নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক বিশ্বে- শূন্যতাও সম্প্রসারণশীল
অজান ইশারায়
অচিন গন্তব্য
মহাজাগতিক মহামায়ায়
ডুবে যাচ্ছে শরবিদ্ধ কালপুরুষ
অবেলায়
ছায়াপথগুলো ছুটে যাচ্ছে
ঘুরে ঘুরে, দূর থেকে দূরে
তুমি আর আমি, আমাদের মতই।
সবার বুঝি খুব তাড়া?
সবার জন্যই কি কোনো ট্রেন অপেক্ষা করছে?
ওমেগা এক্সপ্রেস?
অসীমের দূর্বোধ্য সীমায় পৌঁছে দেবে-
নিয়তির একগুঁয়ে নভোযান!
শেষ সমীকরণের বহুরূপী ধ্রুবকেরা, যুগে যুগে
লাল দানবের বুনো গ্রাফে
ফুটিয়ে তুলছে অভিকর্ষজ গ্যাস বেলুন!
যার খেয়ালে- কোনো কিছুই আর সরল থাকল না!
বেঁকে যায়, এমনকি আলো
অসহায়! এমনকি আলো!
প্রিয়ার কৃষ্ণবিবর চোখে ডুবে যাওয়ার আনন্দ
জানে কেবল প্রেমিক, পতংগ,
আর জানে সেই সব আলো, যারা
মায়াবী নক্ষত্রের কোল থেকে
হারিয়ে যায় খুব ছেলেবেলায়
ওদের জন্য কেউ ফিরেও চায় নি!
অট্টালিকা পিটিয়ে ভাঙলে পাবে শুধু খোয়া
পরমাণু অনুসন্ধানে তন্তু
নক্ষত্রের হৃদয় চিরে দেখ
ওখানে আগুন নেই, থমথমে নীরবতা!
অনন্তের অন্ধকার পুড়িয়ে আলো
অসীমের আলো নিভিয়ে অন্ধকার!
পবিত্র বিস্ফোরণবাদীরা জানিয়েছেন
ঈশ্বর এক আজব আতশবাজি ফুটিয়ে
সার্কাসের উদ্বোধনী ঘোষনা করে বলেছেন-
খেলা শুরু, তবে সম্প্রসারিত হও!
মহাকালের শিখর ছুঁয়ে নেমে আসল সময় নদী
পরালৌকিক প্রেমে, হাত বাড়িয়ে শূন্যতার পিয়াসী অভিযান!
ক্যাসিওপিয়ার অশ্রু হয়ে ঝরে পড়ছে কত তারা- এখনও-
মুখে মুখে চারণ কবিদের রুপকথা, সুকুমার মিথ, পূর্ণিমায় পালাগান
আকাশগঙ্গা ও গঙ্গা, তোমার বুকেও বাঁধ দেবে শক্তির অশুভ দাস,
কাপাচিনো কফিশপে, ভুডু ম্যজিকের গোপন আসর
ডার্ক ম্যাটার নাকি রেসের কালো ঘোড়া?
শেষ রাত্রে কার হাতে ঝলমলিয়ে উঠবে পঞ্চম টেক্কা?
নাকি শুয়োপোকারাই তবু
হাইপার স্পেস ডাইভ দিয়ে প্রজাপতি হবে,
মানুষ থেকে যাবে মানুষ শুধু!
ছবিঃ গুগল মামা!
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই!
শুভেচ্ছা রইলো!
২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: বিগ ব্যাং কবিতা ভাল্লাগছে!
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে মামুন ভাই, শিরোনাম পাইতেসিলাম না, আপ্নেরটাই জোস- বিগ ব্যাং কবিতা! হা হা হা!
৩| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
হাসান মাহবুব বলেছেন: মহান শূন্যতার বাগানে ফুটে থাকা ফুলেরা আমাদের বাস্তবিক জীবনের নানা রূপকথা উপাদান, কখনও লোকজ সংস্কার। ভালো লাগলো এই দুইয়ের মধ্যে সংযোগ।
১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: খুব কম কথায় দারুণ বললেন তো হামা ভাই!
মহাজাগতিক শুভেচ্ছা রইলো!
৪| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯
একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: বিগ ব্যাং কবিতা ভাল্লাগছে!
বরাবরেই মতই দারুন
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই বিগ ব্যাং কবিতা!
শুভেচ্ছা রইলো সুপ্রিয় ঘূনপোকা!
৫| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!
শুভেচ্ছা রইলো!
৬| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৩
সাদরিল বলেছেন: কবিতায় বৈজ্ঞানিক শব্দের ব্যাবহার কম দেখি, এই কবিতা খুবই ব্যাতিক্রম।যদিও কবি কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝ নাই, কিন্তু কবিতা পড়ে আনন্দ পেয়েছি
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাদরিল! আমার মাঝে মাঝে বৈজ্ঞানিক কল্প কবিতা লিখতে ভালোই লাগে! আর আমি কিন্তু বিশেষ কিছু জিনিস বোঝাতে চাই নি, শুধু মহাজাগতিক কিছু ঘটনার সাথে মাটির জীবনের কিছু কথা মেশানো, অনুভব করা যে সব কিছুই এক মহাজাগতিক মহামায়ার অংশ! আর কিছু না!
মহাজাগতিক শুভেচ্ছা রইলো!
৭| ২০ শে জুন, ২০১৪ রাত ১২:০৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতায় মহাজাগতিক মায়া-টান !
এক কথায় অসাধারণ অথবা অনবদ্য ! ++
ভালো থাকুন সব সময় ।
২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা!
মহাজাগতিক শুভেচ্ছা রইলো!
৮| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পবিত্র বিস্ফোরণবাদীরা জানিয়েছেন
ঈশ্বর এক আজব আতশবাজি ফুটিয়ে
সার্কাসের উদ্বোধনী ঘোষনা করে বলেছেন-
খেলা শুরু, তবে সম্প্রসারিত হও!
আআআআহ্! কবি!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লিসানি ভাই! আপনার আগমনে কবি অশেষ আনন্দিত!
আপনাকে মঙ্গলময় মাসের শুভেচ্ছা!
৯| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তার সাথে কি পরিচয় আছে?
থাকলে আমার কথা একটু বলবেন।
হু? তার সাথে পরিচয় আছে এমন কারো সাথে পরিচয় আছে?
তারে একটু আমার কথাটা বলবেন।
চুক্তিপত্রে সই নেয়ার সময় নিয়ে বসে আছে-
এখন তার দেখা নাই।
বলবেন, শুঁটকির গন্ধ ছুটে গেছে।
জলবিনে, হায়, মাছ তো রয় না।
যা ছিল, সেইটুকুর শুঁটকিতেও দুর্গন্ধ ছুটে গেছে।
পরিচয় লাগবে না, শুধু-
আশপাশ দিয়ে যাবার সময় চিৎকার করে তারে একটু-
আমার নামটা বলবেন।
একবার বললেই তিনি চিনতে পারবেন।
শুধু একবার নামটা বললেই হবে।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি তার জন্য অপেক্ষায় থাকি,
যে আমার আলো, আমি যার অন্ধকার,
আমি তাঁর সন্ধানে অধীর আকুল-
আমি যার মুক্তি- যে আমার নির্বাণ!
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৭
এহসান সাবির বলেছেন: ১ম ভালোলাগা কবি।