নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
প্রশ্নমতে
মৌলিক স্বীকার্য এটা ছিল না যে আমি শুধু তোকেই চাই,
+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/
+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/+-*/
সপ্তম উপপাদ্য থেকে এক অচিন ধ্রুবক এসে প্রমান করলো-
দিন শেষে আমার কোথাও কেউ-কিছু ছিলোও না যাবার!
২
আমরা এখন ভালোবাসা চাই না, চাই সম্পর্ক!
তবে চল যাই, ভাসাই শেষ সর্বনাশের ঢেউ!
হয়ে যাক কিছু নখে নখে বিদ্যুৎ,
পাঁজরে পাঁজরে হুঙ্কার,
কলিজায় দাবানল,
মৃত্যুর মত নিশ্চিত লক্ষ্যে-
অন্ধচূড়ার যোনীদেশে পড়ে থাক মাতাল শিশ্ন অদ্ভূত!
৩
ছেঁড়া বৃত্তের পরিধি বেয়ে-
টুপ করে পড়ে গেল,
আর ফিরেও চাইলো না!
৪
কবি হতে গেলে তো দেখি মেলা দূর্ভাগ্য থাকতে হয়,
আমার কি ভাগ্য হবে- অত দূর্ভাগ্য কপালে আছে তো আমার!
৫
এখনি তো সময় লেখার,
দাবানল লাগলে যেমন,
সবুজ পাতারাও পুড়তে থাকে-
কবিতার যত আততায়ী উল্লাসে!
৬
উঠে দাঁড়া হতভাগা!
যেখানে তোর প্রেমিকাকে দেখতে আসে-
চৌধুরীবাড়ির চামার!
টিউশনি বাড়ির নাস্তার হাভাতে,
হলে ফিরে ভাঁজিস ফিল্ম বানানোর খেয়াল,
তুই মরে যা হতভাগা!
৭
কবি পড়ে থাকে ফুটপাথে,
কবিতা বেশ এসির বাতাস পায়,
কবি ডুবে যায় হিমে নীলে,
কবিতা তবু পিজা হাটে কফি খায়!
৮
ধুর ছাই! তোর জন্য শেষের কবিতাটা লিখতে গেলেই,
আমার আকাশ জুড়ে বেহুদা লোডশেডিঙ্গের অবরোধ,
তোর ছুঁয়ে দেওয়া বিদ্যুত স্মৃতি,
কালিমা থামিয়ে অন্ধ কলম ভাবে,
আর একবার ছুঁয়ে দিয়ে যা-
দেখ আলো হয়ে কেমন এক নক্ষত্র লিখি!
৯
বহুদিন পরে বৃষ্টি ছুঁয়ে,
বহুদিন পরে বৃষ্টিতে ঝরে,
বহুদিন পরে বৃষ্টিতে মিশে,
আমি একা তবু;
তুমি আমি মিলে
আমরা দুজন,
আমরা আবার,
সেই কবেকার
‘আমরা’ হয়ে যাই...।
১০
আমার আর একটুও ভাল লাগে না
এত কোটিতে ভাংচুর হয়ে গেছি!
অযুতে নিযুতে টুকরো বিখন্ড হয়ে গেছি...
আমি ছড়িয়ে গেছি, শুকিয়ে, মুড়িয়ে,
কাঁটাতারের সীমান্তের পিলারে পিলারে-
আপাদমস্তক গুড়িয়ে গেছি...
সাগরপারের ধবধবে সাদা বালির মত,
সকাল- সন্ধ্যা সময়ের আঙ্গুল গলে,
আমি ঝরে পড়ি, আমি ঝরে পড়ি...
১১
এমন যদি,
আবার যদি,
এমন হত,
এমন কভু,
আমরা দুজন,
আমরা আবার,
হাতটি ধরে,
আবার পথে,
আবার দুজন,
আবার যদি,
কখনও যদি,
হেঁটেই যেতাম!
বেঁচেই যেতাম!
১২
দেখ যদি কোন ভোরে
তোমার পথের ধারে,
আদিম আলিঙ্গন সিক্ত এক জোড়া
বকুল ঝরে আছে,
তবে সেদিনই বুঝে নিও
প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে-
সে আর ফিরবে না এই পথে...
১৩
মরুভূমির বুকে যখন জল মেলেনা,
মরীচিকার চেয়ে বন্ধু আর কে আছে?
প্রতি সাঁঝে আমার কথা ভেবেই প্রদীপ জ্বালো তুমি-
এই মায়াটুকু ছাড়া আমার আর কি থাকে?
১৪
প্রদীপ তুমি ঠিকই জান তাহলে,
আলোর ছোবলে অন্ধকার বাঁচেনা।
তাইতো কোলের নিচে অন্ধকার গুঁজে রাখ,
আর কে না জানে-
অন্ধকার ছাড়া প্রদীপ বাঁচেনা...
১৫
যে জীবনে মিলনের মূলসুত্রই না মেলা
সেই জীবনে সমান্তরাল রেখারা কভু মেলে না,
যদিও অসীমে মেলার স্বপ্ন বুনে চলে।
তারপরেও তুমি যদি আমাকে চাও-
তবে তুমি সমান্তরালই থেক...
১৬
অনেকদিন হয়ে গেল,
আমি কোন স্বপ্ন দেখিনা।
কি বলব অবস্থা এমন দাঁড়িয়েছে-
এখন একটা দুঃস্বপ্ন হলেও চলত!!!
১৭
কখনও কেউ দেখেছো নাকি,-
সমুদ্রের দেখা না পেয়ে এক নদী ফিরে গেছে পর্বতে?
কখনও কেউ শুনেছ নাকি,
কাঁটা না বিঁধিয়ে ফুটেছে ভালোবাসা মানুষ সরোবরে ?
১৮
ধার করা আলোই চাঁদের কত রূপ!!!
আর এদিকে দেখ,
বেচারা সূর্যের দিকে তো তাকানোই যায়না...
*** ইয়ে আজ কবির জন্মদিন, কবিতা না থাকলে হইতে পারে না, তাই নানা সময়ে লেখা কিছু নুড়ি কবিতা! সুপ্রিয় ব্লগ বন্ধুরা, তোমরা খুব ভালো করেই জানো তোমরা আছো বলেই আজ আমি কবি! তোমাদেরকে ভালোবাসা জানানোর ভাষা কবির জানা নাই, কিন্তু কবি জানে সব কিছু ভাষায় ফোটে না, কিন্তু মানুষ বুঝতে পারে, তাই আমি জানি তোমরা বুঝতে পার! গতরাতে একটা মজার পোস্ট দিয়েছিলাম, জন্মদিন মাথায় রেখে না, কিন্তু সেখানে সবাই যে ভালোবাসা জানিয়েছেন, আমি নির্বাক, ভাষা ফিরে আসা মাত্র আমি সবাইকে প্রতি শুভেচ্ছা জানাবো!
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় বোধহীন স্বপ্ন! অনেক দেরীতে রিপ্লাই করার জন্য সবার কাছে আপনার প্রতি মন্তব্যেই ক্ষমা চেয়ে নিচ্ছি!
৬ নম্বর আমাদের মত অনেক মধ্যবিত্ত স্বপ্নবাজের গল্প, দিনগুলো! তবুও তো স্বপ্ন ছিল!
ভালো থাকুন!
২| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫
আমিনুর রহমান বলেছেন:
নুড়ি কবিতা ভালোই হইছে ...
আবারও জন্মদিনের শুভেচ্ছা
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই!
নুড়ি কবিতা বড় কবিতার বীজ, জমায়ে রাখি, মুড আসলে বড় কবিতা বানায়ে ফেলি! হা হা!
ভালো থাকুন, লগের গুলারে সাথে নিয়ে!
৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন কবি।
কবি হতে গেলে তো দেখি মেলা দূর্ভাগ্য থাকতে হয়,
আমার কি ভাগ্য হবে- অত দূর্ভাগ্য কপালে আছে তো আমার!
দারুণ লিখেছো ইফতি।
যেখানেই থাকো ভাল থাকো সুস্থ থাকো...আর লিখতে থাকো সুন্দর সুন্দর কবিতা। তবে একটা শুভকামনা থাকলো দুঃখরা দূরে থাক.....সুখেরা ঘিরে থাক কবির জীবন জুড়ে। সুখ থেকে সৃষ্টি হোক সুখময় কবিতা ।
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: কবি হতে গেলে তো দেখি মেলা দূর্ভাগ্য থাকতে হয়,
আমার কি ভাগ্য হবে- অত দূর্ভাগ্য কপালে আছে তো আমার!
- এইটা আমরা যারা একদিন কবি হতে পারার সপ্ন দেখি, তাদের জন্য বড় বেদনার! বিষয়টা তুমুল প্যারাডক্সেরও বটে, কবির সৌভাগ্য হইতেসে তার কপালে অনেক দুর্ভাগ্য থাকা! কাঁঠালের যেমন আমসত্ত নাই, সুখী কবিও তো হয় না! আগে জানলে কবিতা লিখতাম না রে ভাই!
অনেক অনেক শুভকামনা রইলো সেলিম ভাই!
৪| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
এমন যদি,
আবার যদি,
এমন হত,
এমন কভু,
আমরা দুজন,
আমরা আবার,
হাতটি ধরে,
আবার পথে,
আবার দুজন,
আবার যদি,
কখনও যদি,
হেঁটেই যেতাম!
বেঁচেই যেতাম!
ছন্দের যাদু। যত পড়ি তত ভালো লাগে।
ধন্যবাদ সেই সংগে জন্মদিনের শুভেচ্ছা।
আগামীর কবি ভালো থাকুন নিরন্তর।
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: দুইটা করে শব্দ দিয়ে ছন্দ বুনতে আমার খুব মজা লাগে, এরকম আরো কিছু লেখা আছে, আপনার ভালো লাগাতে ভরসা পাইলাম!
কৃতজ্ঞতা রইলো হে বাঙ্গালী ভাই!
অনেক অনেক ভালো থাকুন!
৫| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১২
মোঃ ইসহাক খান বলেছেন: ভিন্ন ভিন্ন স্বাদের কাব্য!
অনেক শুভেচ্ছা রইলো।
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে সুপ্রিয় গল্পকার!
শুভকামনা রইলো নিরন্তর!
৬| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
বেলা শেষে বলেছেন: শুভ জন্মদিন কবি।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে কী সুন্দর ফুল! অনেক ধন্যবাদ বেলা শেষে! অর্কিড নাকি?
ভালোবাসা রইলো!
৭| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
***
সপ্তম উপপাদ্য থেকে এক অচিন ধ্রুবক এসে প্রমান করলো-
দিন শেষে আমার কোথাও কেউ-কিছু ছিলোও না যাবার!
***
আমরা এখন ভালোবাসা চাই না, চাই সম্পর্ক!
উদ্ধৃত কথাগুলো অসাধারণ।
এরপর
নিচে
যেতে
যেতে
পড়তে
পড়তে
চমৎকৃত হচ্ছিলাম আপনার শব্দ বুননের কারুকার্য দেখে। বেশ কিছু কবিতা ফেইসবুকে পড়েছিলাম বলে মনে পড়ে। আবারও পড়লাম, এবং নতু্নই মনে হলো। কবিতারা এমন, তারা চিরকালই অনধীত মনে হয়, আনকোরা ও নতুন থেকে যায়।
কবিতার বিভিন্ন অবয়ব দেখেও মুগ্ধ হলাম। খুব ভালো লাগলো।
আর, শুভ
শুভ
শুভ
জন্মদিন ইফতি ভাই।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় সোনা ভাই! আপনার ভালোলাগা বিশেষ কিছু দিল, আসলেই!
কবিতারা এমন, তারা চিরকালই অনধীত মনে হয়, আনকোরা ও নতুন থেকে যায়। - কবিতার জন্য এরকম সত্যি কথা খুব কম আছে। একটা লেখা কবিতা হয়ে উঠবে কিনা, সময়ই একমাত্র বলতে পারে সঠিক! জীবন কবির কবিতা গুলো ভাবুন? যতবার পড়েন, আনকোরা বিস্ময়! আমরা কি জীবনে এরকম একটা লাইনও লিখতে পারবো?!
অশেষ কৃতজ্ঞতা ভাই!
ভালো থাকুন!
৮| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮
মিমা বলেছেন: নুড়ি কাব্য গুলোয় একটা তীব্রতা ছিলো, কবিতাগুলো খুব প্যাশনেট ছিল। এবং একটা ফ্রেশনেস ছিল প্রতিটা বাক্যে। স্নিগ্ধতা, তীব্রতা, তীক্ষ্ণতার সাথে কুসুম কোমল ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গেছে আমার পাঠ অনুভূতির সাথে। একটা অদ্ভুত মিষ্টি ভালোলাগার জন্ম দিলো। চমৎকার ইফতি ভাই!
----------
একটা ঘোর বর্ষা সকাল। আকাশ তখনও কালো, ঝম ঝম করে অবিরাম বৃষ্টি ঝরছে তার আগের রাত থেকেই। অভিমানী কালচে মেঘে ছেয়ে যাওয়া আকাশে মাঝে মাঝেই কিছু আঁকাবাঁকা রুপোলী আঁচর পড়ছে, লাল, নীল বেগুনী হয়ে কেঁপে উঠছে প্রকৃতি। সেই মন-মাতাল করা বৃষ্টিতে নিশ্চুপ ভিজছে একটি নীল নয়নতারা ফুল। সেই ফুলে এক ফোঁটা শ্রাবণের জল।
সেই সতেজতার শুভেচ্ছা রইলো চন্দ্রখন্ড, জীবনের প্রতিটি ঋতু এমনি সজীবতার সাথে কাটুক, স্নিগ্ধ সুখের জীবনের সাথে আদ্র দুঃখ মিলেমিশে একাকার হয়ে যাক, এসব নুড়ি-কাব্যের মতোই দিনশেষে জীবন আপনাকে মিষ্টি ভালোলাগাময় স্মৃতি উপহার দিক।
এত্তগুলা শুভকামনা ইফতি ভাই, কবির কাছে এমন আরও অনেক কবিতা চাই।
শুভদুপুর।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: একটা ঘোর বর্ষা সকাল। আকাশ তখনও কালো, ঝম ঝম করে অবিরাম বৃষ্টি ঝরছে তার আগের রাত থেকেই। অভিমানী কালচে মেঘে ছেয়ে যাওয়া আকাশে মাঝে মাঝেই কিছু আঁকাবাঁকা রুপোলী আঁচর পড়ছে, লাল, নীল বেগুনী হয়ে কেঁপে উঠছে প্রকৃতি। সেই মন-মাতাল করা বৃষ্টিতে নিশ্চুপ ভিজছে একটি নীল নয়নতারা ফুল। সেই ফুলে এক ফোঁটা শ্রাবণের জল।
সেই সতেজতার শুভেচ্ছা রইলো চন্দ্রখন্ড, জীবনের প্রতিটি ঋতু এমনি সজীবতার সাথে কাটুক, স্নিগ্ধ সুখের জীবনের সাথে আদ্র দুঃখ মিলেমিশে একাকার হয়ে যাক, এসব নুড়ি-কাব্যের মতোই দিনশেষে জীবন আপনাকে মিষ্টি ভালোলাগাময় স্মৃতি উপহার দিক।[/si-
ইয়ে, নির্বাক হয়ে গেলাম, খুব সবাভাবিক ছিল এইটার জবাবে কিছু লেখা, কিন্তু ভাষা উড়ে গেছে, ফিরে আসলেও চেষ্টা করবো না, কিছু সুর বাজলে সেই আসরে অন্যেরা বাজতে প্রত্যাখ্যান করে!
আপনার কাছ থেকে অনেক লেখা চাই, ইউ গট সাম ম্যাজিক ফর সিউর!
শুভকামনা রইলো সুপ্রিয় মিমা!
অনেক অনেক ভালো থাকুন!
৯| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় অভি-কবি! সহ কবিও বলা যেতে পারে, আমাদের ব্লগীয় কবিতার চর্চা অনেকটাই সমসাময়িক!
শুভকামনা রইলো!
১০| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১
কয়েস সামী বলেছেন: oshadharon shob kobita| khub khub valor laglo.
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কয়েস সামী ভাই! কবিতা ভালো লাগায় ভালো লাগা!
ভালো থাকুন সবসময়!
১১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৫
উদাস কিশোর বলেছেন: চমত্কার
জন্মদিনের শুভেচ্ছা
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর!
শুভকামনা রইলো আপনার জন্য!
১২| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কবি।
নুড়ি কবিতা ভাল লাগলো।
সুন্দর হোক আগামী।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ কবি! ব্লগে লেখার শুরু থেকে যাদের পাশে পেয়েছি অবিরাম, আপনি সেই একজন!
ভালোবাসা রইলো!
ভালো থাকুন!
১৩| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
নুড়ি কবিতা ভালো লেগেছে। তবে এর শিরোনামে 'শের-ই-ইফতি' লেখায় কিঞ্চিৎ বিভ্রান্ত হলাম। কারণ 'শের' হতে হয় দুই ছত্রে সীমিত। কিছু কিছু বিশেষ ফর্মের কবিতার সুনির্দিষ্ট গঠন, ছন্দ এবং অন্ত্যমিল রয়েছে। যেমন-সনেট, ওড, এলিজি, শের, রুবাই, লিমেরিক ইত্যাদি। এমনিতে নিজের ইচ্ছে মতো ছন্দ, আকৃতি, অন্ত্যমিল (রেখে বা না রেখে) কবিতা লেখা যায়। কিন্তু উপর্যুক্ত যে কোন ফর্মে কবিতা লিখতে হলে তার নিয়ম যে মানতেই হবে, কবি।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, সঠিক জায়গায় হাত দিয়েছেন, শের ও শায়েরী হলে ঠিক হত, কিন্তু শের ও শায়েরী- ই- ইফতি শুনতে মজা লাগে না, তাই এই কাহিনী বলতে পারেন! পরবর্তীতে শের-ই-ইফতি বললে যা বলার দুই লাইনেই বলবো!
আস্তে আস্তে নানা ফর্মের ঘটনা জানার ইচ্ছা আছে, একদিন সাহিত্য আড্ডায় এইগুলারে ভেঙ্গে নসিহত করার আবেদন রইলো!
শুভকামনা ভাই!
ভালো থাকুন!
১৪| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মরুভূমির বুকে যখন জল মেলেনা,
মরীচিকার চেয়ে বন্ধু আর কে আছে?
আদিম আলিঙ্গন সিক্ত এক জোড়া বকুল
দূর্দান্ত,যথারীতি..!
অনেক মুগ্ধতা... আর শুভেচ্ছা ।
শুভ হোক প্রতিটি দিন ।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে স্বপ্নচারী গ্রানমা!
নুড়ি কবিতা ভালো লাগায় পর্বত আনন্দ!
শুভকামনা রইলো!
ভালো থাকুন!
১৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ভাল লাগল।
এককথায় মুগ্ধপাঠ।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়! কবিতা ভালোলাগায় আনন্দ!
শুভকামনা রইলো!
১৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭
এম মশিউর বলেছেন: দারুণ!
শুভ জন্মদিন ইফতি ভাই।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় মশিউর ভাই!
ভালোবাসা রইলো!
১৭| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩
মামুন রশিদ বলেছেন: আজকের কবিতাগুলো অন্যরকম । ছোট কিন্তু পিনাকলাগা ।
জন্মদিনে ডবল শুভেচ্ছা!
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, কবিতায় পিনিক থাকলে জীবন ধন্য!
ডাবল ভালোবাসা, রিডাবল শুভকামনা রইলো সুপ্রিয় মামুন ভাই!
ভালো থাকুন!
১৮| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮
সুমন কর বলেছেন: ছোট ছোট কবিতা ভাল লাগল।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা!
ভালোবাসা রইলো!
১৯| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
বটবৃক্ষ~ বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভাইয়াআআআআ!!!!!!! ^_^ ^_^ ^_^
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে বটবৃক্ষ!
অনেক অনেক শুভকামনা রইলো হে, মায়াবী ছায়া বিস্তারী এক বৃক্ষ হয়ে উঠ!
২০| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫০
বৃষ্টিধারা বলেছেন: চমৎকার ।
কেক কুক কই ?
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায়, কেক আনতে গেসিলাম, ছাতা নিতে ভুলে গেসি, সব কেক বৃষ্টিধারায় ধুয়ে গেল!
তাই খালি মুখে জানাতে হচ্ছে!
নেক্সট বার অবশ্যই ছাতা মাথায় কেক আনতে যাব!
২১| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১
বাকপ্রবাস বলেছেন: শুভ শুভ শুভ শুভ জন্মদিন
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ বাকপ্রাস!
শুভকামনা রইলো!
২২| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯
একলা ফড়িং বলেছেন: একদিন লেট শুভ জন্মদিন!!
প্রত্যেকটা কবিতাই সুন্দর, অনেক ভালো লেগেছে
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আর আমি বহুদিন লেট রিপ্লাই!
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হল!
ভালো থাকুন, উড়ুন, একলা দোকা, যখন যেমন!
২৩| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
কবিতাগুলো চমৎকার। আরেকবার পড়ার ইচ্ছা আছে।
ভাল থাকুন কবি।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় প্রফেসর শঙ্কু! আপনার ভালো লেগেছে, এইটা অবশ্যই খুব ভালো খবর!
ভালো থাকুন, লিখতে লিখতে চলে!
২৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: কবি হতে গেলে তো দেখি মেলা দূর্ভাগ্য থাকতে হয়,
আমার কি ভাগ্য হবে- অত দূর্ভাগ্য কপালে আছে তো আমার!
চরম হয়েছে ইফতি ভাই, নিখাদ চরম !
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই রে, বিষয়টা কিন্তু খুব ঝামেলার! তবে সৌভাগ্য আর দূর্ভাগ্য যাই কন, যন্ত্রনা মাফ নাই! ঝামেলা ছাড়া কবিতা নাই!
শুভকামনা রইলো সুপ্রিয় আদনান ভাই!
ভালো থাকুন!
২৫| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫
একজন আরমান বলেছেন:
২, ৭, ৯ দারুন লেগেছে।
কবির জন্য শুভকামনা।
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আরমান!
তোমার জন্য যুগল শুভকামনা!
ভালো থেক একা ও অনেকে!
২৬| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২
যীশূ বলেছেন: কতগুলো সুন্দর,
কতগুলো ভালো,
দিন শেষে অন্ধকার
রাত শেষে আলো।
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: দিন শেষে অন্ধকার
রাত শেষে আলো। - সেই পুরনো মুগ্ধতা!
সবুজ রাত্রির সুনীল সহচর,
প্রথম আমার পাশে বসে কেউ কবিতা লিখে অবাক করে দিয়েছিল,
একই চাঁদের দিকে নিজে হেঁটেছিলাম তুমুল,
বাঁশির সুরে লিখেছিল কেউ-
'বাঁশির সুরে কাঁদিস কেন,
কী আর হবে কেঁদে!
যে যাবার সে যাবেই চলে-
রাখিস কেন বেঁধে!'
ব্লগে স্বাগতম যীশূ!
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৪
বোধহীন স্বপ্ন বলেছেন: শুরুতে জন্মদিনের শুভেচ্ছা।
ওনেক সময় নিয়ে কবিতাগুলো পড়লাম। ৬ নম্বরটা বেশি স্পষ্ট, তাই বেশি ভালো লেগেছে।