নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষের গান! আরজুপনি সমীপে নিবেদন!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

কেউ কেউ জীবনে অক্সিজেনের মতো হয়ে যায় ,

পরিব্যপ্ত হয় রক্তকরবী গোধূলী,-

আর সকাতর রিমঝিম জোছনায়।

এমন করেই কেউ কেউ সীমানা পেরুবার হাতছানি দেখিয়ে,

অনায়াসে ডুবে যায় দীঘির জলের দুর্বোধ্য নিস্তব্ধতায়।

কেউ কেউ নিমেষেই হয়ে যায় সবটুকু অরণ্য,

গুটিয়ে ফেলতে পারে সতৃষ্ণ সবুজ সব রাত্রি,

রুদ্রাক্ষের মালা গলায় পরে আলতো হাসিতে,

ফিরিয়ে নেয় সব সুন্দরের সকরুণ সিন্দুক।

অথচ আমারও হাতে ছিল বুনো গোলাপের হৃদয়,

অথচ আমারও হাতে ছিল একগোছা আষাঢ়ে কদম,

আমিও বাদল দিনের মেঘে মেঘে ঝলসে উঠেছি শিহরণে

একদিন আমিও খুব হেঁটেছিলাম পথ বৃষ্টিতে বৃষ্টিতে!

পুড়ে পুড়ে আলো হবার ঝলসানো বাসনায়,

সুর্যের মত আমিও ভালবেসেছিলাম প্রজ্বলিত অগ্নিকে!

ধূমকেতুর মত গৃহত্যাগী ভালোবাসায়,

আমিও ছেড়েছিলাম খোলস শৈশব প্রজাপতির ।

একদিন আমিও ছিলাম খুব কাঙ্গাল কোনো দ্বারে,

বিলাস করবার মত কিছু দুঃখে ছিলাম খুব সুখী কোনোদিন!

হারিয়ে যাওয়ার পথ খুঁজতে খুঁজতে লাজুক পথিকের মত,

গোলকধাঁধার ফাঁদে ধোকা খেয়ে হেরে গেছি আমি বহুবার।

কান্না চেঁপে একলা পথ হাঁটা শিখতে হয়েছে আমায় বহুদামে,

ভুল দামে বিক্রি হওয়ার যাতনায় আমারও কেটেছে অস্ফুট নীল প্রহর!

এবার আর যদি দেখা হয় বিধ্বস্ত নীলিমার ঘাসফুল প্রান্তরে,

এবার আর যদি দেখা হয় রাজপথের রোদঝরা দিকভুল নদীতে,

হারাবার মত আর সব কিছু হারিয়ে ফেলে,

তবেই তুমি ডানা মেলো সেইবার,

বিহ্বল সবটুকু অশ্রু ঝরিয়ে টুপটাপ,

তবেই তুমি চোখ মেলো সেইবার।

মন্তব্য ৬১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: এটাও মন্তব্য কবিতা! আরজুপনি আপুর মন্তব্যের জবাবে লিখিত! :)

কবিতাখানি অতি সঙ্গত কারনে আরজুপনি আপু সমীপে নিবেদিত হইলো! :D

২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: হে কাব্যর ছান্দসিক অনন্য
ভাষা ও কথা অসামান্য
শুভকামনা নিরন্তর
দৃষ্টি আকর্ষণ হোক উৎসর্গ যে খবর

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে পরিবেশ বন্ধু!

কবিতা পাঠে আনন্দ!

দৃষ্টি আকর্ষণ হোক উৎসর্গ যে খবর! আশা করি আকর্ষিত হবে!

অনেক অনেক শুভকামনা রইলো!

৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

মাক্স বলেছেন: সুন্দর!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স!

শুভকামনা!

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ ভাল ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন !

কবিতা ভাল লাগায় আনন্দ!

শুভকামনা!

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যের কারুকাজ!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যে হলেও আমি কিন্তু কবিতা ভেবেই লিখেছি!

ভাল থাকুন হে স্বপ্নবাজ !

৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন্তব্য কবিতা ভাল্লাগলো।।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

ভাল থাকুন!

৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪০

না পারভীন বলেছেন: এত ভাল লাগল মন্তব্য কবিতা , মন্তব্য করে বুঝাতে পারা যাচ্ছেনা ।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ নাপা আপু!

মন্তব্য কবিতায় আপনার মন্তব্য অনেক ভালো লাগলো!

শুভকামনা!

৮| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা......

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল!


শুভকামনা!

৯| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩১

টুম্পা মনি বলেছেন: চমৎকার।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি!


শুভকামনা রইলো!

১০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

আরজু পনি বলেছেন:

শিরোনামে আরজু পনির নাম দেখে অস্বত্তিতে বকা দিতে এসেছিলাম :|

কিন্তু আপনার ১ নং মন্তব্যে সেটা ক্লিয়ার করে দিয়েছেন ।

কি অস্বস্তি ! কি অস্বস্তি ! :!>

এতো দারুন একটা কবিতার শিরোনামে নিজের নাম ! ভাবতেই দারুণ লাগছে ! :#>

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহো, অস্বস্তি লাগায় দুঃখিত!

কিন্তু কবিতা ভালো লাগায় আনন্দ ! প্রথম লাইনটা তো আপনারই লেখা! আমি তো শুধু শেষ করলাম!

শুভকামনা !

১১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি বলেছেন:

শিরোনামে আরজু পনির নাম দেখে অস্বত্তিতে বকা দিতে এসেছিলাম

কিন্তু আপনার ১ নং মন্তব্যে সেটা ক্লিয়ার করে দিয়েছেন ।

কি অস্বস্তি ! কি অস্বস্তি !

এতো দারুন একটা কবিতার শিরোনামে নিজের নাম ! ভাবতেই দারুণ লাগছে !

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

আপনাকে কবিতায় পেলে ভালো লাগে!

শুভকামনা রইলো নিরন্তর!

১২| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

রহস্যময়ী কন্যা বলেছেন: মন্তব্য কবিতা ভালো লাগলো :)

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী !


অনেক ভালো থাকুন!

১৩| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

শুভকামনা!

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

এই নিয়ে দুটি মন্তব্য কবিতা পাওয়া গেলো। চমৎকার আইডিয়া।

মন্তব্যের জয় হোক আর বেশী বেশী এমন ভাবনায় হারিয়ে যাওয়ার কবিতা হোক আরও বেশী বেশী।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

আরও কয়েকটা মন্তব্য কবিতা আছে, গুছিয়ে দেওয়া হয়নি! এবার থেকে দিয়ে দেব! :)

অনেক ভালো থাকুন ভাই! কবিতার সাথে থাকুন!

শুভকামনা!

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন!

অনেক শুভকামনা রইলো!

১৬| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

~মাইনাচ~ বলেছেন: মন্তব্য কবিতা আসলেই চমৎকার হয়েছে

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি একটা মাইনাচ দিয়ে যাবেন না! :(


শুভকামনা!

১৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার +++

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই!

শুভকামনা নিরন্তর!

১৮| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: নিবেদন ভালো লাগলো।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁকিবাজি মন্তব্য! জাতি এটা আপনার কাছ থেকে আশা করে না! :(

কবিতা নিয়ে না হয় কিছু নাই বললেন, কিন্তু এতগুলো বানান ভুল থাকার পরেও আপনার কোন মন্তব্য নাই!




:( :(

১৯| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই!

শুভকামনা!

২০| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মামুন রশিদ বলেছেন: মডু সমীপেষু !! ;) :P

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে মামুন ভাই, আপনার মাথায় এত বুদ্ধি, ঠিক ধরে ফেলসেন! :P

আমার তো মনে হয় ফেলুদার পরে বাংলায় আপনার মাথায় সবথেকে বেশী বুদ্ধি! ;) :P

২১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫

হাসি .. বলেছেন: সুন্দর লেখা

+ :)

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হাসি !

ছবিটা কি আপনার ছোট বেলার? আগের ছবিগুলো কেমন অন্যরকম!
আমারও এরকম ছোট বেলার এরকম শক্ত হয়ে দাঁড়ানো ছবি আছে!

শুভকামনা!

২২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
:| :|

সম্ভব সুন্দর!!!!

+++++





প্রিয়তে ,

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! প্রিয়তে নেওয়ায় কবি অশেষ সম্মানিত!


শুভকামনা নিরন্তর!

২৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

এবং ব্রুটাস বলেছেন: আপনার লেখা পড়ে মন্তব্য করবো কি! নিক পড়েই তো তোতলাচ্ছি! :||

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: শেষ পর্যন্ত তুমিও ব্রুটাস!

কবিতা পাঠে কৃতজ্ঞতা !

অনেক অনেক ভালো থাকুন!

২৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: এবং ব্রুটাস বলেছেন: আপনার লেখা পড়ে মন্তব্য করবো কি! নিক পড়েই তো তোতলাচ্ছি! :||

তোতলানোর কিছু নাই। উনার লগইন নেম দেখেন। B-))

কবিতা সবসময়ের মতই ভালো।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কাজটা আপনি ঠিক করলেন না হামা ভাই! X(

আপ্নারে আমি দেইখা নিমু! X((

২৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: হামা ভাই তো জটিল বুদ্ধি দিল! লগ ইন নাম দেখে তবে আপনাকে সম্বোধন করার মত কিছু একটা পেলাম ইফতি! আগে তো কি নামে ডাকব ভেবে আমারও মাথা ঘুরত!

কবিতা বরাবরের মত জোস।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপ্নেও হামা ভাইয়ের কথা বিশ্বাস করলেন! :( কি আর করা!

অনেক দিন আপনার গল্প পাচ্ছিনা! লিখছেন কিছু?

কবিতা ভালো লাগায় আনন্দ!

শুভকামনা!

২৬| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০২

অপর্ণা মম্ময় বলেছেন: নিস্তব্ধত্তায় > নিস্ততব্ধতায়
অরন্য >অরণ্য
দূর্বোধ্য > দুর্বোধ্য
সকরুন > সকরুণ

==== বানান ভুল লেখালেখির শোভা। কোনও ব্যাপার্না এসব ভুলচুক। ঝাতি এসব পছন্দ করে না। দরকার কী আমার অন্যরে সাবধান কইরা ! মনে মনে বাজে কথাও বলতে পারে।

ভালো থাইকেন ইফতি ।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ণত্ব বিধান ষত্ব বিধান মনে রাখসেন কিভাবে! বাপ্রে!


কোনো ভালো কাজ নাই যেইটা সবাই পছন্দ করে, বরং আপনি কোনো ভালো কাজ করে অন্যের প্রশংসা পেলে সেটার জন্যও কেউ কেউ আপনাকে অপছন্দ করবে! ইহা মানুষের, বিশেষ করে বাঙ্গালীর চিরায়ত বৈশিষ্ট!

ভালো থাকুন ! আর লেখায় আপনি আপনার চমৎকার মন্তব্য সহ অভিধান সহযোগিতা বজায় রাখুন! :)


শুভকামনা!

২৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: নিস্তব্ধতায় -- হবে । টাইপিং মিস্টেক , চ্যরি !!! :P

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: এই বানানটা আমি জানি, কিন্তু আমারও লেখার সময় টাইপিং মিস্টেক হইসে। তখন আর ঠিক করি নাই, ভাবলাম আপনি আইসা পুরা কারেকশন দিলে একবারে ঠিক করব! :P

২৮| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

মন্তব্যগুলো পড়ে মজা পেলাম। আপনার নাম যে ইফতি এটা এখন সবাই জানল, মডু চিনলাম, আর অপর্ণা দিদি যে ইদানীং ফাঁকি দিচ্ছেন সেটাও বুঝলাম।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: যাক যদিও এইটা জ্ঞানবিষয়ক না, নিতান্তই কবিতার পোস্ট, তারপরেও কত কিছু জাইনা ফেললেন কান্ডারী ভাই! :)

আরও কত কি জানার আছে বাকি, বেলা বয়ে যায় ...

অপর্ণা দিদি ফাঁকিবাজি শুরু করসে! :P

২৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

ইখতামিন বলেছেন:
shundor
valo legeche :)

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন!

অনেকদিন পর আপনার সাথে কবিতায় দেখা হল!

ভালো থাকুন!

৩০| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

টেস্টিং সল্ট বলেছেন: আমি যতদুর জানি ৎঁৎঁৎঁ একটা মাছির নাম, সত্যি কি তাই??


রুদ্রাক্ষের মালা গলায় পরে আলতো হাসিতে,
ফিরিয়ে নেয় সব সুন্দরের সকরুণ সিন্দুক।



~ এটা জানি, এই সন্ন্যাস নিয়ে উদাসীনতা তাঁর পাশের মানুষটিকে জীবন্ত শেষ করে দেয়। :(


চমৎকার কবিতা। সময় করে সব গুলো পড়বো।

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: মাছির নামে কেন হবে ভাই? B:-)

এইটা নির্ঘাত কাল্পনিক ভালোবাসার কাছ থেকে শুনেছেন? X( সে আমার নিক নিয়ে এরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা উনি করেছিলেন বটে!

কবিতা ভালো লাগায় আনন্দ টেস্টিং সল্ট!


অন্য কবিতা পড়ার আমন্ত্রন রইলো! :)

শুভকামনা!

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কবিতা পড়ার পর আমারও কবিতা লিখতে ইচ্ছে করছে, কারও জন্য । আবারও শেষ কয়েক লাইন মুগ্ধ করলো !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ইচ্ছে করলে লিখে ফেলেন দ্রুত!

আমি কবিতার শেষ লাইনগুলোর অপেক্ষায় থাকি, কবিতার শুরু প্রায় সময় নিজের একটা ভাবনা থেকে আসে, কিন্তু কবিতার শেষ লাইনগুলো আসে কবিতার ভাবনা থাকে!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.