নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকূল অন্ধকার
সৌমিনী সন্ধ্যা পেরিয়ে
ঝাঁঝালো ঝুম গন্ধ, ফিরে আসে
ঝাক ঝাক টিয়া, বোকা গাছেদের আদর!
বুনো শালিকের দল, ঠোঁটের তুলিতে মাখছে
নকশীকাঁথার মাঠ, ডুবো পাহাড়ের চুড়োয়
বন্দী হচ্ছে দুঃখ জাগানিয়া বাতিঘর,
প্রবাল প্রাচীরে প্রাণ পরিযায়ী, জলের পাথুরে কোল
বুকের পাজরে তাক তাক সাজিয়ে রাখা, তালাচাবি
কুমারী বেহালা তান, নাকি অর্কেস্ট্রা অভিমান!
হাতে বোবা ব্রেসলেট, কাঁধে আনন্দলতা শব
হৃদি সরোবরে- চিরল ছায়া
উদ্বায়ী উল্লাস উড়ে যায়, ডানামেলে- দুঃখ রাঙা পাখি
মাছ তো জলেরই পাখি, ওদের আঁচলে মুক্তো জমে
তবু, মেঘ উড়ে মন মেঘ উড়ে যায়
সাঁঝ নামলেই, কুয়াশার ফুলে,
রাত্রি আকূল, নির্বাক চৌকাঠ জানে
কার কপালে আঁধারের রাজটীকা, শয্যা জারুল!
চূর্ণ অলক, সিঁথির সিঁদুর নীলিমায় চুর
জেগে থাকে ঘুম
ঘুমায় আলোর গান!
কামনার ক্যারাভানে নীল বাঁশি
টিনের হুইসেলে নতজানু ল্যাম্পপোস্ট, নিচে
ভাগ্য গুনছে ক্রিস্টাল মহাকাল!
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দুঃখ বিলাস!
শুভকামনা রইল!
২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
একরাশ ভালোলাগা।
+++
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ!
একরাশ শুভকামনা রইলো!
৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১:৩৩
বোকামানুষ বলেছেন: আরও কয়েকবার পড়তে হবে নিহিত অর্থ বুঝার জন্য
কঠিন কবিতার ভাব সহজে ধরতে পারিনা
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: নিহিত কোনো অর্থ নাই! আরো কয়েকবার পড়লে তো হতাশ হবেন!
আমিও কঠিন কবিতার ভাব বুঝি না!
শুভকামনা রইলো বোকামানুষ!
৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ২:০১
শ্রাবন৮৩৪৪ বলেছেন: ভাল হইছে ,শুভ কামনা রইল।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবন৮৩৪৪!
শুভেচ্ছা রইলো!
৫| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৪০
বৃতি বলেছেন: ভালো লাগলো
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি!
শুভেচ্ছা জানবেন!
৬| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: কঠিন কবিতা , আপনার কাছ থেকে অন্য রকম কিছু পেলাম !
অর্থ উদ্ধার আপাতত হয়নি ! সময় করে আবার আসবো !
০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অভি, অর্থ উদ্ধার হইলে প্লিজ আমারেও কইবা, আমি নিজেও এর কোনো অর্থ পাই নাই!
শুভেচ্ছা রইলো!
৭| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮
হাসান মাহবুব বলেছেন: কোমল এবং সুন্দর।
১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!
শুভেচ্ছা নিন!
৮| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
পড়তে একটু দেরি হয়ে গেলো
একরাশ মুগ্ধতা।
কামনার ক্যারাভানে নীল বাঁশি
টিনের হুইসেলে নতজানু ল্যাম্পপোস্ট, নিচে
ভাগ্য গুনছে ক্রিস্টাল মহাকাল!
১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা ত যে কোনো সময় পড়া যায়, পড়ে ভালো লেগেছে- এই জানাটুকু অনেক আনন্দের!
ভালো থাকুন, শুভকামনা রইলো!
৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১:৪৫
রোমেন রুমি বলেছেন:
বাহঃ বেশ লাগল
১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোমেন রুমি!
শুভেচ্ছা রইলো!
১০| ১৫ ই জুন, ২০১৪ রাত ২:৫৪
রাহি বলেছেন: কবিতার শেষের দুই লাইন ভালো লেগেছে। যাইহোক বেশী ভালো লেগেছে আপনার ব্লগ স্ট্যাটাস।
আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি,
কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।
আমার এই হৃদয়হীন ঈশ্বর নিয়েই যত সমস্যা।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাহি!
যুক্তি তর্ক বিশ্বাস অবিশ্বাস ব্যাপার না, হৃদয়হীনতা ব্যাপার, ইশ্বর অন্তত হৃদয়হীন নন, যিনি হৃদয়হীন- তিনি ইশ্বর নন!
শুভেচ্ছা রইলো!
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:০৫
দুঃখ বিলাস বলেছেন: সুন্দর কবিতা।