নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
গত কিছুদিন,
ঠিক রাত সাড়ে তিনটায়-
আমার ঘুম ভেঙে যায়,
দরজায় ঠক ঠক কড়া নাড়ে আগন্তুক
আমি বিবশ বিস্ময়ে
দরজা খুলে সামনে দাঁড়াই,
তার চোখের পাপড়িতে প্রান্তরের সঙ্কেত
আমি বাতি জ্বালি না,
তবু পরিস্কার বোঝা যায়
কপালখানা ক্লান্ত,
ডুবে যাওয়া শতাব্দীর মত
সরোবরের তৃপ্ত চোখ,
ঝর্ণার মত নেমে এসেছে স্বাধীন শ্মশ্রু
আমি ভূত দেখার মত চমকে উঠি!
আমি আমাকে দেখে চমকে উঠি-
যে হেঁটেছিল পথ পৃথিবীর পথে পথে!
২
ইচ্ছে করে নিজেই নিজের গল্পের কোনো চরিত্র হয়ে যাই, ধুপ করে শেষ করে দেই এইসব ফানুস দিনলিপি, কাগজের ফুল আর বেসুরো শব্দ, সে যাই হোক একমাত্র অধিকার, ছারপোকা সহবাসে তৃপ্তি পাক বোকা কেরানির দল, হিসেবের ভাঁজে ভাঁজে খুঁজে নিক বাদুড়ের প্রেম, আমি তবু ভর দুপুরেই বাজিয়ে দেব সাঁঝের ঘন্টা, অন্ধকারে আমার ভীষন ভয়, ভয় পেতে আমার ভীষন ভয়, তবু হে ছন্নছাড়া বেকুব বালক, জীবনের কাছে যে কয়টা রঙ পেন্সিল আর ঘর পালানো মেঘ পাওনা থাকে থাকুক, খুব দেরি নয়, বাজিয়ে দেব ঘন্টা, চালিয়ে দেব ছুরি, জীবনের কন্ঠনালি বেয়ে গলগল মুক্তি পাবে রক্তল উল্লাস, ভীতু সিংহের থাবাতেও যদি হরিণীর শীৎকার, দেখ তবে আমিও বাজিয়ে দেব ইস্রাফিলের শিঙা, আমার হাসিতে ঝর্ণা নামেনি কখনো, তবু আমার অশ্রু কাঁচের নয় সুনিশ্চিত!
৩
কিছু কবিতা হয় আনকোরা অদ্ভুত,
সকালের সেই আলোর মত,
যে ঠিক খুজে নেয় আধঘুম চোখ!
‘আমি আর কখনো জেগে উঠতে চাই না’
কোমল শয্যায় এই কথা যে অর্থহীন দুঃখবিলাস-
সেই কথা মনে করিয়ে দেবার মত কিছু আলো, কিছু কবিতা!
আরো একটা দিন তাহলে বেঁচে থাকা যায় অশ্রু বেচে- কী বল?!
আমাদের শিরায় এখনো রক্তল নদীরা মরে নি,
আকাশগঙ্গার সব নক্ষত্র বশ্যতা মানেনি কৃষ্ণ গহবরের
সুতোকাটা ঘুড়ির পেছনে উড়ে যায় নতুনের দল,- এখনও এই পৃথিবীতে-
কষ্ট পেলে মেঘ হতে ইচ্ছে করে কিশোরীর
ভালোবাসাটুকু ঢোক গিলে মমি হতে জানে বেকার যুবক, .
প্রেমিকার বিয়েতে বিষফুল লাগে সুন্দর।
আর আমার, দুলাইন কবিতা হতে ইচ্ছে করে সন্ধ্যা হলেই
আর আমার, এখনো বেঁচে থাকতে ইচ্ছে করে-
সেই দুটি চোখের জন্য!
সেই তার জন্য- যাকে দুঃখ দিয়ে,
জেনেছি- মৃত্যু হবে মুক্তি একদিন!
বেঁচে থাকাটা ছিল মৃত্য সেইদিন!
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই! অনেকদিন পরেই ফিরে এলাম!
আপনিও ভালো থাকুন!
২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: ওয়েলকাম ব্যাক ইফতি। কবতায় ভালো লাগা।
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: থাঙ্কু হামা ভাই! ফিরে আসতেই হল, ফিরে এসে ভাল লাগছে!
আপনার গল্প পড়লাম গতকালকেই!
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলকাম ব্যাক মাম্মা!! তুমি জানো তুমি আমার প্রিয় কবিদের একজন। এইভাবে হুটহাট ডুব দিয়ে পাঠক/পাঠিকা দের হতাশ কইর না। লেখা ভালো লেগেছে। শুভেচ্ছা রইল।
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: থাঙ্কু মাম্মা! ফিরে এসে আমার খুব ভাল লাগছে, দূরে গেলেই না ফিরে আসার আনন্দটা জমে ওঠে!
তবে আবার শুরু হোক আরেক অভিযান!
শুভেচ্ছা তোমাকেও!
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
বলেছেন: ++++
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! আপনার নিকটা আমার ব্রাউজার থেকে দেখা যাচ্ছে না পরিস্কার!
শুভেচ্ছা!
৫| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২
সুমন কর বলেছেন: আপনার কবিতা অনেক দিন পর পেলাম।
আশা করি, ভাল আছেন। প্রতিটি সুন্দর এবং ভাল লাগা জানিয়ে গেলাম।
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেকদিন পরে পোস্ট দিলাম!
আবার এসেছি ফিরে!
আশা করি আপনি ভালো আছেন সুমন দা!
৬| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
কলমের কালি শেষ বলেছেন: গদ্যিক কাব্য ও পদ্য সবগুলোই ভালো লাগলো । +++++
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ!
শুভকামনা রইলো!
৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
অনেকদিন পরে পোস্ট দিলেন ।
শুভকামনা
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ! আসলেই অনেক দিন পরে!
শুভেচ্ছা!
৮| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান এতদিন পরে এলেন ?
ম্যালা দিন অনুপস্থিতির জন্য তেব্র নিন্দা ।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: কেমন আছেন গিয়াসলিটন ভাই? ম্যালা দিন পরে হাজির হলাম!
তেব্র শুভেচ্ছা রইলো!
৯| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: কবিতা তো আছেই, কবিকে আবার পেয়ে বেশি ভালো লাগছে ।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! আপনাদের মাঝে আবার!
শুভেচ্ছা!
১০| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৯
তাওহীদ৭১তমাল বলেছেন: অনেক ভাল লেগেছে, শুভেচ্ছা
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তাওহীদ৭১তমাল!
শুভকামনা রইলো!
১১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি তো ভাবছিলাম আপনি বোধহয় ডাইনোসর হয়ে গেছিলেন !
দুরন্ত তিনটা কবিতা নিয়ে ফিরে এসেছেন , খুব ভালো লাগলো !
খুব নিয়মিত না হলেও , অন্তত টিকে থাকুন, ! আপনি মরে গেলে আপনার ব্লগ আর সৃষ্টি বেঁচে থাকবে কিন্তু !!
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! তাই বলে ডাইনোসর!
হ্যা, আমরা সবাই চলে যাব, কিছু থাকবে পেছনে পড়ে! ভালো বলেছেন অভি! আশা করি চলে যাবার আগ পর্যন্ত থাকা হবে!
শুভেচ্ছা রইল!
১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
মাহমুদ০০৭ বলেছেন: অভি ভাইয়ের কথায় সুপার লাইক ।
অনেক দিন পর আপনাকে পেলাম ।
সব কবিতাই ভালো লাগল -অনুভবে খেলা করার মত লাইনগুলা ।
কবিতা লিখতে বিশেষ কিছু প্রয়োজন হয় আর সেই বিশেষ কিছু কবিদের
থাকে ।
আপনি ভাগ্যবান ।
ভালো থাকবেন প্রিয় ইফতি ভাই ।
শুভকামনা রইল ।
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই! অভির কথাতে আসলে সুপার লাইক! অল্প কথায় বেশ ভারী কথা!
লেখা ভাল লাগাটা সব সময়ের জন্যই আনন্দের! আপনার ভালো লাগাতে তো বটেই!
শুভেচ্ছা রইলো!
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪
রঙ তুলি ক্যানভাস বলেছেন: "‘আমি আর কখনো জেগে উঠতে চাই না’
কোমল শয্যায় এই কথা যে অর্থহীন দুঃখবিলাস-
সেই কথা মনে করিয়ে দেবার মত কিছু আলো, কিছু কবিতা!
আরো একটা দিন তাহলে বেঁচে থাকা যায় অশ্রু বেচে- কী বল?!"- সুন্দর,তিনটা কবিতাই।
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস !
ভালো লাগাতে আনন্দ! শুভেচ্ছা জানবেন!
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০
ডি মুন বলেছেন:
চমৎকার কবিতা।
সবগুলোই ভালো লেগেছে।
দ্বিতীয় ভালোলাগা +++
নিয়মিত হবেন আশাকরি।
শুভেচ্ছা সতত।
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ডি মুন! আমিও আশা করছি নিয়মিত আপনাদের সাথে থাকা হবে!
শুভকামনা রইলো!
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
অদৃশ্য বলেছেন:
তিনটি লিখাই চমৎকার... তবে প্রথমটা আমার বেশি ভালো লেগেছে... আশাকরছি আবারো নিয়মিত হবেন, লিখালিখি করবেন...
শুভকামনা...
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় অদৃশ্য ! ভালো লাগাতে ভালো লাগে এখনো! আশা করি ভাল আছেন!
শুভকামনা রইলো আপনার জন্যও!
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
একাকি উনমন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম.
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একাকি উনমন!
শুভেচ্ছা রইলো!
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভাল লাগা
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মনিরা আপা!
শুভেচ্ছা রইলো! আশা করি ভালো আছেন!
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তিনটাই সুন্দর, তবে ২ নম্বরটা বেশী ভালো লেগেছে.... অনেকদিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগলো।
ভালো থাকা হোক সবসময়।