![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ৎঁ
.কবি,
..কবিতা,-
...যদি সবুজ হও,
.....কান পেতে শোন,-
.......প্রথমে ভালোবাসতে হয়,
..........ভালোবেসে কষ্ট পেতে হয়,
.............সেই কষ্টকে ভালোবাসতে হয়,
................তারপর কষ্ট পেয়ে ভালোবাসতে হয়,
....................অতঃপর কবিতা এসে দাঁড়ায় দুয়ারে,
.........................ঘরের জানলায় প্রান্তর মেলে দিয়ে বলে, -
........................................................................আমাকে নাও!
ৎঁ
পথ
পথিক
জনান্তিকে,
মায়াবিক অরন্যে
নির্ভীক নেশালু ছুটছে।
বুকজুড়ে মধু ঘাস, চাষবাস,
ডানপিটে দাবানল, সবকিছু পুড়ছে!
পলিমাটি সঞ্চার, বয়ে চলা প্রান্তর, অভ্র গড়ছে
ধূলিরাশি উদ্বাহু, নৃত্য নটবায়ু, অস্থির সীমান্ত সুর ভাঙছে
কাশ ফুলে, জলবনে, মেঘ জমে, কূল ভেঙ্গে, বহুদূর চাঁদদূর ডাকছে,
কিছু মন ঝাউবন, তির তির বাতাসে, হু হু ডাকা বিষাদে, মাঠ বন পেড়িয়ে ছুটছে!
ৎঁ
আজ,
সারাদিন,
মেঘে মেঘে,
নূপুর বাজল ঝুমুর,
কাল,
সারারাত,
চোখে চোখে,
বিজলী হাসল তুমুল।
ৎঁ
তুমি
সারাবেলা
রিমঝিম সুর সুর সুবর্ণ,
চেয়েছিলে অপলক মেঘদল নীল,
আমি
ঘরছাড়া,
খসখসে বিষ বিষ বিষন্ন
হয়েছিলাম পদ্মে, ময়ূরকঠী ঝিল।
ৎঁ
ঐ,
দেখ,-
উড়ে যায়,-
উড়ে উড়ে যায়,-
ঠোঁটে পদ্ম, চোখে নীল,
হৃদয়ে আগন্তুক সন্ধ্যা বিছিয়ে,-
লুটেরা অন্ধকারে দিগন্তকে সঁপে দিয়ে,-
ঐ দেখ,কেমন উড়ে যায় সোনালী ডানার চিল!
ৎঁ
ঘন
নিবিড়
অরণ্যে প্রেমে,
কিছু গান,-বুনো হাস!
বুক জুড়ে বেহুলা অন্ধকারে,
হেসে যায় হন্তারক সুরেদের বাজ!
তবু কিছু বাঁশি, দিবানিশি মেঘ ভালোবাসি,
ঝনঝন বেজে চলে বৃষ্টি, - সপ্তক সুন্দর সর্বনাশ!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ! অভি, আপনার ভালোলাগা অবশ্যই বিশেষ ভালোলাগা অ অনুপ্রেরণার!
শুভকামনা রইল সুপ্রিয় সহকবি!
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: উফফ! ডিজাইন দেইখা মাথা নষ্ট হয়ে গেসে ইফতি ভাইয়া!!
এখন পইরা আসি দারান!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার বটগাছের ডিজাইনে একটা কবিতা লিখতে হবে! ট্রাই কইরা দেখব পারি কিনা, হাতে কিছু লাইন আসুক!
কবিতায় চিত্রময় নিরীক্ষা আপনাদের ভালোলাগায় আনন্দ হচ্ছে!
শুভকামনা রইলো!
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: সব আছে , মেসেজ আছে , ছন্দ আছে , চমৎকার শব্দ আছে !
আরেকবার মুগ্ধতা জানিয়ে গেলাম !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি, কবিতায় আপনার পাশে থাকা এককথায় তুলনাহীন!
শুভকামনা!
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
সুমন কর বলেছেন: অভির সাথে একমত। যা শুরু করেছেন আপনি !! দেখে আমাদেরও ইচ্ছে হয়!
মুগ্ধ আর পুলকিত।
+++++++++++++++++++......
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা!
কবিতায় ছবি দেখতেই জটিল, লেখাটা মোটেই না! আপনি চেষ্টা করে দেখুন, সুন্দর তো হবেই, প্লাস আপনি অনেক আনন্দ পাবেন!
শুভকামনা!
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই কবিতার লাইনের বিন্যাস দেখেই মুগ্ধ!!!
অসাধারণ!!!!
প্লাসের সাইক্লোন হবে
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধকবি! আপনার প্লাসের সাইক্লোন উপলক্ষে আমি ১০ নং মহা আনন্দ সঙ্কেত ঘোষনা করলাম!
শুভকামনা!
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
বটবৃক্ষ~ বলেছেন: কাশ ফুলে, জলবনে, মেঘ জমে, কূল ভেঙ্গে, বহুদূর চাঁদদূর ডাকছে,
কিছু মন ঝাউবন, তির তির বাতাসে, হু হু ডাকা বিষাদে, মাঠ বন পেড়িয়ে ছুটছে!
ছন্দগুলো দারুউউউউন লাগ্লো!!
১ম ২টা " ৎঁ" বেশি ভাল্লাগসে! ১ম + আমি দিলাম !পাবেন কিনা গ্যারান্টি নাই!
অলংকরন এর জন্যে আবারো অভিনন্দন!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: এই দুইটা লাইন লেইখা আমিও মজা পাইসি, ছন্দটার মধ্যে ছুটে যাওয়ার গতি প্রতিষ্ঠিত হয়েছে!
১ম ২টা " ৎঁ" বেশি ভাল্লাগসে! - হা হা, ভাল বলসেন! এইখানে " ৎঁ" অনেকগুলো কাজ করেছে, যেমন শুরুর একটা বিন্দু হইসে, যেটা ডিজাইনের জন্য জরুরী, কবিতাগুলোর আলাদা মার্কিং হইসে এবং কবিতায় কবির সিগনেচারও থাকলো!
শুভকামনা বটবৃক্ষ!
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এমনটা আগে দেখি নি। এতো দেখি রীতিমত কাব্যের গ্রাফিক্স ডিজাইন। !!!!! অনেক ভালো লাগল।! মুগ্ধ হয়েছি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, কাব্যের গ্রাফিক্স ডিজাইনিং, বেড়ে বলেছেন!
আপনি সবসময় কবিতায় অপার প্রেরণার উৎস!
আপনার মুগ্ধতায় অনেক আনন্দ!
শুভকামনা কা_ভা!
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
মৌন প্রতিজ্ঞা বলেছেন: চমৎকার লেখা ভাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই মৌন প্রতিজ্ঞা! কবিতা পাঠে আনন্দ হল!
শুভকামনা!
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭
রেজওয়ান তানিম বলেছেন: এই ধরণের কবিতার বেলায় দেখা যায় অনেকে প্রেজেন্টেশন ঠিক রাখতে গিয়ে ভজঘট করে ফেলে বাকি সব, আপনি সেখানে ভাব সংহত রেখেছেন তো বটেই সাথে ছন্দও আছে কোনকোনটায়। সেই জন্যে আপনাকে অভিনন্দন জানাই।
কাল্পনিক ও অভি আমাকে আপনার পোস্টের কথা বলেছেন। তাই ওদের ও আপনাকে একটা উপহার দিয়ে যাই। কবিতাটি আমার লিখিত নয়, এটি লিখেছেন কানাডিয়ান কবি ব্রায়েন রিক্সন। প্রথম যেবার কানাডিয়ান কবিতা সংকলনে আমার লেখা ছাপা হয় সেই সংকলনের শুরুর কবিতা এটি। এটি দেবার কারণ আর কিছুই নয় প্রেজেন্টেশন। তবে কবিতাটি পড়তে পারবেন না আপনারা মনে হয় এত ক্ষুদ্র ফন্ট যে পড়া যায় না। শুধু দেখেন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ তানিম ভাই! আপনাকে কবিতায় পেয়ে অনেক ভালো লাগছে! আমি নিজেও এখন এই চিত্রধর্মী কবিতায় বেশ আগ্রহ অনুভব করছি, আপনার ভাললাগা অনেক ভরসা হয়ে থাকবে নিঃসন্দেহে!
কানাডিয়ান কবি ব্রায়েন রিক্সন এর প্রতি রইলো শ্রদ্ধা! তিনি আস্ত একটা বৃক্ষ অঙ্কন করে ফেলেছেন! তুমুল সুন্দর! আপনাকে এই কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ!
ব্লগের একটা সমস্যা হল বামে স্পেস দিয়ে খালি জায়গা রাখা যাচ্ছে না, ফলে মনের ইচ্ছেমত বিন্যাস করা যাচ্ছে না!
শুভকামনা রইলো!
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০
বটবৃক্ষ~ বলেছেন: মাই গুডনেসসসসসসস!!!!!!!!! তানিম ভাইয়ার টা দেইখা টাস্কি লেগে গেসে!!!! হ্যাটস ওফফফফফ!! @তানিম ভাই!!
কিছহু বলার নাই!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: তানিম ভাইকে অনেক ধন্যবাদ এই চিত্রময় কবিতা শেয়ার দেওয়ার জন্য! পড়তে পারলে আরো ভালো লাগতো! আর কবিতার চিত্র যেহেতু বটবৃক্ষের মত হইসে, আপনার তো ভালো লাগবেই!
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৯
মামুন রশিদ বলেছেন: অসাধারণ ত্রিভুজ কাব্য
ৎঁ
তুমি
সারাবেলা
রিমঝিম সুর সুর সুবর্ণ,
চেয়েছিলে অপলক মেঘদল নীল,
আমি
ঘরছাড়া,
খসখসে বিষ বিষ বিষন্ন
হয়েছিলাম পদ্মে, ময়ূরকঠী ঝিল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! ত্রিভুজ কাব্য ভালো লাগায় অনেক আনন্দ!
শুভকামনা রইলো!
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৩
রমিত বলেছেন: আমি মুগ্ধ! আপনাকে অভিনন্দন জানাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
ধন্যবাদ রমিত ভাই! কবিতা পাঠে আনন্দ!
ভালো থাকুন!
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর দেখতে ও পড়তে।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!
দেখে ও পড়ে ভাল লেগেছে, এইটাই লেখার সার্থকতা!
শুভকামনা রইলো!
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা,,,,,এত আর্টিস্টিক,,,,,,,,,এত সুন্দর!!!!! শুভকামনা
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আপু! আপনার নামের সাথে আমার নামের একটা মিল হল অনেক বড় নাম, আপনি যে পুরোটা ব্যবহার করছেন এইটা ভালো লাগলো!
অনেক দিন পরে কবিতায় আপনার সাথে দেখা হল!
শুভকামনা রইলো!
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
লাবনী আক্তার বলেছেন: এতো সুন্দর করে লিখছেন! মুগ্ধপাঠ।
চমৎকারভাবে সাজিয়েছেন। +++++++++++++++++++++++++++++্
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী! কবিতা ও সাজসজ্জা ভাললাগায় আনন্দ!
শুভকামনা রইল!
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
এইচ ইউ রোকন বলেছেন: তালি হবে তালি
চমৎকার
হইছে বস
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, ব্লগে স্বাগতম রোকন ভাই!
কবিতা পাঠে খুশী লাগছে!
অনেক অনেক ভাল থাকুন!
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০
সায়েম মুন বলেছেন: খন্ড-ত ময় কবিতায় অনেক ভাললাগা রইলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্রকবি! খন্ড-ত ময় কবিতা!
অনেক ভাল থাকুন!
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ৎঁ ৎঁ ৎঁ ৎঁ ময় কবিতাটি ভাললেগেছে কবিতার টাইটেল ওরকম হলে বেশি ভাল হতো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন:
ইয়ে সেলিম ভাই, নামেই তো অনেকগুলো ৎঁ আছে, এইজন্য আর শিরোনামে দেওয়া হয়নি! তবে ভবিষ্যতে এইরকম আরও লিখলে আপনার কথাটা মাথায় থাকবে!
কবিতা পাঠে শুভকামনা রইলো ভাই!
ভালো থাকুন!
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
আমি ইহতিব বলেছেন: প্রেজেন্টেশন যেমন সুন্দর তেমনি সুন্দর এর ভাব ছন্দ ও কথা। দারুন হয়েছে কবিতাগুলো। সবচেয়ে বেশী ভালো লেগেছে এটা -
তুমি
সারাবেলা
রিমঝিম সুর সুর সুবর্ণ,
চেয়েছিলে অপলক মেঘদল নীল,
আমি
ঘরছাড়া,
খসখসে বিষ বিষ বিষন্ন
হয়েছিলাম পদ্মে, ময়ূরকঠী ঝিল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইহতিব! কবিতা আপনার ভাল লেগেছে জেনে অনেক আনন্দ হচ্ছে ! উৎসাহও পেলাম অনেক!
কবিতার সাথে থাকুন!
শুভকামনা রইলো!
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: কী শুরু করছ এইসব ???
=========
বুক জুড়ে বেহুলা অন্ধকার ------ এই লাইনটা খুব স্পেশাল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: এরকম বলছু কেনু? কবিতায় কিছু জ্যামিতিক চিত্র বিষয়ক পরীক্ষা চলিতেছে!
বুক জুড়ে বেহুলা অন্ধকার- এইটা আমারো পছন্দ হইসে!
শুভকামনা রইলো সম্মানিত ঔপন্যাসিক মহোদয়া!
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: উপমার স্থপতি, স্রদ্ধা গ্রহন করুণ !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় আদনান ভাই! আপনার এই নিরীক্ষা ভালো লাগা অবশ্যই বিশেষ ভালো লাগার বিষয়!
শুভকামনা!
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
আদনান শাহ্িরয়ার বলেছেন: উপমার স্থপতি, শ্রদ্ধা গ্রহন করুন ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালোলাগা যে বিশেষ ভরসার সেটা উপরে বলতে ভুলে গেছি, সুযোগ থাকায় এখানে উল্লেখ করলাম!
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
বোধহীন স্বপ্ন বলেছেন: আমার কাছে ছবির মত মনে হইতেছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম বোধহীন স্বপ্ন!
এইটা তাহলে ছবির মত, কবিতার মত!
কবিতা পাঠে অনেক ভালোলাগা!
শুভকামনা রইলো!
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
অদৃশ্য বলেছেন:
প্রিয় ৎঁৎঁৎঁ
আপনার ৬টি ৎঁ ই চমৎকার হয়েছে... পাঠে আরাম পেয়েছি... আর ষ্টাইলটা ধরে রেখে লেখার ভাব ঠিক রাখাটা কঠিন হয়ে যায় মাঝে মাঝে অনেকর কাছেই...
আপনারগুলো সুন্দর হয়েছে...
শুভকামনা...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য ! ছবির সাথে ভাব ও ছন্দের সমন্ময় রাখাটা একটু ঝামেলার! আপনার ভালো লাগায় আনন্দ হচ্ছে!
অনেক ভালো থাকুন!
শুভকামনা রইল!
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
এহসান সাবির বলেছেন: চমৎকার.......!!!
+++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির !
শুভকামনা রইলো!
২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
নেক্সাস বলেছেন: ঐ,
দেখ,-
উড়ে যায়,-
উড়ে উড়ে যায়,-
ঠোঁটে পদ্ম, চোখে নীল,
হৃদয়ে আগন্তুক সন্ধ্যা বিছিয়ে,-
লুটেরা অন্ধকারে দিগন্তকে সঁপে দিয়ে,-
ঐ দেখ,কেমন উড়ে যায় সোনালী ডানার চিল!
সুন্দর
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নেক্সাস! কবিতা আপনার ভালোলাগা অনেক আনন্দের!
শুভকামনা রইল!
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
ভিয়েনাস বলেছেন: প্রথমটা পড়ার সময় কবিতার লাইনের সাথে সাথে আমার চোখ,মুখ, মাথা বডি এবং মনও বাঁকা হয়ে গেল
তানিম ভাইয়ের কবিতাগ্রাফি দেখে পুরাই তাজ্জব বনে গেলাম
বরাবরের মতো আপনার কবিতায় ভালোলাগা রেখে গেলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: মনটাও বাকা হয়ে গেল ভিয়েনাস! দুক্ষের কথা!
তানিম ভাই অসাধারন একটা কবিতা শেয়ার দিয়েছেন, চেয়ে থাকার মত সুন্দর! কানাডিয়ান কবির আরো কিছু কবিতা দেখতে পারলে ভাল হত!
শুভকামনা রইলো ভিয়েনাস!
ভালো থাকুন অনেক!
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
অপর্ণা মম্ময় বলেছেন: কারুকার্য বা প্লেইন যেমনই হোক , নেক্সট আবার কবিতা পোস্ট দিলে, সেই পোস্ট মুছে দেয়া হবে । সিরিয়াস ইমোর হুমকি প্রদান করা হইলো
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ক্যান? কবিতা পোস্ট দেওয়া যাপে না ক্যান? আপ্নে ক্যাডা? রেজার মত আনকালচার কথা বলেন ক্যান? ব্লগার চিইন্যা কথা কইয়েন, নাইলে আপ্নের সব পোস্ট আমি কান ধইরা নির্বাচিত পাতা থিকা নামাইয়া দিমু, আমার যাস্ট একটা কমেন্ট করা লাগপে!
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বিনা ঝাতি আপনার কাছ থেকে এমন কারুকার্য কিংবা কারুকার্য বিহীন আরো কবিতা চায় !
অপর্ণা মম্ময় এর ভ্যান চাই !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: অপর্ণা মম্ময় এর ভ্যান চাই !
-- নুহা লেখতে লেখতে হের উপ্রে রেজা ভর করসে, উল্টাপালটা কথা কইতাসে, হের লেখা নির্বাচিত পাথায় রাখা যায় কিনা ভাপছি!
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: নুহা লেখতে লেখতে হের উপ্রে রেজা ভর করসে :#> :#> :#>
ঘটনা সত্য !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আফসুস, সে হইতে পারত নুহা, কিন্তু হইয়া গেল রেজা! আসলে এই জন্যই বলা হয়েছে- স্বাস্থ্য নহে, ব্যধিই সংক্রামক!
৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ,
সিঁড়ি ভেঙে ভেঙে চিলেকোঠার জানালায় টোকা দিতে গিয়েই কবিতার প্রান্তর যেন ডাক দিয়ে গেলো । মাঠ বন পেড়িয়ে কেমন উড়ে গেল সোনালী কবিতার চিল....
ছন্দ সুন্দর, ঝিলমিল ।
শুভেচ্ছান্তে ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস !
সিঁড়ি ভেঙে ভেঙে চিলেকোঠার জানালায় টোকা দিতে গিয়েই কবিতার প্রান্তর যেন ডাক দিয়ে গেলো । মাঠ বন পেড়িয়ে কেমন উড়ে গেল সোনালী কবিতার চিল.... - খুব সুন্দর করে বললেন তো!
কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দ হল!
শুভকামনা!
৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
বোকামন বলেছেন:
নির্মলা ঝিরিঝিরি শব্দের শব্দবৃষ্টি
ভিজে যেতে ইচ্ছে হয় ...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় বোকামন!
শব্দবৃষ্টিতে স্বাগতম! ভিজে চলুন ইচ্ছেমত!
শুভকামনা!
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: এক্সপেরিমেন্ট তো চলছে দারুণ, কবি!
চলুক, থামে না যেন। শুভকামনা রইল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর! পরীক্ষন চলবে!
আপনার জন্যও রইলো শুভকামনা!
৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ও হ্যাঁ, শুধু বিদেশী কবিরাই নন, আমাদের দাউদ হায়দার ও দারুন কিছু গ্রাফিক্যাল কবিতা লিখছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ দূর্জয় দা, আপনার তথ্যটা উপকারে আসবে! গ্রাফিক্যাল কবিতায় আগ্রহ তৈরী হয়েছে বেশ, দাউদ হায়দারের কবিতা সংগ্রহ করে পড়ে ফেলতে হবে!
চলুন, আমরা সবাই কিছু চিত্রময় কবিতা লিখে ফেলি!
শুভকামনা রইলো!
৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
অলওয়েজ ড্রিম বলেছেন: দারুণ করেছেন তো! আপনি তো মিয়া অন্তমিলযুক্ত ছন্দের কবিতায়ও অসাধারণ কিছু করে ফেলবেন। এই দিকটা একটু চিন্তাভাবনা করেন।
সৈয়দ শামসুল হক এই রকম অলংকরণযুক্ত কিছু কবিতার নিরীক্ষা চালিয়েছিলেন। তার একটি কবিতা মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধাদের উপরে লেখা। সেই কবিতায় একজন যোদ্ধার অবয়ব ফুটে উঠেছিল।
শুভকামনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সৈয়দ হকের কবিতাটা জুলিয়ান দা 'কবি' পোস্টে শেয়ার করেছিলেন, ওনার কাছ থেকেই সৈয়দ হকের কথা শুনেছি। গত কয়েকদিন চিত্রময় বিন্যাসে লেখা শুরু হয়েছে, শুরু ত্রিভুজ দিয়ে, দেখা যাক ভবিষ্যতে কি কি আনা যায়! তবে আমার বেশ মজাই লাগছে বলতে পারেন!
অন্ত্যমিলযুক্ত ছন্দে অল্প সামান্য লিখেছি, আমি খুব বেশী মজা পাইনা, কেমন যেন বন্দি লাগে, পছন্দের শব্দগুলোকে ইচ্ছেমত বসানো যায় না! তবে অন্ত্যমিল নিয়ে লিখবো!
বেশ কিছুদিন পড়ে পোস্টে আপনার দেখা পেলাম। জানি কাজের সুবাদে আপনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন! আপনার উদ্যমকে সবসময় অভিনন্দন!
শুভকামনা রইলো!
ভালো থাকুন!
৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০
মাহমুদ০০৭ বলেছেন: ভাই আমি ত আপ্নের কারবারে জায়গায় ফিদা ।
আপ্নের কবিতাইয় অহন থেইকা আমিও রেগুলার দাখিল হইলাম ।
এই কবিতার লেইগা আপ্নারে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ আশ্রাফী
প্রথম দুইটা কবিতা বেশি ভাল লেগেছে ।
ভাল থাকুন ভাই
শুইভকামনা রইল অনেক ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আপ্নের দেওয়া আশ্রাফীর শূন্য গুনতে গিয়ে আমার মাথা ঘুরা শুরু হইসে! আমার মনে হয় না গুইনা নিয়ে নেওয়াই ভালো হে সুলতান মাহমুদ! আপনার এই দরাজ দানে কবি শিহরিত, মুগ্ধ, প্রায় মূর্ছিত!
ভালো থাকুন অনেক!
শুভকামনা রইলো নিরন্তর!
৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
টুম্পা মনি বলেছেন: হা
হাহা
হাহাহা
হাহাহাহা
হাহাহাহাহা
দারুণ লাগল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: কী অসাধারণ টুম্পা মনি! শব্দ নিয়া অনেকেই অনেক কিছু বানাইল, তবে আপনি যে হাস্যরত মুণ্ডু ছিড়িয়া ত্রিভুজখানি বানাইলেন, তা এক কথায় অভূতপূর্ব!
৩৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
অলওয়েজ ড্রিম বলেছেন: ভাই, আজকেও আমার অফিস শ্রমিক আন্দোলনের ভয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তাই, ঢাকায় ফেরার লোভ আর সামলাতে পারি নি। এসেই পিসির সামনে বসলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আমিও সেটাই অনুমান করেছিলাম যে শ্রমিক আন্দোলনের কারনে আপনাকে পাওয়া গেছে! যাক, সময় যখন কিছু পাওয়াই গেল, শান্তিমত কিছু ব্লগিং করে নেন! আমরাও আপনার সাহচর্য পাই!
৩৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
গোর্কি বলেছেন:
-সম্পূর্ণ ভিন্ন শৈলীতে কবিতা পাঠে মুগ্ধতা। শুধুই মুগ্ধতা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ গোর্কি! আপনাকে কবিতায় পেয়ে অনেক ভালো লাগছে!
মাক্সিম গোর্কি আমার খুব প্রিয় একজন লেখক!
শুভকামনা রইলো!
৪০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১
শ্যামল জাহির বলেছেন: ডিজাইন করা কবিতা বেশ লাগলো প্রিয় কবি!
২প্লাস কবিতায়; আর ৩প্লাস ডিজাইনে।
মোট ৫প্লাস। আর সাথে ভাল লাগা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির ! ৫ খানি প্লাসে অশেষ ধন্যবাদ! আপনার ভালোলাগায় অনেক আনন্দ!
ভালো থাকুন!
অনেক শুভকামনা রইল!
৪১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: আমাকে নিয়ে বেশ কথা বলেছ দেখা যাচ্ছে তুমি আর অভি ।
কাল সকালে ব্লগে ঢুকলে টের পাবা। রাত পোহাতে দাও আগে ! মুহাহহাহহাহাহা
কবিতার প্যাটার্ন নিয়ে নিরীক্ষণ চালাতে থাকো। কবিতা লেখা সহজ কাজ নয় দেখা যাচ্ছে। শুভকামনা থাকলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
ওরে অভিরে, কী নিদারুণ হুমকি! আমি তো সকালে উইঠ্যা ভাবলাম সামু হাওয়া কইরা দিলো কিনা! রাত পুহালে কী হইবো দেখা যাক! রাত পুহালে সকাল হয়, সকালই হইসে, আর কিছু হইসে বলে তো মনে হচ্ছে না।
একটু আগেই কইলা কবিতা পোস্ট দেওয়া যাবেনা, মাত্র দুইটা মন্তব্যের পরে কইতাস কবিতায় নিরীক্ষণ চলুক! একটা অবস্থান নিলে সেইটার প্রতি আস্থা থাকা উচিত!
৪২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
একজন আরমান বলেছেন:
আপনার এই প্যাটার্নটাও ভালো লেগেছে। যদি অনুমতি দেন আপনার ত্রিভুজ প্যাটার্ন নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই।
প্রথম আর দ্বিতীয় কবিতাটা বেশি ভালো লেগেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায়, এইটা কী বললেন, আপনি যদি এই ফরম্যাটে লিখে আনন্দ পান তবে আমারও অনেক ভালো লাগবে, এখানে অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। খোঁজ নিলে দেখা যাবে আগে ত্রিভুজ ফরম্যাটে বহু কবিতা লেখা হয়েছে!
শুভকামনা রইলো আরমান! আপনার চিত্রময় কবিতার অপেক্ষায় রইলাম!
৪৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
জুন বলেছেন: কবিতাগুলো ভালোলাগলো অনেক ৎঁ ৎঁ ৎঁ
+
মনে আছে আমার ব্লগিয় জীবনের
প্রথম দিকে এক কবির পোষ্টে
আপনার মতন অবিকল
এমন প্যাটার্নেই আমি
মন্তব্য করতাম
হয় কবিতা
নয় কিছু
কথায়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, ধন্যবাদ নিন হে ইবনে জুন! আপনার মন্তব্যের কাহিনী শুনে মজা লাগলো! আপনি তাহলে অনেকদিন আগে থেকেই ত্রিভুজ আকারে মন্তব্য করে আসছেন কোনো এক কবির কবিতায়!
কবিতা পাঠে আনন্দ হল, সেই সাথে আপনার ত্রিভুজ মন্তব্যে তো বটেই!
শুভকামনা রইলো!
৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: কবিতা খুবই ভালো লাগলো কিন্তু ৎঁ শিরোনাম না দিলেই ভালো হইতো। মুগ্ধতা রেখে গেলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! আসলে ৎঁ এখানে কবিতার শিরোনাম না, প্যাটার্ন মিলানোর জন্য ব্যবহার করা, পরে দেখলাম এইটা কবির সিগনেটরি প্রতীকও থাকলো!
শুভকামনা!
৪৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: উনি (অপর্ণা আপু ) যে হারে হুমকি দেয়া শুরু করছে আমার ধারণা ওনার উপর রেজা নয় বন্ধু ভর করেছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিকই কইসেন তো! বন্ধু ভর করসে!
অভি, আপ্নেও একটু সাবধানে থাইকেন! আপনে ওনার ভ্যান চাইসেন, কী করে বলা মুশকিল!
৪৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
+
+++
+++++
+++
+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা ! নিচের প্লাসের বিন্যাসটাকে একটা বোমারু বিমানের ঝাক মনে হচ্ছে!
চমৎকার শিল্পকর্ম ভাই কান্ডারী!
৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
এক্সপেরিয়া বলেছেন: +
++
+++
++++
+++++
++++++++++++++
+++++
++++
+++
++
+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: আরও একটা বোমারু বিমানের ঝাঁক প্লাস বর্ষণ করে গেল!
ধন্যবাদ এক্সপেরিয়া!
শুভকামনা!
৪৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: বাহ খুব সুন্দর!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা আপু!
শুভকামনা রইলো!
৫০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৬
শান্তির দেবদূত বলেছেন: জিনিয়াস!! ভাই কি লিখেছেন এটা!! মুগ্ধ!
আমাদের প্রোগ্রামিং স্যাশনালে সংখ্যা/সিম্বোল দিয়ে পিরামিড, বিভিন্ন জ্যামিতিক ফিগার বানানোর সি-প্রোগ্রাম করতে হত। প্রায় ১৩/১৪ বছর পর সেগুলা মনে পড়ল!! কবিতাও এভাবে সম্ভব না দেখলে বিশ্বাস করতাম না!! গ্রেট!
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দেবদূত! আমিও এরকম কিছু প্রোগ্রামিং দেখসিলাম সি তে, তখন ফাঁকি দিসি, এখন কবিতায় প্যাটার্ন বানাইয়া পোষানোর চেষ্টা করছি!
আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম! সামনে আরও কিছু কাজ করার ইচ্ছা আছে!
শুভকামনা!
৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
রাইসুল নয়ন বলেছেন:
কিচ্ছু বলার নেই!!!
মুগ্ধ হয়ে ফিরে গেলেও মুগ্ধতা ঘিরে থাকে!!
এমন লিখতে লোভ জাগে,সাহস পাইনা!!!
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: এরকম লেখাটা কিন্তু মোটেই কঠিন না! দেখতেই জমকালো লাগে! আমি নিশ্চিত আপনি লেখার চেষ্টা করলে ভালো তো হবেই, আপনিও অনেক আনন্দ পাবেন!
শুরু করে দিন, আপনার চিত্রময় কবিতার অপেক্ষায় রইলাম!
শুভকামনা!
৫২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫
এম মশিউর বলেছেন: ইফতি ভাই,
আপনার কবিতার প্রেমে পড়ে গেছি!
কি সুন্দর বিন্যাস! কি অপরূপ তার শব্দ!
একজন জাত কবির বুঝি অনেক গুণ থাকে।
ভালো লাগা জানবেন।।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাই! কবিতা ভাললাগায় অনেক আনন্দ হচ্ছে!
কবিতার সাথে থাকুন!
শুভকামনা!
৫৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়তে পড়তে তো পাগল হয়ে গেলাম। আবেগ ও কবিতার ফ্রেম দুটোই অনবদ্য।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই! আপনার ভালোলাগা পাওয়াটা অনেক আনন্দের! নতুন ধরনের কিছু চিত্রময় কবিতা লেখার চেষ্টা করছি! আপনার ভালোলাগা অনুপ্রেরণা হয়ে থাকবে!
শুভকামনা রইলো!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ভাই ! যা শুরু করেছেন !
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !
কবিতা শুধু পড়ে না দেখেও মুগ্ধ হতে হয় !
ব্রিলিয়ান্ট বস !