নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথা থেকে রাজ্যের
মন খারাপগুলো যে সব উড়ে আসে!
কেন রে ? মন খারাপের ছানাগুলো,
তোদের কি ঘর বাড়ি নেই?
শুধু শুধু তোরা আমার চালেই কেন বাসা বাঁধিস?
অবশ্য তোদেরই বা দোষ দেব কেন?
কেমন সব সুখী সুখী মানুষগুলো!
ওদের ভিটেই তোদের কি আর ঠাঁই আছে?
গেলেই কেমন দূর দূর ঝাঁটা মেরে তাড়িয়ে দেয়!
আমি কিন্তু পারিনা এমনটা,
আমার ভীষণ মায়া পড়ে গেছে!
সেই কবে থেকে বিকেল হলেই
ডানা মেলে উড়ে আসিস তোরা,
তোদের হাত ধরে
খেলতে খেলতেই না বড় হয়ে গেলাম!
সেইসব তো কোন সুদূরের কথা...
সেইসব যেন গতকাল কার কথা...
ভুলগুলো কবেই ফুল হয়ে ঝরে গেছে
তোরা তবু পিছু ছাড়লি না!
বিষন্নতা শিকারী ঘুঘুর দল-
তোদের গানে,-
করুনা ঝরুক!
করুনা ঝরুক!
করুনা ঝরুক!
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির!
শুভকামনা!
২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই!
ভাল থাকুন!
৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: মন খারাপের আবার ছানাও আছে নাকি ?? থাকলে ওদের আইস্ক্রিম খাইয়ে দেখেন চুপ থাকার সম্ভাবনা আছে ! মজার কবিতা ! নগদ প্লাস নেন !
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: মন খারাপের ছানা থাকবে না কেন? আপনার কি বড় মন খারাপ, ছোট মন খারাপ হয় না? আপনি কি একজন সুখী মানুষ?!
ওদের আইসক্রিম খাওয়ানোটাই তো জীবনের বিরাট ভুল হয়ে গেছে। এখন তো আর পিছু ছাড়েনা, যেখানেই যাই খুঁজে বের করে ফেলে!
ওরা আবার প্লাস পছন্দ করেনা, কেউ প্লাস দিলে মনটা খুশী খুশী লাগে তো!
৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আজকে আপনার এই কবিতাটি নিয়ে কিছু বলছিনা তবে আপনার প্রোফাইলে লেখা কথাগুলো পড়ে ভাবছি।
আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি,
কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।
ভাবনার যথেষ্ট স্কোপ খুঁজে পেলাম এই অসাধারন জীবন দর্শনে।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে আমার ঈশ্বর চিন্তায় একটা বড় অংশ জুড়ে ছিল বলা যায় শুধুই যুক্তি! কিন্তু একসময় আবিস্কার করলাম মানুষ যেহেতু নিজেই যুক্তি নির্মান করে, যুক্তি গ্রহণযোগ্যতার স্বীকার্যগুলোও তাই মানুষের মন অবচেতনভাবে নিজেই বেঁধে ফেলে। তাই দেখি একই ঘটনা, একই সবকিছু একজন দাবী করছে খুবই যৌক্তিক আবার আরেকজন যুক্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। তার চেয়ে আমার ভরসা হৃদয়ে, মানুষে। যুক্তি দিয়ে ঈশ্বর খোঁজার চাইতে তাই হৃদয় দিয়ে খোঁজাটা আমার জন্য সহজ!
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আমার আসলেই আজ মন খারাপ
২৩ শে জুন, ২০১৩ রাত ১:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: মন খারাপের ছানাপোনারা বেশ সদলবলে আপনার কাছে বেড়াতে এসেছে দেখা যায়!
কখনও কখনও এমন সময় আসে যখন শুধু মন খারাপ হলেই বুঝতে পারি মন বলে কিছু একটা এখনও বয়ে চলেছি করোটির বাস্তু ভিটায়।
তাই মন খারাপ হলে এখন আর মন খারাপ করিনা!
৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৪
শূন্য পথিক বলেছেন:
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
৭| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো ইফতি কবি।
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চন্দ্র কবি!
অনেক অনেক শুভকামনা!
৮| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯
লাবনী আক্তার বলেছেন: কোথা থেকে রাজ্যের
মন খারাপগুলো যে সব উড়ে আসে!
কেন রে ? মন খারাপের ছানাগুলো,
তোদের কি ঘর বাড়ি নেই
হুম ! এমন প্রশ্ন আমারও
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই, মন খারাপের ছানাগুলারে একটু পাত্তা দিলেই হইসে, শুধু আপনার পিছে পিছে ঘুরবে!
কবিতা পাঠে ধন্যবাদ লাবণী!
শুভকামনা রইলো!
৯| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮
মাক্স বলেছেন: ভালো লাগলো মন খারাপের গান!
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই! আবার আপনাকে কবিতায় পাচ্ছি! মন খারাপ কমে গেল !
শুভকামনা!
১০| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: অকরুণের করুণা ঝরবে তো। নাকি অপেক্ষায় নাজির। সুন্দর কবিতা।
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অকরুণের করুণা ঝরবে কি?
পাঠে ধন্যবাদ সেলিম ভাই!
অনেক অনেক ভালো থাকুন!
মন খারাপের ছানা পুনা থেকে দূরে থাকুন!
১১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
নাজিম-উদ-দৌলা বলেছেন: মন খারাপের ছানাগুলো,
তোদের কি ঘর বাড়ি নেই?
লাইনটা ভালা পাইছি! পুষ্টে পেলাচ লন তাড়াতাড়ি! +++++
২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
শুধু শুধু তোরা আমার চালেই কেন বাসা বাঁধিস?
পাঁচখানা পেলাচই কুড়াই লইসি ঝটপট, একটাও পড়ে নাই!
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫০
এহসান সাবির বলেছেন: কোথা থেকে রাজ্যের
মন খারাপগুলো যে সব উড়ে আসে!
কেন রে ?
দারুন। ++++