নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর আমি তোমায় খুঁজি,
সুন্দর আমি তোমায় পূঁজি,
সুন্দর আমি তোমায় জাগি,
সুন্দর আমি তোমায় ভাবি!
তুমি ঠিক যতটুকু কল্পনা করতে পার, আমি ঠিক ততটুকুই সুন্দর হতে পারি,
তুমি ঠিক যতটুকু ভালবাসতে পার, আমি ঠিক ততটুকুই মানুষ হয়ে উঠতে পারি!
সুন্দর আমি তোমায় আঁকি,
সুন্দর আমি তোমায় রাখি,
সুন্দর আমি তোমায় মাখি,
সুন্দর আমি তোমায় সঁপি!
চাঁদ, তুমি কি কবির কল্পনা থেকেও সুন্দর হতে পার? আমার কল্পনায় তোমার জ্যোৎস্না যে নেশা ধরায়, তোমার ফোটনের পূর্নিমা কি তার থেকেও মাদকতাময়?
সুন্দর তুমি মোক্ষ আমার,
সুন্দর তুমি দুঃখ আমার,
সুন্দর তুমি মৃত্যু আমার,
সুন্দর তুমি মুক্তি আমার!
সুন্দরের আছে সাতখানি শঙ্খ,
যার সাত সুরে আছে সাত সমুদ্রের গান
সুন্দরের আছে সাতখানি ডানা,
উড়বার সাত আসমান, যার ওপাশে,-
আছে সাত স্বর্গের মরীচিকা বাসর!
সুন্দরের আছে সাতখানি বসন্ত,
সাত গোলাপের সুবাসে যার সাত পূর্নিমার ঘোর!
সুন্দরের আছে সাতখানি হিমালয়,
সাতছড়ি অরণ্যের নীল নীল সাতখানি রাত্রি জুড়ে,
হারিয়ে যাওয়ার সপ্তম অভিযানে,
তোর চোখে আমি এঁকেছিলেম সাতখানি স্বপ্ন!
সুন্দরের আছে সাতখানি বাসনা,
সাতখানি সূর্যের সাত রঙে,
যার পুড়বার সাত জনমের হাহাকার!
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!
সুন্দর আমি তোমায় খুঁজি,
সে তুমি প্রকৃত অথবা প্রাকৃত,
স্বাগত অথবা ব্রাত্য,
পাতালের অতল
অথবা নীলিমার নীল,
সে তুমি যেই হও,
জেন,-
আমি তোমার দাসানুদাস!
শুভকামনা!
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
মামুন রশিদ বলেছেন: মানুষ সুন্দরের পূজারী । সুন্দর মঙ্গলময়, আনন্দময় ।
ভাল লেগেছে কবিতা ।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর মঙ্গলময়, আনন্দময় ।
ধন্যবাদ মামুন ভাই! সুন্দরের কথা সুন্দর করেি বলেছেন!
শুভকামনা রইলো!
৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দরের অকাট্যা দলিল ভালো লাগলো।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দরের দলিল দস্তাবেজ সুন্দর হইলো কিনা এইটাই বিবেচ্য! হা হা
শুভকামনা কবি!
সুন্দর থাকুন!
৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
বোধহীন স্বপ্ন বলেছেন: "সুন্দর" লেগেছে ।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বোধহীন স্বপ্ন! স্বপ্নেরাই জগতে সুন্দর, আর যা কিছু, ওরা সুন্দর মেখে বসে থাকে!
সুন্দর থাকুন!
শুভকামনা!
৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ অন্যরকম লাগল লেখাটা। সুন্দর।
অটঃ পেপে খেয়েছেন তো
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কা_ভা! সুন্দরের কাব্য সুন্দর হওয়া তো জরুরী!
অটঃ পেপে তো মাথা উপ্রে দিয়াই উইড়া গেল, কেম্নে খামু? কাহিনী ভাইঙ্গা কন!
৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
মশিকুর বলেছেন:
সুন্দরের গান সুন্দর মানুষের মুখেই মানায়। এই গানে সুন্দর একটা +
আপনার ব্লগের নিক ৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁ হলে সোনায় সোহাগা হত।
শুভেচ্ছা প্রিয় কবি ৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁ
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: তিনটা খন্ড ত থাকায় পাবলিক উচ্চারন করতে গিয়া জিহবায় গিট্টু লাগায়ে ফেলে, আপ্নে কইতেসেন সাতটা!
ৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁ - এইটারে তো পুরা ট্রেন এর মত লাগে!
ধন্যবাদ সুপ্রিয় মশিকুর ভাই!
সুন্দর থাকুন!
৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সাতখানি সূর্যের সাত রঙে,
যার পুড়বার সাত জনমের হাহাকার!
বরাবরের মতো ব্যতিক্রমি/ দূর্দান্ত..।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্বপ্নচারী গ্রানমা!
সুন্দর শুভকামনা!
সুন্দর থাকুন!
৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬
মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর>> সুন্দর___
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহতাব! সুন্দর ভালোলাগায় সুন্দর আনন্দ!
সুন্দর কামনা!
৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! মরন! শুনলাম কারা যেন আপনাকে ইনবক্সে পেপে খাইতে দিতে চায়!!! তাই কইলাম আর কি
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে আমি তো ভুইলাই গেসিলাম, মাগার তুমি ভুলো নাই গুরু! একট গল্প কই তাইলে,- দুই তরুন শ্রমণ মানে বৌদ্ধ ভিক্ষু আর কী, তারা যাইতেসে তীর্থে। পথে একখানা সরু নদী পড়িল, নদীর পাড়ে এক তরুনী অপেক্ষা করিতেছে, সে একা পার হইতে পারিতেছে না। শ্রমণ দুইজন কে দেখিয়া সে কাতর কন্ঠে তাকে পার করিয়া দিতে অনুরোধ করিল! দুই তরুন শ্রমণ তো প্রথমে একটু ভ্যাবচ্যাকা খাইয়া গেল। আজীবন কৌমার্যের তপস্যা উহাদের, একজন তরুনীকে ধরে নদী পার করে দেওয়াটা সহজ নহে! একজন বেশ অবলীলায় গিয়ে তরুনীকে কোলে তুলিলো, অতঃপর নদী পার করিয়ে নামিয়ে দিল। অতঃপর আবার হাঁটা। অনেক ক্ষন পরে আরেক শ্রমণ জিজ্ঞেস করিল,- ভ্রাতা, তুমি যে তরুণীটিকে কোলে তুলিলে, তোমার কেমন লেগেছিল? অন্য শ্রমণ অবাক হইয়া বলিল- তুমি কার কথা বলিতেছ? ওহো, আমি তো ওই বালিকাকে নদী পার হয়েই কোল থেকে নামিয়ে দিয়েছি, তুমি এখনও তাকে কোলে নিয়ে হাঁটছ?
১০| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর তুমি মোক্ষ আমার,
সুন্দর তুমি দুঃখ আমার,
সুন্দর তুমি মৃত্যু আমার,
সুন্দর তুমি মুক্তি আমার!
!
!
সুন্দর তুমি ইফতি ভাইর কবিতাময়।
ভাললাগা হে কবি।
+++
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি!
সুন্দর থাকুন!
শুভকামনা রইলো!
১১| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
আমি ইহতিব বলেছেন: সাতছড়ি অরণ্যের নীল নীল সাতখানি রাত্রি জুড়ে,
হারিয়ে যাওয়ার সপ্তম অভিযানে,
তোর চোখে আমি এঁকেছিলেম সাতখানি স্বপ্ন!
সুন্দরের আছে সাতখানি বাসনা,
সাতখানি সূর্যের সাত রঙে,
যার পুড়বার সাত জনমের হাহাকার!
সুন্দর, অনেক সুন্দর।
** আগের পোস্টে দেখলাম আমার মেয়ের নাম জানতে চাচ্ছিলেন। ওর নাম ঈশিত্ব (ঈশিত্বর অর্থ সম্পদ)।
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ঈশিত্ব নামটা আগে শুনি নাই, বিরল ও চমৎকার নাম হইয়াছে আপনার কন্যার, ঈশিত্বর জন্য আদর রইলো! হে নুতন, সুন্দরের পিয়াসী হও, কারন সুন্দর যে তোমাদের পিয়াসী!
কবিতা পাঠে আনন্দ হল ইহতিব আপু!
শুভকামনা!
১২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক সুন্দর
সুন্দরম সুন্দরক্ষ সুন্দরানুভুতি
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে অরুদ্ধ সকাল !
সুন্দরম সুন্দরক্ষ সুন্দরানুভুতি
- সুন্দর করে বলেছেন!
শুভকামনা রইলো!
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 'Beauty is truth, truth beauty,—that is all. (John Keats)
কবিতার ভাবে ভাবিত হলাম।
সুন্দর যেন মৃত্যুর কারণ না হয়....
কবিকে অনেক শুভেচ্ছা
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে মইনুল ভাইকে কবিতায় পাইলেই তো ভালো লাগে!
'Beauty is truth, truth beauty,—that is all. (John Keats)
সত্যের আছে সহজাত সৌন্দর্যের অহঙ্কার, মিথ্যাও কী সুন্দর হতে পারে না? সুন্দর কি নৈতিকতার মত পক্ষপাতগ্রস্থ যে শুধু ন্যয়ের পথেই থাকবে?
মৃত্যুর মধ্যে সৌন্দর্য পাই না, কেউ মারা গেলে তাঁর সাথের সৌন্দর্যের অস্তিত্বও তো মারা যায়। পৃথিবীতে কোনো মানুষ না থাকলে ফুলকে কে সুন্দর বলবে, ভাববে?
শুভকামনা!
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
এহসান সাবির বলেছেন: বেশ লাগলো... দেখা হবে ভাই...
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই! আশা করি ঢাকাতেই দেখা হবে!
শুভকামনা!
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩
একজন আরমান বলেছেন:
সুন্দরের আছে সাতখানি হিমালয়,
সাতছড়ি অরণ্যের নীল নীল সাতখানি রাত্রি জুড়ে,
হারিয়ে যাওয়ার সপ্তম অভিযানে,
তোর চোখে আমি এঁকেছিলেম সাতখানি স্বপ্ন!
চমৎকার ইফতি ভাই।
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে আরমান!
সুন্দরের আছে সাতখানি বাসনা,
সাতখানি সূর্যের সাত রঙে,
যার পুড়বার সাত জনমের হাহাকার!
কবিতা ভালো লাগায় আনন্দ!
শুভকামনা রইলো!
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সে স্বপ্নবাজ!
সুন্দর শুভকামনা!
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮
মনিরা সুলতানা বলেছেন: সুন্দরের কাছে কিছু সুন্দর কবি ও থাকে যারা আমাদের কে সুন্দর চিনতে জানতে সাহায্য করে ...
কবিতায় ভাললাগা
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মনিরা সুলতানা! অনেক সুন্দর করেই বলেছেন!
সুন্দর থাকুন!
সুন্দর শুভকামনা!
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯
ভিয়েনাস বলেছেন: সুন্দর সুন্দর তাই তো চারিদিকে শুধু সুন্দরের জয়গান ...
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর সুন্দর তাই তো চারিদিকে শুধু সুন্দরের জয়গান ... - বাহ বাহ, সুন্দরের কথা সুন্দর করেই বললেন তো!
সুন্দর থাকুন!
শুভকামনা!
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “সত্যের আছে সহজাত সৌন্দর্যের অহঙ্কার, মিথ্যাও কী সুন্দর হতে পারে না? সুন্দর কি নৈতিকতার মত পক্ষপাতগ্রস্থ যে শুধু ন্যয়ের পথেই থাকবে?”
-হুম, চিন্তার বিষয় বটে। কীটস-শেলি-বায়রনদের সব কথাই যে কালোত্তীর্ণ, তাও নয়।
-তবু সুন্দর যেন কখনও অনাকাঙ্ক্ষিত হয়ে না ওঠে।
ধন্যবাদ আপনাকে প্রিয় ৎঁৎঁৎঁ
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: বিষয়টা চিন্তার না বলেন মইনুল ভাই! মিথ্যা তে কি সৌন্দর্য নেই? নাটক, কবিতা, সাহিত্য এর বড় অংশই কল্পনা, মিথ্যা- সেখানে তো আমরা সুন্দরেরই উপাসনা করি!
আপনার উপস্থিতি মানে কিছু চিন্তার খোরাক!
শুভকামনা রইলো!
২০| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:১২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বৃটিশরা এই দেশ ছাইড়া গেছে কবে আর আপনি এখনও সেই আমলের ভাব দিয়া কবিতা লেখেন। হায় আধুনিক কাল কি আদৌ আইবে!
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: হাহাহা, দারুন একটা মন্তব্য করেছেন জুলিয়ান দা,যেটা বেশ ভাবালো!
কাব্য বা দর্শনের ইতিহাস জ্ঞানটা আমার খুবি খারাপ, তারপরেও আমার মনে হয় আপনি রোমান্টিকদের ইঙ্গিত করেছেন! এবং আমি এই জায়গায় সহমত, এই কবিতা আমি একদিনের ভাব থেকে লিখি নাই, কিছু দিনের চিন্তা থেকেই লিখেছি। এবং এই চিন্তার সংজ্ঞায়ন ইতিহাস খুজলে সেইটা রোমান্টিকদের সাথেই বোধ হয় মিলবে। এখন রোমান্টিক তো শুধু ব্রিটিশ না , আমাদের রবীন্দ্রনাথও ছিলেন, আপনি আমাদের রোমান্টিকদের থুইয়া ব্রিটিশদের পিছনে লাগলেন ক্যান?দুনিয়ায় কেউ বইসা রোমান্টিক ভাব আবিস্কার বা অনুভব কইরা লিখলে সেইটা ব্রিটিশদের আমল আইবো সেইটা আপ্নে কোন বইতে পড়লেন বুঝলাম না! তবে আপনি আপনার এই মন্তব্যে বেশ ভাবিয়েছেন আমাকে, এই জন্যই আমি আপনাকে পছন্দ করি!
অবসর পাইলে আমারে একটু এই রোমান্টিক ভাববাদী বনাম আধুনিক ভাবের প্রচলিত ধারনা বিষয়ে জ্ঞান দিয়ে যায়েন! বিষয়গুলো জানা দরকার!
শুভকামনা!
২১| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দরের গান সুন্দর!
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! কবিতায় আপনাকে পেয়ে আনন্দ!
শুভকামনা রইলো!
২২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩
বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন: তিনটা খন্ড ত থাকায় পাবলিক উচ্চারন করতে গিয়া জিহবায় গিট্টু লাগায়ে ফেলে, আপ্নে কইতেসেন সাতটা! :-*
ৎঁৎঁৎঁৎঁৎঁৎঁৎঁ - এইটারে তো পুরা ট্রেন এর মত লাগে!
সুন্দর_সুন্দরের গান!!
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: বটবৃক্ষ, আপ্নে দুঃখের কথাতে এরাম হাসেন ক্যান?
সুন্দরের গানে আপনাকে স্বাগতম!
শুভকামনা রইলো!
২৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: কল্পনা এবং সুন্দরের সমাহারে ক্লান্তির স্পর্শ কি আসতে পারে?
দারুণ, কবি।
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর!
চমৎকার একটা প্রশ্ন করেছেন,- যেইটা আমি ভাবছি আর ভাবছি! একঘেয়েমির কাছে সুন্দরের তেজ বুঝি কমে যায়? বৈচিত্র আর নতুনত্বের আছে সুন্দরের সম্ভাবনাময় আবেদন, কিন্তু যা মানবিক, আদিমের মতই চিরন্তন, সেখানে ক্লান্তি কিভাবে সুন্দরের হন্তারক হতে পারে সেইটাই ভাবছি!
সুব্দর মন্তব্যর জন্য ধন্যবাদ প্রোফেসর!
শুভকামনা!
২৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সুমন কর বলেছেন: সুন্দরের গান ..................অনেক সুন্দর হয়েছে !!!
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা!
সুন্দরের কবিতা পাঠে আনন্দ!
ভালো থাকুন!
শুভকামনা রইলো!
২৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
ঝিনুক ওয়াজিহা বলেছেন: লেখায় যতটা সুন্দর শব্দ আছে তারচেয়ে বেশি সুন্দর হয়েছে লেখাটা
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম ঝিনুক ওয়াজিহা ! আপনার নিকখানা সুন্দর, ভালো লাগলো!
কবিতা পাঠে অনেক আনন্দ! এখানে আসলে শব্দের তেমন ঝঙ্কার, লুকোচুরি কিছুই নেই, তবে ভাবনাটাই মূল কথা!
শুভকামনা রইলো!
সুন্দর থাকুন!
২৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা বুঝি না। তবুও উঁকি দিয়ে গেলাম সাত আর সুন্দরের ছড়াছড়ি দেখতে।
শুভ সকাল বাঁশিওয়ালা
০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আসছে একজন, কবিতা বুঝিনা , ঢং! কবিতা কী গোলাপ ফুল যে গন্ধ নিতে হইবো! ইহা কী কতবেল যে লবন মরিচ দিয়া মাখাইতে হইব! ইহা কি সমীকরণ যে বুঝতেই হইবো! ইহা হইতেসে ফাঁকিবাজি মন্তব্য!
সুন্দরের সাতের প্রতি একটা পক্ষপাতিত্ব আছে বলে আমার ধারনা হয়!
শুভ সকাল হে সম্মানিতা সুপ্রিয়া ঔপন্যাসিকা মহোদয়া!
২৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সঁপি (সঁপিয়া> সাধু) সঁপে>আধুনিক
রাখি (রাখিয়া>সাধু) রেখে>আধুনিক
-এভাবে
পূঁজি
সাতখানি
এঁকেছিলেম
প্রসঙ্গত বলা যায় এ মন সব শব্দ সেই বৃটিশ আমলেই ব্যবহার হতো কবিতায়। বিশেষ করে রবীন্দ্রনাথ সাহেবের একচ্ছত্র অধিকার ছিল সেইসব শব্দাবলীতে। তা বলতে হলে কোনো গ্রন্থের উল্লেখ জরুরি নয় মনে করি।
এক সময় মানুষ জন পাতার পোশাক পরতেন। এখন যদি আপনি আমি পাতার পোশাক পরে অলওয়েজ ড্রিম-এর সাহিত্য আড্ডায় গিয়ে হাজির হই তাহলে কেমন হবে? কেউ কি বলবে না যে, আদিম যুগের অবসান হয়ছে অনেক আগেই। মানুষও সভ্য-ভব্য হয়েছে কম দিন হয় নাই। লজ্জায় কথাগুলাও কেউ বলতে না পারলেও অন্তত জোকার বা ক্লাউন বলতে ছাড়বে না।
আর আধুনিক ভাব বাদের জ্ঞান না দিলেও আজকাল চলে মনে করি। আপনিও সেই কালিদাসের আমলের কবি নন। অনুসন্ধান করেন পেয়ে যাবেন। অন্য কেউ যোগাড়যন্ত্র করে দেবে তা সব সময় প্রত্যাশাও অন্যায়।
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! পাতার পোশাক আইডিয়াটা মন্দ না জুলিয়ান দা, সাহিত্য আড্ডায় খাবে না, তবে ফ্যাশন শো এর জন্য, বিশেষ করে নতুন ফ্যাশন এর জন্য পাতার পোশাকের আদলের পোশাক হিট খাবে নিশ্চিত!
শব্দ প্রয়োগের আধুনিকায়ন বিষয়টা ভাবি নাই, আসলে জানা ছিল না তেমন একটা বিষয়টা, এখানে জানলাম এবং ভালো লাগলো। আমার কথা কিন্তু এইটা ছিল যে আপনি রবীন্দ্রনাথরে নিয়ে বলতে পারতেন, এইখানে যে উদাহরণটা দিয়েছেন, আমিও কিছু বুঝেছি, নতুন কিছু শিখেছি, আপনি উপরের মন্তব্যে সংক্ষেপে ব্রিটিশ ঘুরায়ে যা বলছেন তা বুঝতে কষ্ট হয়েছিল, তবে আমি যে লাইনে ভেবেছি সেইটা আমার ভাবনাকে ভাবিয়েছে!
আপনি জ্ঞান অর্থে জ্ঞান দেন নাই, আমি কিন্তু শিখতে পেরেছি, আমি আপনার কাছ থেকে প্রবন্ধ আশা করি নাই, অইগুলা কঠিন লাগে, ছোট ছোট করে শেখাটাই ভাল!
আরও অনেক কিছু বলার ইচ্ছা হচ্ছিল, তবে শেখার মতই অল্প অল্প করে বলাটাই ভাল!
শুভকামনা জুলিয়ান দা! আপনার উপস্থিতি আমি খুবি উপভোগ করি!
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর, সুন্দর, সুন্দর ইফতি ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সুপ্রিয় কান্ডারী ভাই!
শুভকামনা নিরন্তর!
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: ছোট্ট রকম সৌন্দর্য ! +++
শুরু থেকে তুমি বলে এসে শেষে তুই বলায় খটকা লাগলো !
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার সাথে দেখা নাই বেশ কিছুদিন! পোস্টে পেয়ে ভালো লাগছে!
আমার কিন্তু এটা প্রায় হয়, কিছু জায়গায় তুমি, আবার শেষে দেখা যায় তুই, এইটা নিয়ে মুশকিলে পড়ি! তবে এইখানে সমস্যাটা নাই। কারন এখানে প্রথম থেকে যে 'তুমি' সম্বোধন, সেইটা সুন্দর কে, আর শেষে যে 'তুই'- সেইটা প্রিয় মানুষ কে!
শুভকামনা রইলো আদনান ভাই!
৩০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: ওহ ! তাহলে ঠিক আছে । আমি একটু বিভ্রান্তিতে পরে গেছিলাম । হ্যাঁ বেশ কিছুদিন দেখা নেই, ব্লগে আসা হয়নি কিনা ! আশা করছি আবার নিয়মিত হবো !
০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: , কিন্তু আপনি যে আশঙ্কা করেছেন সেইটা আমার অনেক লেখাতেই চলে আসে! একটা লেখা তো আছে যেখানে প্রথম অর্ধেক তুমি আর শেষ অর্ধেক তুই!
মনযোগী পাঠের জন্য কৃতজ্ঞতা রইল!
শুভকামনা! আপনাকে সাথে পাওয়ার আশা রইলো!
৩১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
টুম্পা মনি বলেছেন: সুন্দর সুন্দর!!!!! সুন্দরের বর্ণনা অনেক সুন্দর লাগল।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! পাঠে সুন্দর ভালোলাগা!
শুভকামনা রইলো!
ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০
মোঃ ইসহাক খান বলেছেন: প্রকৃত সুন্দর খুঁজে পাবেন, এ কামনাই করি।
শুভেচ্ছা।