নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

তোর জন্য

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

আগুন হয়ে পোড়াস যদি,

আমিও হতে পারি রাতজাগা তারার ওম!

মেঘ হয়ে কাঁদাস যদি,

হতে পারি বৈশাখের প্রথম বৃষ্টি, বিন্দুবৃত্ত ঝড়!

সাঁঝ হয়ে আমায় ফেরাস যদি,

হতে পারি তিমির তাড়ানিয়া সুর-

বাঁশি হয়ে উড়ে যাতে পারি দুঃসহ দিগন্ত পেরিয়ে।

গোলকধাঁধা হয়ে হারাস যদি,

আমিও হতে পারি আঁকাবাঁকা মেঠো পথ-

শুধু তোর পায়ে চুমু খাবো বলে,

শুধু তোর ধুলোয় নির্বাণ হবো বলে!

পর্বত চূড়ার মত শুভ্র আঁচলে একলা হলে,

তোর এক ছোঁয়াতেই আমি নদী হতে পারি,

ছুটতে পারি সমুদ্রে, বাসনার জলে ঝরতে পারি ঝর্ণা ঝরঝর।

তুই ভুলে গেলে আমাকে হতে হবে অনন্ত নীল-

নীলিমায় তাজা রক্ত ছিটিয়ে সিঁদুর রঙে বলতেই হবে-

ভালোবাসি তোকে!

ভালোবেসেছি তোকে!

ভালোবাসবোই তোকে!















*** কবিতাটা ব্লগার বটবৃক্ষের খুব পছন্দ হয়েছিল, তাহাকেই প্রদান করিলাম! সঙ্গত কারনেই সাথে টিঙ্কুর আব্বুকেও সংযুক্ত করা হইলো!







মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১

অপু তানভীর বলেছেন: কবিতা কম বুঝি !

তবুও শেষ তিন লাইন ভাল লাগলো বেশি !

ভালোবাসি তোকে!
ভালোবেসেছি তোকে!
ভালোবাসবোই তোকে!

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! কবিতায় যেহেতু বোঝার কিছু থাকে না, তাই কবিতা না বুঝলে কোনো অসুবিধা নেই! অনুভুতিতে অল্প সামান্য নাড়া দিলেই কবিতা সার্থক!

যুগল শুভকামনা রইলো হে!

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

জমরাজ বলেছেন: ভাল লাগা রইল।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জমরাজ! আপনার প্রো পিকটা এমন এক সপ্নের কথা বলে, যা ছিল খুবই সহজাত, তাই হয়ে গেছে আমাদের দুঃসহ দুঃখ! আমরা তো মৈত্রী আর ভালোবাসার বাংলাদেশ চেয়েছি, আমাদের শহীদেরা সম্প্রীতির জন্যই রক্ত দিয়েছিল, বিভেদ আর কলহের জন্য নয়!

শুভকামনা!

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: Very nice vaia

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দালাল০০৭০০৭!

শুভকামনা রইলো!

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

একজন আরমান বলেছেন:
শেষেই বেশি ভালো লেগেছে।

প্রথম দিকে বুঝি নাই। তারার ওম মানে কি?

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আরমান!

ওম মানে তো উত্তাপ, তাই তারার ওম হতে পারে রাত জেগে ডিউটি করা মিটিমিটি তারাদের আলোর মায়া!

শুভকামনা!

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতায় মুগ্ধতা। কিন্তু টিংকুর যে আব্বু আছে এই প্রথম জানলাম ;)

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈয়ে, আমি যতদূর জানি টিঙ্কু বিড়াল জগতের কোনো ধর্মগুরু নয়, তাই তার আব্বু থাকবে বলেই আমি মনে করি!

শুভকামনা রইলো হে সুপ্রিয় কান্ডারী ভাই!

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হে কবি আপনাকে বিশেষায়িত করার ভাষা আমার নেই। তবে একগুচ্ছ ভালোবাসা রইল।







আগুন হয়ে পোড়াস যদি,
আমিও হতে পারি রাতজাগা তারার ওম!
মেঘ হয়ে কাঁদাস যদি,
হতে পারি বৈশাখের প্রথম বৃষ্টি, বিন্দুবৃত্ত ঝড়!
সাঁঝ হয়ে আমায় ফেরাস যদি,
হতে পারি তিমির তাড়ানিয়া সুর-
বাঁশি হয়ে উড়ে যাতে পারি দুঃসহ দিগন্ত পেরিয়ে।
গোলকধাঁধা হয়ে হারাস যদি,
আমিও হতে পারি আঁকাবাঁকা মেঠো পথ-
শুধু তোর পায়ে চুমু খাবো বলে,
শুধু তোর ধুলোয় নির্বাণ হবো বলে!
পর্বত চূড়ার মত শুভ্র আঁচলে একলা হলে,
তোর এক ছোঁয়াতেই আমি নদী হতে পারি,
ছুটতে পারি সমুদ্রে, বাসনার জলে ঝরতে পারি ঝর্ণা ঝরঝর।
তুই ভুলে গেলে আমাকে হতে হবে অনন্ত নীল-
নীলিমায় তাজা রক্ত ছিটিয়ে সিঁদুর রঙে বলতেই হবে-
ভালোবাসি তোকে!
ভালোবেসেছি তোকে!
ভালোবাসবোই তোকে!

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দেশপ্রেমিক বাঙ্গালী ভাই!

কবিতা পাঠে আনন্দ!

ভালো থাকুন!

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মামুন রশিদ বলেছেন: দারুণ রোমান্টিক কবিতা ।



এত প্রেম আমি কোথা পাব নাথ, তাহারে হৃদয়ে রাখিতে..

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: এত প্রেম আমি কোথা পাব নাথ, তাহারে হৃদয়ে রাখিতে.. - আহা!

শুভকামনা রইলো মামুন ভাই!

৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তা, টিঙ্কুর আব্বু কবিতাটি পেয়েছিলেন তো, কবি সাহেব?

আমিও একটু ভালো-লাগা নিয়ে গেলাম :)

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: আবার জিগায়!

টিঙ্কুর আব্বু ফারস্ট হয়েছেন! :)

অনেক ধন্যবাদ মইনুল ভাই!

শুভকামনা!

৯| ০১ লা মে, ২০১৪ রাত ১:০৭

বটবৃক্ষ~ বলেছেন:



^_^ ^_^ ^_^

ভাইঈয়াাআআ!!!!
এত্তোওওওগুলা খুশি লাগছে!!!টিংকুও আপনাকে মিয়াও মিয়াও মাম্মা বলেছে!!সেও অনেক খুশি!!!! :#) :#) :#)

নীলিমায় তাজা রক্ত ছিটিয়ে সিঁদুর রঙে বলতেই হবে-
ভালোবাসি তোকে!


বেশি পছন্দ হয়েছে!!!

(দেরীতে দেখার জন্যে খুবি লজ্জিত ভাইয়া!! :( )

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাগ্নের জন্য একটা মাছভাজা বরাদ্দ করা হোক! আর ভাগ্নের তো বয়স বাড়তাসে নাকি? আমার বাসায় নিমো অনেক বড় হইসে, চূড়ান্ত পেইন দিতাসে সে সবাইরে!

শুভকামনা রইলো বটবৃক্ষ! আগে পরে কোনো বিষয় না হে!


১০| ০১ লা মে, ২০১৪ রাত ২:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ ছোট্ট সুন্দর কটি লাইন।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে সুপ্রিয় প্রোফেসর!

লিখতে লিখতে ভালো থাকুন!

১১| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

ভালো থাকুন!

১২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুধু তোর পায়ে চুমু খাবো বলে,
শুধু তোর ধুলোয় নির্বাণ হবো বলে!


অনেক ভালোলাগা কবি । ++

নির্বাণ কি হওয়া যায়, নাকি ... ?

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা!

তোমাকে পেলে আমি আমার নির্বাণ পেলে তুমি কি আমার নির্বাণ হও না?

শুভকামনা!

১৩| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

নিশাত তাসনিম বলেছেন: *** কবিতাটা ব্লগার বটবৃক্ষের খুব পছন্দ হয়েছিল, তাহাকেই প্রদান করিলাম! সঙ্গত কারনেই সাথে টিঙ্কুর আব্বুকেও সংযুক্ত করা হইলো! :)

কবিতা ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম! কবিতা পাঠে আনন্দ!


শুভকামনা!

১৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কবির বাঁশি হওয়ার ক্ষমতা আছে জানি। :)

সুন্দর কবিতা ।

০৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

শুভকামনা রইলো!

১৫| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো লাগলো কবি।

০৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ!

ভালো থাকুন নিরন্তর!

১৬| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪

তওসীফ সাদাত বলেছেন:
মুগ্ধ হলাম। তবে এত ভালবাসা ভাল না !!! প্যারা বেশি !!

০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: একদম! আপনার মন্তব্যে আমি মুগ্ধ হলাম! এত প্যারা নিয়ে কাজ কী?! ঝামেলার শেষ থাকে না! হা হা! আবার ট্রাজেডী হইতেসে প্যারা ছাড়া এই জিনিস হয়ও না!

ভালো থাকুন!


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.