ধন্যবাদ মামুন রশিদ!
শুভকামনা!
৬| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:১৮
সুফিয়া বলেছেন: মন এক আনমনা সূতো ছেঁড়া ঘুরি। খুব ভালো বলেছেন। কবিতাটিও খুব ভালো লাগল।
ভালো থাকবেন। আমার ব্লগে আমন্ত্রণ।
Click This Link
২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
পাঠে কৃতজ্ঞতা সুফিয়া! আমন্ত্রন গ্রহন করে আনন্দিত হলাম! সময় বের করা মাত্র আপনার ব্লগে হামলা করব!
শুভকামনা রইলো!
৭| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
মরনের চিন্তা মাথায় রেখে চললে অনেক কিছুই খুব সহজ হয়ে জীবনের।
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: জিন্দা দেহে মূর্দার বসন!
মৃত্যু জিনিসটা মোটেই ভালা পাইনা,
শুভকামনা ভাই কান্ডারী!
৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো কবিতা। +++++
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে প্রোফেসর! প্রোফেসর শঙ্কু কবিতা পড়ে ভালো লাগা জানালে কবির আর চাওয়ার কি বাকি থাকে? আপনার গবেষণা সব ঠিকঠাক চলছে তো?
শুভকামনা রইলো!
৯| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি! আপনাকে কবিতায় পেলে ভরসা হয়!
শুভকামনা রইলো!
১০| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো।
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি! আপনার ভালোলাগায় আনন্দ জানবেন!
শুভকামনা!
১১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৩
এরিস বলেছেন: কিছু কিছু রাতে মরে যেতে ইচ্ছে হয়, শেষবারের মত করে । মর্মার্থ উদ্দারে অক্ষম। বুঝতে পারিনি এই লাইনটার মানে কি। যাব না, যাব না পন করেও কিছু দুঃসাহসী মেঘ,
চিরকাল অতর্কিতে ঝরে পরে চন্দনের বনে। খুব সুন্দর এই কথাগুলো। সুন্দর কবিতায় অনেক ভালোলাগা।
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
কত সাধ গেল এমনি জলে ভেসে ভেসে,
কত নিঃশ্বাস মিলিয়ে গেল নিশ্চুপ নীলিমায় ----
প্রতিটা বাসনার ঝরে যাওয়া কি মৃত্যু নয়?
এক জীবনে আমরা কতবার মরে মরে গিয়ে আবার বেঁচে উঠি। কিন্তু কোন কোন সময় আসে - যখন এই পৌনঃপুনিক মৃত্যুর মিছিলে আর কিছু যোগ না করে শেষবারের মত মরে যেতে ইচ্ছে করে! করে না?
যাব না, যাব না পন করেও কিছু দুঃসাহসী মেঘ,
চিরকাল অতর্কিতে ঝরে পরে চন্দনের বনে।
-- এই লাইন আমার নিজেরও খুব পছন্দের!
শুভকামনা এরিস!
১২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, ভালোলাগা রেখে গেলাম।
শুভবিকেল..........
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল!
ডানাতে সোনালী আলো মেখে তোমরা কিভাবে সাঁঝের বিষাদ ঝরাতে পার? (আপনার নিক কবিতার প্ররোচনা দেয়! )
শুভকামনা!
১৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৯
হাসান মাহবুব বলেছেন: আপনি লিখলেই কবিতা। শব্দদের ভালো পোষ মানাইসেন!
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: কি বলে ধন্যবাদ জানাবো হা- মা ভাই? কবি যে অশেষ আনন্দিত!
শুভকামনা রইলো! অনেক অনেক ভালো থাকুন!
১৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১:০৩
ভিয়েনাস বলেছেন: সন্ধ্যার সবুজ সবুজ টিয়া স্বপ্নে বুঁদ হয় পাহাড়ী বুনোফুল শুধু এই লাইনটাই সুপার লাইক..
লাকি সেভেন ভালো লাগা
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: সন্ধ্যার সবুজ সবুজ টিয়া স্বপ্ন!
সন্ধ্যার টিয়াগুলো কেমন যেন কেমন মায়া ধরায় না?
শুভকামনা রইলো ভিয়েনাস!
১৫| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫
রাইসুল নয়ন বলেছেন:
ইফতি ভাই !!
ভাবনাদের সাথে আপনার সম্পর্ক ভালো, কবিতা তার প্রমাণ।
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে রাইসুল নয়ন!
ভাবনার ক্যানভাসে কিছু শব্দের আঁচড়- এই তো কবিতা!
সাথে আপনারা আছেন, এইটাই কবিতার পরের আনন্দ!
শুভকামনা!
১৬| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:০১
বোকামানুষ বলেছেন: যাব না, যাব না পন করেও কিছু দুঃসাহসী মেঘ,
চিরকাল অতর্কিতে ঝরে পরে চন্দনের বনে
কত কিছু না করার পন করে যে আবার তাই করে ফেলি
অনেক ভাল লাগলো কবিতা
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
কত কিছু না করার পন করে যে আবার তাই করে ফেলি! - - ঠিক, ঠিক, ঠিক!!!
চন্দনের বন উপেক্ষা করে কি আর সব মেঘ উড়ে যায়? না যেতে পারে? কিছু কিছু দুঃসাহসী, বাউন্ডুলে মেঘ থেকেই যায়,- যারা ঠিক ঠিক ঝরে পরবে চন্দনের বনে!
শুভকামনা বোকামানুষ!
ভালো থাকুন!
১৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
ভাললাগা রইলো কবি।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ স্নিগ্ধ শোভন!
কিছু মন তবু আনমনা সুতো ছিঁড়ে উড়েই যায়...
শুভকামনা রইলো।
১৮| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭
বটবৃক্ষ~ বলেছেন: কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
হামা ভাইয়ের সাথে একমত!
আচ্ছা বলেনতো ! আপনি মিনিটে কয়টা কবিতা লিখতে পারেন!! উফফ!!
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ছি ছি মিনিটে কবিতা লেখার কথা কি বলেন?!
ওইরকম পারতেন শব্দের বরপুত্র মধুকবি! আমরা তো কেবল ব্যর্থ কবি হওয়ার চেষ্টা করছি মাত্র!
তবে আপনার মন্তব্যে বিপুল আনন্দ হল!
অনেক ধন্যবাদ বটবৃক্ষ!
শুভকামনা!
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ রাত ৩:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
++++ !