নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের নগরীতে
বৃষ্টি মোড়া জ্বলজ্বলে সন্ধ্যায়
হলুদ হ্যালোজেন বাতি জ্বেলে
ফুটপাথে মুখ থুবড়ে পড়ে থাকে
বিপন্ন ভাবুক অন্ধকার।
ঘরে ফেরা ক্লান্ত মানুষের দল
বিষণ্ণ কংক্রিটে বাঁধে শ্যাওলার গান
দিগন্তেরা চাপা পড়ে গেছে দেওয়ালে ভিড়ে,
মানুষ বুকে রাস্তা ঘষে
প্রায়শই অলীক নদীতে
পরিনত হয়
তোমাদের নগরীতে
এখনও গভীর রাত্রিতে
ভরদুপুরের কোলাহলে মেতে ওঠে নির্জনতা
ঘুমজাগা, ডানাহীন সেই সব সর্বহারার দল
যাদের ঘর ছিল, আবার নেই!
কোথাও যাবার আছে, আবার নেই!
ভালোবেসে গৃহত্যাগী হবার অভিশাপে
পুড়ে যায় কিছু ঘোরগ্রস্ত মানুষ
গত জন্ম নাকি অন্য ভুবনের নেশায়
হেঁটে বেড়াতে দেখা যায় উদ্ভ্রান্ত ব্যস্ততায়!
মুদ্রার ঝনঝনে আবেগে কেঁপে ওঠে দুর্বৃত্ত প্রেতাত্মা
তোমাদের নগরে
যেখানে বাতাসে পাথর ওড়ে
ল্যাম্পপোস্ট আর কৃষ্ণচূড়ার অলৌকিক সহাবস্থানে
সিগন্যাল বাতিগুলো প্রায়শই বাঁধিয়ে দেয় অবাক জট,
সময়গুলো থেমে থাকে পথে পথে
তোমাদের নগরে
কোথাও কোথাও
সূর্যকে হার মানা আলোকসজ্জা সাজিয়ে
কোমর দুলিয়ে নাচে বীভৎস বিত্ত
এখানে অবিক্রীত কিছু নেই!
কোথাও কোথাও
শূন্য বিবর্ণ কৃষ্ণ বিবর চোখে
চেয়ে থাকে মার্জিনা, মনির আর ওরা যারা দুঃখশিশু
পথে পথে জোনাকীর মত জ্বলে নিভে যায়
জন্মই ছিল বুঝি আজন্ম পাপ-
এই জেনে
ফুলগুলো সব অবেলায় ঢেকে যায়।
আধপেটা দুঃখরাই নাকি শিল্প হয়ে ওঠে
তোমাদের নগরীতে
বহুরূপী মুখোশে মুখোশে
তারা ঝিলমিল কাচের প্রাসাদে
গোঁফে তা দেয় শিকারী হুলোর দল!
ফালি ফালি কাটা রুগ্ন বিকেলগুলোতে
আটকা পড়ে আছে সব প্লাস্টিক শৈশব
তবুও মানুষ স্বপ্ন দেখে, ওড়ায় ফানুস ভালোবেসে
তোমাদের নগরে
আজও
মৃত জলেরা ঘুরপাক খায়
তিলোত্তমা তিতির বিস্ময়ে!
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায়, বেশী পচায়ে ফেললাম নাকি! আমারো তো খুব প্রিয় শহর!
২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা পড়ে চায়ের নেশায় পেয়েছে... যাই চা খেয়ে আসি
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! চা খেয়েছিলেন আশা করি!
শুভকামনা কান্ডারি ভাই!
৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৮
ডি মুন বলেছেন: এখানে অবিক্রীত কিছু নেই!
কোথাও কোথাও
শূন্য বিবর্ণ কৃষ্ণ বিবর চোখে
চেয়ে থাকে মার্জিনা, মনির আর ওরা যারা দুঃখশিশু
পথে পথে জোনাকীর মত জ্বলে নিভে যায়
জন্মই ছিল বুঝি আজন্ম পাপ-
বাহ, বেশ ভালোভাবেই শহরের নির্মমতার চিত্র একেছেন।
শুভকামনা রইলো
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: শহরের একটা বুনো সৌন্দর্যও কিন্তু আছে! কোনো একটা লেখায় সেটাকেও ধরার চেষ্টা করতে হবে!
ভালো থাকুন সুপ্রিয় ডি মুন!
৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর ।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!
৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তোমাদের নগরীতে
বহুরূপী মুখোশে মুখোশে
তারা ঝিলমিল কাচের প্রাসাদে
গোঁফে তা দেয় শিকারী হুলোর দল!
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়!
৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আমি আর তোমাদের নগর যথার্থ বলেছেন কবি ৷
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই!
৭| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাল লাগা রইল!!
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল!
৮| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো কবি।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দিন পরে আপনার সাথে দেখা হচ্ছে মনে হয় হে চন্দ্রকবি! আশা করি ভালো আছেন!
৯| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! স্পষ্ট মন্তব্যের জন্য বিশেষ করে!
১০| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!
১১| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০৭
আমিন পরবাসী বলেছেন: কবিতার তালে তালে অনেক কিছু বলে গেলেন। দারুন লিখেছেন, শুভ কামনা।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিন পরবাসী ভাই!
ভাল থাকুন!
১২| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:১৭
রাজিব বলেছেন: ঢাকাতেই আমার জন্ম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি সব কিছুই। আপনি যে নগরের চিত্র একেছেন দ্বিমত করার খুব বেশি অবকাশ নেই।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: শহরের একটা আংশিক সত্য এসেছে বলতে পারেন, এত ব্যাপক একটা ক্যানভাস শহর, আর সেইটা তিলোত্তমা নগরী হইলে তো কথাই নেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ রাজিব!
১৩| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!
১৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: নগরী-কেন্দ্রিকতা ভাল লাগল।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: সুপ্রিয় শঙ্কু! আপনার আগমন সব সময় অনেক আনন্দের! আশা করি ভালো আছেন!
১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০
নুসরাতসুলতানা বলেছেন: দারুন লাগল।
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! আমি আপনার লেখা পড়ে আসলাম, চমৎকার লেখেন আপনি!
শুভকামনা রইলো!
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের নগরীকে এইভাবে পচাইতে পারলেন ?
কবিতায় ভালোলাগা ভাই !