নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শতাব্দীর গভীরতম দুঃখ নিয়ে
জানলায় তাকিয়ে আছেন তিনি
বিছানাবন্দী শুভ্র পালক বিছিয়ে
দিনের বেশিরভাগ কেটে যায় শব্দহীনতায়
শতাব্দীর গভীরতম চিন্তার ভাঁজ তার কপালে
পৃথিবীর কিনার ধরে ঝুলে আছে নুহের নৌকা
সবার ঠাঁই হবে না। ইশ্বর তাঁর গালিচায় আঁকছেন
এবস্ট্রাক্ট অনুতাপগুচ্ছের পারদলিপি।
শতাব্দীর সকল ইচ্ছেফুলের প্রতিনিধি হয়ে তিনি
মাড়িয়ে গিয়েছেন নষ্টইতিহাসের পাঠ, পূর্ণিমায়
বিরিশিরি থেকে মহুয়াবন দূর হবে না হেঁটে গেলেও
স্মৃতিতে-ঘুমে-তন্দ্রা আর সচেতন সাবধানতায়
বিলি কাটছে অবচেতন যৌনঅভিলাষ,
সাউন্ডক্লাউডে ভাসছে বিলুপ্তপ্রায় ফ্রয়েড
ও তার ষষ্ঠ সিম্ফোনি
পুরনো বন্ধুরা ডুবে গেছে জলে,
পানপাত্রে বেহুলার ছবি ভাসে,
সোমেশ্বরী ভাসে,
লখিন্দরের ভেলা ভাসে.....
গভীররাতে এস্রাজ বাজত যদি,
শতাব্দীর শুদ্ধতম রাগ বাজিয়ে জেগে থাকতেন আলাউদ্দিন,
তার সাথে আমরাও...
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা।
নিরাপদ থাকুন।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭
নেওয়াজ আলি বলেছেন: । চমৎকার লেখা ।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
নিরাপদে থাকুন!
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯
শের শায়রী বলেছেন: শতাব্দীর গভীরতম আশা নিয়ে জানালায় বসে আছি
প্রভাতের প্রথম কিরন দেখব বলে।
কেমন আছেন প্রিয় ভাই? অনেক অনেক দিন পর।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: শতাব্দীর গভীরতম সংকটের মুখোমুখি আমরা, প্রচন্ডতম আশা ছাড়া আর কী আছে!
অন্তরিন হয়ে আছি, আর সবার মতই। দিন ঠিকঠাক হলে আমরা একদিন দেখা করবো, কী বলেন?
ভালোবাসা জানবেন, নিরাপদ আর সুস্থ থাকুন!
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:০৬
একজন আরমান বলেছেন:
বহুকাল পরে আপনার কবিতা পড়লাম ইফতি ভাই !
আশা করি ভালো আছেন।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: বহুদিন পরে আসলাম যে ! কেমন আছ তোমরা?
সাবধানে থাক, নিরাপদ থাক!
ভালোবাসা।
৫| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক দিন হলো আপনার কবিতা পড়তে পারিনা; কেন এমন হলো?
২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: কেন যে কী হয় আর কে সেটা জানে!
ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।