নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
বেঁচে থাকবার জন্য তবে,
সবারই কিছু না কিছু লাগে,
মাছেদের জন্য যেমন জল,
আমার জন্য সেই তুমি,
মানুষের জন্য ভালোবাসা,
ফুলেদের জন্য মধুলোভী,
ঈশ্বরের জন্য বিশ্বাস,
মেঘেদের জন্য সন্তাপ,
কবিতার জন্য যাতনা,
মৃত্যুর জন্য তরতাজা জন্ম,
আর জীবনের জন্য অমরত্ব!
২
সাদা ধুলোর রাঙ্গা আলোয়,
রোদ্র ছায়ার গন্ধ মাখা,
পদ্ম পুকুর, ছন্দ নূপুর,
অলস দুপুর,তপ্ত কায়া।
আনমনা মন,পিছুটান মন,
এক্কা দোক্কা স্মৃতির মেলা,
শ্যামল বিভা,জারুল বেলা,
ক্লান্ত পথে- হঠাৎ দেখা!
থমকে আমি,অবাক তুমি,
সবই সব চুপটি চুপ,
ভূবন গোল, ভীষণ গোল,
প্রমান হল, খুবটি খুব।
জলের ধারে, চুপটি কোনে,
ফুটছে কত পারুল বেলী,
কথা ছিল সকাল হলে,
স্বপ্ন হবে জীবন মেলি।
অচিন হতে আসছে পাখি,
অচিনেতেই মিলবে সুর,
থাকবে পড়ে ছিন্ন খাঁচা,
তবু মায়ার ফুটল ফুল!
৩
এমন যদি,
আবার যদি,
এমন হত,
এমন কভু,
আমরা দুজন,
আমরা আবার,
হাতটি ধরে,
আবার পথে,
আবার দুজন,
আবার যদি,
কখনও যদি,
হেঁটেই যেতাম!
বেঁচেই যেতাম!
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম সরদার হারুন! কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!
শুভকামনা!
২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪২
রোজেল০০৭ বলেছেন: অতীত, বর্তমান, আর ভবিষ্যত একসাথে পুরোটা যেন স্বপ্ন হয়ে দেখা দিলো।
বেশ লাগলো।
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অতীত, বর্তমান, আর ভবিষ্যত একসাথে পুরোটা যেন স্বপ্ন হয়ে দেখা দিলো।
দারুন বলেছেন রোজেল! আমি আসলে এলোমেলো ভাবে পোস্ট দিয়েছি, সবগুলো মিলে কোন ভালো লাগা দাঁড়ালে লেখা সার্থক!
৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৫২
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: ১ম অংশ জটিল হয়েছ।
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচূড়ায় আমি!
শুভকামনা!
৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
মাগুর বলেছেন: সকাল সকাল কবিতা পড়ে বেশ ভালো লাগলো
৩ নাম্বারটা বেস্ট
তাই ৩ নাম্বার পিলাসটাও দিয়া দিলাম
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা ! ৩ নং প্লাসে ৩ নং অভিবাদন!
সকালে কবিতা ভাল লাগায় আশা করি দিনটা ভালো যাবে!
শুভকামনা!
৫| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৭
আমিনুর রহমান বলেছেন:
ভীষণ ছন্দময় । প্রতিটি লাইন পড়ছি আর তাল দিচ্ছিলাম
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই! কবিতার ছন্দ মাত্রা বুঝিনা, তবে সন্গীতের টুকটাক বুঝি, সেইটুকুই ভরসা! আপনার ভাল লাগায় অনেক আনন্দ পেলাম!
শুভকামনা!
আপনারা বাপ বেটা আমার কাছে একটা কবিতা পাবেন, বড় ব্যস্ততা যাচ্ছে!
৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪০
অন্য কথা বলেছেন: ++++++
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অন্য কথা!
শুভকামনা!
৭| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ২ নাম্বারটা ভালো লাগছে ।
( অফিস ফাঁকি পোস্টানো হচ্ছে )
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: বসকে বলে দেবেন না প্লীচ!
বানান ভুল নাই কোন? খুব ফাঁকিবাজি শুরু করেছেন!
ঠিকঠাক বলেন!
৮| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩
নেক্সাস বলেছেন: ২ নং টা ভাল হয়েছে। সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের অনুরণন পেলাম। বেশ ভাল লেগেছে।
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নেক্সাস ! অনেকদিন পরে আপনাকে কবিতায় পেয়ে ভালো লাগছে!
সত্যেন্দ্রনাথ দত্ত! ওরে বাবা, উনি তো জাদুকর!
বিন্দুমাত্র ছায়া থাকলেও আমি ধন্য!
শুভকামনা রইলো!
৯| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১১
আরজু পনি বলেছেন:
কেউ কেউ জীবনে অক্সিজেনের মতো হয়ে যায় !
+ রইল।।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ কেউ জীবনে অক্সিজেনের মতো হয়ে যায় ,
পরিব্যপ্ত হয় রক্তকরবী গোধূলী,-
আর সকাতর রিমঝিম জোছনায়।
এমন করেই কেউ কেউ সীমানা পেরুবার হাতছানি দেখিয়ে,
অনায়াসে ডুবে যায় দীঘির জলের দূর্বোধ্য নিস্তব্ধত্তায়।
কেউ কেউ নিমেষেই হয়ে যায় সবটুকু অরন্য,
গুটিয়ে ফেলতে পারে সতৃষ্ণ সবুজ সব রাত্রি,
রুদ্রাক্ষের মালা গলায় পরে আলতো হাসিতে,
ফিরিয়ে নেয় সব সুন্দরের সকরুন সিন্দুক।
অথচ আমারও হাতে ছিল বুনো গোলাপের হৃদয়,
অথচ আমারও হাতে ছিল একগোছা আষাঢ়ে কদম,
আমিও বাদল দিনের মেঘে মেঘে ঝলসে উঠেছি শিহরণে
একদিন আমিও খুব হেঁটেছিলাম পথ বৃষ্টিতে বৃষ্টিতে!
পুড়ে পুড়ে আলো হবার ঝলসানো বাসনায়,
সুর্যের মত আমিও ভালবেসেছিলাম প্রজ্বলিত অগ্নিকে!
ধূমকেতুর মত গৃহত্যাগী ভালোবাসায়,
আমিও ছেড়েছিলাম খোলস শৈশব প্রজাপতির ।
একদিন আমিও ছিলাম খুব কাঙ্গাল কোনো দ্বারে,
বিলাস করবার মত কিছু দুঃখে ছিলাম খুব সুখী কোনোদিন!
হারিয়ে যাওয়ার পথ খুঁজতে খুঁজতে লাজুক পথিকের মত,
গোলকধাঁধার ফাঁদে ধোকা খেয়ে হেরে গেছি আমি বহুবার।
কান্না চেঁপে একলা পথ হাঁটা শিখতে হয়েছে আমায় বহুদামে,
ভুল দামে বিক্রি হওয়ার যাতনায় আমারও কেটেছে অস্ফুট নীল প্রহর!
এবার আর যদি দেখা হয় বিধ্বস্ত নীলিমার ঘাসফুল প্রান্তরে,
এবার আর যদি দেখা হয় রাজপথের রোদঝরা দিকভুল নদীতে,
হারাবার মত আর সব কিছু হারিয়ে ফেলে,
তবেই তুমি ডানা মেলো সেইবার,
বিহ্বল সবটুকু অশ্রু ঝরিয়ে টুপটাপ,
তবেই তুমি চোখ মেলো সেইবার।
***বেশ মজা হল! আপনার দারুন একটা মন্তব্যের জবাবে পুরো আস্ত একটা কবিতা হাজির হয়েছে!
অশেষ কৃতজ্ঞতা আরজুপনি আপু! এই কবিতা আপনার সমীপে নিবেদন রইলো!
শুভকামনা!
১০| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
বটবৃক্ষ~ বলেছেন: খুব দারঊঊঊঊন!!
৩নংটায় কিপটামি করসেন কেন!??
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: এমন যদি,
আবার যদি,
এমন হত,
এমন কভু,
আমরা দুজন,
আমরা আবার,
হাতটি ধরে,
আবার পথে,
আবার দুজন,
আবার যদি,
কখনও যদি,
হেঁটেই যেতাম!
বেঁচেই যেতাম!
৩ নং এ আর কি বলার বাকি থাকলো হে বটবৃক্ষ! সবটুকুই কি বলা হলনা?!
শুভকামনা!
১১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পামনি!
অচিন হতে আসছে পাখি,
অচিনেতেই মিলবে সুর,
থাকবে পড়ে ছিন্ন খাঁচা,
তবু মায়ার ফুটল ফুল!
শুভকামনা!
১২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। দুই নংটা সবচেয়ে বেশি সুন্দর।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! ২ নং লিখে বেশী মজা পেয়েছি!
শুভকামনা!
১৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
ভিন্নরকম তৃতীয়টা।
বসের নাম্বার দেন। আমি বলে দেই
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: তৃতীয়টা একটু এক্সপেরিমেন্টাল বলতে পারেন!
ভালো লাগায় আনন্দ হে দূর্জয় কবি!
* বচ কে বলে দেপেন না প্লীচ!
১৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
বটের ফল বলেছেন: ২নং খুব ভালো লাগছে।
৩নং ভালো লাগছে। (কিপটা )
এই নেন +++++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি তো ভেবেছিলাম ৩ নং এর পরে আর কিছু বলার নেই!
মাথায় থাকলো বটের ফল!
* আপনার নিকটা কিন্তু বেশ বিচিত্র!
শুভকামনা রইলো!
১৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ৩ নাম্বার টা খুব মজা নিয়ে পড়েছি ! শুভকামনা !
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ৩ নং টা নিয়ে একটু সংশয়ে ছিলাম কেমন লাগবে ভেবে, কিন্তু বুঝতে পারছি খারাপ হয় নাই! এরকম দুইটা শব্দে ছন্দ মিলিয়ে লেখাগুলো আমার বেশ মজা লাগে!
শুভকামনা স্বপ্নবাজ!
স্বপনবাজ লুকটার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, বড় ভালা লুক আসিল!
১৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মামুন রশিদ বলেছেন: ৩ নাম্বার খুবি মজার । তবে ২ নাম্বার বেশি ভাল লেগেছে ।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আপনি গল্পের সঙ্কলন করেন দেইখা গল্প লেখার প্রজেক্ট হাতে নিসি, এইবার আর ভুল হবেনা, এইবার এক খানা গল্প লিইখ্যাই ফেলুম!
শুভকামনা ভাই!
১৭| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মাক্স বলেছেন: ২য়টা বেশি ভাল্লাগসে!
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, ২য় টার ছন্দ আমার মজা লাগসে! ধন্যবাদ মাক্স!
শুভকামনা!
১৮| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আহসান জামান বলেছেন:
২ দ্য গ্রেড,খুব ভালো লাগছে পড়তে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই! কবিতায় আপনাকে পেয়ে ভালো লাগছে!
শুভকামনা!
১৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ++++++++
শুভকামনা
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ হে অপূর্ন!
ব্লগিং এ আপনার অকাতর সচেতনতা আমাকে মুগ্ধ করে!
শুভকামনা রইলো আপনার জন্য!
২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ ছন্দময় কবিতা গুলো।
১ম ও ২য় টি বেশি ভাললাগছে । ৩য় টিও মন্দ নয় ।
একরাশ ভাললাগা নিয়ে গেলাম।
+++++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: একরাশ অভিবাদন স্নিগ্ধ কবি!
৩ নং এ ডানচোখ কেমন কেমন করে কেমন একটা হাসি দিলেন!
কি আর বলবো, আজকাল মানুষের দুঃখে মানুষ চোখ কেমন করে হাসে
কিচ্ছু বলার নাই!
২১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০১
নাজিম-উদ-দৌলা বলেছেন: হামা ভাইরে সাপোর্ট দিলাম। ২ নং টাই বেস্ট। লেখেন কীভাবে বলেন তো !
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে নাজিম ভাই! আপনার কাছ থেকে প্রশংসা পাইলে মেলা খুশি লাগে!
আমি কিন্তু গল্প লেখা শুরু কইরা দিসি, কোনদিন শেষ করতে পারলে দাওয়াত দেব!
শুভকামনা রইলো!
২২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৫
আশিক মাসুম বলেছেন: অস্থির
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
আশিক ভাইয়ের আগমন,
শুভেচ্ছা স্বাগতম!
২৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন ছান্দিক কবিতায় প্লাস না দিলে গুনাহ হবে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: গুনাহ করা ভালু না!
শুভকামনা রইলো ভাই কান্ডারী !
২৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৪
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
কখনও যদি,
হেঁটেই যেতাম!
বেঁচেই যেতাম!
ভালো লাগল।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম শাহরিয়ার ভাই!
শুভকামনা রইলো!
২৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আরে... ইফতি ভাই আমি বুঝাইতে চাইলাম বেঁচে গেলে মন্দ হতনা।
আমিও এই আশাই আছি
মনের কথা বলেই ফেললাম।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ও, আপনি পরের কথা ভাইবা চোখ অমুন করসেন? আমি ভাবসিলাম এখনকার অবস্থায় হাস্তাসেন!
আমিও এই আশাই আছি
মনের কথা বলেই ফেললাম।
মনোবাসনা পূর্ন হউক!
২৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার তো সবগুলোই সুন্দর লেগেছে
++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্যা !
শুভকামনা!
২৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম স্বপনবাজ লোকটার আত্বা স্বপ্নবাজ অভি নিকে ঘুরে বেড়ায় ! পারলে এখনি একবার ঢু মারেন , কিছু পেলেও পেতে পারেন !
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ঢু মেরেছি, আবারো সংযোগ বিচ্ছিন্ণ হওয়ায় যথাযথ ভালো লাগা জানাতে পারিনাই!
২৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪৯
একজন আরমান বলেছেন:
প্রথমটা দুর্দান্ত।
আর শেষেরটাও ভালো লেগেছে।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরমান! একজন কে পাওয়া গেল যার ১ নং ভালো লেগেছে!
শুভকামনা!
২৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৮
লাবনী আক্তার বলেছেন: দারুন লাগল।
শেষের কবিতাটা নজরুলের একটা কবিতার মত লাগল।
দোদুল দুল
বেনীর বাধ
আলগ ছাঁদ
খোপায় ফুল
কানের দুল
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন:
দোদুল দুল
বেনীর বাধ
আলগ ছাঁদ
খোপায় ফুল
কানের দুল
সুন্দর তো! ধন্যবাদ লাবনী! শেয়ার করার জন্য!
শুভকামনা!
৩০| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
আরজু পনি বলেছেন:
দারুন তো !
অনেক ধন্যবাদ ।।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা ভালো লাগলে আনন্দ! পোস্ট আকারে দেব!
৩১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই অনেক ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম উৎকৃষ্টতম বন্ধু ! আপনাকে কবিতায় পেয়ে ভালো লাগছে! নাজি ও হিটলার নিয়ে লেখার আমিও একজন ভক্ত! এরকম আরো অনেক লেখা চাই!
শুভকামনা!
৩২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
++++++++++++ দিছি।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ !
প্লাসে আনন্দ!
শুভকামনা!
৩৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
সায়েম মুন বলেছেন: এক কথায় চমৎকার।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্রকবি!
শুভকামনা!
৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: মৃত্যুর জন্য তরতাজা জন্ম,
আর জীবনের জন্য অমরত্ব!
হমমমম!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: মৃত্যুর জন্য তরতাজা জন্ম, এইটা নিয়ে কথা নাই, তবে এই কবিতায় জীবনের জন্য কী হবে এইটা নিয়ে অনেক ভাবতে হয়েছে, অতঃপর অমরত্বকেই বেছে নিলাম, সত্যতা যাচাইয়ের ভার আপনাদের উপর!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
সরদার হারুন বলেছেন: তবিতা ভাল হয়েছে ।কবিকে ধন্যবাদ।প্রতিভা আছে ভাল করবেন।