নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সন্ধ্যায় এক আসরে জীবনের আর এক অসহ্য দমফাটানো রসিকতা শুনলাম! শুনে হাসি ধরে রাখা দায়, ঘটনার বিবরণদাতা প্রত্যক্ষদর্শী বৃদ্ধ পুলিশ কনস্টেবল, তার ভাষ্যতেই শোনা যাক-
বেশ কবছর আগের কথা বলতিসি। তখন আমার বর্ডারের কাছে এক গরুর হাটের ডিউটি। হাট থেকে ফেরার পথের এক মোড়ে আমাদের সারারাত পাহারা দেওয়া কাজ। অনেক ব্যবসায়ী গরু কিনে নিয়ে যায়, রাতে গরু ডাকাতি-ছিনতাই হয়। তখন আমরা গরুপ্রতি পাঁচটাকা করে নিতাম। একজন পুলিশ কনস্টেবলের বেতন আপনারা কত দেন জানেন?
বললাম- ধারণা আছে, আপনি বলতে থাকেন।
আচ্ছা তাইলে শুনেন- সারারাত যাদের গরু আমরা রাস্তায় জেগে পাহারা দেই, তাদের কাছ থেকে গরুপ্রতি পাঁচ টাকা আমাদের হক মনে করতাম, কেউ দিত, কেউ দিত না। যাই হোক এক রাতের কথা, এক চাষা গরু কিনে নিয়ে ফিরতেসে, যথারীতি আমরা ওর কাছে আমাদের হক দাবী করলাম। চাষা মুখ করুণ করে বলল- স্যার, গরু কিনে এক টাকাও সাথে নাই, এবারেরটা মাফ মাফ করি দেন!
আমাদের তো অভিজ্ঞতা কম না, নিয়মমাফিক ওরে আগাপাশতলা সব খুঁটায়ে চেক করলাম। আর বুঝেনই তো, পুলিশ ধরলে কিছুই হাতাইতে বাদ রাখে না! কিন্তু অবাক ব্যাপার, ওর শরীরের প্রতি ইঞ্চি হাতাইয়াও আমরা কোনো টেকা পাইলাম না! কী আর করা, ছেড়ে দিলাম চাষাকে।
মজা হল কিছুক্ষন পরে দেখি চাষাটা হন্তদন্ত হয়ে ছুটে আসতেসে, চোখমুখ আষাঢ়ের কালো আসমান! আয়সাই কয়
- সার, আমার টেকা হারায়ে গেসে!
- বলিস কী? তোর কাছে তো টাকাই নেই!
- ছিল সার, আমি মিথ্যে কথা বলিসি!
- অ্যাঁ! তোর কথা শুইনা তো আর আমি কই নাই তর কাছে টেকা নাই, পরীক্ষা করেই বলিসি!
- সার টেকা ছিল আমার!
- কোথায় ছিল হতভাগা? তোকে আমি নিজ হাতে হাতাইসি!
- স্যার, আপনি যে আমারে হাতাইবেন, আমি জানি, তাই আমি আমার গরুর পাছার মধ্যি পলিথিনে মুড়ায়ে রাখসিলাম, সামনে গরুর পাছা হাতায়ে দেখি নাই! সার, আমার পনেরশো টাকা! কাল আবার গরু কিনার জন্য রাখিসি, ওইটা টেকা না পালি আমার মান সম্মান থাকবি না সার!
চাষা একদম হাউমাউ করে উঠল! গরু তাইলে আসার পথে কোথাও তার জীবনের সবথেকে দামি গোবরটুকু ছাইড়া দিসে, তখন কিন্তু পনেরশো টেকা অনেক, গরুর গোস্ত ২০ টাকা কেজি।
এখন কেমন লাগে কন? চুদির ভাই, তোদের আমরা পাহারা দেই, পাঁচ টাকা করে নিই, তাতেই তর এতো লাগলো? আমাদের কাছ থেকে বাঁচার জন্য বলদের পাছায় টেকা লুকাইলি, এখন মুড়ি খা বইসা! রাগে মনে হইলো শালারে ধইরা পিটাই, কিন্তু ওর হাউমাউ কান্না দেইখা মায়াও লাগলো! যেমনে কান্তাসে, বউ বন্ধক রাইখা টেকা আনসে কিনা কে জানে!
রাস্তায় আলো নাই, অন্ধকার শুনশান, গরুর আসা যাওয়ায় রাস্তা ভর্তি গোবর, এখন ঐ সব গোবর হাতরাইয়া টেকা খুঁইজা বাইর করা কোনো মানুষের কাজ না, আর ও সারারাত বইসা খুঁজতেও পারবো না, রাত আরেকটু হইলে ওর আজ কেনা গরুটাও ও হারাইবো! অবস্থাটা বুইঝেন মিঁয়া ভাইয়েরা!
আমাদের কাছে আট ব্যাটারীর টর্চ ছিল, জানেন কিনা জানি না, এই টর্চ পাইতে কিন্তু লাইসেন্স লাগে! পুলিশ আর ডাকাত- এই দুই দল ছাড়া এই টর্চ আপনি পাইবেন না, আর চাষার বাচ্চা তো সাথে একটা ম্যাচের কাঠিও রাখে নাই।
যাই হোক, ওর কান্নাকাটি দেখে একটু মায়া লাগলো, কিছুদূর ওর সাথে টর্চ নিয়ে আমরাও খুঁজলাম, ও কিছু গোবর হাতাইলো, পাইলো না ! এদিকে রাত বাইড়া যাইতেসে, চাষা চোখ মুঝতে মুঝতে গেলো গা!
সারারাত জাইগা পাহারা দেওয়া কিন্তু ঝামেলার কাম ভাই। সময় যায় না, ঘটনা কিছু ঘটারও চান্স নাই, যারা ঘটাবে তারা জানে আমরা এই মোড়ে আছি, ঘটনা ঘটবে অন্য কোনো মোড়ে, পথে পথে কত মোড়! এখন আমরা একেক জন টর্চ হাতে ভাগ্য পরীক্ষা করতে বের হওয়া শুরু করলাম, টেকা না পাই, সময়টা তো যাবে! আর ভাই আমি পাইয়াও গেলাম! টর্চ মেরে যাইতে যাইতে দেখি এক গোবরের ফাঁক দিয়ে এক কোনা পলিথিন চকচক কইরা উঠল, বিসমিল্লাহ বলে টান দিয়ে দেখি মাল আমার হাতে, পলিথিনে মোড়ানো পনেরশো টাকা! হা হা, এই হল আমার গল্প!
ভাই টাকাটা কি করলেন?
বৃদ্ধ কনস্টেবল এবার একটু দার্শনিক হইলেন, সেটা তাকে হইতেই হইতো, এই পরিস্থিতিতে সবাই কম বেশী দার্শনিক বনে যায়।
তিনি আবার শুরু করলেন- শোনেন, আপনি জিজ্ঞেস করতেসেন চাষারে খুঁইজা ওরে আমি টেকা ফেরত দিলাম কিনা? এখন কন কীভাবে দিতাম? ঐ চাষারে এখন কই পামু? ওর টেকা হারাইসে, ও তো আর গরু কিনতে কাল এখানে আইবো না, আর ঐ রাতেই আমার হাটে শেষ ডিউটি, থানার ওসি রে দিমু? সে জমা রাখবে চাষারে ফেরত দেওয়ার জন্য? তাইলে আমারে শিয়ালের কাছে মুরগি রাইখা একটা ডিম খাওয়ায়েন! আর আমি গরীব এক মানুষ, পথে পনেরশো টাকা পাইসি, কেউ আমারে দেখে নাই, আমি কারোটা চুরি করলাম না, চাষা আমার সামনে থাকলে অবশ্যই আমি কিছু রেখে ওর টাকা ওরে আমি ফেরত দিতাম, কিন্তু ও আমার সামনে নাই, আমার সামনে শুধু গোবর ঘুইটা পাওয়া এতো গুলো টাকা, আমার লোভ পাহারা দেওয়ার কোনো পুলিশ তো ওইখানে নাই!
বুঝতে পারসি, অত টাকা, কী করলেন ঐ টেকা দিয়ে?
- এইটা আর জিজ্ঞেস কইরেন না, পথের টাকা পথেই উড়াইসি!
আসর থেকে ফিরতে ফিরতে ভাবছি- জীবন, তুমি এত হাসাও কেনে?
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দা!
ভালোবাসা জানবেন!
২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: আগে শুভেচ্ছা দিয়ে নিলাম।
কাহিনী ব্যাপক মজা পাইলাম।
পথের টাকা পথেই উড়াইসি!
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: আর বইলেন না, আমি কাহিনী শুইনা থ, বানানো গল্প না কিন্তু, যা শুনছি তাই বললাম! এর মধ্যের দর্শন আছে মজার একটা! সেইটার জন্যই গল্পটা শেয়ার করা!
আবারও ধন্যবাদ দাদা! আপনাদের ভালোবাসায় আমি নির্বাক!
৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আসর থেকে ফিরতে ফিরতে ভাবছি- জীবন, তুমি এত হাসাও কেনে?
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: জীবন তুমি এতো হাসাও কেনে! জীবনের প্রখর রসিকতা বোধ মাঝেই মাঝেই আমরা কাঁদবো না হাসবো সেইটা নিয়েই ঝামেলায় পড়ে যায়!
পাঠে ধন্যবাদ তনিমা!
শুভকামনা!
৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় *কুনোব্যাঙ*!
ভালোবাসা জানবেন!
৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ জন্মদিন প্রিয় কবি
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কান্ডারী ভাই!
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা!
ভালো থাকুন! সবসময়!
৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন ব্রাদার ...
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই!
ফুলটা খুব পরিচিত লাগছে? কলা ফুল নাকি? ছোটবেলার কথা মনে পড়লো! সুন্দর ছবি!
ভালোবাসা রইলো!
৭| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মনে হল ঐ সন্ধ্যার আড্ডায় বসেই গল্পটা শুনলাম...
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মুহাম্মদ জহিরুল ইসলাম! গল্পটা যিনি বলছিলেন তিনি অনেক সুন্দর করেই বলছিলেন, আমি শুধুমাত্র তার বয়ানটাই রাখারা চেষ্টা করেছি!
শুভকামনা রইলো!
৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১
মনে নাই বলেছেন: শুভ জন্মদিন।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মনে নাই!
শুভকামনা রইলো!
৯| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:০১
বিদ্রোহী বাঙালি বলেছেন: কপালে থাকলে ঠেকায় ক্যা?
গল্পটা পড়ে বেশ হাসি পেলো। সবাই দেখছি আপনাকে 'শুভ জন্মদিন' বলছে। আপনার কী আজ জন্মদিন নাকি? জানি না বলে জন্মদিনের শুভেচ্ছা জানালাম না। তবে সত্যিই যদি হয়ে থাকে, আমার ভালোবাসা নিবেন। ধন্যবাদ ৎঁৎঁৎঁ।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার জন্মদিন সত্যিই ছিল আর আপনার ভালোবাসায় আনন্দিত হইলাম!
কপালে থাকলে ঠেকায় ক্যা? - সেটাই, কপালে মজা লেখা থাকলে মিস নাই, এখন হাসিটা কে হাসবে এটাই প্রশ্ন!
শুভকামনা রইলো বিদ্রোহী বাঙালী!
১০| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ জন্মদিন
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই!
ভালোবাসা জানবেন!
১১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৮
রাতুল_শাহ বলেছেন: শুভ জন্মদিন।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাতুল_শাহ!
শুভকামনা রইল!
১২| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫১
পীরবাবা বলেছেন: শুভ জন্মদিন।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ জন্মদিন পীরবাবা! দোয়া রাখিয়েন!
শুভকামনা!
১৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৬
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন ইফতি
জন্মদিনে মানুষ ফুলের ঘ্রাণে ভাসে । কেককুকের গন্ধ চারদিকে মৌমৌ করে । আর আপনে কিনা গরুর পাছা আর গোবর হাতানোর গল্প লিখলেন!
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! জন্মদিনে আমরা ফুলের ঘ্রাণে ভাসতে চাই, প্রকৃত সত্য তো জন্ম মূহুর্তে কোথাও কোনো ফুলের গন্ধ থাকে না, আমাদের জন্ম প্রক্রিয়ার মধ্যে কোনো নান্দনিক সৌন্দর্যের ছিটেফোঁটা আছে কী?
কেককুকের গন্ধ চারদিকে মৌমৌ করে । - সিলেট আসার প্ল্যান আছে ভাই, আইসা আপনার কাছ থেকে কেককুক খাইয়া যামু!
ভালো থাকুন ভাই!
১৪| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪২
আহসান জামান বলেছেন:
শুভ জন্মদিন, ভালো থাকবেন।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহসান জামান ভাই!
ভালো থাকুন!
১৫| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় শরৎ দা!
ভালোবাসা জানবেন!
১৬| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট!
শুভকামনা!
১৭| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭
আম্মানসুরা বলেছেন: হা হা হা হা
আসলেই গল্পটা দারুন মজার।
শুভ জন্মদিন!
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আম্মানসুরা আপু! গল্পটা একই সাথে মজার, একই সাথে নির্মম!
শুভকামনা রইলো!
১৮| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
ভাই হাসুম না কাঁদুম কিছুই বুঝতে পারতেছিনা।
জোস একখান লেখা।
ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই হাসুম না কাঁদুম কিছুই বুঝতে পারতেছিনা। একদম এক কথায় বলে দিয়েছেন, আমাদের রসিকতায় শুধু হাসি পায়, আর জীবন রসিকতা করলে হাসি-কান্না দুইটাই আসে!
শুভকামনা রইলো দেশ প্রেমিক বাঙালী ভাই!
ভালো থাকুন!
১৯| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন। হাসির গল্প বেদনার গল্প আর নীতিবোধেরও । একথায় চমৎকার গল্প।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সেলিম ভাই! জীবন রসিকতা করলে আর কী করার আছে!
ভালো থাকুন!
শুভকামনা!
২০| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
মোঃ ইসহাক খান বলেছেন: সবাই রসিকতা করে, জীবন আর বাদ যাবে কেন?
শুভেচ্ছা রইলো।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: সবাই রসিকতা করে, জীবন আর বাদ যাবে কেন?- তাও ঠিক! তবে সে শুধু হাসিয়ে নয়, কাঁদিয়েও দুর্দান্ত রসিকতা করতে পারে!
ভালো থাকুন সুপ্রিয় ইসহাক ভাই!
২১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮
মিমা বলেছেন: সত্যি বলতে কি, নামকরণ আমার কাছে সার্থক মনে হয়েছে, তবে একটু অন্যভাবে। এটা আসলেই একটি অসহ্য রসিকতা, এবং কিছুটা নির্মমও বটে। একাধারে উঠে এসেছে দুর্নীতি, কষ্টের জীবিকা উপার্জন, দারিদ্র্য আর উপহাস। এখানে প্রকৃতি ব্যঙ্গ করেছে আমাদের সমাজ ব্যবস্থার। দুঃখজনক।
৫টাকা হোক কিংবা ১৫০০, টাকাগুলো নিজের করে আগলে রাখার জন্যে ডেসপারেট হয়ে আছি আমরা, কোন নোংরা ঘাটাঘাটিতেও পিছপা হইনা। এটা কি যথেষ্ট করুণ নয়?
আমার মতামত বললাম। শুভেচ্ছা।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: মিমা, আমার কাছে বিষয়টা এরকম- চাষা ঠিকই আছে, ওর থেকে ও পাঁচ টাকা কেন দেবে? এই টাকা বাঁচানোর জন্য যেটা সম্ভব সে করবে, মানুষ এই পন্থায় টাকা লুকিয়ে রাখে অনেক আগে থেকেই, জেলে বন্দী মানুষের জমানো টাকা থাকতো ওইরকম পন্থায়, 'প্যাপিলন' এ আগে পড়েছি, অরা বলতো চার্জার! তো চাষা তার জায়গাতে ১০০ ভাগ ঠিক! এখন আসেন পুলিশের কথায়, সে সারা রাত জেগে গরু পাহারা দেবে, সে পাঁচ টাকা দাবি করতেই পারে(পুলিশের বেতন এর পরিমান মাথায় রাখতে হবে) । পুলিশের জায়গাতে পুলিশ ঠিক। তারপরেও একজন অসহ্য হাসবে, তারপরেও একজন অসহ্য কাঁদবে! এইটাই জীবনের রসিকতা!
আপনি যেটা বলেছেন সেইটাও ঠিক আছে, এই রসিকতা যে আমাদের বেনিয়া মানবতার একটা ত্রুটি তুলে ধরে, সেইটা আপনি বলেছেন চমতকার করে!
শুভকামনা রইলো মিমা!
২২| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২২
আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন ইফতি ভাই।
গল্প পড়ে যতটা মজা না পেয়েছি তার চেয়ে বেশী মজা পেলাম মামুন ভাইয়ের মন্তব্য পড়ে।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইহতিব আপু!
হা হা, মামুন ভাই এর উত্তরে কিচ্ছু বলার নাই!
ভালো থাকুন!
২৩| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯
তাসজিদ বলেছেন: হা হা হা। বেশ লাগলো।
শুভ জন্মদিন।
তা বয়স কত হল। ????
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় তাসজিদ ভাই!
৩৩ হতে এক বাকি! কেউ কথা রাখবে না তখন!
শুভকামনা রইলো!
২৪| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪
চুক্কা বাঙ্গী বলেছেন: শুভ জন্মদিন।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চুক্কা বাঙ্গী ভাই!
শুভকামনা রইলো!
ভালো থাকুন!
২৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
অস্পিসাস প্রেইস বলেছেন: শুভ জন্মদিন ইফতি ভাই।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ জন্মদিন অস্পিসাস প্রেইস ভাই!
ভালো থাকুন!
২৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: জীবন মানেই রসিকতা , কেউ করে কেউবা শিকার হয় । পোষ্ট পরে দার্শনিক হয়ে গেলাম ।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: জীবন মানেই রসিকতা , কেউ করে কেউবা শিকার হয় । - আসলেই, দার্শনিক না হয়ে আর উপায় কী! সান্তনা তো লাগে!
ভালো থাকুন সুপ্রিয় আদনান ভাই!
২৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭
অরুদ্ধ সকাল বলেছেন:
শুভ জনমদিন ভ্রাতা
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় অরুদ্ধ সকাল!
ভালোবাসা জানবেন!
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: শুভ জন্মদিন !!!