নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ
এই পৃথিবীর মতই
মানুষেরও আছে তিনভাগ জল
তবুও মানুষ
এক জৈবিক পাথর মূলত,
যারা বিপন্ন চাঁদের আলোয়
মিলিত হয় সংলাপ ও সংগমে
বস্তুত, মানুষ সূর্য নয়—
আলো ও অন্ধকারের মাঝামাঝি
এক বিষণ্ণ গোধূলি বিশেষ!
...........................
০৬.০৯.২০১৭
শেরপুর।
জীবন
আমার কাছে জীবন থেকে পা হড়কে
যাওয়াটা কোনো জমির আল ধরে
আনমনে হেঁটে যেতে যেতে –
হোঁচট খাওয়া অথবা
লাউয়াছড়া রেললাইনের উপরে দুজন,
দুহাত বাড়িয়ে হেঁটে যাবার
কসরত-কামনা নয়।
জীবন থেকে পা হড়কে গেলে-
অতলে ডুবে যেতে হয়
জীবন থেকে পা হড়কে গেলে-
ফুসফুস ভরে যায় জলে,
মাগো! আকাশ হয় বিলীন...
...................................
যশোর
৩১.০৭.২০১৭
যাত্রা
এভাবেই অনেকগুলো রাত
আমি হেঁটে যেতে পারতাম
অন্ধকারের শেষ সীমানায়
এভাবেই হতে পারতো
দিনাতিপাত,--পত্রপল্লবে
উদ্দেশ্যহীনতার অর্থ
অর্থহীন নাও হতে পারে
না হোক কবিতা, মানুষ লেখে
সংযোগ ও বিচ্ছেদ, কোনোটারই
সঠিক পরিনতি না জেনে
আমিও হেঁটে যেতে পারি
তোমা হতে সুদূর, সন্নিকটে!
*বিশেষ দ্রষ্টব্য- জেনেছি সুদূর আর সন্নিকটের সীমানায়, গোধূলির মত চড়ুই কিছু এসে ঘুম যায়, আমি তাদের ভালোবাসি!
..........................
০৪.১০.২০১৭
যশোর
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো আছি সুমন দাদা! অনেকদিন পরে এসে আমার খুব ভালো লাগছে! আপনি ভাল আছেন আশা করি!
শুভকামনা রইলো!
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
ধ্রুবতারার মত ত্রয়ী কবিতাও সত্য মনে হল... চমৎকার লিখেছেন...
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা!
ভালোবাসা জানবেন!
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: খোশ আমাদেদ ৎঁৎঁৎঁ । বহুদিনপর ব্লগে আপনার কবিতা। বিয়ের আবার কবিতা লেখা শুরু করেছেন। বিষয়টি খুব ভালো লেগেছে ।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সেলিম আনোয়ার ভাই! অনেকদিন পরে এলাম আপনাদের মাঝে, ফিরে এসে আপনাদের পেয়ে ভালো লাগছে!
শুভকামনা!
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন পর, ওয়েলকাম ব্যাক।
দারুণ লিখেছেন- সুপ্রিয় ব্লগার।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই!
শুভেচ্ছা রইলো!
৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: বিয়ের পর আবার কবিতা লিখা শুরু করেছেন হবে ।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা কখন লেখা হবে তার আসলে ঠিক নাই, কখন সে আসে আর কখন যে যায়!
৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২
জাদিদ বলেছেন: চমৎকার!! এত দিন পর কবি আপনি ফিরে এসেছেন দেখে আনন্দিত।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনেরে ধন্যবাদ! ব্লগে আমার এক দোস্ত ছিল, নাম হইতেসে কাল্পনিক_ভালোবাসা, সে আছে কেমন?
৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবি হে! অনেক দিন পর আপনাকে হাতেনাতে ধরতে পেরেছি। সুন্দর হয়েছে কবিতা।
ভালো থাকুন নিরন্তর।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: দেশপ্রেমিক ভাইজান! হাতেনাতে গ্রেপ্তার!
ভালোবাসা জানবেন!
৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬
লেখা পাগলা বলেছেন: ভালো লাগল কবিতা।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লেখা পাগলা ভাই!
ব্লগে স্বাগতম!
৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার নিক অদ্ভুত সুন্দর। কবিতাগুলো নিরীক্ষাপ্রসূত।ভাল লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যে ধন্যবাদ কথাকথিকেথিকথন! নিকটা দেখতে ভালোই, সমস্যা হচ্ছে কেউ উচ্চারণ করতে পারে না!
শুভেচ্ছা রইলো!
১০| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭
ইমন তোফাজ্জল বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইমন তোফাজ্জল!
পাঠে কৃতজ্ঞতা রইলো!
১১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলিই সুন্দর।
দুই নাম্বারটা বেশি ভালো লেগেছে।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী!
শুভেচ্ছা রইল!
১২| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫
ডঃ এম এ আলী বলেছেন: অনুসরনের জন্য ধন্যবাদ ।
ত্রয়ী কবিতায় মানুষের সংজ্ঞা, জীবনের বৈশিষ্ট ও অনিদৃষ্ট যাত্রা পথের
কথামালায় পুর্ণ কবিতার ছন্দময় যাত্রায় অতিশয় মুগ্ধ হলাম ।
শুভেচ্ছা রইল ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম ডঃ এম এ আলী! আপনাকে অনুসরনে রাখা জরুরী! এক নজরে মনে হয়েছে গবেষণাধর্মী লেখায় আপনার উদ্যম অসাধারণ! আপনার পুরনো লেখাগুলো সময় করে পড়বো আশা করি, সামনের লেখার অপেক্ষায়!
কবিতা ভাল লেগেছে জেনে আনন্দ হল!
শুভকামনা!
১৩| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫
মনিরা সুলতানা বলেছেন: জেনেছি সুদূর আর সন্নিকটের সীমানায়, গোধূলির মত চড়ুই কিছু এসে ঘুম যায়, আমি তাদের ভালোবাসি
সব সময়ের মত মন ছোঁয়া হয়ে রইলো !!!
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আপা! আপনাদের ভালোলাগায় কবিতার আনন্দ!
শুভেচ্ছা অনিঃশেষ!
১৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
সুলতানা সাদিয়া বলেছেন: প্রথম আর শেষটা বেশি ভাল লেগেছে। অপর্ণার কাছ থেকে শুনেছি, আপনার নাম।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু কখনো সাক্ষাৎ হয়নি! ভবিষ্যতে হবে, এরকম আশা রাখি!
শুভেচ্ছা রইলো!
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫
অপর্ণা মম্ময় বলেছেন: মানুষটা ভাল্লাগছে
বিষণ্ণ গোধূলি বিশেষ!
ভালো থাকো
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
পুনরায় ব্লগাব্লগিতে স্বাগতম হে মহান ঔপন্যাসিকা!
১৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবন - শেষ লাইন বাদে অসাধারণ লেগেছে।
প্রথমটাও ভালো লেগেছে। শব্দের নিচে চাষ হতে দেখি শব্দ।
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: উত্তর দিতে তো অনেক বেশিই দেরী হয়ে গেল!
পাঠে অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা রইলো।
১৭| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন লেখার আশায়...
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবাসা আর্কিওপটেরিক্স, আমিও নতুন লেখাদের আশায় আশায়....
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫
সুমন কর বলেছেন: কেমন আছেন?
শেষেরটি বেশি ভালো লাগল। +।