নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক আফ্রিকান সিংহ গর্জে উঠেছিল,
শ্বেতী হায়েনাদের জুড়ে বসা উপনিবেশ লুটপাটে,
সভ্যতা আর ধর্মের নীল বিষ ফেরী করা,
লোভী সাদা শুয়োরগুলো খেলেছিল রক্তের হোলি,
দাসত্বের শেকল পড়িয়ে, ওরা মেতেছিল কুকুর কুকুর খেলায়,
সেইবার এক আফ্রিকান সিংহ গর্জে উঠেছিল,- সাত অগ্নিগিরিরি হুঙ্কারে,
কিলিমানজারো পর্বতের চূড়া থেকে
উত্তমাশা অন্তরীপের হিম শৈলী সব দুলে উঠেছিল,
আফ্রিকার উর্বর সবুজ মাটি কেঁপে উঠেছিল শিহরণে।
তিনি এসেছেন,
পৃথিবীর বুকে আরেক সূর্য উঠেছিল তাই,
আকাশের সূর্য ফিস ফিস স্বরে ডেকেছিল সহোদরকে,- মাদিবা, মাদিবা!
সেইবার সব আফ্রিকান সিংহ গর্জে উঠেছিল- মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
*** আজ সকালে ঘুম থেকে উঠে খবর পেলাম মাদিবা আর নেই! আজ সকালে এক বিশেষ ঘটনা ঘটলো, আমাদের পৃথিবীর এক সূর্য ডুবে গেল, এখন থেকে আমাদের একটাই সূর্য আলো দেবে। কিন্তু মাদিবা, তোমার মঙ্গল আলোয় ভরে গেছে আমাদের অন্ধ বুক! ঘুমাও তুমি মাদিবা, আমরা জেগে আছি, ঘুমাও তুমি আফ্রিকার সিংহ, তোমার জাগিয়ে তোলা কালো আর সাদা সিংহেরা জেগে থাকবে আফ্রিকার প্রান্তরে, যেখানেই মানুষের শরীরের চামড়ার রঙ দিয়ে মানুষে মানুষে হবে ভেদ, সেখানেই তুমি আবার ঘুম ভেঙ্গে জেগে উঠবে মাদিবা, আমরা তোমাকে ভুলিনি মাদিবা!
*** ছবি কৃতজ্ঞতা- গুগল মামা!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
শুভকামনা!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
যাদের হাত দিয়ে এই পৃথিবী মানুষের বাসযোগ্য হয়েছে, তাদের অন্যতম একজন, মাদিবা!
পৃথিবীবাসি আপনাকে ভুলবেনা কোনদিন...
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
যাদের হাত দিয়ে এই পৃথিবী মানুষের বাসযোগ্য হয়েছে, তাদের অন্যতম একজন, মাদিবা!
পৃথিবীবাসি আপনাকে ভুলবেনা কোনদিন...
শুভকামনা মামুন ভাই!
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
ৎঁৎঁৎঁ বলেছেন:
যাদের হাত দিয়ে এই পৃথিবী মানুষের বাসযোগ্য হয়েছে, তাদের অন্যতম একজন, মাদিবা!
পৃথিবীবাসি আপনাকে ভুলবেনা কোনদিন...
শুভকামনা মেঘপাখি আর বৃষ্টির গল্প! আপনার নিকটা বেশ সুন্দর!
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
সোজা কথা বলেছেন: যেখানেই দেখা দিবে আমার আর কোন এক সাদা পরীর ভেদ সেখানেই তুমি জেগে উঠবে মাদিবা।
ভালবাসা সমেত শ্রদ্ধা জ্ঞাপন করছি।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
ভালবাসা সমেত শ্রদ্ধা জ্ঞাপন করছি।
শুভকামনা সোজা কথা!
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
এহসান সাবির বলেছেন: চমৎকার.....
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
শুভকামনা এহসান ভাই!
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
রোকসানা লেইস বলেছেন: শ্রদ্ধার সুন্দর প্রকাশ
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
শুভকামনা রোকসানা লেইস !
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: মাদিবা, তোমার মঙ্গল আলোয় ভরে গেছে আমাদের অন্ধ বুক! ঘুমাও তুমি মাদিবা, আমরা জেগে আছি, ঘুমাও তুমি আফ্রিকার সিংহ.....
চমৎকার হয়েছে।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা, সকালে খবরটা পেয়েই খুব কেমন লাগছিল! লেখাটা লিখে শান্তি পাইসি, বেশ কিছুদিন পরে কিছু লিখলাম!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
শুভকামনা রইলো দাদা! আশা করি দিন দিন আপনি আগের থেকে ভালো বোধ করছেন!
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাদিবা,
মানুষের সত্যি বাঁচায় নিরন্তর ছায়াসঙ্গী।
ভালো থেকো।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবা,
মানুষের সত্যি বাঁচায় নিরন্তর ছায়াসঙ্গী।
ভালো থেকো।
শুভকামনা দূর্জয় কবি!
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
সোমহেপি বলেছেন: এই মানবতাবাদীর প্রতি লাল সালাম।
লেখায় ভাললাগা
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: এই মানবতাবাদীর প্রতি লাল সালাম।
শুভকামনা সোমহেপি!
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
আদনান শাহ্িরয়ার বলেছেন: উত্তমাশা অন্তরীপের হিম শৈলী সব দুলে উঠেছিল,
আফ্রিকার উর্বর সবুজ মাটি কেঁপে উঠেছিল শিহরণে
বরাবরের মতই চমৎকার । খাঁটি একজন মানুষের জন্য খাঁটি একটা কবিতা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: তিনি এসেছেন,
পৃথিবীর বুকে আরেক সূর্য উঠেছিল তাই,
আকাশের সূর্য ফিস ফিস স্বরে ডেকেছিল সহোদরকে,- মাদিবা, মাদিবা!
লেখাটা পুরোপুরি আবেগে ভর করে লেখা, ভেবেছিলাম অনেক কিছু লিখবো, অনেক কিছুর প্রস্তুতি নিচ্ছিলাম, কেন জানি কবিতাটা এখানে এইভাবেই নিজেকে সমাপ্ত ঘোষনা করলো! আপনাদের ভালো লাগায় লেখা সার্থক!
শুভকামনা আদনান ভাই! সাথে থাকার জন্য নিরন্তর কৃতজ্ঞতা!
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
বেকার যুবক বলেছেন: সুন্দর! সুন্দর!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার মঙ্গল আলোয় ভরে গেছে আমাদের অন্ধ বুক! ঘুমাও তুমি মাদিবা, আমরা জেগে আছি, ঘুমাও তুমি আফ্রিকার সিংহ!
শুভকামনা রইলো হে বেকার যুবক!~
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
হাসান মাহবুব বলেছেন: শ্রদ্ধা রইলো এই মহান মানুষটির প্রতি।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: শ্রদ্ধা! শ্রদ্ধা! আসলে তার প্রতি আমরা কীভাবে শ্রদ্ধা জানাবো, সেই ভাষাটুকুও আমরা এখনও জেনে উঠতে পারিনি!
শুভকামনা হামা ভাই!
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
শ্যামল জাহির বলেছেন: পরম শান্তিতে ঘুমাও হে শান্তির দূত!
শ্রদ্ধা, শ্রদ্ধা আর শ্রদ্ধ।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: পরম শান্তিতে ঘুমাও হে শান্তির দূত!
শান্তির দূত বলে যদি কেউ থেকে থাকে, সে তিনি!
আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
বোধহীন স্বপ্ন বলেছেন:
কষ্ট পেয়েছিলাম খবরটা শুনে। আমাদের সময়ে বেচে থাকা পৃথিবীর অন্যতম একটি ভালো মানুষ বিদায় নিলেন
কবিতাটি সুন্দর।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের সময়ে বেচে থাকা পৃথিবীর অন্যতম একটি ভালো মানুষ বিদায় নিলেন
মাদিবার জন্য ভালোবাসা!
শুভকামনা রইলো বোধহীন স্বপ্ন !
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আরও বড় চাইতেছিলাম কবিতাটা । ভালো লাগছে খুব ++++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আমিও লেখা শুরু হওয়ার পরে বড় লেখার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কীভাবে যেন এখানেই কবিতাটা নিজেকে সমাপ্ত ঘোষনা করলো!
শুভকামনা নাজমুল ভাই!
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
দিবা স্বপ্ন বলেছেন: পৃথিবীকে বদলে দেয়ার জন্য যে মানুষটি সব সময় চেষ্টা করেছেন তার এই চলে যাওয়া আসলেই মেনে নেয়া যায় না।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবার জন্য ভালোবাসা! ওনার শরীর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু উনি বেঁচে থাকবেন আমাদের মাঝে!
শুভকামনা রইলো দিবা স্বপ্ন!
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
শুভকামনা রইলো অভি!
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: কিংবদন্তী এই নেতার প্রতি রইলো শ্রদ্ধা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কিংবদন্তী এই নেতার প্রতি রইলো শ্রদ্ধা
শুভকামনা রইলো মাসুম ভাই!
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
যেখানেই মানুষের শরীরের চামড়ার রঙ দিয়ে মানুষে মানুষে হবে ভেদ, সেখানেই তুমি আবার ঘুম ভেঙ্গে জেগে উঠবে মাদিবা, আমরা তোমাকে ভুলিনি মাদিবা! তুমি ঘুমিয়ে থাক এখন মাদিবা।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার মঙ্গল আলোয় ভরে গেছে আমাদের অন্ধ বুক! ঘুমাও তুমি মাদিবা, আমরা জেগে আছি, ঘুমাও তুমি আফ্রিকার সিংহ, তোমার জাগিয়ে তোলা কালো আর সাদা সিংহেরা জেগে থাকবে আফ্রিকার প্রান্তরে, যেখানেই মানুষের শরীরের চামড়ার রঙ দিয়ে মানুষে মানুষে হবে ভেদ, সেখানেই তুমি আবার ঘুম ভেঙ্গে জেগে উঠবে মাদিবা, আমরা তোমাকে ভুলিনি মাদিবা!
শুভকামনা রইলো স্নিগ্ধ!
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শ্রদ্ধা থাকবে মানুষটার প্রতি আজীবন । আপনার শ্রদ্ধার প্রকাশভঙ্গিটাও অসাধারণ ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবা, - চিরজীবী ভালোবাসা ও শ্রদ্ধায়!
শুভকামনা রইলো মাননীয় মন্ত্রী মহোদয়!
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
বটবৃক্ষ~ বলেছেন: তোমার মঙ্গল আলোয় ভরে গেছে আমাদের অন্ধ বুক! ঘুমাও তুমি মাদিবা, আমরা জেগে আছি,
কোটি মানুষের ভালোবাসার নাম ম্যান্ডেলা!!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: শান্তির আরেকনাম ম্যান্ডেলা,
ভালোবাসার আরেক নাম ম্যান্ডেলা!
শুভকামনা রইলো বটবৃক্ষ!
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধা রইল।
শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
শুভকামনা রইলো কান্ডারী ভাই!
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ! যথার্থ হয়েছে শ্রদ্ধাঞ্জলি....
নিচের লেখাগুলোতে আরও বেশি দগ্ধ হলাম...
কৃষ্ণাঙ্গদের খ্রিষ্টকে সালাম...
মাদিবার মৃত্যুতে শোকাহত...
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, আপনার উপস্থিতি মানেই সুন্দর একটা মন্তব্য!
মাদিবা নিজেকে শুধু কৃষ্ণাঙ্গ নয়, সাদা কালো নির্বিষেশে মানুষের খ্রিস্টে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, শান্তির পায়রার রঙ সাদা হলেও মানুষটা কালো!
শুভকামনা রইলো!
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
সায়েম মুন বলেছেন: বেশ লিখেছেন
মাদিবা, মাদিবা!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা তোমাকে ভুলবো না মাদিবা!
শুভকামনা রইলো সায়েম ভাই!
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
তওসীফ সাদাত বলেছেন: হুম..................
অসংখ্য শ্রদ্ধা তোমার জন্য, মাদিবা।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবা, তোমার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা- উজাড় করে!
শুভকামনা সাদাত ভাই!
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক সুন্দর।
বিনম্র শ্রদ্ধা রইল এই মানুষটির প্রতি।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবার জন্য ভালোবাসা!
শুভকামনা রইলো মহামহোপাধ্যায় !
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
মানুশটির স্মৃতির প্রতি অনেক শ্রদ্ধা জানাই।
ভাল হয়েছে লেখা।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবার জন্য শ্রদ্ধা, শ্রদ্ধা এবং শ্রদ্ধা!
শুভকামনা রইলো নাজিম ভাই!
২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
মোঃ ইসহাক খান বলেছেন: লেখা ভালো হয়েছে। মাদিবার জন্য শ্রদ্ধা।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: মাদিবার জন্য শ্রদ্ধা আর ভালোবাসা, উজাড় করে!
শুভকামনা ইসহাক ভাই!
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ।
আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!