নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতির সমুদ্রে মুক্তোশিকারী এক পালতোলা জাহাজ ভেসে পরে,
দক্ষিণ সাগরে পোতা আছে কিছু টগবগে দুঃখ,
এতদিনে ওদের কেউ কেউ গোলাপী মুক্তো বনে গেছে নির্ঘাত।
জাহাজের কাপ্তান এক সৌমিনী যাযাবর, যার হৃদয়টা কাঠের,
একবার এক অতলান্তিক অভিযানে তার কলমটা ঝড়ে ভেসে যায়,
তখন তিনি তার বুকের পাঁজর খুলে খুলে,
কলম বানিয়ে লিখেছিলেন বেঁচে থাকার লগবুক।
সেই ফাঁকে খাঁচার দরজা খোলা পেয়ে ,
তার ভবঘুরে হৃদয়টা এক বাউন্ডুলে অ্যালবাট্রসের ডানায় চড়ে,
নীল তিমিদের মহাসাগরীয় সঙ্গীত সম্মেলনে গান শুনতে গিয়ে,-
আর ফিরে আসেনি।
দারুচিনি দ্বীপে তিনি সাতখানি পূর্নিমা অপেক্ষায় থাকেন,
তারপরে ভোজালী দিয়ে বনে গিয়ে চন্দন কাঠ চিরে,
বেশ বানিয়ে নেন আনকোরা সুগন্ধী হৃদয়।
যৌবনে এক ক্যারিবীয় জলদস্যুর সাথে ডুয়েল লড়ে,
জিতেছিলেন অজান গুপ্তধনের হদিস,
সাতখানি বসন্ত তিনি লোভী শুকরের মত ধাতব বাসনায়,
এলোমেলো চষেছিলেন দ্বীপ থেকে দ্বীপান্তরের জলমগ্নতায়।
এক বোতল রামের জন্য ইন্ডিজের এক পানশালায়,
অনায়াসে বেঁচে দেন সেই রহস্যময় নিশানা চিরকুট।
তিনি কোনো জলপরীর জন্য নূপুরের স্বপ্ন দেখেননি,
বিগত জনমের প্রসারিত ডানার জন্য তার আর কান্নাও আসেনা।
সেই হিস্পানী জাদুকরের সাথে দরদামে পোষালে,
তিনি হয়ত এতদিনে মালিক বনে যেতে পারতেন আস্ত এক দ্বীপপুঞ্জের,
শুধু যদি তিনি তার বাজপাখির চোখটা খুলে দিতে পারতেন।
বাজপাখিটা তাকে উপহার দিয়েছিল ভগ্নহৃদয় এক মাতাল নাবিক,
উন্মুক্ত নোনা দিগন্তে লাল চাকতিটা যখন ডুবসাঁতারের প্রস্তুতি নিত,
তখন যদি একমনে তাকানো যেত সেই বাজের চোখে,
যাদু,
নীল চোখে,
অটল অর্ণবযানে,
তবে সে বলতে পারত,-
অপলক নির্মোহ জলজ ভাষায়,
শেষের সব থেকে শেষ প্রহর গুলোতেও,
কেন মৃত্তিকার অবয়ব নিয়ে কিছু মন জলমগ্ন,
অভিকর্ষ দাসত্বেও কিছু মন পাখি পাখি আকাশবন্দী,
মিঠে জলের দাম্পত্যেও কিছু মন নোনতা সমুদ্র অভিসারী,
ডুবোপাহাড়ের চোখ রাঙ্গানিতেও কিছু মন কেন ডাঙ্গা প্রত্যাশী!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! আসলেই কবিতায় ভিনদেশি স্বাদ! লেখার সময় কাপ্তানের সাথে অনেক দারুণ দারুণ জায়গায় ঘোরা হল! আমি লিখে খুব মজা পেয়েছি!
শুভকামনা!
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: চমৎকার!!! কিছুটা যেন মন্ময় এ কবিতা!
কিছু তার দেখি আভা,
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ খালিদ ভাই! কবিতায় প্রথমেই আপনাকে পেয়ে খুব ভালো লাগে!
কিছু তার দেখি আভা,
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
আহ, কি চমৎকার! মন ভরে গেল!
শুভকামনা!
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
অনির্বাণ প্রহর বলেছেন: কবিতা পড়তে পড়তে বার বার কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম।
নোনতা সাগর, স্যান্ডি বিচ, গায়ে হাওয়াই সার্ট গায়ে দিয়ে হিস্পানিক যুবকের গান
আর পাগল পাগল সুগন্ধ চারদিকে।
প্রিয়তে নিয়ে রাখলাম কবি।
আহা! বাতাসে কিছু চোখ ভেসে যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: কাপ্তান আমার খুব প্রিয় হয়ে গেছে! কাপ্তানের সাথে কত কত জায়গায় যে ঘোরা হল!
নোনতা সাগর, স্যান্ডি বিচ, গায়ে হাওয়াই সার্ট গায়ে দিয়ে হিস্পানিক যুবকের গান
আর পাগল পাগল সুগন্ধ চারদিকে।
কবির ভালো লাগলো যে আপনারও কাপ্তানকে ভালো লেগেছে!
শুভকামনা অনির্বাণ কবি!
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সায়েম মুন বলেছেন: প্যাটার্ন সুন্দর।
কবিতায় ভাললাগা।
অভিকর্ষ দাসত্বেও কিছু মন পাখি পাখি আকাশবন্দী,
----এই লাইনে পাখি ডাবল এসেছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা ভালো লাগায় ভালো লেগেছে চন্দ্রকবি!
অভিকর্ষ দাসত্বেও কিছু মন পাখি পাখি আকাশবন্দী,
পাখি যে দুইবার লিখতে চেয়েছি, নাহলে যে ছন্দের আরোহণের প্যাটার্নটা থাকেনা!
শুভকামনা!
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: একবার এক অতলান্তিক অভিযানে তার কলমটা ঝড়ে ভেসে যায়,
তখন তিনি তার বুকের পাঁজর খুলে খুলে,
কলম বানিয়ে লিখেছিলেন বেঁচে থাকার লগবুক।
নাইস!
দৃশ্যকল্পটা সুন্দর!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই! কাপ্তান খুব আজব মানুষ!
ভালো লাগায় আনন্দ হল!
শুভকামনা !
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: একবার এক অতলান্তিক অভিযানে তার কলমটা ঝড়ে ভেসে যায়,
তখন তিনি তার বুকের পাঁজর খুলে খুলে,
কলম বানিয়ে লিখেছিলেন বেঁচে থাকার লগবুক।
সেই ফাঁকে খাঁচার দরজা খোলা পেয়ে ,
তার ভবঘুরে হৃদয়টা এক বাউন্ডুলে অ্যালবাট্রসের ডানায় চড়ে,
নীল তিমিদের মহাসাগরীয় সঙ্গীত সম্মেলনে গান শুনতে গিয়ে,-
আর ফিরে আসেনি।
এক কথায় অসাধারণ!!!
প্রথম ভাললাগা ++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: তার ভবঘুরে হৃদয়টা এক বাউন্ডুলে অ্যালবাট্রসের ডানায় চড়ে,
নীল তিমিদের মহাসাগরীয় সঙ্গীত সম্মেলনে গান শুনতে গিয়ে,-
আর ফিরে আসেনি!
আপনার ভালো লাগা কবির জন্য দারুণ অনুপ্রেরণা!
কাপ্তানের সাথে আমার কাটানো সময়টাও খুব অসাধারণ হইসে!
প্রথম ভালো দিনের প্রথম আনন্দ!
ভালো থাকুন!
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!
কবিতা পাঠে ভালো লাগা!
শুভকামনা!
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সমুদ্রমন্থন ! মুগ্ধপাঠ কবি ! আগেই পড়েছিলাম , অফলাইনে ! এখন আসলাম মুগ্ধতা জানিয়ে যেতে ! লিখতে থাকুন !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্ন কবি!
সমুদ্রমন্থন বলতে পারেন! কাপ্তানের সাথে পালতোলা জাহাজে করে স্মৃতির সমুদ্রে অভিযান খুব রোমাঞ্চকর হয়েছে! আপনারও কাপ্তানকে ভালো লেগেছে জেনে ভালো লাগছে!
শুভকামনা!
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
একজন আরমান বলেছেন:
জাহাজের কাপ্তান এক সৌমিনী যাযাবর, যার হৃদয়টা কাঠের,
একবার এক অতলান্তিক অভিযানে তার কলমটা ঝড়ে ভেসে যায়,
তখন তিনি তার বুকের পাঁজর খুলে খুলে,
কলম বানিয়ে লিখেছিলেন বেঁচে থাকার লগবুক।
বেশ লাগলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরমান!
কবিতা ভালো লাগায় ভালো লাগছে!
কবিতা সংকলনের অতি মানবিক কাজটি করার জন্য আপনাকে ও আপনাদের সবাইকে অভিনন্দন!
শুভকামনা!
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর লিখছ !
হিস্পানি জাদুকর সম্পর্কে জানি না , জানাও কিছু।
চিরকুট,শুকর হবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লেগেছে? আনন্দ হল!
হিস্পানি জাদুকর সম্পর্কে কাপ্তানের লগবুকে তেমন কিছু লেখা নেই! কেমন এক রহস্যময় নীরবতা! আর এই বিষয়ে কাপ্তানও আশ্চর্য রকম নীরব। ভর পেট রাম খাইয়েও কাপ্তানের কাছ থেকে একটা শব্দ বের করা যায়না, যেমন আর তিনি বলেন না জলপরীটার কথাও! তবে একটা কথা শোনা যায় যে এক কিন্নরকণ্ঠী জলপরীকে কাপ্তান ভালোবেসেছিলেন। জলপরীটা নীলতিমিদের মাঝে বড় হয়েছে, সে ওদের মত পরাজাগতিক সুরে গান গাইতে পারত। এক সন্ধ্যায় জলপরীর গান শুনে তাকে হৃদয় দিয়ে বসেন কাপ্তান! বাজপাখিটাকে না পেয়ে হিস্পানি সেই জাদুকর বেহালা বাজিয়ে জলপরীকে বশ করে সাথে করে পালিয়ে যায়!
তারপরেই না অতলান্তিক সাগরের এক ঝড়ে তার কলম ভেসে যায়, তিনি পাজরের হাড় খুলে লিখতে থাকেন বেঁচে থাকার লগবুক! ঐ রকম সময়েই কাপ্তানের হৃদয়টা উড়ে চলে যায়!
বানান সহযোগিতায় ধন্যবাদ অপর্ণাদি!
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
রাইসুল নয়ন বলেছেন:
অসাধারণ,অসাধারণ এবং অসাধারণ!!
পুরো কবিতাতাই কোট করতে ইচ্ছে করছে!!
বিরক্ত হবেন সেই ভয়ে করলাম না
ভাবনা সুন্দর কবিতা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: করলেই পারতেন! বিরক্ত কেন হব ভাই? খুশিই লাগতো!
কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হল!
শুভকামনা রইলো রাইসুল ভাই!
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন!!!! দূর্দান্ত এবং মুগ্ধ পাঠ!!
অনেক ভালো লাগল কবি।
অটঃ ব্লগার স্বপ্নবাজ অভির পোষ্টে যে মন্তব্য করেছেন তাতে আমি হাসতে হাসতে শেষ!! দারুন সব কথা বলেছেন!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কা_ভা! আমার মনে হচ্ছিল কাপ্তানকে আপনার মনে ধরবে, কাপ্তান সেরাম জিনিস ভাই! কাপ্তানের সাথের সময়টা খুব চমৎকার কেটেছে!
অটঃ মনের দুঃখের কিছু কথা কইসি রে ভাই, তাতে যদি আপনার হাসি আসে তবে তা আপনার বিবেক ও বিবেচনা!
শুভকামনা!
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সকালে পড়ছিলাম, কিন্তু মন্তব্য করতে পারিনি।
এতোবার লোড নিলো সামু, কিন্তু সেই ফাজলামো।
ভালো লাগা কবি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সামুর বারুদ কইলাম ভিজা যাইতেসে, বারবার সবাই এরাম লোড করবে মাগার ফায়ার হবে না, এ যে বড় দুর্বিষহ যন্ত্রণা! সামুরে কেউ যাদু টোনা করল কিনা এইটাও একটা চিন্তার বিষয়!
কবিতা ভালো লাগায় অনেক আনন্দ হে দূর্জয় কবি!
শুভকামনা রইলো!
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
হেহে! প্রথমে ভাবছিলাম স্মৃতির সমুদ্রে কাপ্তান বাজার অর্থাৎ কাপ্তান বাজার নিয়া লিখছেন! আমারও কাপ্তান বাজার নিয়া স্মৃতির সমুদ্র আছে!! কিন্তু পড়ে দেখি ভুল বুঝছিলাম!
যাদু,
নীল চোখে,
অটল অর্ণবযানে,
তবে সে বলতে পারত,-
অপলক নির্মোহ জলজ ভাষায়,
শেষের সব থেকে শেষ প্রহর গুলোতেও,
কেন মৃত্তিকার অবয়ব নিয়ে কিছু মন জলমগ্ন,
অভিকর্ষ দাসত্বেও কিছু মন পাখি পাখি আকাশবন্দী,
মিঠে জলের দাম্পত্যেও কিছু মন নোনতা সমুদ্র অভিসারী,
ডুবোপাহাড়ের চোখ রাঙ্গানিতেও কিছু মন কেন ডাঙ্গা প্রত্যাশী!
এইটা কীভাবে মিলালেন বলেন তো? আপনি ঠিকই একটা সিঁড়ি বানিয়ে ফেলেছেন যেন অথচ পড়ে কোথাও মাত্রার অমিল লাগছে না !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: বলেন কী! তাও ভালো কাপ্তানের সামনে বলে বসেন নি, তাহলে নির্ঘাত আপনাকে ডুয়েলের প্রস্তাব দিয়ে দিত! জাহাজের কাপ্তান কে আপনি কাপ্তান বাজার ভেবেছেন! কী সর্বনাশ!
এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কবিতা। দেখতে যতটা জটিল লাগছে লিখতে কিন্তু ততটা জটিল নয়, শুধু বারবার নানা শব্দ ভাবনা দিয়ে গুতায়ে গুতায়ে নানা লাইনে সেট করতে হয়! আমি এরমক কিছু ত্রিভুজ কবিতা লেখার কথা ভাবছি! দেখা যাক কি হয়!
শুভকামনা সুপ্রিয় গল্পকার!
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০
শ্যামল জাহির বলেছেন: আরো যাদু দেখবো বলে অনুসরণ করছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ শ্যামল জহির!
কবিতার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১
শায়মা বলেছেন: সুন্দর!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শায়মা আপু!
কবিতা ভালো লাগায় আনন্দ!
ভালো থাকুন অনেক!
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
হাসান মাহবুব বলেছেন: কবিতায় চমৎকার ভ্রমণ হলো। উপমার প্রয়োপগে ভিন্নতা এসেছে।
জাহাজ ভেসে পড়ে- ভাসার সাথে পড়া ঠিক লাগছে না।
শুভরাত্রি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: কাপ্তানের সাথে ভ্রমণ চমৎকার যে হতেই হবে হামা ভাই! কাপ্তান বিরাট যাযাবর!
আপনার চোখকে স্যালুট! কেমনে দেখলেন?
এটা নিশ্চয় 'ভেসে পরে' হবে ?!
আপনি নিয়মিত গল্প লিখেও কবিতার এতো চমৎকার সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ ভাই!
শুভকামনা!
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিদেশী বই নিয়মিত পড়ার অভ্যাস থেকে থাকবে আপনার। আর পাইরেটস অফ ক্যারিবিয়ানও অনেক পছন্দ করেন !
যাদু,
নীল চোখে,
অটল অর্ণবযানে,
তবে সে বলতে পারত,-
অপলক নির্মোহ জলজ ভাষায়,
শেষের সব থেকে শেষ প্রহর গুলোতেও,
কেন মৃত্তিকার অবয়ব নিয়ে কিছু মন জলমগ্ন,
অভিকর্ষ দাসত্বেও কিছু মন পাখি পাখি আকাশবন্দী,
মিঠে জলের দাম্পত্যেও কিছু মন নোনতা সমুদ্র অভিসারী,
ডুবোপাহাড়ের চোখ রাঙ্গানিতেও কিছু মন কেন ডাঙ্গা প্রত্যাশী!
আমার পোস্টের ত্রিভুজটার থেকে এটা বেশী সুন্দর! কবিতায়ও ছবি আঁকছেন! অসাধারণ! ওইখানে বলা কথা কটাই রিপিট করতে চাইবো,
কবিতা যদি একটি খেলা হয়ে থাকে তবে সে খেলার একজন অসাধারণ খেলোয়াড় হচ্ছেন ব্লগার ৎঁৎঁৎঁ ! আমি যত পড়ি তত উৎসাহিত হই! উনি যে লেখাটাকে কতোটা ভালোবাসেন উনার পোস্ট পড়লেই বোঝা যায়! প্রিয় কবিকে শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে অন্তর থেকে!
নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: খুব ছোটবেলা থেকে নানারকম বই পড়া হইসে, সেই সময় একটা বই পড়েছিলাম ভবেশ রায়ের লেখা- 'বিশ্বজয়ের কথা'। সেখানে একদম প্রথম থেকে মানুষের নৌকা বানানো থেকে শুরু করে সমুদ্র পথের নানা অভিযান যেমন কলম্বাস, ফ্রান্সিস ড্রেক, ম্যাগেলান, ভাস্কো-ডা-গামা, ক্যাপ্টেন কুক সহ আরও অনেকের দারুণ সব সমুদ্র অভিযানের কথা লেখা ছিল। তারপরে বড় হয়ে কত জলদস্যুর কত কাহিনী পড়া হল! তবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিগুলো আমার খুব বেশী ভালো লাগেনি কেন জানি, আমার কল্পনার জলদস্যুদের সাথে মেলে নাই!
কবিরে যে আকাশে ঊঠাইলেন আপনি, আজ রাতে ঘুমাতে দিলে হয়! একটু পর পর কইবো- দিপ ভাই আমার কেমুন প্রশংসা করলো দেখলা?
এই ত্রিভুজটা তো কাপ্তানের ত্রিভুজ, ভালো লাগায় নিরাপদ বোধ করছি! খারাপ হইলে কবির কপালে একখানা ডুয়েল ছিল নির্ঘাত!
আপনার ভালোবাসায় কবি অশেষ উৎসাহিত দিপ ভাই, ভালোলাগার সাথে খারাপ লাগাগুলোও জানাবেন আশা করি!
নিরন্তর শুভকামনা রইলো!
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
তুষার কাব্য বলেছেন: অন্য রকম স্বাদ পেলাম ।আত্মবৈভবে বলীয়ান শব্দপথিকের নিঃসংকোচ বিচরন।ভালো লাগলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আত্মবৈভবে বলীয়ান শব্দপথিকের নিঃসংকোচ বিচরন -
আপনার এই সর্বশেষ মন্তব্যে কবি আকাশ থিকা মহাকাশে! অইখান থেকে আমারে কইতাসে- 'তুই তো একটা মফিজ, দেখলি তুষার কাব্য ভাই আমারে আত্মবৈভবে বলীয়ান বলছে!'
কবিতার সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই!
ভালো থাকুন!
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে
শুভকামনা...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য!
কাপ্তানের কবিতা ভালো লাগায় আনন্দ!
শুভকামনা!
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আসলে শিরোনামটা ভাল করে লক্ষ করিনি বলে কাপ্তান ও বাজ এই যায়গাটা পড়ে কাপ্তান বাজার ঠাউরে বসেছিলাম। পোষ্ট পড়ে অবশ্য ক্লিয়ার হয়েছি।
আপনার কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট উপভোগ্য।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
হা হা, আমি তো বুঝতে পেরেছি, কাপ্তানকে বোঝানই তো মুশকিল!
কবিতার সাথে থাকার জন্য ধন্যবাদ নাজিম ভাই!
অনেক অনেক ভালো থাকুন! লিখতে থাকুন হাত খুলে!
শুভকামনা!
২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ক্যাপ্টেন হইবার মুন চায়
"নীল চোখে,
অটল অর্ণবযানে,
তবে সে বলতে পারত,-
অপলক নির্মোহ জলজ ভাষায়,
শেষের সব থেকে শেষ প্রহর গুলোতেও,
কেন মৃত্তিকার অবয়ব নিয়ে কিছু মন জলমগ্ন"
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দেহঘড়ির মিস্তিরি! বেশ কিছুদিন পর কবিতায় সাক্ষাৎ হল!
আমার কাপ্তানের সাথে জাহাজে ভাইসা পরতে মুন চায়!
শুভকামনা রইল!
ভালো থাকুন!
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার ত্রিভূজ কবিতাংশ দেখে মনে হচ্ছিল 'গেরিলা' কবিতাটার কথাও জানেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: 'গেরিলা' কবিতা সম্পর্কে তো কিছুই জানিনা জুলিয়ান দা!
আপনার কাছ থেকে শুনে জানার আগ্রহ তৈরি হল, সম্ভব হলে কিছু জানানোর অনুরোধ রইলো!
শুভকামনা!
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ প্লিওসিন অথবা গ্লসিয়ার !
আপনি কবিতা পাঠ করায় অনেক আনন্দ হচ্ছে!
মাঝে মাঝে আসবেন বেড়াতে !
শুভকামনা!
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
তাসফিক হোসাইন রেইজা বলেছেন: নয় কোন শপ্ত ঋষি উপদেশে ,
নয় কোন দিগ বিজয়ী সম্রাট এর আদেশে,
নয় ঘুম থেকে উঠা প্রথম চায়ের কাপের শঙ্গি হতে,
তোমার কবিতা পরা কবিতাকে ভালবেশে ।
দাদা অনেক ভাল লিখেছেন ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাসফিক ভাই!
শুভকামনা!
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: আহ এ কবিতাতেও একটা সমকোণী ত্রিভূজ পাওয়া গেল
জাহাজে ভেসে জলদস্যুর দেশে দারুণ ভ্রমণ হল কবিতার সাথে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি সমুদ্র কন্যা, কাপ্তানের জাহাজে জলদস্যুদের দেশে ভ্রমণ ভালো লাগবে এটাই প্রত্যাশা ছিলো! কাপ্তান প্রকৃত অর্থে ভালোবেসেছিল এক সমুদ্রকেই!
এটাই প্রথম লেখা সমকোনী ত্রিভুজ! কবিতার প্যাটার্ন বিষয়ক ভাবনা চিন্তা কাপ্তানের হাত ধরেই!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় ভিনদেশি স্বাদ!
সেই হিস্পানী জাদুকরের সাথে দরদামে পোষালে,
তিনি হয়ত এতদিনে মালিক বনে যাতে পারতেন আস্ত এক দ্বীপপুঞ্জের,
শুধু যদি তিনি তার বাজপাখির চোখটা খুলে দিতে পারতেন।
বাজপাখিটা তাকে উপহার দিয়েছিল ভগ্নহৃদয় এক মাতাল নাবিক,
উন্মুক্ত নোনা দিগন্তে লাল চাকতিটা যখন ডুবসাঁতারের প্রস্তুতি নিত,
তখন যদি একমনে তাকানো যেত সেই বাজের চোখে,
অভিনব সুন্দর।