![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে চূড়া নতজানু, তা পর্বতের নয়,
যে পাখি গানহীন, তা অরণ্যের নয়,
যে আকাশ একঘেঁয়ে, তা পৃথিবীর নয়,
যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়।
যে শিশির অস্থির, তা ঘাসফুলের নয়,
যে নদী বাউন্ডুলে, তা সমুদ্রের নয়,
যে মেঘ ডানাহীন, তা বৃষ্টির নয়,
যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়।
যে জীবন বিনীত, তা বিপ্লবীর নয়,
যে জীবন মসৃণ, তা স্বাপ্নিকের নয়,
যে হাসি পার্থিব, তা শিশুদের নয়,
যে চোখ মায়াহীন, তা হরিনের নয়।
যে হাত একলা, তা প্রেমিকের নয়,
যে তারা পথভোলা, তা নাবিকের নয়,
যে ডানা জলহীন, তা আকাশের নয়,
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: এত নয় এর দায় তো কবির নয় হে! কবি যা দেখে তাই বলে!
না পাবার যন্ত্রণা এমন ভাবে তাড়া করে কোথাও সস্থি পাইনা
- তাড়া না করে ফিরলে কি আর কেউ কবিতা লেখে!
যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়!
শুভকামনা!
২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!!! চমৎকার। আপনি দিন দিন জটিল থেকে জটিলতর লিখছেন ম্যান!!!
কিপ ইট আপ।!!!
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কাল্পনিক_ভালোবাসা! কবি অশেষ অনুপ্রাণিত! আপনার ভালোলাগায় আনন্দ!
শুভকামনা রইলো!
৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর তো !
শিরোনামটাও সুন্দর !
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপর্ণা মম্ময়! শিরোনাম ভালো লাগায় বেশী ভাল লাগলো! খারাপ খারাপ শিরোনাম দেওয়ার জন্য আমার বেশ সুনাম আছে!
শুভকামনা রইলো!
৪| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৪
মোঃ জুম্মা বলেছেন: যে শিশির অস্থির, তা ঘাসফুলের নয়,
যে নদী বাউন্ডুলে, তা সমুদ্রের নয়,
যে মেঘ ডানাহীন, তা বৃষ্টির নয়,
যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়।
ভালো লেগেছে ।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: যে চূড়া নতজানু, তা পর্বতের নয়,
যে পাখি গানহীন, তা অরণ্যের নয়,
যে আকাশ একঘেঁয়ে, তা পৃথিবীর নয়,
যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়।
ব্লগে স্বাগতম মোঃ জুম্মা! শুভকামনা রইলো অশেষ!
৫| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৯
রেজোওয়ানা বলেছেন: যে জীবন ব্লগারের
সে জীবন নিরাপদ নয়
জাস্ট কিডিং!!
সুন্দর কবিতা....
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা আপা, আপনার আগমনে কবি সম্মানিত!
কবিতা সুন্দর লেগেছে জেনে আনন্দ হচ্ছে!
ভাল থাকুন, শুভকামনা রইলো নিরন্তর!
৬| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
সুন্দর কবিতা।
নয় কবিতায় ++++++
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! কবিতা সুন্দর লেগেছে জেনে আনন্দম!
শুভকামনা রইলো!
৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ ! চমৎকার করে মিলিয়েছেন
যে নদী বাউন্ডুলে সে নদী সমুদ্রের নয় !
..........................................................
যে জীবন তুমি হীন সে জীবন আমার নয় !
ভালোলাগা জানবেন !
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি! আপনার ভালো লাগায় কবি অভিভূত!
ভাল থাকুন, শুভকামনা রইলো!
৮| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯
নিয়েল হিমু বলেছেন:
এ টা জদি কবিতা না হতো তাহলে
যে জীবন বিনীত, তা বিপ্লবীর নয়, এই লাইন টা নিয়ে তর্ক লাগিয়ে দিতাম
যে হাত একলা, তা প্রেমিকের নয়,
যে তারা পথভোলা, তা নাবিকের নয়,
যে ডানা জলহীন, তা আকাশের নয়,
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
ভালো লাগলো খুব
২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: তর্কে আমিও আপনার সাথে আছি হিমু ভাই! বিনীত বিপ্লবী হইতে পারবেনা এমন কোন কথা নেই! তবে কবিতায় অনেক কিছু চলে যায়!
যে জীবন বিনীত, তা বিপ্লবীর নয়,
যে জীবন মসৃণ, তা স্বাপ্নিকের নয়,
যে পথ ঘর কুনো,তা হিমুদের নয় ...
শুভকামনা!
৯| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
সায়েম মুন বলেছেন: চমৎকার প্রকাশ। খুব ভাল লেগেছে।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!
ভালোলাগায় অশেষ আনন্দ!
শুভকামনা রইলো!
১০| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন হয়েছে।
শুভকামনা, কবি।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি! আপনার উপস্থিতি ভরসা আর আনন্দ!
শুভকামনা রইলো!
১১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০১
মামুন রশিদ বলেছেন: দারুন ! দারুন !!
ধুর, অতি উচ্ছাসে যুৎসই শব্দেরা হারিয়ে যায় । থাকলো শুধু শুভকমনাটুকু ।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!
অনেক অনেক আনন্দ হল মামুন ভাই!
ভালোবাসা জানবেন!
শুভকামনা!
১২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:২১
সোনালী ডানার চিল বলেছেন:
যে মেঘ ডানাহীন, তা বৃষ্টির নয়,
যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়
দারুন লিখেছেন কবি!!!
২৬ শে মে, ২০১৩ রাত ৮:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় চিল! সোনালী ডানার চিল!
তোমরা তো জানতে,-
মেয়েটিকে সাঁঝের আগেই ফিরতে হোত!
তবু কেন এমন অন্ধকার নামিয়ে আনলে?
চিল নিয়ে আমার লেখা ছিল অনেকটা এইরকম!
শুভকামনা চিল!
১৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হল ঝলসে গেল ব্লগের পাতা দারুন দারুন
আজ লাইক দিতে পারছিনা লাইক বাটন কাজ করেনা আমার।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কবি তো ঝলসানো অভিভূত হয়ে গেল!
অনেক ধন্যবাদ হে ভাই কান্ডারী!
শুভকামনা রইলো!
১৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়
......
যে হাসি পার্থিব, তা শিশুদের নয়,
যে জীবন তুমিহীন, তা আমার নয়
...তবু সে জীবন আমি আমার করে নিয়ে
বয়ে বেড়াই তোমায় হারানোর যাতনা.......
খুব বেশি সুন্দর হয়েছে কবি!!
২৬ শে মে, ২০১৩ রাত ৮:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে বটবৃক্ষ!
...তবু সে জীবন আমি আমার করে নিয়ে
বয়ে বেড়াই তোমায় হারানোর যাতনা.......
সুন্দর বলেছেন!
ভালো থাকবেন!
১৫| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: অনেক সুন্দর।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই! কবিতায় আপনাকে পাওয়াটা দারুন ব্যাপার!
ভালো থাকবেন।
১৬| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সাদেকুর বলেছেন: অসাধারন ভালোলাগা।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাদেকুর ! অদ্ভুত ভয়ঙ্কর প্রো-পিক আপনার! কবি শিহরিত!
শুভকামনা রইলো!
১৭| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: যে জীবন তুমিহীন, তা আমার নয়।সুপ্রিয় কবির আরেকটি সুন্দর কবিতা ভাল লাগলো ।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: সেলিম ভাই, ব্লগে প্রথম থেকে আপনাকে কবিতার পাশে পেয়ে আসছি, বিষয়টা এক কথায় অসাধারন!
অনেক ধন্যবাদ,
শুভকামনা রইলো!
১৮| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:৪২
বোকামন বলেছেন:
মোসম্যান নদীর শ্যাওলা কবিতা আবৃত্তি করছে-
যে পাখি গানহীন, তা অরণ্যের নয়
মানাচ্ছে না !
পদ্মার পাড়ে দাড়িয়ে আমি কবিতা আবৃত্তি করছি-
যে জীবন মসৃণ, তা স্বাপ্নিকের নয়
খুব ভালো লাগছে......
যে জীবন আমিহীন ,তা আমার নয়।।।
যে আমি তুমিহীন, সে তো আমি নই !!
কবি, কেমন আছেন ?
আমার ভালোলাগা নিশ্চয়ই বুঝতে পারছেন .... :-)
সতত শুভকামনা, সুন্দর হোক আপনার প্রতিটি ভাবনা এমনি করে।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
যে জীবন আমিহীন ,তা আমার নয়।।।
যে আমি তুমিহীন, সে তো আমি নই !!
--- দারুন বলেছেন!
অনেক সুন্দর একটা মন্তব্য করে কবিকে অভিভূত করে ফেললেন!
আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দ হচ্ছে।
কবি কেমন আছে তা শুধু কবিতাই জানে- কবিতাতে বলা থাকে ঠিকঠাক- আর যা বলা হয় নিতান্তই ফাঁকি!
অনেক শুভকামনা রইলো!
*** মোসম্যান নদী কোথায়?
১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখায় ভাললাগা রেখে গেলাম,,,,,,,,,,,,চমৎকার
২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লায়লা! আপনার ভালো লাগায় কবি আনন্দিত!
শুভকামনা রইলো!
২০| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৫১
একজন আরমান বলেছেন:
শিরোনাম দেখেই মন খারাপ হয়ে গেলো ইফতি ভাই।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সবাই এই কবিতায় এত না থাকা পাচ্ছে কেন! ;( কবি তো কত কিছু থাকার কথাই বললো! কবি কি বলেনা তুমিহীন জীবন জীবন নয়, গানহীন পাখি অরণ্যের নয়, স্বপ্নহীন জীবন মানুষের নয়! পাখি চিনতে, জীবন খুঁজতে এই থাকা গুলো কত গুরুত্বপূর্ন !
মন খারাপ কইরেন না! ,
শুভকামনা রইলো আরমান, অনেক ভাল থাকুন!
২১| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:১৪
লাবনী আক্তার বলেছেন: যে জীবন তুমিহীন, তা আমার নয়।
সুন্দর কবিতা।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার! পাঠে অশেষ কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
২২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: যে হাত একলা, তা প্রেমিকের নয়,
যে তারা পথভোলা, তা নাবিকের নয়,
যে ডানা জলহীন, তা আকাশের নয়,
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
আহা চমৎকার!! চমৎকার!!!
অনেক সুন্দর হয়েছে।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই গণ্ডমূর্খ ! কবিতায় আপনাকে পাওয়া দারুন আনন্দের!
যে জীবন তুমিহীন, তা আমার নয়!
শুভকামনা রইলো!
২৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
শ্রাবণ জল বলেছেন: যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়। ei line ta mone dhorlo besh.
ar shironam ta obosshoi valo legeche.
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
কবিতার জন্য যাদের কে লিখে যেতে হয়,
তোমরা তাদেরকে কবি হিসেবেই চেন,
কবিতা হওয়ার জন্য যাদের বেঁচে থাকতে হয়,
সবাই তাদের কে বিষাদ হিসেবে জান!
দুঃখ ছাড়া কি আর কবিতা হয়!
কতদিন পর কবিতায় শ্রাবণ জল কে পাওয়া গেল! তার উপর শিরোনামটাও নাকি ঠিক ঠিক হইসে বলে জানালেন! বেশ আনন্দ হল!
আরও বেশ কিছু লাইন ছিল, নিতান্ত আকারে বিশাল হয়ে যাবে বলে আর ভাবিনি, কিন্তু অনেকের ভালো লাগায় মনে হচ্ছে সেই লাইন গুলোও লেখা যেতে পারতো!
শুভকামনা রইলো- আপনার ল্যাপটপ ও আপনি- দুজনের জন্যই!
২৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আশিক মাসুম বলেছেন: যে জীবন তুমিহীন, তা আমার নয়
কবিতা নিয়ে কোন কথা হবেনা , শুধু শিরোনাম পড়েই বুকের বাম আলিন্দে ঝড় বয়ে গেলো।
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আহা, এতদিনে আমার একটা শিরোনাম সার্থক হইলো!
অনেক ধন্যবাদ মাসুম ভাই!
শুভকামনা রইলো!
২৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৯
এরিস বলেছেন: নেগেটিভ কবিতা। এরকম নয় নয় করে কাওকে ধরে রাখা সম্ভব নয়। কবিতায় ভালোলাগা, কিন্তু কখনো সময় আত্মঘাতী এর মতো নয়।
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় এরিস, কবিতাটা থেকে অনেক গুলো হ্যা হ্যা কথা শুনতে পাওয়া যায় কিনা ? আমার কাছে কিন্তু আমার এই লেখাটাকে অনেক পজিটিভ মনে হইসে! অন্তত আমি কিন্তু কিছু ইতিবাচক কথা ভেবেই লিখেছি, যদি না পৌছায় তবে কবি ব্যর্থ!
যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়! - কবি কি বলে না যে একটা মানুষের জীবনের জন্য স্বপ্ন থাকাটা খুব জরুরী!
যে জীবন তুমিহীন, তা আমার নয়! - কবি কি বলে না একলা হাত প্রেমিকের নয়! তুমি ছাড়া বেঁচে থাকার অর্থ নাই!
শুভকামনা এরিস! আপনার লেখা পড়ে আমি উত্তরোত্তর মুগ্ধ হচ্ছি!
২৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৩
ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে ঘুড্ডির পাইলট! আপনাকে পেয়ে অনেক আনন্দ হচ্ছে!
শুভকামনা
২৭| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
বাংলাদেশী দালাল বলেছেন:
অনেক সুন্দর কবিতা। আমি তো নয় পেলাম না সব গুলই পজেটিভ মনে হল।
++++++
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! পাঠে অশেষ কৃতজ্ঞতা!
আমিও কিন্তু খুব ইতিবাচক ভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি, এটা না থাকার কবিতা নয়, এইটা থাকার কবিতা! আপনার কাছে পৌঁছাতে পেরেছি দেখে ভাল লাগছে!
ভাল থাকুন! অনেক শুভকামনা রইলো!
২৮| ২৮ শে মে, ২০১৩ রাত ২:২৯
নিয়েল হিমু বলেছেন: রাত এখন আড়াইটা । মন চাইল ইফতির কবিতা পড়বে । কিন্তু ইফতির ব্লগে এসে আশা হত হল
২৮ শে মে, ২০১৩ রাত ১০:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: মন ইফতির ব্লগে এসে কেন আশাহত যদি কবি বুঝত তাহলে কবি অবশ্যই মনের জন্য প্রস্তুত থাকত!
কেন আশাহত হল মন?!
হিমুদের নিয়ে কিছু একটা লেখা দরকার!
যে পথ ঘরকুনো, তা হিমুদের নয়,
যে জীবন রূপালী, তা হিমুদের নয়,
যে পাঞ্জাবী পকেটযুক্ত, তা হিমুদের নয়,
যে জোছনা জনপদের, তা হিমুদের নয়!
২৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:২০
অদৃশ্য বলেছেন:
সুন্দর হয়েছে লিখাটি
শুভকামনা...
২৮ শে মে, ২০১৩ রাত ১০:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য! পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
৩০| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৪
ফারজানা শিরিন বলেছেন: ''যে তারা পথভোলা, তা নাবিকের নয়,''
___এই লাইনটা এত সুন্দর কেন ???
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফারজানা শিরিন!
,
যে ডানা জলহীন, তা আকাশের নয়,
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
শুভকামনা রইলো।
৩১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২১
সাদেকুর বলেছেন: এই প্রথম কেউ আমার প্রশংশা করল।
ধন্যবাদ লেখক হলে এবং লেখিকা হলে, ধন্যবাদের দ্বিঘাত সমীকরন
।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: বলেন কি? ?
ধন্যবাদের দ্বিঘাত সমীকরন মিস করলাম!
৩২| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: কি অসাধারণ !
যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়
যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়।
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া! ভালো লাগায় অনেক আনন্দ!
কেমন আছেন? কেমন কাটে দিন?
শুভকামনা!
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪
রাইসুল নয়ন বলেছেন: এতো নয় কেন কবি?![:(](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_15.gif)
পরের কবিতায় হয় চাই,
না পাবার যন্ত্রণা এমন ভাবে তাড়া করে কোথাও সস্থি পাইনা
প্রথম ভালোলাগা রইলো ।