নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
সারাদিন
বসে বসে বসে
তোমাদের টাকা গুনি,
সাদা শুকনা মুড়ি চিবাই,
আর সূর্য ডোবার আগ পর্যন্ত-
নিজেকে কয়েকবার করে খুন করি!
আজন্ম বেঁচে থাকবার উপর্যুপরি পাপে-
আমার মনে তখন কিছু দুঃখ এসে জমা হয়,
তোমাদের হেমন্তের সন্ধ্যায় মাঠের কোনে যেমন
লাজুক অন্ধকার কুয়াশায় মুখ থুবড়ে থাকে জুবুথুবু ঠাই!
আমি তখন আমার মায়াবৃক্ষের কাছে যাই,
আমি কিন্তু কোনো সিদ্ধার্থ নই,
বোধিবৃক্ষের সুড়ঙ্গে মাথা ঢুকিয়ে
নির্বাণ নগরের পাতানো রাজা হওয়ার
কোনো ইচ্ছে আমার কখনই জাগে নি।
তাই আমার আছে এক মায়াবৃক্ষ- তার চিরল সবুজ মায়া!
আমি আমার ক্লান্তিগুলোকে হলজীবনের ছাড়পোকার মত-
একটা একটা করে টিপে মারি,
সিদ্ধিমধু পান করে আবার আলো হয়ে উঠি,
আমার তখন খুব উড়তে ইচ্ছে করে,
আমার একটা রকেট আছে-
নাম বাঁশি বললে বোধহয় তোমরা বুঝবে!
তার ছয় ডানায় ছয় ভোর, শূন্যতার উড়ালযান!
আমি আমার রকেট-বাঁশির সুর পুড়িয়ে
অনন্ত নক্ষত্রবিথীর মাঝে হারিয়ে যাই,
ঈশ্বরের একান্ত বাগানের নেবুলা ফুলের সুবাস নেই,
গ্রহগুলোকে নিয়ে মার্বেলের মত কিছু কুড়মুঠ খেলি,
কয়েকটা তারা ধরে ধরে বাজির মত-
এক দেয়াশলাইয়ের কাঠিতে পুড়িয়ে ফেলি উৎসব উল্লাসে!
ওরা এক একটা সুরভিত কবিতার মত পুড়তে থাকে,
আমি মহাজাগতিক নেশায় মাতাল হয়ে-
উপড়ে ফেলতে চাই মহাবিশ্বের সমস্ত গন্ধমের নিষিদ্ধ শেকড়!
আর ঠিক তখনই-
টনক নড়ে ওঠে কপট-করুণাময় সুমহান ঈশ্বর বাবাজীর!
উনি বারোটার ঘন্টা বাজিয়ে আমাকে আবারো স্বর্গ থেকে বহিস্কার করেন,
নির্বাসন দন্ডের খর অপমান চোখে নিয়ে আমি কাঁদতে কাঁদতে
ফিরে আসি আবার তোমাদের জনারণ্যে- একা!
আমি চাই না আমার জন্য কেউ অপেক্ষার বেলী গাঁথুক,
কিন্তু আমার খুব সাধ হয়-
আমি কারো জন্য যেন-
রাত জেগে অপেক্ষায় থাকবো!
এবং আমি থাকিও তাই,
জানি কেউ ডাকবার নেই, তবুও-
আমি জেগে থাকি এক অজান অপেক্ষায়!
তারপর আবার ভোর হয়ে আসে,
আমি আবার বের হয়ে পড়ি,
তোমাদের যত রাস্তায়,
দুয়ারে, ফুটপাথে,
নীলিমা ছাড়া-
সর্বত্র!
আমি
সারাদিন
বসে বসে বসে
তোমাদের টাকা গুনি,
সাদা শুকনা মুড়ি চিবাই,
আর সূর্য ডোবার আগ পর্যন্ত-
নিজেকে কয়েকবার করে খুন করি...
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!
নববর্ষের শুভেচ্ছা রইলো!
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো কবি।
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কামাল ভাই!
আপনার ভালোলাগায় বিশেষ ভালোলাগা!
নববর্ষের শুভেচ্ছা রইলো!
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬
জমরাজ বলেছেন: আমি
সারাদিন
বসে বসে বসে
তোমাদের টাকা গুনি,
সাদা শুকনা মুড়ি চিবাই,
আর সূর্য ডোবার আগ পর্যন্ত-
নিজেকে কয়েকবার করে খুন করি...
ভাললাগা রইল ++
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জমরাজ! আপনার প্রো পিক এমন এক বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়, যার কথা আমরা ভুলে গেছি!
শুভকামনা আপনার জন্য!
শুভ নববর্ষ!
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২
অন্ধবিন্দু বলেছেন:
কবিতা !
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, কবিতা!~মানে কবিতা প্রচেষ্টাও বলতে পারেন!
আপনার নিকটা মজার!
নববর্ষের শুভেচ্ছা রইলো!
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
নিশাত তাসনিম বলেছেন: ++++
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম!
নববর্ষের শুভেচ্ছা!
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭
ডার্ক ম্যান বলেছেন: ভালো লাগলো কবির এই ধ্রুপদী কবিতা।
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ডার্ক ম্যান! কবিতা ভালো লাগায় আনন্দ হল!
নববর্ষের শুভেচ্ছা রইলো!
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: কবিতা আর অলংকরণ দুটোই চমৎকার!
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!
শুভ নববর্ষ!
আশা করি প্রথম দিনটা নতুন আলোয় ভালো কেটেছে আপনার, বাকি দিনগুলোর জন্য শুভকামনা!
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০১
আমিনুর রহমান বলেছেন:
ইহা কবিতা নাকি পিরামিড
নববর্ষের শুভেচ্ছা!
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: না, এইটা পিরামিড কবিতা না, পিরামিড কবিতা লেখসি দুইটা, সামনে পোস্ট দিমু নে!
নববর্ষের শুভেচ্ছা তোমাকেও সুপ্রিয় আমিনুর ভাই!
তোমার বাসায় হামলা দেওয়ার অপেক্ষায় আছি!
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!
কবিতার মাঝে কবিকে খুঁজে পেলাম ।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল আমি সারাদিন কী করি, সেইটার উত্তরে এইটা লেখা, পরে দেখলাম কবিতা হিসেবেও চলে! আপনারা কবিকে ভালোই চিনে ফেলসেন, ধরে ফেলসেন ঠিকঠাক!
নববর্ষের শুভেচ্ছা রইলো হে স্নিগ্ধ শোভন সহচর!
অনেক অনেক ভালো থাকুন!
১০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। জীবন-নিঙড়ানো। আমার খুব ভালো লাগে এমন কবিতা।
শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সোনাভাই! জীবন থেকে নেওয়া লেখা, কবিতা হিসেবেই চালিয়ে দিলাম! আপনার ভালোলাগায় সেই প্রচেষ্টা খুব সার্থক মনে হচ্ছে!
নববর্ষের শুভেচ্ছা রইলো ভাই!
১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: পিরামিড কবিতায় ভালোলাগা !
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বপ্নবাজ কবি!
নববর্ষের শুভেচ্ছা রইলো!
কবিতারা আসুক দল বেঁধে! কবিতা কুড়াবার জন্য পাশে একটা আঁচলও হেসে উঠুক খুব!
নিরন্তর শুভকামনা!
১২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
বোধহীন স্বপ্ন বলেছেন: বাস্তবতার কাছে এভাবেই আমরা বার বার পরাজিত হই।
আমি চাই না আমার জন্য কেউ অপেক্ষার বেলী গাঁথুক,
কিন্তু আমার খুব সাধ হয়-
আমি কারো জন্য যেন-
রাত জেগে অপেক্ষায় থাকবো!
এবং আমি থাকিও তাই,
জানি কেউ ডাকবার নেই, তবুও-
আমি জেগে থাকি এক অজান অপেক্ষায়!
লাইনগুলো বেশ নাড়া দিল। আমার মনের কথা কিনা, তাই...
১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: জানি কেউ ডাকবার নেই, তবুও-
আমি জেগে থাকি এক অজান অপেক্ষায়!
মনের কথা মিলে গেল দেখে তো মজাই লাগলো! হা হা!
শুভকামনা রইলো!
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
সোজা কথা বলেছেন: পিরামিডিয় জীবন কাব্যে ভালো লাগা।
১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোজা কথা!
ভালো থাকুন!
১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বন্ধু!
নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা রইলো!
১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
শামীম সুজায়েত বলেছেন: শুরু থেকে প্রতিটি লাইনের অক্ষর জোড় সংখ্যা। প্রতিবাদের ২টি করে অক্ষর বেড়েছে। এটি কবিতার বিশেষ দিক।
প্রথম লাইনে ২, পরের লাইনে ৪, তার পরের লাইনে ৬, তারপর ৮,
তারপরের লাইনে ১০, তারপর ১২,
তারপর ১৪, ১৬, ১৮............. দারুণ।
আমি
সারাদিন
বসে বসে বসে
তোমাদের টাকা গুনি,
সাদা শুকনা মুড়ি চিবাই,
আর সূর্য ডোবার আগ পর্যন্ত-
নিজেকে কয়েকবার করে খুন করি!
আজন্ম বেঁচে থাকবার উপর্যুপরি পাপে-
আমার মনে তখন কিছু দুঃখ এসে জমা হয়,
----------------------------------------------- ভাল থাকবেন। শুভ কামনা রইলো।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে রে, আপনি তো আমাকে হতবাক করে দিলেন শামীম ভাই! এই দিকটা আমি একেবারেই খেয়াল করি নাই! আসলেই তো!
তারপর আবার ভোর হয়ে আসে,
আমি আবার বের হয়ে পড়ি,
তোমাদের যত রাস্তায়,
দুয়ারে, ফুটপাথে,
নীলিমা ছাড়া-
সর্বত্র!
এই অংশটা আবার এডিট করলাম- ১৩,১১,৯,৭,৫,৩ এই ভাবে নেমে আসা, এবং এখন যেন আরেকটু মজা হল মনে হচ্ছে!
আপনি একটা দারুণ জিনিস আমাকে ধরিয়ে দিয়েছেন! কীভাবে আমার ভালোলাগা প্রকাশ করবো বুঝতে পারছি না!
আমি এরকম অক্ষর হিসেব করে আরো কিছু লিখবো পরে! আমি মজা পেয়েছি!
আপনার জন্য রইলো অনেক শুভকামনা!
ভালো থাকুন!
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অসাধারন!
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট! কবিতা পাঠে আনন্দ হল!
ভালো থাকুন!
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই!
নববর্ষের শুভেচ্ছা রইলো আপনাকেও!
যশোর আসলে ফোন দিয়েন, এখনো আমাদের যশোরে দেখা হল না!
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৬
বাকপ্রবাস বলেছেন: দারুণ কারুকাজ, ফরম্যাটটা ভাল লেগেছে, কবিতা না পড়েও চাইলে ছবির খোরাক মেটানো যায়, মাঝের মধ্যে এক্সপেরিম্যান্ট করলে ভাল, অন্য রকম একটা আমেজ আছে এমনটায়
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ বাকপ্রবাস! একটা ফুল সুন্দর একটা ফুলদানিতে সাজালে যেমন ভালো লাগে, কবিতার ব্যাপারেও অনেকটা এরকম, কবিতায় ছবি ছন্দটাকে দৃশ্যমান করে তোলে!
শুভকামনা রইল!
ভালো থাকুন!
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: সারাদিনের কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে কবিতা রচনা খুব মনে ধরেছে। বাস্তবতার নিষ্ঠুরতা, নিজস্ব হতাশা আর অপ্রাপ্তির গুঞ্জরন কবিতার পঙক্তিতে অনুরণিত হচ্ছে। ভালো লাগলো ৎঁৎঁৎঁ।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: বেঁচে থাকার লাইনগুলো ঠিক এরকম, কোথাও সাদাকালো, কোথাও এক চিলতে সবুজ, কোথাও বন্ধুর, কোথাও বা একটু আধটু রংধনু রংধনু!
নতুন বছরের শুভেচ্ছা রইলো বিদ্রোহী বাঙালী ভাই!
অনেক অনেক ভালো থাকুন!
২০| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় দূর্জয় কবি!
নতুন বছরের শুভেচ্ছা রইলো!
২১| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নাম বাঁশি বললে বোধহয় তোমরা বুঝবে!
তার ছয় ডানায় ছয় ভোর, শূন্যতার উড়ালযান!
আমি আমার রকেট-বাঁশির সুর পুড়িয়ে
অনন্ত নক্ষত্রবিথীর মাঝে হারিয়ে যাই,
অনেক ভালোলাগা, কবি...!!
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বপ্নচারী!
শুভকামনা রইলো!
আশা করি নতুন বছরের শুরুটাও ভাল হয়েছে!
২২| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২
হাসান মাহবুব বলেছেন: আহা সে! কত না অভিমান আর বঞ্চনা নিয়ে বসে আছে একাকী।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! এত অভিমান আর বঞ্চনা না থাকলে সে কবেই মরে যেত!
শুভকামনা রইলো হামা ভাই!
২৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: উপভোগ করলাম কবি!
শুভেচ্ছা।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে প্রোফেসর! আপনার ম্যাজিক পেনের জাদু কেমন চলে?
শুভকামনা রইলো!
২৪| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
তওসীফ সাদাত বলেছেন:
ভালো লেগেছে।
অলংকরণ টা খারাপ না, একটু অন্যরকম স্বাদ লাগলো ব্যাপারটায়।
২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তওসীফ সাদাত ভাই! অলঙ্করণে একটা মজা পাওয়া যায় বটে! আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হল!
নতুন বছরের শুভকামনা!
ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি
সারাদিন
বসে বসে বসে
তোমাদের টাকা গুনি,
সাদা শুকনা মুড়ি চিবাই,
আর সূর্য ডোবার আগ পর্যন্ত-
নিজেকে কয়েকবার করে খুন করি...
ভাল বলছেন ++++