![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে আসতে হবে কিনা ভাবিনি সেইদিন, আসলে ফিরে আসার বিষয়টা মাথায় খেলেইনি তখনও! কেন খেলবে? কেন জলে নেমে প্রথমেই ভাববো ডুবে যাওয়ার কথা? কেন সমুদ্র পেরুনোর স্বপ্ন দেখবোনা? যদিও তোমরা সেই দুঃখী আলবাট্রস এর মত আমার ডানাটাও মুচড়ে ছিড়ে ফেলেছিলে। একটা একটা পালক ছেড়ার মত করে আমাকে নগ্ন করেছিলে, আমি আকাশের এক বোবা কোণে তাকিয়ে ভাবার চেষ্টা করছিলাম- এ বুঝি আমি নই, এ অন্য কেউ। আজ যা ঘটছে তা এই সময়ের নয়, তা অন্য কোন সময়ের ভুল করে ঝরে পড়া কোন পুথি।
আমি ভেবেছিলাম চাইলেই বুঝি ফিরে আসা যায়। ভেবেছিলাম যে কখনও অনুতাপ করবে সে আমি নই। ঘরের দেয়াল জুড়ে আঁকা পথগুলো কোনো এক দিন গোলকধাঁধা হয়ে আমার দিকে ভেংচি কাটবে জানলে হয়ত পা ফেলতাম খুব সাবধানে, মেপে মেপে। আমার আকাশ জুড়ে এঁকে যেওয়া আনমনা তারাগুলো যে শুধু তোমাদের ইচ্ছেপূরনের জন্যই একে একে খসে যাবে আলগোছে, জানলে হয়তো সূর্যের মুখে লাথি মেরে হারিয়ে যেতাম সেই কবেই অন্ধকার সমুদ্রে।
সেই আমাকেও বুঝতে হল যে আসলে কখনই কোথাও ফিরে যাওয়া যায়না, কেউ কখনও পারেনি। কেউ কি ছুঁয়ে দেখাতে পেরেছে বর্তমানকে? ফিরে যাওয়ার মরীচিকা আঁচল মেখে ছায়া হয়ে ফেরে অভিমানী বাসনা। পচে যাওয়া মৃত কিছু স্বপ্ন দুর্গন্ধ ছড়িয়ে ডাকছে শবখেকো কীটদের। জানলায় তবুও মাঝে মাঝে যে একটা চড়ুই এসে বসে, এতেই আমার অনেক হাসি পেয়ে যায়। মরে যাওয়ার পরে আর মন খারাপ হবে না, শুধুমাত্র এই কারনেই আজ শুধু আমার মরে যাওয়ার কথা ভাবলে খুব মন খারাপ হয়।
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই, সেদিন হুট করে আবিস্কার করলাম এখন মাঝে মাঝে এমন সময় আসে যে খুব খারাপ থাকি, কিন্তু কেন জানি আর আগের মত মন খারাপ হয়না!
শুভকামনা রইলো নয়ন ভাই!
২| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৩
সায়েদা সোহেলী বলেছেন: আজকের বর্তমান আমি না চাইলেও কতগুলো স্বপ্নরাতের ব্যবধানে হয়ে যাবে অতীত। যদিও গোনা হবে না সেই ভুলে যাওয়া স্বপ্নে আমার আখি পল্লবে কতটা কম্পন সৃষ্টি হয়েছিল! ! ভবিষ্যত যখন বর্তমান হবে আমি খুজেঁ পাবো না গোলকধাঁধাঁ র উত্তর , অদের ভেংচি কাটাতেও আমার আফসোস নেই ।আমি জানি সময় কে ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছেতেই আমি এগিয়ে যাচ্ছি মৃত্যু নামক অজানা সময়ে , কিংবা মরে গিয়েই চাইছি বেচেঁ যেতে . , , , ,দুর্গন্ধ ছড়ানো শবখেকো কীটদের থেকে পালিয়ে বাচাঁ ।
আপনার লেখা পড়ে এই কথাগুলো মনে এলো
শুভকামনা
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আজকের বর্তমান আমি না চাইলেও কতগুলো স্বপ্নরাতের ব্যবধানে হয়ে যাবে অতীত। যদিও গোনা হবে না সেই ভুলে যাওয়া স্বপ্নে আমার আখি পল্লবে কতটা কম্পন সৃষ্টি হয়েছিল! ! ভবিষ্যত যখন বর্তমান হবে আমি খুজেঁ পাবো না গোলকধাঁধাঁ র উত্তর , অদের ভেংচি কাটাতেও আমার আফসোস নেই ।আমি জানি সময় কে ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছেতেই আমি এগিয়ে যাচ্ছি মৃত্যু নামক অজানা সময়ে , কিংবা মরে গিয়েই চাইছি বেচেঁ যেতে . , , , ,দুর্গন্ধ ছড়ানো শবখেকো কীটদের থেকে পালিয়ে বাচাঁ ।
দারুন সুন্দর করে বলেছেন। এলোমেলো এইসব কিছু ভাবনা, মাঝে মাঝে মিছিল লরে যায় ভাবনার রাজপথ ধরে। তুমি আমি আমরা সবারি তবে এরকম কিছু ভাবনার সামনে থমকে দারিয়ে একটু অপেক্ষা করতে হয় তবে!
শুভকামনা রইল সায়েদা সোহেলী!
৩| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হা-মা ভাই! এলোমেলো ভাবনা ভাল লাগায় ভাল লাগা!
শুভকামনা!
৪| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
অপর্ণা মম্ময় বলেছেন: বিষণ্ণতা ! যা হবার কথা ছিল সেটা হয়নি। কি হতে চেয়েছি সেটাও বুঝি না ! কখনো চাওয়া ছিল না , তবে কেন পেলে মনে হয় - এই কি চেয়েছিলাম ?
এলোমেলো ভাবনা সব !
ভালো লেগেছে লেখাটা ।
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই তো এলোমেলো ভাবনা !
কি চাই আর কি পাই,
কি পাই আর কি চাই,
এই নিয়ে হুলুস্থুল চারিবেলা!
তবে তাই হোক!
৫| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিষন্ন সুন্দর।
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!
আমি তো লগ ইন করতে পারছিনা, পারলেও নিজের পেজ ছাড়া অন্য কথাও যাইতেও পারতেসি না, পারলেও কমেন্ট লেখার পরেও সেইডা পোস্ট হইতেসে না!
আপনি অনেক বাধা বিঘ্ন উপেক্ষা কইরা পোস্টে আসছেন নিশ্চয়! আপ্নারে অনেক ধইন্যা!
৬| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মরে যাওয়ার পরে আর মন খারাপ হবে না, শুধুমাত্র এই কারনেই আজ শুধু আমার মরে যাওয়ার কথা ভাবলে মন খারাপ হয়।
শেষ বাক্যটা খুব রূঢ় ও মর্মস্পর্শী হয়ে গেলো।
শুভেচ্ছা।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই শেষের লাইনটা একটু মর্মস্পর্শী হয়ে গেল! প্রথমে চিন্তা ছিল একরকম, শুধু লিখতে লিখতে এরকম হয়ে গেল!
ভাল থাকুন সোনাবীজ ভাই!
অনেক শুভকামনা রইল!
৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুরুর দিকে মন হয়েছে খুব সুন্দর করে অনুপ্রেরণা দিতে চাচ্ছেন ! শেষে এসে শেষ হলো নির্লিপ্ততা দিয়ে ! কিছু একটা বলতে চেয়েছেন , নিতে পারিনি হয়তো ! তবে মুগ্ধপাঠ !
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে না স্বপ্নবাজ ভাই! কোন অনুপ্রেরনার কথা বলতে চাইনি, কিছু এলোমেলো কথা বলতে চাওয়া, এর বেশী কিছু না!
ভাল থাকুন ভাই, শুভকামনা রইল!
৮| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৩
মামুন রশিদ বলেছেন: ভাবনাগুলো ভাবিয়েছে খুব ।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাবনাগুলো আপনাকেও ভাবালো তাহলে?
এলোমেলো ভাবনা পাঠে শুভেচ্ছা মামুন ভাই!
শুভকামনা রইলো!
৯| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯
বোকামন বলেছেন:
ভাবলুম, ভাবছি, ভেবেই যাবো.......
ভাবনায় না আসে, তাই ভাবলে খুব মন খারাপ হয় না......।
ভালো থাকুন প্রিয় কবি, শুভেচ্ছা।।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ঘরের দেয়াল জুড়ে আঁকা পথগুলো কোনো এক দিন গোলকধাঁধা হয়ে আমার দিকে ভেংচি কাটবে জানলে হয়ত পা ফেলতাম খুব সাবধানে, মেপে মেপে।
ভালো থাকুন বোকামন!
শুভেচ্ছা রইলো!
১০| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: মন খারাপ হয়ে গেলো কান্ডারী ভাই!
১১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫
মোঃ ইসহাক খান বলেছেন: আকারে ছোট হলেও ভাবনার খোরাক যোগানোর মতো পোস্ট। ভালোলাগা জানবেন।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: এলোমেলো ভাবনাতেও তাহলে কিছু ভাবনার খোরাক থেকে যায়!
শুভেচ্ছা রইলো ইসহাক ভাই!
১২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
মরে যাওয়ার কথা ভাবতে ভাল লাগেনা
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই নাজিম ভাই, মরে যাওয়ার বিষয়টা খুবি ফালতু, ভাল্লাগে না!
১৩| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: মন খারাপ থাকাটাই শেষ কথা নয়!
হারিয়ে যদি যেতেই হয়, হাসিমুখে যাওয়াটাই ভাল!
১৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা!!!
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই!
শুভকামনা রইলো!
১৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
প্রোফেসর শঙ্কু বলেছেন: মিস হয়ে গেছিল, পড়ে গেলাম।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: যাক, মিস হয় নাই!
শুভকামনা প্রোফেসর!
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: " মরে যাওয়ার পরে আর মন খারাপ হবে না, শুধুমাত্র এই কারনেই আজ শুধু আমার মরে যাওয়ার কথা ভাবলে খুব মন খারাপ হয় " - এই লাইনটা ধার নিতে পারি কবি ??
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: কী যে বলেন, নিজের বাগান মনে করে তুলে নিন! জাদুর কলমধারীর জন্য কবির বাগিচা উন্মুক্ত!
শুভকামনা!
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: ধন্যবাদ । আমি আমার প্রিয় একজন মানুষকে লাইন দুটো পাঠিয়েছিলাম । সে বিশ্বাসই করতে চায়নি, লাইন দুটো আমার হাত থেকে বেরোয়নি । খিকজ খিকজ ! যাই হোক, সে আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছে !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, আপনার প্রিয় সেই মানুষটিকে আমার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো! আপনার জাদুময় শব্দে উনি নিশ্চয় প্রায়শই ভূপাতিত হন!
শুভকামনা রইলো!
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: হু, তার বিয়ের আগে সেই ছিলো আমার একমাত্র পাঠক । তিনি উৎসাহ না দিলে আমি জানতামই না আমিও একটু আধটু লিখতে পারি ! শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: তিনি জহুরী, সন্দেহ নাই! সবাই তো আর বুনোফুলের কদর বোঝেনা, সেই বোঝে যার থাকে সেই দেখবার চোখ! তার প্রতি শ্রদ্ধা রইলো!
আপনি কিন্তু অনেক লিখবেন! আপনার হাতে লেখা আছে, সবার থাকে না!
শুভকামনা!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩
রাইসুল নয়ন বলেছেন:
মরে যাওয়ার পরে আর মন খারাপ হবেনা, শুধুমাত্র এই কারনেই আজ শুধু আমার মরে যাওয়ার কথা ভাবলে মন খারাপ হয়।