নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম অধ্যায় থেকে যতদূর পর্যন্ত বৃষ্টি হয়
জোছনা ও রোদ্দুরের বর্ণমালায়,
মায়ের হাতে বানানো কাসুন্দির ঘ্রাণ ছিল
ফিরে আসতে চাইবার-
বিনীত কাজলে, অবাক আশ্রয়!
জীবনের অর্থ খুঁজতে গিয়ে
এক সন্ধ্যায়, - বেসামাল হয়ে যাবার পর থেকে
পৃথিবীর আর কোনো নারীর হৃদয়ে
খুলতে যাইনি পাঠশালা!
ঐ সব জলজ বারুদে আছে মেঘডুম্বুর গীত
বুনো কচুরীপানায় ছেয়ে যায় বদ্ধ বুক
যখন নদীরাও ভুলে গেছে সমুদ্রের স্বাদ।
ক্রুশবিদ্ধ ক্রীতদাস- ভুল স্বপ্নের পাপে, তবু-
জানলায় পেরেক ঠুকছে দিনলিপির পৃষ্ঠাগুলো
উত্তর আধুনিক নীলিমায়-
জলের বুকে জলের কান্না কেউ দেখে না
অদৃশ্য অশ্রুর ধারাপাত পড়তে শেখে কেবল
কবি ও নর্তকীর নীরব ঘুঙুর!
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড!
আশা করি ভালো আছেন!
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: নারীর মনে পাঠশালা!! চিন্তা করতেই তো ভয় লাগছে!
কবিতা মুগ্ধপাঠ্য!
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি! বিষয়টা আসলেই খুব বিপদজনক!
শুভেচ্ছা রইলো হে!
৩| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও সাবির ভাই! আশা করি আনন্দের সময় কেটেছে!
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১
লেখোয়াড় বলেছেন:
অনেক ভাল লাগল কবিতাটি।
একবারেই আপন মনে হলো।
চমৎকার শব্দ আর অাবহ।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লেখোয়াড় ভাই! আপনার আগমনে অনেক আনন্দ!
আশা করি ভালো আছেন!
৫| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!
ভালো আছেন আশা করি!
৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,
লাইনগুলোর কারিকুরি সুন্দর ।
তবে প্রথম কয়েক লাইনের ভাব খাপছাড়া মনে হয়েছে ।
বাকীটুকু জলের কান্নার শব্দ । অদৃশ্য অশ্রুর ধারাপাত যেন । বেসামাল.....
শুভেচ্ছান্তে ।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সুপ্রিয় জী এস ভাই! আপনি খুব মনোযোগী পাঠক, এই অর্থে যে প্রথম কয়েক লাইনের বিষয়ে এরকম একটা আবছা ভাব আমারো মনে হয়েছিল, ইদানিং কবিতার শুরু আর শেষে আমি নিজেই তাল খুঁজে পাই না! তাই ওদের কে ওদের মত ছেড়ে দিয়েছি!
শুভেচ্ছা রইলো!
৭| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃশ্চিক ভাই! আমি আপনার হিউমারের ভক্ত হয়ে গিয়েছি!
৮| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯
মোঃ ইসহাক খান বলেছেন: বেশ চমৎকার।
উত্তম কাব্য তৈরি হতে থাকুক।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!
গল্পের ফুলও ফুটতে থাকুক!
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
যুগল শব্দ বলেছেন:
পৃথিবীর আর কোনো নারীর হৃদয়ে
খুলতে যাইনি পাঠশালা!
ঐ সব জলজ বারুদে আছে মেঘডুম্বুর গীত
অথবা
যখন নদীরাও ভুলে গেছে সমুদ্রের স্বাদ।
ক্রুশবিদ্ধ ক্রীতদাস- ভুল স্বপ্নের পাপে
অসাধারণ কিছু লাইন।
খুব পরিণত কবিতা, ভালো লাগলো খুব।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ!
আপনার ভালোলাগায় অনুপ্রানিত!
শুভকামনা রইলো!
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভালো লাগলো, অনেক। বিশেষ করে প্রথম ও শেষ দুটি লাইন।