নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস ও পাখি

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৫

একদা এক ক্রীতদাস

স্বপ্ন দেখেছিল

এক পাখি!



ডানায় সমুদ্রের গন্ধ,

চোখে ভোররাত্রির নিস্তব্ধতা

বুকে বেহুলা বাসনা ভাসিয়ে

সেইদিন এক ক্রীতদাস

ভালোবেসেছিল এক পাখি!



তার পায়ে বেড়ী ছিল, ইস্পাত

যদিও ঠোটে পোড়া বাঁশি

তার আকাশে মেঘ ছিল, সিঁদুর

যদিও কাঁধে ক্যাকটাস ঝাঁপি!



হাতে দৃশ্যমান ক্রুশ ঠোকা হয় নি

মুখে এক পেয়ালা হেমলক তুলে কেউ বলেনি- খাও!

শুধু এক পাখি থেমেছিল

গেয়েছিল পাশে বসে

সীমানা ভাংবার গান!



সেইবার এক জল

ভেসেছিল বাতাসে

হয়েছিল মেঘ

ঝরেছিল বৃষ্টি

আকাশে আকাশে!



সেইবার সেই ক্রীতদাস

ভালোবেসেছিল সেই পাখিটিরে

ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে!



পাখিরাও কি কখনও ভালোবাসে?

ডানা ঝাপটিয়ে উড়ে যাবার অনুবাদ কি সব জীবনেই চলে যাওয়া?

জানে শুধু দিগন্তে, ধূ ধূ

মিলিয়ে যায় যারা... ... ...



মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: পাখিরাও ভালোবাসে তার প্রানের পাখিরে যেমন মানুষ ভালোবাসে তার প্রিয়ারে। ভালোবাসা আছে বলেই প্রাণ আছে, আছে প্রেম ময় স্বর্গ ভূমি।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমারে তুমি অশেষ করেছ, সুন্দর বলেছেন!

পাখি যতই ভালোবাসুক, তাকে তো উড়ে যেতেই হয়, তাই ক্রীতদাস ভাবে ভাবে আর ভাবে- পাখিরা কি বাসতে পারে ভাল?

শুভকামনা!

২| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০০

অন্ধবিন্দু বলেছেন:

তার পায়ে বেড়ী ছিল, ইস্পাত
যদিও ঠোটে পোড়া বাঁশি
তার আকাশে মেঘ ছিল, সিঁদুর
যদিও কাঁধে ক্যাকটাস ঝাঁপি!


পাঠে তৃপ্তি পেলাম, ৎঁৎঁৎঁ।
শুভ কামনা পাখি ও ক্রীতদাসের জন্য ...

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু! আপনার ভালোলাগা- কবির আনন্দ! যদিও সেই ক্রীতদাস, থেকে যাবে সীমানা বন্দী, পাখিরা সব যাবেই উড়ে!

শুভেচ্ছা রইলো!

৩| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৩

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার কবিতা কবি

ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে!

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই!

ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে!

শুভকামনা রইলো!

৪| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য কবি !

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্বপ্নবাজ কবি!

শুভকামনা রইলো কবিতার, নিরন্তর!

৫| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: অনেকেই পাখিদের খাচায় বন্দি করে রেখে ভালোবাসে, মুক্তিতেই আনন্দ ধারা বহে। ক্রীতদাস বুঝি তেমনই আশা নিয়ে বেঁচে থাকে। একদিন সেও পাখিদের মতোই উড়ে যাবে অনন্তের আকাশে যেখানে সাদা মেঘেরা হাসে।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: একদিন সেও পাখিদের মতোই উড়ে যাবে অনন্তের আকাশে যেখানে সাদা মেঘেরা হাসে। -- এই আশাটুকুই বাচিয়ে রাখে ক্রীতদাসদের, যদিও তারা ভুলে যায় তাদের ডানা ছিল না! তবুও পাখিরাও গান শোনায় ডানাহীনদের, কেন শোনায় শুধু পাখিরাই জানে!

ফিরতি মন্তব্যে ভালোবাসা!

ভালো থাকুন!

৬| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১৬

সময়ের ডানায় বলেছেন: ... পাখিরাও কি কখনও ভালোবাসে?
ডানা ঝাপটিয়ে উড়ে যাবার অনুবাদ কি সব জীবনেই চলে যাওয়া?
জানে শুধু দিগন্তে, ধূ ধূ
মিলিয়ে যায় যারা... ...

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ডানা ঝাপটিয়ে উড়ে যাবার অনুবাদ কি সব জীবনেই চলে যাওয়া?

সময়ের ডানায় লেখা আছে উত্তর!

শুভকামনা!

৭| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: খুব ভালো লাগছে

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই!

শুভেচ্ছা রইলো!

৮| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লেখায় ভালো লাগা।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়!

শুভেচ্ছা রইলো!

৯| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ক্রীতদাস ও পাখীর কিন্তু প্রিয় স্বপ্ন থাকে ৷ হয়ত মুক্ত মাটি আর আকাশ...


শুভকামনা কবি ৷

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, অবশ্যই থাকে, কখনো ঐ প্রিয় স্বপ্ন গুলোই জাল আর বেড়ি হয়ে চেপে বসে! সব স্বপ্ন কি সবসময় মুক্তি দিতে পারে নাকি কখনও বন্দী করেও ফেলে?

মুক্ত মাটি আর খোলা আকাশ!

শুভেচ্ছা রইলো আলজাহাঙ্গীর!

১০| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

সামুস কিং বলেছেন: +++

২১ শে মে, ২০১৪ দুপুর ২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: শুভেচ্ছা রইলো সামুস কিং!

১১| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ডানা ঝাপটিয়ে উড়ে যাবার অনুবাদ কি সব জীবনেই চলে যাওয়া? এক কথায় অসাধারণ !

২১ শে মে, ২০১৪ দুপুর ২:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধণ্যবাদ মোঃ মোশাররফ হোসাইন!

শুভকামনা রইলো!

১২| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: সেইবার সেই ক্রীতদাস
ভালোবেসেছিল সেই পাখিটিরে
ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে!



-------- অসাধারণ আরেকটি কবিতা, মন্ত্রমুগ্ধের মত পড়লাম। প্লাস। এক্কেরে এ+। প্রশ্ন কিন্তু ফেইসবুকে পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রী মিলনের আমলের এ+

২১ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ একজন ঘূণপোকা! আপনার এই ভালো লাগা কবিতার আনন্দকে বাড়িয়ে দেয়!

জ্যাক নিকলসন আমার খুব প্রিয় একজন অভিনেতা, আপনারো দেখা যাচ্ছে!

শুভ দুপুর!

১৩| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:২৩

দি ভয়েস বলেছেন: চমৎকার বলেছেন ভাই ।

ক্রীতদাসের জন্য আহত হৃদয়ের শুভ কামনা রইল ।

২১ শে মে, ২০১৪ দুপুর ২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধণ্যবাদ দি ভয়েস!

আহত হৃদয়ের জন্য কবির শুভকামনা রইলো!

১৪| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:২৬

মামুন রশিদ বলেছেন: পাখির ডানা ঝাপটানির পলকা রেশ পেলাম কবিতায় ।

২১ শে মে, ২০১৪ দুপুর ২:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: শুধুই পাখির ডানা ঝাপটানো? শেকলের আওয়াজটা যায় নি তাইলে, সাউন্ড কার্ডে প্রুব্লেম!

শুভেচ্ছা রইলো মামুন ভাই!

ভালো থাকুন!

১৫| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে! +++++++++++++++++++++++++++++++++ অসম্ভব ভালো লাগা !

২১ শে মে, ২০১৪ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: সেইটাই জীবনের দুক্ষ, সেইটাই জীবনের আনন্দ!

শুভেচ্ছা রইলো আদনান ভাই!

১৬| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৪০

আপেক্ষিক বলেছেন: জানে শুধু দিগন্তে, ধূ ধূ
মিলিয়ে যায় যারা... ... ... ভাল লাগলো।

২১ শে মে, ২০১৪ দুপুর ২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আপেক্ষিক!

শুভেচ্ছা রইলো!

১৭| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:০৪

ডি মুন বলেছেন: বাহ, ভালো লাগলো কবিতা । যাকে বলে একাবারে মুগ্ধপাঠ। শুভকামনা রইলো

২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ডি মুন! কবিতা ভালো লাগলে আনন্দ হয়!


শুভেচ্ছা রইলো!

১৮| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: তার পায়ে বেড়ী ছিল, ইস্পাত
যদিও ঠোটে পোড়া বাঁশি
তার আকাশে মেঘ ছিল, সিঁদুর
যদিও কাঁধে ক্যাকটাস ঝাঁপি!


আপনার কাছ থেকে ভিন্ন রকম একটি কবিতা পেলাম। বেশ লাগল। চমৎকার।

২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা!

কিছুদিন বন্ধ রেখে আবার লেখা শুরু করেছি! ভিন্নতা আসলে সেইটা চেয়েছি!

আশা করি ভালো আছেন!

শুভদুপুর!

১৯| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে!

যেমন করে,

ভিখেরী প্রেমে পড়ে পোড়া ডাকাতের,
রাজকণ্যারাও কখনো প্রাসাদ ফেলে
প্রমে পড়ে পথহারা সৌম্য বাউলের...!

ভালোলাগা/ভালো থাকুন ।

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
ভিখেরী প্রেমে পড়ে পোড়া ডাকাতের,
রাজকণ্যারাও কখনো প্রাসাদ ফেলে
প্রমে পড়ে পথহারা সৌম্য বাউলের...!
সুন্দর বলেছেন স্বপ্নচারী গ্রানমা!
- চুম্বক তো বিপরীত মেরুকেই টানে!

শুভেচ্ছা রইলো!

২০| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
চমৎকার কবিতা। শেষের লাইনগুলো খুব তাৎপর্যপূর্ণঃ

পাখিরাও কি কখনও ভালোবাসে?
ডানা ঝাপটিয়ে উড়ে যাবার অনুবাদ কি সব জীবনেই চলে যাওয়া?
জানে শুধু দিগন্তে, ধূ ধূ
মিলিয়ে যায় যারা... ... ...

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনাভাই! আপনার ভালোলাগা বিশেষ গুরুত্বপূর্ণ!

শুভেচ্ছা রইলো!

২১| ২০ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

শুভেচ্ছা রইলো!

২২| ২০ শে মে, ২০১৪ বিকাল ৫:০৬

রাহি বলেছেন: সুন্দর! হেমলক ঘোর মনে হয় কাটেনি এখনো।

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! ঠিক ধরেছেন রাহি! হেমলক পান না করলে ঘোর কাটে কী না?!

শুভেচ্ছা রইলো!

২৩| ২১ শে মে, ২০১৪ রাত ১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শেষ চার লাইনেই সব রেখে দিলেন। সুপার্ব।

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ওস্তাদের মাইর না শেষ রাইতে দিতে হয় কবি? হাহা!

ভালো লাগায় ভালো লাগা!

ভালো থাকুন!

২৪| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে হে কবি।

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দেশপ্রেমিক!

শুভ দুপুর!

২৫| ২১ শে মে, ২০১৪ রাত ৯:১১

একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ একজন ঘূণপোকা! আপনার এই ভালো লাগা কবিতার আনন্দকে বাড়িয়ে দেয়!

জ্যাক নিকলসন আমার খুব প্রিয় একজন অভিনেতা, আপনারো দেখা যাচ্ছে!

শুভ দুপুর!


--- আবার জিগায়, প্রিয় না হয়ে উপায় আছে।

২২ শে মে, ২০১৪ সকাল ১১:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই, শালা একটা মহা জাউরা, চোখে মুখে এক্সপ্রেশন! কিন্তু কী যে ভালো লাগে! হা হা হা!

২৬| ২২ শে মে, ২০১৪ ভোর ৪:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: রূপকগুলো ভিন্নরকম। আনন্দ পেলাম।

২২ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে প্রোফেসর! আপনার ভালো লাগায় ভিন্নরকম আনন্দ পাই!

শুভকামনা!

২৭| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//সেইবার সেই ক্রীতদাস
ভালোবেসেছিল সেই পাখিটিরে
ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে! //


-কথা কিন্তু সত্য :)

ঘোর-লাগা কবিতা :)



কবি ৎঁৎঁৎঁকে অনেক শুভেচ্ছা...

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই!

শুভেচ্ছা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.