নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ কোনো এক আলোয়
হারিয়ে যাবার সেই সব মেঘেদের সাথে
আমার আর কোনো মোড়ে দেখা হল না!
আমি ভেবেছিলাম;- সবাই
তুমি ভেবেছিলে;- কেউ না
তোমাকে পাশে রেখে
উল্টোপথে হাঁটার দিন সব পেরিয়ে
মাঝে মাঝে গভীর রাত্রিতে ঘুম ভেঙে যায়
কোনো কারণ ছাড়াই
দুঃস্বপ্ন দেখেছিলাম কিনা আর সেটাও
মনে করতে পারি না, ধুর ছাই!
দাঁতে দাঁতে চেপে
লোকাল বাসের হ্যান্ডেল ঝুলে ছুটে যাচ্ছে জীবন,
কোথায়? কেউ কি জানে?
সকালের আলো ঘুম ভাঙালেই কি
প্রতিদিন সূর্য হওয়া যায়?
পাথরের বুকে অপেক্ষার মত অর্থময়
এক অর্থ নিয়ে,- ছুটে চলছি আমিও!
বাসনা বালি বুকে নিয়ে মুক্তো ফোটানোর সুখ
ল্যাম্প পোস্টের নিচে বিক্রি হওয়া শিউলীর দুঃখ
রূপকথার দিনগুলো পাতাকুড়োনিদের স্বপ্নে ঝরে গেলেও-
এখনও নগরে বৃষ্টি নামলে কবিতারা বিবাগী হয়ে যায়
কোনো কোনো জানলায় মিলে যায় প্রেম, দূর্লভ ঝলক
কাকাতুয়া রোদ্দুরে নির্বাক- বসে থেকে- বসে থেকে-
কী জানি কোথায়...
কেউ কি জানে?
****
বেঁচে থাকবার দিনগুলোর মতই
শব্দরাও বড় সীমিত
তাই, কখনো কবিতাকেও থাকতে হয় অনাহারী মেঘ
জীবনের রঙ খুঁজতে- ভাসতে হয় মৃতপ্রায় প্রজাপতির স্বপ্নে
সব রাজারা যেখানে সম্রাট নয়
সব কবি নয় মহাকবি
কিছুতেই কিছু যায় আসে না
তবু- অন্ধকারের হৃদয় চিরে
গোধূলি পুড়িয়ে আলো জ্বালে তারাদের দল
সবার আকাশেই, ঠিক তোমার মত,
দূর থেকে ভালোবাসবার,
ঠিক কবিতার মত,
নীলিমায় ডানা মেলবার
সেই ভালোবাসবার মত-
শূন্যতায় স্বপ্ন দেখবার
ভেঙ্গে পড়ে যাবতীয় সকাল, দুপুর জানে ঠিক
তবু- কবিদের আশাবাদী হতেই হয়
মরিচীকা ছাড়া মরুভূমির আর মূল্য কী?!
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মামুন ভাই!
শুভকামনা!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর লেখা ভালো লাগলো ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা!
ভালো থাকুন!
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
ডি মুন বলেছেন: দাঁতে দাঁতে চেপে
লোকাল বাসের হ্যান্ডেল ঝুলে ছুটে যাচ্ছে জীবন,
কোথায়? কেউ কি জানে?
সকালের আলো ঘুম ভাঙালেই কি
প্রতিদিন সূর্য হওয়া যায়
সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইলো +++
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ডি মুন!
শুভেচ্ছা নিন!
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: তবু- কবিদের আশাবাদী হতেই হয়
মরিচীকা ছাড়া মরুভূমির আর মূল্য কী?!
চমৎকার লিখেছো।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা!
ভালো আছেন আশা করি!
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
নুসরাতসুলতানা বলেছেন: ২য় কবিতায় ভাললাগা।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নুসরাতসুলতানা !
অনেক ভালো থাকুন!
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো কবিতায়!
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ !
ভালো থাকুন!
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪১
নিলু বলেছেন: ভালো
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নলু!
শুভেচ্ছা!
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
অশ্রুত প্রহর বলেছেন: কবিতাটি ভাল লাগল.. :-)
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর!
শুভকামনা রইলো!
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৭
টুম্পা মনি বলেছেন: দাঁতে দাঁতে চেপে
লোকাল বাসের হ্যান্ডেল ঝুলে ছুটে যাচ্ছে জীবন,
কোথায়
আমরা এভাবে জীবনের পরিসমাপ্তির দিকে এগিয়ে চলেছি তাই না?
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, কখনো এভাবে, কখনো ওভাবে, গন্তব্য সেই একই!
শুভেচ্ছা রইল টুম্পা মনি! আপনাকে ব্লগে দেখে ভাল লাগছে!
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
তুষার কাব্য বলেছেন: চমত্কার লিখেছেন,ভালোলাগা জানিয়ে গেলাম...
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য! ভালো লাগাতে আনন্দ!
শুভকামনা রইলো!
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।
শুভকামনা ।।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!
শুভেচ্ছা রইল!
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল হয়েছে
++++
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪ ভাই!
শুভকামনা রইলো!
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
এনামুল রেজা বলেছেন: এখনও নগরে বৃষ্টি নামলে কবিতারা বিবাগী হয়ে যায়..
চমৎকার কবিতা।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ এনামুল ভাই! আপনার লেখাতে মুগ্ধ হয়েছি!
শুভেচ্ছা নিন!
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
সোহেল মাহমুদ বলেছেন: চমৎকার লিখেছেন ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোহেল মাহমুদ!
ভালো থাকুন!
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
মৃদুল শ্রাবন বলেছেন: আরো একটা অসাধারন কবিতার পোষ্ট।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মৃদুল ভাই!
ভালো থাকুন জলে, স্থলেও!
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন কবিতা।।
কবি ভালো থাকুন নিরন্তর।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় দেশ প্রেমিক বাঙালী ভাই!
ভালো থাকুন নিরন্তর!
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: সব কবি নয় মহাকবি।
আমার তো মনে হয় সব কবিতা লেখক কবি নন। আবার কবিতা না লিখেও অনেকে কবি ।
কবিতা ভাল লেগেছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
আমার তো মনে হয় সব কবিতা লেখক কবি নন। আবার কবিতা না লিখেও অনেকে কবি ।--
খুব দারুন বলেছেন সেলিম ভাই!
শুভেচ্ছা রইলো!
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১
নাসরিন চৌধুরী বলেছেন: দুটো কবিতাই ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাসরিন চৌধুরী!
শুভকামনা!
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো দুটো কবিতাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় দূর্জয়! ব্লগে দেখা মেলাদিন পরে!
ভাল থাক!
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই!
শুভেচ্ছা নিন!
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় খুব ভালো লাগলো ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ!
ভালো থাকুন!
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
বলেছেন: খুব ভাল লাগলো।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ !
শুভকামনা রইলো!
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বিতীয়টা তুলনামূলক ভাবে বেশী উপভোগ করেছি !
শুভেচ্ছা কবি
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে অভি!
ভালো থেক!
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
নেক্সাস বলেছেন: দারুন কবিতা। আপনার কবিতা দেখি আপনার বাঁশরীর সুরের মতই সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নেক্সাস ভাই!
আবার আর এক দফা আড্ডা হবে একদিন!
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
নেক্সাস বলেছেন: ভাই ১৯ তারিখ চলে আসেন । বড় আড্ডা আছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: চেষ্টা করবো আসার! বুঝতে পারছি না আসা হবে কিনা! আসলে তো বিরাট বড় একটা আড্ডা হইতো!
২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
ডট কম ০০৯ বলেছেন: একেবারে বাস্তব জীবন যেনো।
অনেক ভাললাগা রইল।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই!
শুভেচ্ছা রইলো!
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!!
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ ব্লগ দিবস! আপনাকে দেখে খুব ভালো লাগছে!
শুভকামনা রইল হে সুপ্রিয় স্নিগ্ধ!
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পরেরটা বেশি চমৎকার।
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা!
শুভেচ্ছা রইলো!
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: মরিচীকা ছাড়া মরুভূমির আর মূল্য কী?
কবি কেমন আছেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি আছি মোটামুটি! আপনি কেমন আছেন সুপ্রিয় স্নিগ্ধ?
৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগল।
+++
কবির জন্য শুভ কামনা রইল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র! ব্লগে স্বাগতম!
শুভেচ্ছা রইলো!
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি বহুদিন পর । কেমন আছেন ?
২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! বহুদিন পরে, আসলেই! আমার চলছে, আপনি কেমন আছেন?
৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার কবি। শব্দগুলো মাথা ভরিয়ে দিল।
২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হের প্রোফেসর! আপনাকে পেয়ে ভালো লাগে!
৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
৩৪| ০২ রা মে, ২০১৫ রাত ৩:৫৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা। শুভেচ্ছা রইলো।
৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: কি অদ্ভূত নিক!!
+++
৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
মৃদুল শ্রাবন বলেছেন: ভাই কোথায় হারালেন?
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: এতদিন পর। কেমন আছেন।
৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বাসনা বালি বুকে নিয়ে মুক্তো ফোটানোর সুখ
ল্যাম্প পোস্টের নিচে বিক্রি হওয়া শিউলীর দুঃখ
রূপকথার দিনগুলো পাতাকুড়োনিদের স্বপ্নে ঝরে গেলেও-
এখনও নগরে বৃষ্টি নামলে কবিতারা বিবাগী হয়ে যায়
মরিচীকা ছাড়া মরুভূমির আর মূল্য কী?!
যথারীতি মুগ্ধ হলাম ভ্রাতা !
এতদিন কোথায় ছিলেন ? +++
৪০| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২
রুদ্র জাহেদ বলেছেন: তবু- কবিদের আশাবাদী হতেই হয়
মরিচীকা ছাড়া মরুভূমির আর মূল্য কী?!
অসাধারন প্রকাশ।খুব ভালো লাগল কবিতা
+++
৪১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জাতি কবি ব্লগে দু'একটা পাওয়া যায়।
তাও দেখা দেয় না কথা কয় না
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ কবিতা!
৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহা চমৎকার কবিতা। নিক বড়ই আনকমন। কিন্তু ফুলের জলসায় নিরব কেন কবি?
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফরিদ আহমদ চৌধুরী!
শুভকামনা রইলো!
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবি ।