নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ে পূর্নিমার কবিতা

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:১৫

আমার আর ফেরা হয়না



সন্ধ্যায় যখন পূবের জানলা দিয়ে,

পোয়াতি চাঁদটা উঁকি দিল,

আমি ঠিক তখনি বুঝে গিয়েছি,

তুমুল এক জোছনা প্রসব করবে বেটী,

আমার আর বুঝি ফেরা হবে না!

রাতের বেলা প্রহর গড়ালে,

চাঁদের কোলে, ঠিক চাঁদের মত,

ফুটফুটে এক জোছনা বসে আদর খায়,

তখন চন্দ্রকন্যা জোছনা বিবির নিতান্ত শৈশব।

কলকল, ছলছল হাসির আলোয়,

প্রহর ফুরানোর আশীর্বাদ অথবা অভিশাপে,

যৌবন এসে ভর করে চন্দ্র কন্যার আঁচলে।

আহা মরি মরি! চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়!

আমার মনে তখনি ঘণ্টা বেজেছে,

আজকে বুঝি আর ফেরা হবে না!

গড়ের মাঠের ডাইনীটাও,

চক্ষে বহু দিবসের নিশাচর ক্ষুধা নিয়ে

পুকুর ঘাটের জলে তাকিয়ে,

নির্নিমেষ বসে থাকে...

সেই খবরে লবন পর্বতের কোলের কিছু

মেঘের পোনা রওনা দেয়,-

বাতাস দূতের কাঁধে ডানা ছুঁইয়ে।

আমি ঠিক তখনি বুঝে গেলাম,

আজকেই তাহলে সেই দিন!

চাঁদের আলোয় পায়ের তলা ভাল করে ধুয়ে নিয়ে,

আষাঢ়ের ভরা পূর্ণিমায় পথে নেমে পড়লাম-

আমি জানতাম, আমার আর ফেরা হবে না...









****************************************************************

আজ আষাঢ়ে পূর্নিমা। আজ একটি বিশেষ দিন! আজকের দিনে নির্বানের খোঁজে এক রাজকুমার পথে নেমেছিলেন, এক আকাশ দুঃখ তিনি এক বুকে পান করেছিলেন ! তাঁর নাম ছিল সিদ্ধার্থ! আজ সেই মায়াবী চাঁদ আবার উঁকি দেবে। গৃহত্যাগী জোছনায় ভাসিয়ে দেবে চরাচর, ঘরপালানো সব পথগুলো চোখে জোছনার কাজল মেখে ডাকবে আয়, আয়, আয় ...





মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর লিখেছেন ।।

২৩ শে জুন, ২০১৩ রাত ৯:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া! কোমল সুন্দর নিক আপনার!

শুভ পূর্নিমা!

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উফ! এ তো গৃহত্যাগী কবিতা। মেঘের কারনে যদিও পূর্নিমা দেখতে পাচ্ছি না।
কিন্তু কবিতা পড়ে হতে ইচ্ছে করছে।

চমৎকার কবিতা :)

২৩ শে জুন, ২০১৩ রাত ৯:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: গৃহত্যাগী হতে ইচ্ছে করলে হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়!

কবি বলেছেন,-

এখন যৌবন যার, গৃহত্যাগী হবার তার শ্রেষ্ঠ সময়! :)


শুভ পূর্নিমা প্রিয় কাল্পনিক_ভালোবাসা!

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার :) :) :)

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ!

শুভ পূর্নিমা!

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩২

সকাল রয় বলেছেন:
ফের হবেনা জেনেই তো প্রস্থান!
প্রস্থান তো না ফেরার জন্যেই..

পোয়াতি চাঁদ প্রসব করবে ন্মিম্নতলার স্বপ্ন


ধন্যবাদ কবিকে
সুন্দরম তব কাব্য

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম সকাল রয়!


চাঁদের আলোয় পায়ের তলা ভাল করে ধুয়ে নিয়ে,
আষাঢ়ের ভরা পূর্ণিমায় পথে নেমে পড়লাম-
আমি জানতাম, আমার আর ফেরা হবে না...

শুভ পূর্নিমা!

৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭

শূন্য পথিক বলেছেন: এক পলক আবছা চাঁদ দেখার সৌভাগ্য হল আজ সন্ধায় :( :(

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বাকিটা কল্পনা করে নিন! আমাদের কল্পনার চাঁদ কিন্তু বাস্তবের চাঁদের থেকে মোটেই কম সুন্দর না! :)

৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা সিদ্ধার্থের উদ্দেশ্যে নিবেদনের জন্য শুভেচ্ছা।

২৪ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ পূর্নিমা অপর্ণা দি!

৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাললাগা রইল

২৪ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ! আপনার মেঠোপথ পড়লাম। অদ্ভূত সুন্দর লিখেছেন! আপনার অন্য লেখাগুলোও পরে ফেলতে হবে।


ভালো থাকুন!

৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

শ্রাবণ জল বলেছেন: প্রথম কয়েকটা লাইন আরেকটু সুন্দর হতে পারত।

২৪ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতাটা বেশ কিছুদিন আগে লেখা! এখন লিখলে অন্যভাবে লিখতাম!

শুভ কামনা শ্রাবণ!

৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: গতকাল কিন্তু সুপারমুন ছিল হে মুন ভাই! :)

১০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: কিরে ভাই, সবাই দেখি চাঁদ নিয়া ব্যাস্ত হয়ে পড়ল! আমি তো কোনও পরিবর্তন দেখি না! চাঁদ তো সব সময় একই রকম লাগে! :P
কবিতা সিরাম! +++

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হয় হয়, জানতি পারোনা!!! :P

১১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চাদ তাহলে জোছনা প্রসব করে????
এনিওয়ে কবিতা ভালো লেগেছে, এখন অবশ্য বৃষ্টি বেশি চাই!

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: না করলে জোছনা পান কোত্থেকে? #:-S
সূর্যের সাথে চাঁদের ইয়েতেই না এত জোছনা!

গতরাতে মেঘেরা বড় ডিসটাব দিসে! :(

১২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: এতকিছু ঘটসে নাকি? ঝানতাম না তো! তয় কবিতা ভালা হৈসে।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আরও অনেক কিছু হইতেসে হা-মা ভাই! সব খবর আমি নিজেও পাইনি!
কবিতায় হা-মা ভাইয়ের ভালো লাগা বেশ ভরসানন্দের ব্যাপার! :)

১৩| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: পূর্ণিমা উপভোগ কর্তারি নাই !!! যেমন করে উপভোগ কর্তারি নাই কবিতাও মাইগ্রেন নিয়া।

তখন চন্দ্র কন্যা জোসনা বিবির নিতান্ত শৈশব।

-- চন্দ্রকন্যা একসাথে হবে অর্থাৎ চাঁদের কন্যা।
জোছনা শব্দটার মাধুর্য অন্যরকম !!

ঘণ্টা বেঁজেছে > বেজেছে
পুকুড় ঘাটের > পুকুর


২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: স্যালুট দিদি! সংশোধন করে দিয়েছি! আমি কখনও বই আকারে কবিতা প্রকাশ করতে পারলে আপনাকে দিয়ে আগে পড়িয়ে নেব! :)

আশা করি মাইগ্রেন সেরে গিয়েছে! মাইগ্রেন খুব যন্ত্রনার আর বাজে একটা জিনিস!

শুভকামনা রইলো!

১৪| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২৮

রেজোওয়ানা বলেছেন: গতকাল আরও একটা বিশেষ দিন ছিল!
অনেক বছর আগে এই দিনে রবার্ট ক্লাইভের কাছে বাঙলা এক রাজনৈতিক যুদ্ধে হেরে গিয়ে দীর্ঘদিনের দাসত্বের শেকল পরেছিল :)

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা একটা দুঃখের কথা আপা! :(

বাংলা যতটা না ক্লাইভের কাছে হেরেছিল, তার চেয়ে বেশী হেরেছিল তার নিজের কাছে। এই জন্য দুঃখটা বেশী লাগে!

তবে 'রাজনৈতিক যুদ্ধ' কথাটা ভালো লাগলো! যুদ্ধটা তো আসলে আম্রকাননে হইনাই, যুদ্ধ হইসে ভাগ বাটোয়ারার টেবিলে।

শুভকামনা আপা! কবিতায় আপনাদেরকে পেলে অনেক ভালো লাগে! :)

১৫| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৪

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: এমনিতেই রুমে থাকা হয় না , সারাদিন শেষে এক্টুখানি থাকি

এইসব গৃহত্যাগী কবিতা লিখলে তো মুশকিল :(

তবে জোছনা উপভোগ করেছি রাতে , ইলিক্ট্রিসিটি ছিলনা গরমে কুল কুল করে ঘেমেছি আর জোছনা গায়ে মেখেছি :(

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার কোন দুষ নাই। কবি বলেছেন,-

এখন যৌবন যার গৃহত্যাগী হবার তার শ্রেষ্ঠ সময়!

আমি গত রাতে নিজে গৃহত্যাগ করতে পারিনাই। এই দুঃখে কবিতা দিসি। :(


গতকাল লোডশেডিংটারে খুব বেশী খারাপ লাগে নাই! আর গরম কালে গরম না লাগলে চলবে? আম কাঁঠাল কে পাকাবে? কিলিয়ে পাকাবেন? X(( =p~

১৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

আজকে বুঝি আর ফেরা হবে না!
গড়ের মাঠের ডাইনীটাও,
চক্ষে বহু দিবসের নিশাচর ক্ষুধা নিয়ে
পুকুর ঘাটের জলে তাকিয়ে,
নির্নিমেষ বসে থাকে...

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি ঠিক তখনি বুঝে গেলাম,
আজকেই তাহলে সেই দিন!
চাঁদের আলোয় পায়ের তলা ভাল করে ধুয়ে নিয়ে,
আষাঢ়ের ভরা পূর্ণিমায় পথে নেমে পড়লাম-
আমি জানতাম, আমার আর ফেরা হবে না...

১৭| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

এরিস বলেছেন: আজ আষাঢ়ে পূর্নিমা। আজ একটি বিশেষ দিন! আজকের দিনে নির্বানের খোঁজে এক রাজকুমার পথে নেমেছিলেন, এক আকাশ দুঃখ তিনি এক বুকে পান করেছিলেন ! তাঁর নাম ছিল সিদ্ধার্থ! আজ সেই মায়াবী চাঁদ আবার উঁকি দেবে। গৃহত্যাগী জোছনায় ভাসিয়ে দেবে চরাচর, ঘরপালানো সব পথগুলো চোখে জোছনার কাজল মেখে ডাকবে আয়, আয়, আয় ...
কবিতা সুন্দর ছিল। তার চেয়েও বেশী ভালো লেগেছে এই লেখাগুলো। অনেকেই প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও বৃষ্টি অথবা মেঘের জন্যে চাঁদ দেখতে পারেননি। নোয়াখালীতে মেঘ বা বৃষ্টি কোনটাই ছিল না। কিন্তু আমি অভাগীর আলস্য ভাঙল না। দরজা খুলে চাঁদ দেখতে ইচ্ছে হল না। এখন আফসোস লাগছে, একটু। কবিতা পড়লাম অনেক দেরীতে।
ভালো লাগা রেখে গেলাম।
গৃহত্যাগী জোছনায় ভাসিয়ে দেবে চরাচর, ঘরপালানো সব পথগুলো চোখে জোছনার কাজল মেখে ডাকবে আয়, আয়, আয় ...

২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: সবার উপরে ঘুম সত্য,
তাহার উপরে নাই!

এরিস কে ব্লগে পেয়ে ভালো লাগছে! :)

আমি নিজেও অবশ্য গৃহত্যাগ করতে পারিনাই :(

গৃহত্যাগী জোছনা নিয়ে হূমায়ন আহমেদের একটা দূর্দান্ত কবিতা আছে, আমার পুরো মনে নেই, কয়েকটা লাইন এরকম-

আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি,
যে জোছনা দেখা মাত্র,
ঘরের মধ্যে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর,


আমি ঘরের মধ্যে প্রান্তর সাজিয়ে ঘুমিয়েছি! এখানে ছিল মেঘ মেঘ চাঁদ!

চাঁদের আলোয় পায়ের তলা ভাল করে ধুয়ে নিয়ে,
আষাঢ়ের ভরা পূর্ণিমায় পথে নেমে পড়লাম-
আমি জানতাম, আমার আর ফেরা হবে না.

১৮| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪

রাইসুল নয়ন বলেছেন: সব কবিতাই যদি সুন্দর হয় তাইলে জ্ঞানগর্ভ মন্তব্য করবো কিভাবে!!

একা ছিলাম তাই চাঁদ দেখিনি,চাঁদ কথা রাখেনা:(

আপনার ফেবু লিংক দিয়েন তো ভাই।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: জ্ঞানগর্ভ মন্তব্য করাটা কিন্তু বেশ কঠিন ব্যাপার! মানে আমার জন্য তো বটেই! আমি আপনার মন্তব্যে একটা অন্য রকম ভালো লাগার ছোঁয়া পাই! আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি!

চাঁদটারও বুঝি খুব একলা লাগে ঠিক তোমারি মত!

শুভকামনা রইলো! :)

https://www.facebook.com/iftikhar.haque


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.