নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

এই পাতানো সময়ে

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

যদিও আমরা বেঁচেছিলাম

তোমাদের পাতানো সময়ে,

আমাদের বুকে ছিল

বাসনা ভৈরবীর মেঘলা আকাশ

আনুভূমিক উল্লাসের উল্লম্ব যাতনায়

শিরিষ সংশ্লেষণে, আমাদের হৃদয়ে

জমেছিল কিছু সবুজ বারুদ!

আমরা চাইলেই

কাঁধে তুলে নিতে পারতাম বিপরীত বন্দুক

বুলেটগুলো চুমু খেয়ে

জাগিয়ে তুলতো মৃত জলেদের গান

তোমাদের নদী

আমরা চাইলেই

উড়নচন্ডী ভালোবাসা বোমা ফাটিয়ে

মুড়ে দিতে পারতাম

তোমাদের কংক্রিট বাগিচা

নক্ষত্র ফুলের ঝাঁপি!

পথে পথে শিশুদের হাসি

প্রেমিকার আকুল চোখে-

ঝরো হাওয়া, রূপকথা মেঘ

চাঁদেরাও যেখানে,

টিপ হয়ে সাঁজে খুকুর কপালে

পশ্চিমের আঙিনায় রঙ ছিটিয়ে, সিঁদুর

ডুবে যেত যে সূর্য, সে ছিল

শেফালীর গোপন প্রেমিক-

ঘুম ভাঙ্গিয়ে ঝরাবে বলে!

আমরাও জানতাম

ডাকিনীবিদ্যার সিন্ধু তালাশ

বোবা চিৎকারে

যদি না তেজস্ক্রিয় কাঁটাতারে

বাঁধতে আমাদের দুই হাত

সুরম্য আঁধারে দুই চোখ

আমরা যদি না হতাম,

তোমাদের পাতানো সময়ের

অসহায় দাস!









****

গত সপ্তাহে আমার লেখালেখির দুই বছর পূর্তি হইলো! সেই উপলক্ষে একখানা মেগা কবিতা পোস্ট দিয়েছিলাম, কিন্তু ভূতুড়ে ব্যাপার, আমি লেখা তৈয়ার করে পোস্ট দিলাম রাত্রি সাড়ে বারোটায়, সেই পোস্ট টাইম মেশিনে চড়ে হাজির হল দুপুর সাড়ে বারোটায়! যার ফলে আমি নিজেই আমার পোস্ট সকল পাতা- নির্বাচিত পাতা কোথাও খুঁজে পাচ্ছিলাম না! আমার মত অনেকেই হয়তো না পেয়ে থাকবেন, তাই এখানে পোস্টখানার লিঙ্ক সংযুক্ত করিলাম! যাদের হাতে নষ্ট করার মত যথেষ্ট সময় বিদ্যমান, তারা ঘুরে আসতে পারেন, ইহা এক খানা স্মৃতিচারণ মূলক পোস্ট!

লিখতে লিখতে দুই বছর!

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: প্রথমদিকে আনুভূমিক উল্লাস আর শিশির সংশ্লেষণ জাতীয় শব্দ কিছুটা খটোমটো করে দিয়েছিলো। তবে পরে পেলাম সবুজ বারুদ, নক্ষত্রফুলের ঝাঁপি। ভালো লাগলো।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, প্রথম শুরুর অংশটা খটোমটো হয়ে গেছে একটু! দেখা যাক এইটাকে একটু টিউনে আনা যায় কিনা!

শুভেচ্ছা রইলো হামা ভাই!

২| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: পড়ে গেলাম।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!

শুভেচ্ছা রইলো!

৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমরা চাইলেই
কাঁধে তুলে নিতে পারতাম বিপরীত বন্দুক
বুলেটগুলো চুমু খেয়ে
জাগিয়ে তুলতো মৃত জলেদের গান


অসাধারণ এবং অনন্য !

আপনার কবিতার গাইতি গভীরতর খনি হতে হীরক তুলে আনছে !

অনেক ভালোলাগা রইল প্রিয় কবি ।

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা! আপনার ভালোলাগা অশেষ অনুপ্রেরনা! শব্দ অভিযানের সুপ্রিয় সহযোদ্ধা, সাথেই থাকুন!

অনেক শুভকামনা রইলো!

যখন আকাশে মেঘ,
তবু বৃষ্টিহীন,
তখন কবিতাই একমাত্র সম্বল!

৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবিতা । আপনার বর্ষপূর্তির পোস্ট সামুর কুখ্যাত বাগাক্রান্ত হয়েছিল মনে হয় ।

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বাগের চয়েস আছে, একদম বর্ষপূর্তির পোস্ট ধরসে, ভক্তি চইলা আসলো!

শুভকামনা রইলো মামুন ভাই!

৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৩৪

একজন ঘূণপোকা বলেছেন:
মিস করি নাই :)

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ঘূনপোকা! মিস করা ভাল না!

শুভেচ্ছা!

৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, কবিতাটায় অবাক কিছু পেলাম।

বর্ষপূর্তির শুভেচ্ছা!!

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সোনালী ডানার চিল, যে চিল নিজেও কবি, সে যদি অবাক, - আনন্দ বটে!

শুভকামনা রইলো কবি!

৭| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইল +++

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই!

ভালো থাকুন!

৮| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা!

শুভেচ্ছা রইলো!

৯| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৪০

আমি স্বর্নলতা বলেছেন: সুন্দর কবিতা। বর্ষপুর্তির শুভেচ্ছা জানবেন।

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বর্নলতা!

কবিতা পাঠে আনন্দ!

ভালো থাকুন!

১০| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:১৫

শের শায়রী বলেছেন: আহ অভিনন্দন ভ্রাতা। কেমন আছেন?

অনেক অনেক দিন পর আপনার অনুভুতির মুগ্ধ আবেশে নিজেকে ভালোলাগায় আপ্লুত করলাম।

হয়ত খেয়াল আছে এক সময় আপনাদের সাথে সামান্য দুই একটা পোষ্ট দিয়েছিলাম অনেক দিন পর সামুতে এসে আপনাদের দেখে পুরানো ভালোলাগা গুলো ঝাপি খুলে দিল।

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি পৃথিবীর একমাত্র শের যারে দেখে উল্টো দৌড় না দিয়ে বুকে টানতে মন চাইতেসে! কতদিন পরে আপনার দেখা পাওয়া গেল! এতদিন কোথায় ছিলেন?!

আপনার পোস্ট ভোলার কোনো উপায় কারণ কিছুই তো দেখি না! কী চমৎকার সব মজার মজার বিষয়ে লিখতেন, অনেকের প্রিয় ব্লগার ছিলেন আপনি! আশা করি এখন নিয়মিত আপনার দেখা পাওয়া যাবে!

অনেক ভাল লাগছে আপনাকে দেখে!

১১| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

সোমহেপি বলেছেন: অসাধারণ কবিতা ।
অনেক ভালোলাগা।

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সোমহেপি! অনেকদিন পরে আপনার দেখা পেলাম! আশা করি ভাল আছেন!

অনেক শুভকামনা রইলো!

১২| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পাতানো সময়েই দ্বি বর্ষ পুর্তি শুভেচ্ছা গ্রহণ করেন কবি !

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ রইলো হে কবি! ব্লগে আমরা মোটামুটি একই সময়ে লেখা শুরু করেছিলাম, না? বেশ কিছুটা পথ কিন্তু পাশাপাশি থাকা হল!

শুভেচ্ছা নিন সহকবি!

১৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বরাবরের মতোই গ্রাস করা শব্দগুচ্ছ !

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আদনান ভাই!

অনেক শুভেচ্ছা রইলো!

১৪| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই! বেশ কিছুদিন পরে দেখা হ্ল, ভালো আছেন আশা করি!

শুভকামনা!

১৫| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লাগল বিষন্নময় কবিতা ৷



দ্বি-বর্ষপুর্তির অভিনন্দন কবি ৷ কবিতায় থাকুন আর আমাদের সাথে রাখুন ৷

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: চলুন আমরা সবাই কবিতার হাত ধরে হাটতে থাকি, তাহলে সবাই একসাথেই হাঁটা হবে!

অনেক ধন্যবাদ আলজাহাঙ্গীর!

১৬| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হে কবি, লেখার দুই বছর পূর্তি উপলক্ষ্যে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, অনন্তর ভালোবাসা।






যদিও আমরা বেঁচেছিলাম
তোমাদের পাতানো সময়ে,
আমাদের বুকে ছিল
বাসনা ভৈরবীর মেঘলা আকাশ
আনুভূমিক উল্লাসের উল্লম্ব যাতনায়
শিরিষ সংশ্লেষণে, আমাদের হৃদয়ে
জমেছিল কিছু সবুজ বারুদ!
আমরা চাইলেই
কাঁধে তুলে নিতে পারতাম বিপরীত বন্দুক
বুলেটগুলো চুমু খেয়ে
জাগিয়ে তুলতো মৃত জলেদের গান
তোমাদের নদী
আমরা চাইলেই
উড়নচন্ডী ভালোবাসা বোমা ফাটিয়ে
মুড়ে দিতে পারতাম
তোমাদের কংক্রিট বাগিচা
নক্ষত্র ফুলের ঝাঁপি!
পথে পথে শিশুদের হাসি
প্রেমিকার আকুল চোখে-
ঝরো হাওয়া, রূপকথা মেঘ
চাঁদেরাও যেখানে,
টিপ হয়ে সাঁজে খুকুর কপালে
পশ্চিমের আঙিনায় রঙ ছিটিয়ে, সিঁদুর
ডুবে যেত যে সূর্য, সে ছিল
শেফালীর গোপন প্রেমিক-
ঘুম ভাঙ্গিয়ে ঝরাবে বলে!
আমরাও জানতাম
ডাকিনীবিদ্যার সিন্ধু তালাশ
বোবা চিৎকারে
যদি না তেজস্ক্রিয় কাঁটাতারে
বাঁধতে আমাদের দুই হাত
সুরম্য আঁধারে দুই চোখ
আমরা যদি না হতাম,
তোমাদের পাতানো সময়ের
অসহায় দাস!

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ সুপ্রিয় দেশ প্রেমিক বাঙালী ভাই! আপনাদের ভালোবাসায় আমি অভিভূত! কবিতার কাছে আমার অনেক ঋণের একটা হল চমৎকার কিছু মানুষ সাথে পাওয়া!

ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.