নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম, তাই না?



টুপ করে জলে তলিয়ে যাওয়া

বাঁধাহীন ঋজু পতন,

বাতাসে বৃষ্টির গন্ধ,

আমাদের সেই আগুন বাড়ির রোদ্দুর,

সেই ডানা মেলা ঘুম,

তোমার ব্যাকুল অতলস্পর্শ চোখ-

অঝর ঝড়ে তোমাতে আমাতে সন্তরণ,

আঁচড়, কামড়, ডুব ডুব খেলা,

উলটে- পালটে- খুড়ে- ছিঁড়ে-

বৃষ্টি, বৃষ্টি, তুমুল যুগল নির্বাণ!



আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম!

ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!



দুজনে বুজিয়ে দিলাম কুঁড়ি,

ফুলটা কেমন খুন হয়ে গেল,

আমরা কেমন খুনী হয়ে গেলাম!

একপাশটা ভীষণ অবশ, দণ্ডিত ফেরারী।



ভালবেসে আমরা কেমন যেন,-

কেমন হয়ে গেলাম!

ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!

মন্তব্য ৪৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

আদম_ বলেছেন: চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং কোটা ব্যবস্থা বাতিল না হলে, সামনের ভোট আমলীগের **** দিয়ে ঢোকানে হবে ।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভোট আপনি দিবেন,
যাকে খুশি তাকে দিবেন,
যেভাবে খুশি সেভাবে দিবেন।

শুধু এইটুকু আশা করি,
কবিতার পোস্টে,
কবিতার কমেন্ট দিবেন!

২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার মৌসুম যায় নাকি ? এতো ঘন ঘন কবিতা দিচ্ছ !

কবিতার শিরোনামে কেমন এক পরিচিত গন্ধ পাচ্ছি কিন্তু মনে করতে পারছি না । কবিতা ভালো লেগেছে।

শুভকামনা কবি ।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে না, প্রতিদিন একটা করে কবিতা লিখতে পারলে সেইটা কবিতার মৌসুম বলা যায়। আমি যখন চাকুরী ছেড়ে দেব তখন আমি প্রতিদিন একটা করে কবিতা লিখবো! :)

দেইখো আবার অন্য কারো কবিতার লাইনের সাথে মিলে গেল কিনা, আমার কিন্তু এরকম হয়, হয়ত আমি কোথাও কখনও পড়েছি, কিন্তু পরে ভুলে গেছি। তখন ঐ চিন্তাটা নিজের চিন্তা বলেই মনে হয়।

* বানান যে তেমন একটা ভুল নাই খেয়াল করসেন? অভিধান দেইখা বানান ঠিক করসি! :-0

৩| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: সেইটাই তো বললাম - কেমন পরিচিত গন্ধ পাই। দুব্বল সিরিতি শকতির কারণে কিছু মনে থাকে না।
বানান নিরবুল ভাবেই লিখস ! :P

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপ্নের আগের কবিতায় আমার এরকম একটা মন্তব্য আছে, ওইটার সাথে মিলে পরিচিত মনে হইলে ভালো! আর অন্য কারও লেখার সাথে মিইল্যা গ্যালে খুবই খারাপ!

হে হে, বানান নিয়ে খোটা শুনতে ভালো লাগেনা!

৪| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: ভালোবাসার জন্যে খুন না, ভালোবেসে খুনী হওয়া। ভালোবাসলে খুনী না হয়ে পারা যায় না। চমৎকার কবিতা।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ঘাতক প্রেম ও খুনী ভালোবাসা!

ইদানীং মনে থাকে কম, হেলাল হাফিজের এরকম একটা কবিতা আছে না যে -

ভালোবেসে কেউ যদি খুনী হতে চান,
তবে তাই হয়ে যান,
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়!


ভালবাসার জন্য খুন না, ভালোবেসে খুনী হওয়া- এই কথাটা খুব ভালো লাগলো!

শুভকামনা রইলো হা-মা ভাই!

৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

সায়েম মুন বলেছেন: ভালবেসেই বুঝি খুনী হওয়া সম্ভব। #:-S

ভাললাগা থাকলো।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবেসেই খুনী হওয়াটা মানায় খুব!

শুভকামনা চন্দ্রকবি!

৬| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার কবিতা।
মার্ডার কেসের আসামী !!

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা , পুরাই ফাঁসি! :-&

মজার মন্তব্য ! :)

শুভকামনা কবি'র মুন! (আপনার নামে শুধুমাত্র একটা কমা বসালে মজা হয়না?! )

আবার মজা হল দেখলেন, পরপর দুই মুন হাজির! :)

উপরে মুন, নিচেও মুন!

৭| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++++++++

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপূর্ন!

শুভকামনা!

৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

মামুন রশিদ বলেছেন: চমৎকার কবিতা । :) :)


ইদানিং আপনার কবিতাগুলো খুব সহজ হয়, আমার মত পাঠকেরা পড়তে খুব আরাম বোধ করি । অথচ জটিল কবিতা লিখেন বলেই আপনার কবিতা পড়া শুরু করেছিলাম । হাহাহা,

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা, আমি কিন্তু প্রশংসা হিসেবেই নিলাম!

তবে আপনার একটা পর্যবেক্ষন কিন্তু খুব ঠিক যেটাতে আমি অবাক হলাম! আমার এখনকার লেখা হয়ত জটিল হয়ে যায়, আগের লেখাগুলো খুব সহজ সরল ছিল। আর এইটা আমার আগের লেখা, আজ আবার পড়ে, সামান্য এদিক ওদিক করে পোস্ট দিলাম!

পইড়া আরাম সহজ কবিতা,
লিইখ্যা আরাম জটিল কবিতা!

শুভকামনা মামুন ভাই! মন্তব্যে ভালো লাগা! :)

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভিন্ন রকম।
শিরোনাম দেখেই চমকে গেছিলাম :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার মধ্যে ভালোবাসা সহকারে খুন খারাবির কথা থাকলে চমকানো কিন্তু খুব স্বাভাবিক! :-B


শুভকামনা হে দুর্জয় কবি!

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম!
ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!
পুরো কবিতাটাই কমেন্টে উঠিয়ে দেয়ার মত ! দুর্দান্ত !

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজের খুনী অভি! আপনিও নিশ্চয় ভালোবেসেই খুন করেছেন!

শুভকামনা!

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

বোকামন বলেছেন:





“কেমন” শব্দটি দিয়ে সহজ কবিতাটিকে কঠিন করে দিলেন। আচ্ছা কবিতা আবার সহজ - কঠিন কী !

“কেমন” শব্দটি একটি শাব্দিক শূন্যস্থান, শূন্যস্থান পূরণে আপাতত শব্দ নেই, তাই কেমন হয়ে গেল। একজন কবিকে এমন “কেমন” শূন্যস্থান পূরণে যুগ যুগও অপেক্ষা করতে হয় ......।

আশাকরি আপনি একদিন খুঁজে পাবেন; কেমন এর যথার্থ শব্দটি....।

ব্লগে বোকামন কবিতা লিখে না, এবং কবিতারও অবুঝ পাঠক। অবুঝ পাঠকের অবুঝ মন্তব্যে অগ্রিম ক্ষমা-প্রার্থী :-)

ভালো থাকুন প্রিয় কবি।।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: 'কেমন' একটা বেশ মজার শব্দ! কবি বলে না কিছুই, কিন্তু কল্পনার জন্য রেখে যায় সব দ্বার খোলা! পাঠক কেমন এর জায়গায় যা কিছু ভেবে নিতে পারে!

একজন কবিকে এমন “কেমন” শূন্যস্থান পূরণে যুগ যুগও অপেক্ষা করতে হয় ......।


---- এই কথাটি খুব ভালো লাগলো!


আমরা এখানে কেউ হৃদয় কাঁপানো কবি অথবা সুতীক্ষ্ণ ধার সমালোচক পাঠক নই! আপনার অতি বিনয়ে মাইনাস! আপনার 'অবুঝ পাঠকস্বত্বার' মধ্যে সক্রেটিস এর মত 'কিছু না জানা' জ্ঞানী মানুষটা লুকিয়ে নেইতো!


শুভকামনা!

১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোবেসে খুনী হব কবে?? /:)


সুন্দর কবিতায় ++++++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: তার আগে ভালোবেসে খুন হয়ে যান! অতঃপর চোখ মেলে দেখবেন আপনিও খুনী!

রক্তই যদি না ঝরালি তবে আর ভালোবাসা কিসের!


শুভকামনা!

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম তাইনা ?

সত্যিতো ভালোবাসার মানুষগুলো হঠাত কেমন যেন বদলে যায়। নাকি সময়ের সাথে আমাদের জীবন ধারা বদলে যায় কিন্তু মনের গহীনে সেই অতীত স্মৃতিগুলো উকি দেয়। আমরা আবার সেই অতীতে ফিরে যেতে চাই। আবার আজকের বর্তমান যখন অতীত হবে সেই ভবিষ্যতে যেয়েও আমরা ঠিক আজকের অতীত কেই আবার ফিরে পেতে চাইবো। এটাই হয়ত প্রচলিত জীবনধারা। আমরা সবাই হয়ত একটি সময় পরে সবকিছু আগের মত ফিরে পেতে চাই। গতানুগতিক জীবনে অস্থির হয়ে উঠি ভবিষ্যৎ দেখতে পাইনা বলেই অতীতকে খুঁজে ফেরা।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর মন্তব্যে প্লাস কান্ডারী ভাই! সময়ের বুকে বেড়ে চলা মানুষগুলো সময়ের হাত ধরে বদলে গিয়ে তাল মিলিয়ে চলে। কিন্তু আমাদের বুকের ভেতর লালন করা মানুষদের কোন পরিবর্তন হতে দেইনা। অতীত আকুতি আর স্বপ্নবান ভবিষ্যতের মাঝামাঝি দাঁড়িয়ে কিছু খুনী ভালবাসার জন্য কেঁদে ওঠে মন!

শুভকামনা!

১৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: শিরোনামহীনের ক্যাফেটেরিয়া গানটার কথা মনে পড়ে গেল।
যখন তোমার চোখে ভালবাসা
আমি বুড়ো কবিতার মত চুপচাপ
যখন তোমার চোখ খুনি
আমি খুন হই প্রতিদিন।


কবিতা খুব ভাল হয়েছে ইফতি। ভালবাসলে খুনি তো হওয়া লাগেই। কিছু স্বপ্নকে বাস্তব রুপ দিতে গিয়ে কিছু সত্যকে দিতে হয় জলাঞ্জলি। থিমটা ভাল লেগেছে। এই থিমে একটা গল্পও লিখে ফেলা যায় চাইলে। :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন:

যখন তোমার চোখ খুনি
আমি খুন হই প্রতিদিন।


গল্পটা লিখেন ফেলেন নাজিম! শিরোনাম এইরকম একটা কিছু- খুনী প্রেম ও কতিপয় আত্মঘাতী বাসনা!

ভালবাসলে খুন তো হওয়া লাগবেই! :(

আপনার গল্পের অপেক্ষায় রইলাম! :)


শুভরাত্রি ! দিনটা আপনার গল্প পড়ে শুরু হয়েছিল, শেষ হচ্ছে আপনার মন্তব্যের জবাব দিয়ে! :)

১৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

আরজু পনি বলেছেন:

হৃদয়ে খামচে ধরা কোবতে !

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: :-* :-*

হৃদয় খামচানো একটি উপকারী ব্যায়াম, ইহাতে অনুভূতির সঞ্চালন বেগবান হয়! :-B


শুভকামনা রইলো !

১৬| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

তীর্থক বলেছেন: বাতাসে বৃষ্টির গন্ধ'
আহ! অসাধারন!

আঁচড়, কামড়, ডুব ডুব খেলা!!
জলে ডুব সাতার। কোথাও কেউ নেই। শিমুল গাছের ছায়া আর শিমুল ফুলের লাল রং। মাছরঙা'র চতুর চোখে এদিক ওদিক চাওয়া।

আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম!
ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!

এর চেয়ে ভালো কিছু হতেই পারে না!!!
+

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: জলে ডুব সাতার। কোথাও কেউ নেই। শিমুল গাছের ছায়া আর শিমুল ফুলের লাল রং। মাছরঙা'র চতুর চোখে এদিক ওদিক চাওয়া।


- সুন্দর বলেছেন তীর্থক ! কবিতায় আপনার ভালো লাগা অভিভূত করলো!


শুভকামনা!

১৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

রহস্যময়ী কন্যা বলেছেন: হিহিহি। ভালোবাসার আসামী :P :P

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবেসে খুনো খুনী হয়ে যাচ্ছে আর আপনি হাসছেন! :-* :-*

১৮| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর একটি কবিতা।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!

অনেক শুভকামনা রইলো!

১৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো~!!!!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই!

শুভেচ্ছা রইলো!

২০| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২

বটবৃক্ষ~ বলেছেন: আপনি এত্তো বড় খুনি!!!!!!!!!
দাড়ান ! আমি এখুনি র‌্যাবে খবর দিচ্ছি...!!!

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: প্লীজ খবর দিন, এই জীবন রেখে আর কি হবে? :(

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মার্ডার করিবার সুখ পেলুম !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: এ কী! আপনার মধ্যেও যে দেখি হন্তারক বাসনার বাস!

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আক্ষরিক অর্থেই মাঝে মাঝে হন্তারক সত্তা জেগে ওঠে বটে !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: করোটির ভাঁজে ভাঁজে আদিম আত্মঘাতী স্বত্বারা মাঝেই মাঝেই তান্ডবে মেতে ওঠে, ধোয়াচ্ছন্ন ধূসর করে দেয় লালিত নীল! স্মৃতির জামদানি পাড়ে ন্যাপথলিন গন্ধ ওড়ে, তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া কোনো মমি হয়ে যাওয়া দুঃখ লিখে দিতে পাড়ে নির্ঘুম প্রহরের দন্ডলিপি!

- একটা লেখা আসছে মনে হচ্ছে! শুরুটা থাকল, দেখা যাক কী হয়!

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দারুন । আমিও অপেক্ষা নিয়ে বসে পড়লাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.