নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দুঃখ, আমাদের অর্জন!

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

আমাদের রসনায় ফরমালিন ঝঙ্কার,

আমাদের কামনায় পর্নের হুঙ্কার!

আমাদের বাতাসে টাওয়ারের নীল বিষ,

আমাদের যাতনায় স্ট্রবেরী আই পিল!

আমাদের মিলনে ডট ডট ফর্মুলা,

আমাদের হতাশায় কেমিক্যাল ভরসা!

আমাদের আকাশে কাঁটাতার প্রহরা,

আমাদের স্বপ্নে দাসত্ব জোছনা!

আমাদের হৃদয়ে গ্রেনেডের উল্লাস,

আমাদের ভাবনায় আনবিক উৎপাত!

আমাদের গোলাপে প্লাস্টিক বিস্ময়,

আমাদের মননে জ্ঞানপাপ সঞ্চয়!

আমাদের ধর্মে ভণ্ডামি মন্ত্র,

আমাদের সভ্যতায় যুদ্ধই শাস্ত্র!

আমাদের রাষ্ট্রে বাহুবলে ভক্তি,

আমাদের বীরত্ব অস্ত্রে সুপ্তি!

আমাদের শিশুদের হরলিক্স শক্তি,

প্রয়োজন নেই কোন ঘাসফুল মুক্তি!





আমাদের কান্নায় মেঘেদের গর্জন,

আমাদের দুঃখ, আমাদের অর্জন!







মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হাহাহা।।

আমাদের অনেক বানান ভুল,
তবুও ফোটাই কবিতার ফুল!


লাইক।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: তাইনা?
বানান ভুল হয় বলে কি কবিতা লিখবোনা?
গলায় সুর নাই বলে কি গাইবোনা?
জীবনে এত দুঃখ ,তারপরেও কি আমরা হাসবোনা?

অবশ্যই হাসবো- হাহা হিহি হোহো :) :D B-) ;) :P :#) 8-| B-)) :-B =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের বীরত্ব অস্ত্রে সুপ্তি!
আমাদের শিশুদের হরলিক্স শক্তি,
প্রয়োজন নেই কোন ঘাসফুল মুক্তি!


আমাদের কান্নায় মেঘেদের গর্জন,
আমাদের দুঃখ, আমাদের অর্জন !
ঘটনা সত্য !

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখজনক সত্য! :(

৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘আবোলতাবোল ছড়া‘টি সময়ের স্বাক্ষর। ২য় স্তবক থেকে বেশি পরিপক্বতার ছাপ পাওয়া যায়।

খুব ভালো লাগলো।

শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আহ সোনাবীজ ভাই! আপনাকে ব্লগে পেয়ে অনেক আনন্দ হচ্ছে! :)

আবোলতাবোল ছড়া আপনার ভালো লাগলো- ভাবতেই ভালো লাগছে!

শুভকামনা!

৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:

আমাদের রসনায় ফরমালিন ঝঙ্কার,
আমাদের কামনায় পর্নের হুঙ্কার!

চমৎকার...

খুব ভাল লাগল... সময়ের অবজার্ভ...

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপান্থ সুরাহী !

আমাদের কান্নায় মেঘেদের গর্জন,
আমাদের দুঃখ, আমাদের অর্জন!


শুভকামনা!

৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

এরিস বলেছেন: ২য় অংশ থেকে বেশি ভালো লেগেছে। শুরুটা কিন্তু শেষটার মতো ছিল না, মানে খুব একটা নাড়া দেয়নি।

আমাদের আকাশে কাঁটাতার প্রহরা,
আমাদের স্বপ্নে দাসত্ব জোছনা!


শেষটুকুতে প্লাস। ;)

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে ঘটনা হল একরকম শুরু করে লেখাটা আরেকরকম হয়ে গেছে, এজন্যই এর নাম নাম হয়েছে আবোলতাবোল! :)


আমাদের কান্নায় মেঘেদের গর্জন,
আমাদের দুঃখ, আমাদের অর্জন!

শুভকামনা এরিস!

৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

মামুন রশিদ বলেছেন: আমাদের রসনায় ফরমালিন ঝঙ্কার,
আমাদের কামনায় পর্নের হুঙ্কার!


চমৎকার ! চমৎকার !!

দুয়েক জায়গায় ছন্দ কাটলেও পুরো ছড়াটি পড়তে দারুন লেগেছে ।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: হু, ছন্দ পুরো ধরে রাখতে পারিনি, মাঝে মাঝে কেটে গেছে গেছে অবস্থা! তবে লিখে আনন্দ পেয়েছি!

ভালো থাকুন মামুন ভাই!

অনেক শুভকামনা রইলো!

৭| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

বোকামন বলেছেন:





শিরোনামে হতাশ হয়েছিলাম ! তবে কবিতা/ছড়া টি পড়া শেষ করে কোনই এ্যাম্বিগুইটি রইলো না। ছন্দে ছন্দে যে ইঙ্গিত দিলেন, আশাকরি তাহা পাঠক সমাজ অনুধাবন করতে পারবে।

যাইহোক- ছড়ার সূত্র ধরেই বলতে চাই; আমিও আবোলতাবোল পাঠক, তাই আবোলতাবোল ছড়াতে ভালোলাগা খুঁজে পেলাম। [৪+]

দ্রোহের আগুনে পুড়ে ভস্ম হোক যাবতীয় অনাচার।।
প্রিয় ভাই, ভালো থাকুন প্রতিনিয়ত :-)

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোকামন!


দ্রোহের আগুনে পুড়ে ভস্ম হোক যাবতীয় অনাচার।।



অনেক অনেক ভালো থাকুন!

৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমাদের চাকরিতে আছে কোটা,
তাই আমরা প্রতিদিন খাইযে খোটা! ;) ;)

ভাল লিখছেন ভাইজান।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন:

আমাদের চাকরিতে আছে কোটা,
তাই আমরা প্রতিদিন খাইযে খোটা! ;) ;)


দারুন বলেছেন! বিশ্বাস করুন আমি বাসায় আসতে আসতে কোটা নিয়ে লাইন ভাবছিলাম, এসে দেখি আপনি লিখে দিয়েছেন! :)

আপনার গল্পে চোখ বুলিয়ে এসেছি, রাতে আরাম করে পড়তে বসবো!

৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

সায়েম মুন বলেছেন: আবোল তাবোল তো ঝাঁঝালো হয়েছে।

শেষের দুই প্যারা সুগঠিত।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই, প্রথম প্যারাটা খুব বেশী যাচ্ছিলো না! এখন ঠিক করে নিয়েছি!

শুভকামনা চন্দ্র কবি!

১০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আবোল তাবোল ছড়া চমৎকার লাগলো ||

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইমরাজ ! উপরে সায়েম মুন, আপনি কবির মুন! আমাদের দেখি দুইটা মুন! :)

শুভকামনা!

১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনারটা আবোলতাবোল হলে আমারটা কি??? /:)

কবিতাতার শিরোনামে তীব্র মাইনাচ- । শিরোনামের পরিবর্তন চাই!!!




কবিতায় ভাললাগা রইলো কবি।

++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ কবি!


শিরোনাম তাহলে কি দেওয়া যায় বলেন তো?! B:-)

১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ফ্যান্টাসস্টিক ++++++++++

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে ভাই কাণ্ডারী!

শুভকামনা!

১৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
:P

ভাই যে কোন একটা রেখে দেন !
যেমন - আমাদের অর্জন বা আমাদের রসায়ন এই টাইপের কিছু।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শিরোনাম বদলায়ে দিসি! :)

আমাদের দুঃখ, আমাদের অর্জন!

১৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
আমাদের কান্নায় মেঘেদের গর্জন,
আমাদের দুঃখ, আমাদের অর্জন!


শেষটায় বাজিমাত।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরমান! মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা?


শুভকামনা!

১৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
হেহেহ, সেটাই।আর যাই হৌক, অন্তত চান্দের আলোর অভাবে পড়তে হবেনা আপনাদেরকে :D ||

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আবার জিগায়! সামুর আকাশে এখন দুইখানা চাঁদ! :)

১৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সোনাভাইয়ের মতো বলি, এই কবিতা সময়কে বহন করে।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের কান্নায় মেঘেদের গর্জন,
আমাদের দুঃখ, আমাদের অর্জন!


শুভোকামনা দূর্জয় কবি!

১৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: ছন্দ খাপে খাপ মেলে নাই। তবে ভালো লাগসে।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ছন্দটা খুব দূর্বল হয়ে গেছে হা-মা ভাই!

তবে কথাগুলো লিখে মজা পাইসি, এজন্য ছন্দের সাথে আপোষ। দেখি পড়ে এইটার ছন্দে কিছু উন্নয়ন ঘটানো যায় কিভাবে!

ভালো থাকুন!

১৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :)

১৯| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০২

মোঃ ইসহাক খান বলেছেন: ঝঙ্কারময় কবিতা। খুব বেশী পাওয়া যায় না। লেখককে ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই! ব্লগে স্বাগতম!

আপনার গল্প ভালো লেগেছে, চমৎকার লেখেন আপনি!

শুভকামনা!

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ধুম ধাম দুর্গম গন্ধ
রেখে গেলাম একটি পছন্দ !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধুম ধাম দুর্গম গন্ধ
রেখে গেলাম একটি পছন্দ!

ধন্যবাদ সুপ্রিয় লেখক!

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.